ও আমার দেশের মাটি ...

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: মঙ্গল, ১১/১২/২০০৭ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরবানা থেকে শিকাগো। শিকাগো থেকে লন্ডন, আর সেখান থেকে ঢাকা। সব মিলিয়ে বারো হাজার মাইলের পথ চলা, দুনিয়ার পুরো উলটা দিকে চলে আসা। আসতে মোট লাগলো বত্রিশ ঘন্টা। গ্র্যাজুয়েট স্টুডেন্টের সামান্য বেতনের উপরে বিশাল চাপ সৃষ্টি করে চড়া দামের টিকেট। ভারী সুটকেস নিয়ে দৌড়ানো, এয়ারপোর্ট পর্যন্ত দেড়শ মাইল হালকা বরফের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে আসা। শিকাগো এয়ারপোর্টে বিরস বদনের ইমিগ্রেশন অফিসার, ব্রিটিশ এয়ারওয়েজের জঘন্য খাবার।

কিন্ত সব কিছুর পরেও পরশু ভোরে যখন ঢাকার রানওয়েতে স্পর্শ করলো সুপরিসর বোয়িং ৭৭৭ প্লেনটা, প্লেনের ছোট্ট জানালা দিয়ে দেখতে পেলাম চরম আকাংক্ষিত সেই দৃশ্য, আমার দেশের মাটি। দৌড়ে অনেক মানুষ ডিঙিয়ে যখন বেরিয়ে এলাম বাইরে, দেশের বাতাস বুক ভরে নিলাম, আমাদের বাবা-মার, ভাইয়ের প্রিয় মুখগুলো এয়ারপোর্টের লাউঞ্জে দেখতে পেলাম।

হাজার ত্যাগ, প্রচন্ড খরচের পরেও মনটা ভরে গেলো প্রশান্তিতে। বুঝতে পারলাম, কেনো জীবনানন্দ বার বার ফিরে আসতে চেয়েছেন তাঁর ধানসিঁড়ি নদীটির তীরে, কেনো মধুসূদন কপোতাক্ষ নদের কথা, সতত বিরলে ভেবেছেন, নীস নদীর জলরেখা এতোটা আলোড়িত করতে পারেনি তাঁকে। গত ছয় মাসে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র চষে বেড়ানোর সময়, নিউইয়র্কের শহুরে সৌন্দর্য, বা ক্যালিফোর্নিয়ার পাহাড়-সমূদ্র দেখার সময় বার বার মনে হতো, এতো কিছুর পরেও আমার দেশটা, আমার নিজের মাটি, এর মতো সুন্দর আর কিছুই এই পৃথিবীতে নেই।

জানি, আমার এই দেশটা অনেক গরীব -- সিডর, বন্যার মতো নানা প্রাকৃতিক দূর্যোগে, গ্লোবাল ওয়ার্মিং এর আঘাতে বিপন্ন এদেশের সংগ্রামী মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তির জোয়ার নেই এদেশের পদ্মা বুড়িগঙ্গায়, ব্যাঙ্গালোরের টেকনো সিটিও হয়নি আমাদের ঢাকা চট্টগ্রাম। কিন্তু আমাদের এই দেশের সোনার মানুষ, এই দেশের মাটি দুনিয়ার কোনো খানেরই চাকচিক্য, সোনামোড়া রাস্তাকে হার মানাবে ... আমার প্রিয় স্থান হিসাবে।

কারণ, দেশটা তো আমাদেরই ... এই মাটি, এই মানুষ এতো আমাদেরই চির আপন।


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

দেশের বাইরে না থাকলে মনে হয় এই অনুভূতিগুলো

অর্জন করা যায় না। আমি দেশের বাইরে একবারই গিয়েছি। এক সপ্তাহের জন্য ভারতে। শেষের দু'দিন বার বার মনে হচ্ছিলো, কখন রওয়ানা দেবো। তবে আমার চেয়ে আপনার অনুভূতির তীব্রতা আরোও বেশি...

অফটপিকঃ
এইবার দেশে কতদিন থাকবেন ভাইয়া?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

নজমুল আলবাব এর ছবি

ওয়েলকাম বেক বড়ভাই। হাসি

সারা এমরিকা ঘুরলেন। এইবার দেশে হালকা একটা ঘুরান্তি দেন। আমরা একটু দেখা সাক্ষাতের চান্স পাই হাসি কি বলেন?

ভুল সময়ের মর্মাহত বাউল

রাগিব এর ছবি

ধন্যবাদ নজমুল আলবাব ভাই। আমেরিকার এপার ওপার ঘুরলেও দেশে আসলে আমি অলস নাম্বার ১ হয়ে যাই, তাই ঢাকা আর চট্টগ্রাম ছাড়া আর কোথাও হয়তো যাওয়া হবে না। মন খারাপ
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ফারুক হাসান এর ছবি

ভাগ্যবান বড়ভাই!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

রাগিব এর ছবি

বিপ্রতীপ লিখেছেন:

অফটপিকঃ
এইবার দেশে কতদিন থাকবেন ভাইয়া?

মাস খানেক। মানচুমাহারার সাথে গত সপ্তাহে দেখা হলো উইকি-আড্ডাতে।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

বিপ্রতীপ এর ছবি

উইকি আড্ডাতে আসার ইচ্ছে ছিল, কিন্তু কাজ শেষে হলে ফিরেছি পৌনে ছয়টায় মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

রাগিব এর ছবি

দেরিতে আসলেও সমস্যা নাই। আমরা গতদিন ৭টা পর্যন্ত ছিলাম।
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

তানভীর এর ছবি

কি মজা রাগিবের। টাইমিং-ও ভাল হইছে...সামনে ঈদ...ডাবল আনন্দ। আমাগো এইখানে ঈদ পড়ছে ১৯ তারিখ, বুধবারে...যন্ত্রণা আর ভাল্লাগে না!

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

রাগিব এর ছবি

তানভীর ভাই, মজা তো, কিন্তু টিকেট কিনতে গিয়া দেউলিয়া প্রায়। দুইজনে মিলে ৩২০০ ডলার ... এখন ক্রেডিট কার্ডে বিশাল দেনা মন খারাপ

তবুও, বাবা মা'র সাথে ঈদ করা - priceless

(তবে আগামী কয়েক মাসে প্রাইসলেস এর মাজেজা হাড়ে হাড়ে বাইর হবে ...)

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।