বাংলা উইকিপিডিয়াতে সরাসরি লিখুন বাংলা

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: শনি, ৩০/০৬/২০০৭ - ২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

(লেখাটি আমার ব্লগ বঙ্গবাণীতে ২৮শে ফেব্রুয়ারিতে প্রকাশিত)

বাংলা উইকিপিডিয়াতে লেখার জন্য অনেক দিন ধরেই আহবান জানাচ্ছি সবাইকে। এই ব্লগে লেখার পরে কেউ কেউ গিয়েছেন, যদিও আরো অনেকে গেলে ভালো হতো। যাই হোক, একটা বড় অভিযোগ ছিলো, বাংলা লিখতে হলে অভ্র বা এধরণের কিছু ইন্সটল করতে হয়। অনেকেই কর্মক্ষেত্রে বা অন্যত্র বাংলা সফটওয়ার ইন্সটলের ঝামেলাতে যেতে চাননা বলে আর লিখতে পারেননি।

এই সমস্যার সমাধান করতে বাংলা উইকিপিডিয়াতে এখন সরাসরি বাংলা ইউনিকোড লেখার ব্যবস্থা করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার কর্মী ও প্রশাসক অর্ণব জাহিন জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে এই ব্যবস্থা যোগ করেছেন। যেকোনো পৃষ্ঠা সম্পাদনার মোডে খুললেই উপরে একটি চেক বক্স পাবেন, বাংলায় লিখতে চাইলে ওতে টিক দিয়ে দিন। অথবা আরো সহজে, এস্কেপ চাপুন, তাহলে বাংলা চালু হবে, আবার এস্কেপ চাপলে ইংরেজি/স্বাভাবিক মোডে ফেরত যাবেন।

এর ফলে এখন বাংলা উইকিপিডিয়াতে লেখালেখি করাটা অনেকের জন্যই সহজ হবে বলে আশা করছি। প্রাথমিকভাবে আমরা কেবল অভ্র ফোনেটিক মোড রেখেছি (যা সামহয়ারইনব্লগের ফোনেটিকের খুব কাছাকাছি)।

তাই, সফটওয়ার ইন্সটল করতে হবে, এই ভয়ে যারা উইকিপিডিয়া থেকে দূরে ছিলেন, তাঁরা এখন চলে আসুন আমাদের এই প্রজেক্টে। খুব শিঘ্রই আমরা একটা বড় প্রজেক্টে হাত দিতে যাচ্ছি, অচিরেই আমি এর ঘোষণা দিবো। বাংলাতে লেখা বিশ্বকোষ ভবিষ্যত প্রজন্মের কাছে আমাদের উপহার হয়ে থাকবে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যাক এটা একটা ভালো কাজ হয়েছে। দেখি লেখালেখি শুরু করা যায় কিনা উইকিতে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

কিভাবে সাহায্য করতে পারি?

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হাসিব এর ছবি

বাংলা উইকিপিডিয়াতে কবি সাহিত্যিকদের জীবনী বা তাঁদের কাজ নিয়ে তথ্যভান্ডার খুবই খুব করুণ অবস্থায় বিরাজ করছে । দেশে যারা আছেন তারা এবিষয়ে বিশেষ সাহায্য করতে পারেন । বিদেশে বসে দেশের এসব রিসোর্স ঘাটাঘাটি করা এককথায় অসম্ভব । দু'তিন প্যারা যাই হোক তাদের নিয়ে লেখা শুরু করুন । টেক হেল্প লাগলে রাগিব তো আছেনই । লাগলে আমিও ব্যাকআপ দেবোনে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হিমু এর ছবি

শিগগীরই শুরু করবো। এই উদ্যোগের জন্য ধন্যবাদ ভাইয়া।

একটা প্রশ্ন ছিলো, পত্রিকার লিঙ্ককে কি উইকিপিডিয়া প্রামাণ্য উৎস হিসেবে স্বীকৃতি দেয়?


হাঁটুপানির জলদস্যু

হাসিব এর ছবি

হিমু লিখেছেন:
শিগগীরই শুরু করবো। এই উদ্যোগের জন্য ধন্যবাদ ভাইয়া।

একটা প্রশ্ন ছিলো, পত্রিকার লিঙ্ককে কি উইকিপিডিয়া প্রামাণ্য উৎস হিসেবে স্বীকৃতি দেয়?

