ক্যামেরাবাজী: বোতল

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১০:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিগ সি পরিচালিত কারসাজির ক্যামেরাবাজী ক্লাসে আমিও একজন ছাত্র। গতপর্বের পাঠে দুটো ভিডিওর লিংক ছিল। সেখান থেকে একটি বাস্তবায়নের অপচেষ্টা করলাম। আগে পত্র পত্রিকা, ফটো-এগজিবিশনে স্টিল লাইফের ছবি দেখতাম আর ভাবতাম এ আর এমন কি? আজ জীবনের প্রথম কোন স্টিল লাইফের ছবি তুলতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম পাখ-পাখালি আর প্রকৃতির ছবি তোলা এরচে ঢের সহজ।

প্রথমেই বলে নেই এটা তুলতে গিয়ে আমি কি কি শিখলাম:

১। যথাযথ ইকুইপমেন্ট থাকতে হবে। সেগুলো হলো- ট্রাইপড, টেবিল ল্যাম্প বা সেধরনের প্রফেশনাল গ্রেড ডিমার, রিফ্লেক্টর, ক্যাবল রিলিজ (থাকলে ভালো), আরো কি কি তা জানিনা
২। অসম্ভব ধৈর্য
৩। অনেক সময় হাতে নিয়ে কাজ শুরু করতে হবে।
৪। আগে থেকে কয়েকটা ভিডিও দেখে নিতে হবে (যারা আগে কোনদিন স্টিল লাইফের ছবি তোলেননি)

প্রণালী:

প্রথমে কাঁচের বোতলটাকে আলতো করে আলোর বিপরীতে ধরতে হবে। তারপরে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে কোন পজিশনে রাখলে রঙের মাত্রাগুলো সবচেয়ে বেশি ধরা দেয়।

তারপর বোতলটিকে একটি সাদা বা কালো বা অন্য কোন ব্যকগ্রাউন্ড বা বেইজ-এর উপর রাখতে হবে। লক্ষ্য করতে হবে বেইজ যেন মসৃন হয়। আমার ঘরে কালো কিছু না থাকায় সাদা একটা পর্দার উপর রেখেছিলাম যেটাতে আবার ইস্ত্রি-জনিত ভাঁজ বিদ্যমান ছিলো।

এরপর বোতলের ঠিক পিছনে আলো না ফেলে একটু আড়াআড়ি কোণে (ডানে বা বামে) টেবিল ল্যাম্প সেট করতে হবে। ফলে পেছন থেকে আলো পড়ে বোতলটাকে আলোকিত করবে এবং রংবেরঙের কাঁচগুলো ফুটে উঠবে। তীর্যকভাবে আলো ফেলার কারণে সামনে একটা বড়সড় ছায়া পড়বে। রিফ্লেক্টর বা বাড়তি আরেকটি ল্যাম্প দিয়ে পতিত ছায়াকে সরানো যেতে পারে, তবে আমার তেমন কিছু ছিলনা বলে যা আছে তাই নিয়েই কাজ সেরেছি।

তারপর ক্যামেরাটিকে ট্রাইপডের উপর এমনভাবে বসাতে হবে যেন ছবিগুলো পোর্ট্রেট (লম্বালম্বি) আকারের হয়। ক্যাবল রিলিজ থাকলে সেটা লাগিয়ে নিন। না থাকলেও অসুবিধা নাই।

আশপাশের নয়েজ কমানোর জন্য এ্যাপারচার বাড়িয়ে দিন (নাম্বার কমিয়ে)। এতে ডেপ্থ অব ফিল্ড কমে যাবে (মানে চারপাশটা ঘোলা হয়ে যাবে)। আমি এমনটা করেছি কাপড়ের ভাঁজ যাতে না দেখা যায় সেজন্য। এর সাইড এফেক্ট হিসেবে বোতলের অনেকখানি জায়গা আউট-অফ-ফোকাস হয়ে গেছে।

এরপর ছবি তুলতে থাকুন যতক্ষণ না মনের মতো বা চলনসই একটা ছবি পাওয়া যায়। আমি ১৮-২০ টা তুলেছি। তার মধ্যে একটা গ্রহণযোগ্য হয়েছে। সেটির ছবি উপরে দিয়েছি। ক্লিক করলে বড় করে দেখা যাবে।

প্রশ্ন করতে পারেন ছবির উপরের দিকটা কালো কেনো? উত্তর হবে, কয়েকবার ট্রাই করার পরে দেখেছি কালো না করলে বোতলের মুখের ডিটেলস ভালো আসেনা। আর নিচের যে কালো শেড সেটা তীর্যকভাবে আলো ফেলার কারণে সৃষ্ট ছায়া। ওটা দূর করতে পারলে হয়তো আরো ভালো হতো।

টেকনিক্যাল বিষয়:
এক্সপোজার: ১/৬ সেকেন্ড
এপারচার: ৫.৬
ফোকাস দূরত্ব: ১৩৫মিমি
আইএসও: ২০০
ফ্ল্যাশ দেয়া হয়নি।

