শিশু

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ০৭/১২/২০০৮ - ৩:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিশু হে, তোমাকে সামনে পেলে
এ-দুর্দিনে মানুষের মন
নির্ভার হয় একটু

ভাত-মাথার ছাদ
সব অস্বস্তি ভুলে
নির্দোষ ফ্যান্টাসাইজার
হয়ে উঠতে পারে

ছেলেধরার সাজে সে,
তোমাকে পার করে
চেনা সব ফেরিঘাট

তোমার সঙ্গে যাচ্ছে ব'লে
আসলে সে নিজে
লুকায়ে পড়তেছে
এই আজকের
সমস্ত দুর্দিন থেকে

শিশু হে,
তোমাকে সামনে পেলে
আরো ফ্যান্টাসি হতে পারে
দুঃখী এ-মানুষগুলির

বেঁচে যাওয়ার কৌশলে


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

দেখো তো আমাকে শিশু শিশু লাগে কি না
বোকা বোকা লাগে কি না
আর লাগলেই ভালো
আর এই যেন হয়
আমি যেন এরকম শিশু শিশু
বোকা বোকা থাকি?

আবুল হাসান থেকে ধার করলাম
চলবে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বুড়োরা সব শিশু সেজে আছে, এখানে ওখানে...

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল্লাগ্লো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।