কোন প্রচ্ছদটি আপনার বিবেচনায় সর্বাধিক আকর্ষণীয় হয়েছে?


Created with flickr slideshow.

প্রিয় সচল ও অতিথি লেখকবৃন্দ,

অমর একুশে বইমেলা ২০১০ এ বেশ কয়েকজন সচল ও অতিথির বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠিত প্রচ্ছদকারদের পাশাপাশি নবীন প্রচ্ছদনকারগণ সেসব বইয়ের প্রচ্ছদ নকশা করেছেন। আপনাদের চোখে সেরা প্রচ্ছদ কোনটি, জানবার জন্যেই এই জরিপের অবতারণা।

সেরা হিসেবে নির্বাচিত প্রচ্ছদের শিল্পীর সম্মানে তাঁকে নিয়ে একটি পোস্ট দেয়া হবে। অর্থানুকূল্যের অভাবে এ বছর এ উদ্যোগে স্বীকৃতি কেবল সম্মানসূচক উল্লেখেই সীমাবদ্ধ থাকছে ।

অংশগ্রহণের জন্যে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

আলমগীর এর ছবি

ভোটের ফলাফল কী দাঁড়াল?
মেলা তো শেষ। ফলাফল দেন তাড়াতাড়ি।

আরিফ জেবতিক এর ছবি

ভোট দিয়ে ফিরিয়ে নিলাম। আবার ভেবে টেবে দিতে হবে। হাসি

কারে ভোট দিচ্ছি বলব না, তবে মুস্তাফিজ ভাই যদি সিরিয়াসলি প্রচ্ছদ করতে নামে, তাইলে বিরাট সাফল্য পাবেন এটা লিখে দিয়ে গেলাম।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভুট দিলে কি মাইক বাজাইয়া কইতে হইবো!
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রেনেট এর ছবি

সব প্রচ্ছদ হাতে আসলে তারপর ভোটাভুটি করা উচিত ছিল। পরে যে প্রচ্ছদ্গুলো যোগ করা হল, অনেকেই তা লক্ষ্য করবেন না আর..... সুতরাং, পরে এডিত প্রচ্ছদ্গুলো সমান ভোটাধিকার পায়নি বলেই আমার বিশ্বাস।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

ভোট রিসেট করা যায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের সম্মতি পেলে। একটির বদলে দু'টি পছন্দের প্রচ্ছদও বাছাই করার ব্যবস্থা করা যায়।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সাফি [অতিথি] এর ছবি

ভোট রিসেটের প্রস্তাবে ভোট দিলাম। মেলা শেষ হবার পরে পুনর্ভোটাভুটি হোক

হিমু এর ছবি

নেক্সট জরিপে এই জরিপ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানোটা বেটার। এটার জন্যে একটু দেরি হয়ে গেছে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

রেনেট এর ছবি

আমিও পুনোর্ভোটের পক্ষে ভোট দিলাম। সম্ভব হলে একাধিক প্রচ্ছদ (দুইটা) বাছাইয়ের সুযোগ থাকলেও ভালো হয়।

পুনঃভোট হবে কিনা, সে বিষয়ে একটা ভোটাভূটি হোক দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

অণুজীবের পৃথিবী- পক্ষপাতিত্ব করলাম জন সম্মুখে।

শুভাশীষ দাশ এর ছবি

মুস্তাফিজ ভাইয়ের করা 'সচলায়তন সংকলন ৩য় খন্ড' য়ের প্রচ্ছদ দেখে তবদা খেলাম। ভুট দিতে মঞ্চায়।

বইটা বারাইতেছে কবে?

হিমু এর ছবি
শুভাশীষ দাশ এর ছবি

ভোট ফিরায়ে নিয়ে আবার ভোট দিলাম।

অনার্য সঙ্গীত এর ছবি

স্লাইড শো দেখতে না পেরে নিজেকেই ভোট দিলাম হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফাহিম এর ছবি

ভুটাইলাম!

