নির্বাক এর ব্লগ

বাংলা বানান

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৩/০২/২০০৯ - ১২:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা বানানের যে দুরবস্থা প্রতিনিয়ত চোখে পড়ে সে বিষয়টি অনেকদিন ধরেই আমাকে পীড়িত করে আসছে। ফেব্রুয়ারী মাসে বাংলাভাষার প্রতি ভক্তি, ভালবাসা আর সেই সাথে কোন কোন ক্ষেত্রে আদিখ্যেতা যেভাবে আমদের মাঝে উথলে ওঠে তার সিকিভাগও যদি বছরের বাকী দিনগুলোতে টিকে থাকতো কিংবা নিদেনপক্ষে বাংলাভাষার শব্দগুলো সঠিকভাবে লেখার একটা আগ্রহ বা তাগিদ যদি আমাদের মনেরমাঝে আগাছার মতকরে হলেও কষ্টেসৃষ্...


ছড়া লেখা

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: মঙ্গল, ২০/০১/২০০৯ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধুত্তুরি ছাই ছন্দগুলো
এসে এসেও আসছেনা।
শব্দগুলো ঘুরছে শুধু,
মাথায় এসে বসছেনা।

তালগুলো সব বেতাল হয়ে
ছন্দ নদীর জল মাড়িয়ে,
হাওয়ায় যেন যায় মিলিয়ে;
কিচ্ছু করা যাচ্ছেনা।

স্বপ্নগুলো বিদ্রোহী সব,
ঘুমের ঘোরেও নেই কোন রব।
দেখছি এ যে মহাআপদ -
ছবি কিছুই ভাসছেনা!!

খাতার উপর কলমখানা
ভান ধরেছে লিখতে মানা!
মনের মাঝে মনপাখিটাও
উড়াল যেন দিচ্ছেনা!

বর্ণগুলো ইচ্ছে মতন
যেথায় যেমন যখন তখন
ঘুর...


যাচ্ছে গাড়ি যাত্রাবাড়ি

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বুধ, ২৪/১২/২০০৮ - ২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাচ্ছে গাড়ি যাত্রাবাড়ি
তাল হারিয়ে একা।
যাত্রাবাড়ি মধুর হাড়ি
যায়না ধরে রাখা।
যাত্রাবাড়ি কাড়িকাড়ি
পয়সা ধরে গাছে,
গাড়ি চলে ব্রেক ছাড়া তাই
কেউ নিয়ে নেয় পাছে।
যাত্রাবাড়ি সারিসারি
ঘিয়ের হাড়ি রাখা।
সবাই ছোটে উর্ধ্বশ্বাসে,
সব যদি পায় একা।
যাত্রাবাড়ি আমোদভারি
কেউ করেনা মানা।
সবাই চলে যে যার মতন
ছড়িয়ে দিয়ে ডানা।

যাত্রাবাড়ির যাত্রীগুলো
সকলে একচোখা,
বেজায় রকম একগুঁয়ে আর
ভীষনই এ...


*শর্ত প্রযোজ্য

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/১২/২০০৮ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের দেশের মত কথা সর্বস্ব নির্বাচন আর কোন দেশে হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। নেতানেত্রীদের বক্তৃতায় কথার ফুলঝুরি, কিভাবে এতসব কাজ করবেন তার কোন বালাই নাই। নির্বাচনী ইশতেহারে যা লেখা হয় তা কয়জন পড়েন আর যারা পড়েন তাদের কয়জন বিশ্বাস করেন সেটাও আরেক বিবেচনার বিষয়। দেয়ালে পোস্টার সাটানো যাবেনা বলে রাজনৈতিক দলগুলো এবার পোস্টারের শামিয়ানা টানিয়েছে রাস্তায় রাস্তায়। রাজনৈতিক ব...


আশা

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ২২/১২/২০০৮ - ১১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হায় বেদনায়
নীল হয়ে বেঁচে রয়
জীবনের সাধ!
তবু আশা, ভালবাসা অশ্রুর ফোঁটায়
আকাঙ্ক্ষা অবাধ।
দু’বাহু বাড়ায় মন ঘন কুয়াশায়;
ঢেকে যায়, রয়ে যায় স্বপনের আভাস।
তবু করে বাস
আলোর জোনাকি, ঘোরে লুকোচরি রাত।
চন্দ্র হারায় আলো আসেনা প্রভাত!
তবু জেগে রয় –
তক্ষকের ডাকের মত পেঁচার ডানায়,
চাতকের ঠোঁটে করে ভর অনন্ত প্রহর –
আশার প্রহরায় জেগে রয়, বেঁচে রয়
এ জীবন অনন্ত, অগাধ!!


