ছবিতে গল্প ৪: হলদে-কালো

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ০৪/০৫/২০০৯ - ১১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত পাতাঝরার ঋতুতে গ্যাটলিনবার্গ গিয়েছিলাম। পাহাড়ি সড়ক দিয়ে গাড়ি চালাতে চালাতে একটা মোড় ঘুরতেই ম্যাজিক, সব সবুজ নিঃশেষ ক'রে সে এক হলুদের বিস্ফোরণ! অদ্ভুত এক আলো শুধু সেইখানটাতেই, তার মধ্যে যেন নীরবে বাজছে সিম্ফনী কোনো। কালো কালো গাছের গুঁড়ির উলম্ব গাম্ভীর্য আর হলদে পাতাভরা শাখার হরিজন্টাল চাপল্য, দুয়ে মিলে জাপানি স্ক্রোল পেইন্টিং।

যাঁরা গ্যাটলিনবার্গ যেতে চান তাঁদের জন্য জানাই, জায়গাটা টিপিকাল আমেরিকান ভ্রমণ গন্তব্যও বটে, কাজেই যদি সত্যি প্রকৃতি দেখতে যেতে চান তাহলে খবরদার কোনো ঐ জাতীয় সহযাত্রী সঙ্গে নেবেন না। আমি ভুল করেছিলাম, আমাদের দলে একটি সুপার-কম্পিটিটিভ যুবক ও তার নবপরিণীতা সুপার-এক্সাইটেড পত্নী থাকায় আমরা যতো আবর্জনা সব দেখতে বাধ্য হয়েছিলাম, যার মধ্যে মিনি-গল্ফ, পেইন্টবল কনটেস্ট, আইস-স্কেটিং, কেবল-কার ইত্যাদি ছিলো। অথচ হাতের কাছেই এমন সুন্দর অরণ্য হাত বাড়িয়ে ডাকছে, আমাদের বধির কানে সে কথা পৌছোয় না! বিল ব্রাইসন গ্যাটলিনবার্গ নিয়ে এমন মানসিকতাকে গুছিয়ে খিস্তিয়েছেন তাঁর অ্যাপালাচিয়ান ট্রেইলের ভ্রমণ গাথায়, চমৎকার বই, পড়তে পারেন।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কী অদ্ভুত সুন্দর! যেন কোন ওয়ালপেপার দেখছি। ও হ্যাঁ, ঠিকই তো, ওয়ালপেপারই তো দেখছি চোখ টিপি

আচ্ছা, একটা একটা করে ছবি পোস্ট না করে আপনার ভান্ডার থেকে বিষয়ভিত্তিক অনেকগুলো ছবি একসাথে পোস্ট করুন না...

মূলত পাঠক এর ছবি

আরে সেই চেষ্টা একবার করেছিলাম, কিন্তু বার কতক পোস্ট করলেও সেটা কেন পাবলিশ হলো না কে জানে। আর অতিথি হিসেবে দিনে একটাই লেখা পোস্ট করা যায়, ফলে সেই সব দিনে আরেকবার চেষ্টা করার অবকাশও থাকে না।

তখন হাল ছেড়ে দিয়ে এই পদ্ধতি নিলাম।

আর হ্যাঁ, অনেক ধন্যবাদ। হাসি

ভুতুম [অতিথি] এর ছবি

আমি দ্বিতীয় করছি প্রহরী ভাইয়ের প্রস্তাবকে।

মূলত পাঠক এর ছবি

হা হা, আমি তৃতীয় চতুর্থ পঞ্চম করলাম, কিন্তু ঝামেলা আছে, উপরে দেখেন।

তবে আরেকটা সুবিধা আছে এক-ছবি-পোস্টে, শর্টে হয়। ফাঁকি মারার সহজ উপায়। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরো কয়েকটা ছবি দেন।

মূলত পাঠক এর ছবি

ভাইরে, আমি অতিথি মানুষ, পোস্ট আপডেট করি ক্যাম্নে? নাইলে দিতাম জুইরা আর কয়'টা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি যে হারে লেখালেখি করতেছেন তাতে অতিথিকাল হয়তো বেশীদিন থাকবেনা হেঃ হেঃ (আশাবাদ)।

