স্নান

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ২৬/০৭/২০০৮ - ৪:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই যে এখন
তোমাদের আকাশে
একখন্ড মেঘ

কোনো প্রতিশ্রুতি
না দিয়েই
সরে গেলো
চোখের সামনে

তোমার মন
তাতেই খারাপ
কেটেছে পুরো দিন

এই যে এখন
স্নানের সময়
নির্মেঘ আকাশ
দেখতেছো
সাবান-গলা-চোখে

ওইখানেই কি
অতীতকাল থাকে
নির্লোভ
নিঃস্বার্থ
নখদন্তহীন

এই যে এখন
ডাকলো তোমাকে
এ তো শুধুই
কথার কথা নয়

কোথা-না-কোথা
এতেই সাড়া
দেয় তো প্রিয়
অশ্রুকমল

স্নানের সময়
তোমাদের
মেঘমতোন


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

আপনার এই পর্যায়ের কবিতাগুলার মাঝে এইটাই আমার পছন্দ হইছে সবচে বেশি।

ভুল সময়ের মর্মাহত বাউল

শেখ জলিল এর ছবি

আমারও পছন্দ হইছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জিফরান খালেদ এর ছবি

বেশ তো!

রণদীপম বসু এর ছবি

এই যে এখন
তোমাদের আকাশে
একখন্ড মেঘ

কোনো প্রতিশ্রুতি
না দিয়েই
সরে গেলো
চোখের সামনে

তোমার মন
তাতেই খারাপ

চমৎকার সূচনা !
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি
সৌরভ এর ছবি

মচমচে এবং ফুরফুরে।


আবার লিখবো হয়তো কোন দিন

দেবোত্তম দাশ এর ছবি

কোনো মন্তব্য করা আমার জন্য ধৃষ্টতা মাত্র । তবু শুধুই বলবো ভালো লেগেছে ।

ওইখানেই কি
অতীতকাল থাকে
নির্লোভ
নিঃস্বার্থ
নখদন্তহীন

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পলাশ দত্ত এর ছবি

আপনার উদ্ধৃত লাইনগুলো আমিই লিখেছি আমার কবিতায়। তবু, ওই উদ্ধৃতির আকারে পড়ে গা শিউরে উঠলো একটু। অতীতকাল কি এমনই? আক্রমণাত্মক?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অণৃণ্য এর ছবি

এই কবিতাটা খুব আনন্দ দায়ক।সুপাঠ্য।ধন্যবাদ পলাশ দত্ত।

পলাশ দত্ত এর ছবি

আমার এই লেখাটাসহ আরো দুইটা লেখার নিচে দেখি লেখা '১ trackback'- এই কথাটার মানে কেউ একটু বুঝিয়ে দেবেন?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।