দিল্‌ খুশ

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহ্‌ হারে দিল খুশ!
জুতো খেলেন বুশ,
খেলেন কিন্তু বুশ!
একটু করুন হুঁশ।

বিশ্ববাসীর শান্তি কেড়ে,
লক্ষকোটি মানুষ মেরে
গেলেন কিন্তু বুশ!
কেউ কি করে হুঁশ?

বুশ বাবাজির বিদায় কালে
এই কি ছিল তার কপালে!
জানত কি কেউ এই আকালে
করবে ঠিকই হুঁশ –
সাহস কত
বাতাস এত
ধরে যেই ফুসফুস!!

জুতো মহান ধন্য তুমি;
তোমার প্রভুর চরণ চুমি,
বুশ বাবাজির ইমেজ ভাঙ্গি
আছড়ে পড়ে নামলে ভূমি!
বুকে আগুন-তুষ -
ভাবছি বসে এই ...


লক্ষ্যভ্রষ্ট

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে কি বৎস!
করিয়া মকশো,
যুদ্ধের একি হাল!
মশা মারিতে কামান দেগেছ,
ছিঁড়েছ শতেক জাল।

অযথাই পানি করিয়াছ ঘোলা,
টানিয়াছ সুখে বিড়ি-আলবোলা।
ভাবিয়াছিলে সুখ হবে মেলা;
মাছেদের হবে কাল!

যাহা ছিল লাউ হইয়াছে কদু।
জালে আছে শুধু যদু আর মদু,
বাকী সকলেই হইয়াছে সাধু;
রুই-কাতলায় দেয় ফাল!

দুইটি বছর করিয়া প্র্যাকটিস,
খাটাইয়া যত বাহারি ট্যাকটিক্‌স,
টার্গেট যত করিয়াছ মিস –
শেষতক এই ফল?!

সকলে মিলিয়া সক...


ফেরা

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৪/১২/২০০৮ - ১২:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিবেক পোড়া মাটির ঘরে
লোভের সিঁদুর মেঘ,
সুতোয় বেধে পুতুল নাচায়,
সব ধরেছে ভেক্‌।
বকধার্মিক সারস সেজে
ধরতে বসে মাছ;
ধরবে সে যে প্রজাপতি
করছে কি কেউ আঁচ?
হায়নাগুলো দল বেধে সব
ফুলের বনে ঢোকে।
পায়রাগুলোর রক্ত চোষে
মাটির চিনে জোঁকে!
শকুন খোঁজে মরা গরু
এই আকালের দিনে।
কপাল যাদের পুড়েই গেছে
খাচ্ছে মরা কিনে!
হুতুম পেঁচা বলছে চেঁচা
রাত্রি হল ঢের।
আসছে ধেয়ে অমাবস্যা
এক্ষুণি সব ফের।

কা...


একটি পরমানু গল্পঃ দাগ

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ১১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“ধুশ্‌ শালা, দাগটা লেগেই গেল! এই দাগ কি আর সহজে উঠবে? অন্যকোন দাগ হলেও নাহয় একটা কথা ছিল! সার্ফ এক্সেল দিলেওতো মনেহয় উঠবেনা। এখনই ধুয়ে দিতে পারলে হয়ত উঠে যেত; কিন্তু এই অবেলায় জামা ভেজাতে দেখলে মা নিশ্চিত কিছু একটা সন্দেহ করে বসবে। বাড়ির লোকগুলোও সব; সারাক্ষন আমার পিছু লেগে আছে! কোন কিছু হলেই অপেক্ষায় থাকে কখন আমাকে ধরবে! জ্যাকেটটা নিয়ে আসলেই ভাল হত, দাগটা তাহলে ওটার উপর দিয়েই যেত। জ...


ছড়ারা!

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বুধ, ২৬/১১/২০০৮ - ১২:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছড়ারা আসে,
ছড়ারা ভাসে,
ছড়ারা হাসে,
আমায় দেখে।

করুণায় চায়,
বিগলিত প্রায়;
চলে তবু যায়,
আমায় রেখে!

ঘুরে ঘুরে যায়,
ধরা নাহি দেয়।
ভাবে বুঝি, হায়
নতুন একে?!

আমি তবু গাই,
বারে বারে চাই,
যা লিখি তা ছাই –
পড়ে কে কে?!!