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অনার্য সঙ্গীত এর ছবি

অনেক চেষ্টাতেও স্লাইড শো দেখতে পাচ্ছিনা। সাহায্য করুন। ছোট করে হলেও ছবিগুলো দেয়া যায়না? আমরা এখনো প্রাগৈতিহাসিক ইন্টারনেট ব্যবহার করি মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তাসনীম এর ছবি

একি আমার প্রার্থীতো হেরে যাচ্ছে...ইনশাল্লাহ তৌহিদী জনতা এর প্রতিবাদ করবে...ভোট জালিয়াতির অভিযোগে হরতাল ডেকে সচলকে অচল করে দেওয়া হবে।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ধুসর গোধূলি এর ছবি

দুই-চারটা দিন সবুর করতেন। আমার বইয়ের প্রচ্ছদ হাতে নিয়ে আমার দাঁত কেলানো একটা ফটুক খিচে সেটা সেঁটে দেয়ার অনুরোধ করতাম সন্দেশারে।

অপাত্রে ভুট ঢাললে তো প্রার্থী হারবেই। (বুইঝেন, এইটা কিন্তু সিম্বলিক ডায়ালগ) চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তিথীডোর এর ছবি

সবগুলোই তো সুন্দর!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ধুসর গোধূলি এর ছবি

- জালভুট দেয়ার সিস্টেম নাই বলে এই অন্যায্য ভুটাভুটি হৈতে মাননীয় ধুগো নিজেকে বিরত রাখলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব এর ছবি

সবগুলাতেই ভুট দিলাম ।

অতিথি লেখক এর ছবি

সুন্দর ! সুন্দর!

বোহেমিয়ান

রাহিন হায়দার এর ছবি

দিলাম। তবে 'আকর্ষণীয়' শব্দটা বেশ ট্রিকি!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

তানিয়া এর ছবি

ভোট দিলাম।
তবে খুব কাছাকাছি পছন্দের আরেকটা প্রচ্ছদে ভোট দিতে পারিনি বলে খারাপ লাগছে।
লেখকদের আন্তরিক অভিনন্দন।

অতন্দ্র প্রহরী এর ছবি

দিলাম ভোট। হাসি

বালক এর ছবি

২টারে ভোট দিতে ইচ্ছে করছিলো, কিন্তু দেয়া গেলো না। শেষমেষ বন্ধুরটারেই দিলুম খাইছে

*************************************************************************

যা সত্যি তা সব সময় আনন্দের নয়!

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

রেশনুভা এর ছবি

ভোট দেওয়ার আগে অনুমান করেছিলাম কোনটার ভোট সবচেয়ে বেশি? হেহেহে, অনুমান সঠিক বলে প্রতীয়মান হয়েছে। দেঁতো হাসি

----------------------------------------------

আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।

মাহবুব রানা এর ছবি

ভোটাধিকার প্রয়োগ করলাম প্রথমবারের মত, কিন্তু ২টা দেয়া যায় না ভোট?

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর! হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফ তাহসিন এর ছবি

দিলাম, দারুন উদ্যোগ
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

আমিও দিলাম হাসি

আকতার আহমেদ এর ছবি

ভোট দিলাম।

অমিত আহমেদ এর ছবি

দিলাম।
দু'টো প্রচ্ছদে ভোট দেবার ব্যবস্থা থাকলে বেশ হতো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

সাফি এর ছবি

আমি একাধিক ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু অমোচনীয় কালি কেন জানি উঠাতে পারছিনা ঃ(

রেনেট এর ছবি

দিলুম
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নাশতারান এর ছবি

দিলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মৃদুল আহমেদ এর ছবি

দিলাম
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তাসনীম এর ছবি

হাচলিক অধিকার প্রয়োগ করলাম।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শুভাশীষ দাশ এর ছবি

ভুট দিলাম বাহে।

দ্রোহী এর ছবি

দিলাম ভুট।