সাদা ময়ূর ও তার বাচ্চারা

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ১০/০৮/২০০৭ - ৬:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাদা ময়ূর হয়তো অনেকেই দেখেছি কিন্তু সাদা ময়ূরের বাচ্চা? আগে একদিন মেঘলা দিনে পার্কে সাদা ময়ূরের পেখম তোলা দেখেছি। ময়ূর বুঝি শুধু মেঘলা দিনেই পেখম তোলে। নতুবা আর কোনদিন এর পেখম তোলা দেখিনা কেন।
সাদা ময়ূর ও তার বাচ্চারা

ওয়াটারলু পার্কে যাওয়া হয় ছোট মেয়েটাকে প্রকৃতির পাঠ দেওয়ার জন্য। সাথে বোনাস হিসেবে থাকে তার খেলার ব্যবস্থা। আজ মেয়েকে খেলার জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি সেই সাদা ময়ূরের বাসায়। বাসা মানে বিরাট আকারের গোলাকার একটা ঘেরা এলাকা। ভেতরে ছোট বড় নানা ধরনের গাছ। আছে বাংলাদেশের মোরগ, তবে আকারে বেশ ছোট, নীল-গলা ময়ূর যেটা আমাদের দেশে সবাই ময়ূর বলেই জানে। আরো ছোটখাট মুরগি-জাতীয় দুইএকটা প্রাণি।

100_4913
সাদা ময়ূর অন্যান্য ময়ুরের মতই ফিজিয়ানিডি পরিবারের পাভো বর্গের অন্তর্ভুক্ত ফিজ্যান্ট-জাতীয় পাখি । সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে লোকালয়েও দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভূক। চারা গাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণি খায়। ডিম ফুটে বাচ্চা দেয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতই মায়ের পালকের আড়ালে, আবার কখনবা পিঠের উপর লাফিয়ে ওঠে।

পেখম তোলা সাদা ময়ূর স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মত সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রংয়ের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট।

পুনশ্চ: পূর্ণ রেজুলেশনের আরো ছবির জন্য ফ্লিকারে দেখুন।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

দেখলাম চমৎকার। অনুমতি চাই ছবিগুলো ব্যবহারের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

সুন্দর ।
এখানে ও তো বড় করে ছবি দেয়া যায় ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঝরাপাতা লিখেছেন:
দেখলাম চমৎকার। অনুমতি চাই ছবিগুলো ব্যবহারের জন্য।

ছবিগুলো ব্যবহার করতে কোন আপত্তি নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসান মোরশেদ লিখেছেন:

এখানে ও তো বড় করে ছবি দেয়া যায় ।

আপনি কি এক্সটার্নাল সার্ভার থেকে লিংক দিয়ে ছবি দেওয়ার কথা বলছেন হাসান ভাই? এই প্রথম এভাবে ছবি দিলাম, মানে সচলায়তনে আপলোড করে। কোন বিশেষ ট্রিক আছে নাকি?

অমিত আহমেদ এর ছবি

অসাধারণ ছবি, সুন্দর লেখা হাসি
ফ্লিকারে আপনাকে যোগ করলাম।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হিমু এর ছবি

ভালো লাগলো। দেশি পাখিদের নিয়ে লিখছেন নাকি কিছু?


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেশী পাখিদের নিয়ে কেমনে লেখি বলেন? দেশি পাখি তো বিদেশে দেখি না। শুধু পাখির বর্ণনা দিলে তো হবে না। তার সাথে টর্ণনা দিতে গেলে ৪ বছর আগের কাহিনী লিখতে হবে।

শুরু যখন করেছি, দেশী পাখিও দেব। ব্যতিক্রমি পাখি দিয়েই শুরু করব, একটু রয়েসয়ে হাসি

অচেনা এর ছবি

সাদা ময়ূর যে আছে এইটাই জানতামনা!
অনেক ধন্যবাদ।

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

বিপ্লব রহমান এর ছবি

অসাধারণ!ছবিগুলোও ভাল লেগেছে। আমাদের দেশী পাখি নিয়েও লেখার অনুরোধ রইলোা।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।