বাংলা উইকিপিডিয়ার হোমপেজে অবদানকারীদের জন্য অবশ্যপাঠ্য সেকশনটা পড়ে দেখতে পারেন


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

রাগিব এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ লিখেছেন:
যাক এটা একটা ভালো কাজ হয়েছে। দেখি লেখালেখি শুরু করা যায় কিনা উইকিতে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুর্শেদ, আসলেই আরো অনেকের আসা দরকার। একটা কাজ শুরু করে একা একা এগিয়ে নেয়াটা অনেক কঠিন। দশের লাঠি, একের বোঝা। তাই চলে এসো।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রাগিব এর ছবি

হিমু লিখেছেন:
শিগগীরই শুরু করবো। এই উদ্যোগের জন্য ধন্যবাদ ভাইয়া।

একটা প্রশ্ন ছিলো, পত্রিকার লিঙ্ককে কি উইকিপিডিয়া প্রামাণ্য উৎস হিসেবে স্বীকৃতি দেয়?


হাঁটুপানির জলদস্যু

হ্যাঁ, তবে কি পত্রিকা, তার নিজস্ব সত্যনিষ্ঠতার উপরে নির্ভর করছে এটা।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রাগিব এর ছবি

অমিত আহমেদ লিখেছেন:
কিভাবে সাহায্য করতে পারি?

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

চলে আসেন আগে। এইখানে
আমাদের সিডি প্রকল্পের কথা এবং পাতার নীচের দিকে টার্গেট নিবন্ধ তালিকা আছে। তালিকার অনেক নিবন্ধই stub পর্যায়ে রয়ে গেছে, ঐগুলার যেটাতে আপনার আগ্রহ আছে, সেটাতে কাজ করতে পারেন। ইংরেজি উইকির সংশ্লিষ্ট নিবন্ধ হতে সরাসরি অনুবাদ করে দিতে পারেন।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রাগিব এর ছবি

হাসিব লিখেছেন:
বাংলা উইকিপিডিয়াতে কবি সাহিত্যিকদের জীবনী বা তাঁদের কাজ নিয়ে তথ্যভান্ডার খুবই খুব করুণ অবস্থায় বিরাজ করছে । দেশে যারা আছেন তারা এবিষয়ে বিশেষ সাহায্য করতে পারেন । বিদেশে বসে দেশের এসব রিসোর্স ঘাটাঘাটি করা এককথায় অসম্ভব । দু'তিন প্যারা যাই হোক তাদের নিয়ে লেখা শুরু করুন । টেক হেল্প লাগলে রাগিব তো আছেনই । লাগলে আমিও ব্যাকআপ দেবোনে ।

আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হাসিব, ঠিক বলেছেন। তবে ইন্টারনেটে বাংলাপিডিয়া ও অন্যান্য উৎস হতে সাহিত্যিকদের জীবনী সম্পর্কে অনেক তথ্য পাবেন। বাংলাপিডিয়াকে হুবুহু quote বা অনুবাদ করা যাবে না, তবে অনুবাদ করে নিজের ভাষায় লিখলে সমস্যা নেই। (সূত্র হিসাবে উল্লেখ করে দিবেন)।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

দ্রোহী এর ছবি

বাংলা উইকিতে বাংলা কিবোর্ড সংযুক্তি নিঃসন্দেহে একটা ভাল অগ্রগতি!
__________
কি মাঝি? ডরাইলা?

রাগিব এর ছবি

দ্রোহী লিখেছেন:
বাংলা উইকিতে বাংলা কিবোর্ড সংযুক্তি নিঃসন্দেহে একটা ভাল অগ্রগতি!
__________
কি মাঝি? ডরাইলা?

দ্রোহী, তাহলে আর দেরী কেনো? চলে আসুননা, একটি বাক্য হলেও যোগ করুন ...

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

তারেক এর ছবি

আমি লিনাক্সে বাংলা লেখার জন্য উইকির খেলাঘর পেজ ইউজ করি। দুয়েকটি ক্যারেক্টার বাদে কিবোর্ড লে-আউট পুরোপুরি অভ্রের মত। উইকিতে কিছু লেখা হয় না। আমার এক বন্ধু কিছু কিছু এন্ট্রির বাংলা করছে। আমিও তাই শুরু করব ভাবছি।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

MUHAMMAD SHAHED  এর ছবি

বাংলা উইকিতে বাংলা কিবোর্ড সংযুক্তি নিঃসন্দেহে একটা ভাল অগ্রগতি!
__________SHAHED

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।