কোন প্রশ্ন থাকলে করতে পারেন। তবে প্রশ্নের চেয়ে পরামর্শ দিলে বেশী খুশি হবো। হাসি

উল্লেখ্য যে ছবিটি পোস্ট-প্রসেস (পিপি) করা হয়েছে। মূলতঃ কালার স্যাচিউরেশন বাড়ানো হয়েছে এবং সাদা ও কালোর পরিমান কমানো বাড়ানো হয়েছে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি তো এসবে ওস্তাদ, কিছু পরামর্শ দেন না হাসি

এনকিদু এর ছবি

প্রশ্ন : এই বোতলটা কৈ পাওয়া যায় ?
পরামর্শ : এই পোস্ট দুইবার এসেছে, একটা ঘ্যাচাং করে দিন হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই বোতল ডলারামা নামক দোকানে পাওয়া যায়। ডলারামা হলো বিশেষ ধরনের দোকান যেখানে সবকিছুর দামই ১ডলার (দেশের অনেকেই নাও জানতে পারে তাই বললাম)।

পোস্ট করতে গিয়ে "টেমপোরারিলি আনএভেইলেবল" দেখাল, তাই আবার পোস্টালাম। পরে দেখি দুইটাই ফ্রন্টপেজে। তাড়াতাড়ি হিমু দেখার আগেই একটাকে ঘ্যাচাং করেছি খাইছে

মৃদুল আহমেদ এর ছবি

প্রশ্ন : ডলারামা কী?
পরামর্শ : লেখার মধ্যেই উত্তর দেবেন না, তাহলে আমাদের মতো মুখু্যসুখু্যরা কী প্রশ্ন করবে? চোখ টিপি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নীড় সন্ধানী এর ছবি

‌‌এক বোতলে এত কিছু? দেখে তো ভেবেছিলাম নিরীহ বোতলমাত্র।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

শামীম এর ছবি

বড় করে দেখার পর ছবিটার সৌন্দর্য্য ধরা পড়লো। তবে বামদিকে আলো পড়ার কারণে কিছু জায়গা ফ্যাকাশে দেখাচ্ছে (আউট অব ফোকাস মনে হচ্ছে না)।

অর্থাৎ আরো ভালো করার স্কোপ আছে মনে হচ্ছে ... ... HDR নিয়ে একবার অরূপ লিখেছিলো .. .. লোভ জাগে কিন্তু সুযোগ পাচ্ছি না.... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাইতো জানতে চাইছি কেমনে তুললে কেমন হইতো হাসি আউট অব ফোকাস আছে, নিচের দিকে।

ধুসর গোধূলি এর ছবি

- প্রশ্নঃ বোতলটার অরিজিনাল রঙ কী?

পরামর্শঃ যদি বোতলটার রং-ই এমন রঙীন হয় তাইলে কী দরকাররে ভাই এতো কষ্ট করার? তার চাইতে চলেন কতোক্ষণ ফাও গ্যাজাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কথা ঠিক। তয় শিল্পীরা তো সাদা বোতল নিয়ে মাতামাতি করে, আমি তো তাও একটা রঙিন বোতলে নিছি দেঁতো হাসি

বোতলের চেহারা সাদামাটা, কিন্তু পেছন থেকে আলো ফেললে এরকম দেখায়। তাই এভাবে ছবি তোলার যৌক্তিকতা ছিল। আর তাছাড়া কিছুটা প্রাকটিসও হলো। হাসি

জিজ্ঞাসু এর ছবি

চলুক
হঠাৎ জীবজগত ছেড়ে জড় বস্তুর দিকে ঝোঁক!!

___________________
সহজ কথা যায়না বলা সহজে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শিখছি.. শোহেইল স্যারের ইশকুলে ভর্তি হয়েছি না?

রণদীপম বসু এর ছবি

বোতলের সাথে শিল্প-সংস্কৃতি লাইনের মানুষদের যোগাযোগ সবসময়ই খুব নিবিড় বলে শুনেছি ! পিপি দা'র হঠাৎ বোতল-প্রেমে আবারো বুঝলাম, এটা একটুও বাড়িয়ে শুনি নি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূলত পাঠক এর ছবি

ভালো বলেছেন! হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি কিন্তু খালি বোতলের প্রেমিক, ভরা বোতলের না চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

ভরা বোতল প্রেমিক রাই খালি বোতল কোলে নিয়া ঘুমায়

(কথাটা আমার না, বলেছিলেন ভাসানী, একবার মশিউর রহমান [যাদু মিয়া] সারারাত পানাহার করে ঘুমের কারনে সকালের মিটিং মিস করলে ভাসানী উনার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছিলেন)

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও সেই ইশকুলের ছাত্র। কিন্তু সময় পাই না যে মন খারাপ

আজকে কিছু মজার ছবি তুলছি। দেখি একদিন সময় করে তার কিছু তুলে দিবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটার ছবি কই? ক্যামারাবাজী সিরিজে জুড়ে দেবো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।