মূলত পাঠক এর ছবি

বলতাছেন? হাসি

এইটা আমার ঊনত্রিশ নম্বর পোস্ট আছিল। কাইলকাই তিরিশ হইবো।

মূলত পাঠক এর ছবি

আপাতত এই গানটা শুনুন: Autunno a Rocca di Papa

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো ছবি দেন! কমেন্টে জুইড়া দ্যান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মূলত পাঠক এর ছবি

গ্যাটলিনবার্গগ্যাটলিনবার্গ

আরে আমার ফ্লিকার থেকেও দেয়া যায় কিন্তু তার লিঙ্কটায় কী যেন একটা সমস্যা, একটা @ character এসে যায়, আর পোস্ট করলে কী একটা হয়। বাংলা ইংরিজি সব সাইটেই। আবার একটা অ্যাকাউন্ট বানাবো কি না ভাবছি।

আপনি যদি মডু হন একটু দেখবেন আমার একটা সেভড পোস্ট আছে, সেটায় কী সমস্যা আছে? মানে সেইটা বার কয়েক চেষ্টা করলেও পোস্টানো গেলো না কেন।

গ্যাটলিনবার্গের ফল-এর আর সব ছবিতেই চেনা মানুষজন আছে ফলে সেগুলো এখানে দেয়ার মতো না। একটা ছবি লাগালাম এখানে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা ছবি নাকি? তুলছেন না আঁকছেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

তুলছি, আহা এমন যদি আঁকতে পারতাম তাইলে তো কথাই ছিলো না!

গ্রেইনি এফেক্টটা বোধ হয় scanning এর ত্রুটি, সেই জন্য বলছেন তো?

কারুবাসনা এর ছবি

বেশ জঙ্গল।
একা ঘোরাই ভাল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মূলত পাঠক এর ছবি

যা বলেছেন, ভুলভাল পাবলিকের চেয়ে একা যাওয়াই ভালো।

সিরাত এর ছবি

রাজর্ষিদা কন কি, ব্রাইসন তো আমার খুউব প্রিয় লেখক!! ইন ফ্যাক্ট ওকে নিয়ে একটা লেখা লিখছি, আজ কালকের মধ্যে দিয়ে দেব!! 'এ ওয়াক ইন দ্য উডস' খুব ভাল ছিল, তবে 'আই এম এ স্ট্রেঞ্জার হেয়ার মাইসেল্ফ' এর মত না!

আপনি তো কম জায়গা ঘুরেন নাই দেখা যায়; সিরিয়াস হিংসা লাগতেছে। জীবনে কি করলাম, সো ফার মাত্র দুইখান দেশ ঘুরছি।

ছবিটা ভাল লাগছে। নিউ ইংল্যান্ডের অটামের ছবি টবি আছে নাকি? দিয়েন তো।

আমার যে কবে ঘুরা হবে। মিয়া আপনার পোস্ট পড়ে হঠাৎ ঘুরার ইচ্ছাটা আবার মাথাচাগা দিল। দাড়ান, খুব তাড়াতাড়ি আবার কোথাও যাব। নেক্সট প্ল্যান মালয়েশিয়া, কিন্তু আইলসা কিনা...

আমার ভুটানের কিছু এরকম ছবি আছে... কিন্তু ইমেজশ্যাক এখানে পেইন দেয়, এ পেইনের ঠেলায় পোস্টান হচ্ছে না। তবে পেইন খেয়ে হলেও সামনে দিবো, দাঁড়ান!

মূলত পাঠক এর ছবি

আরে বাঃ বাঃ, যারা ব্রাইসন পড়েনি, আমি জনে জনে তাদের সেই নেশা ধরাই। আমার বন্ধুরা এখন অনেকেই এই দলে ঢুকে পড়েছে।

আমার ওঁর বইগুলোর মধ্যে সবচে' প্রিয় Neither Here Nor There । রসে ভিয়েন দিয়ে লেখা ইতরোপ বৃত্তান্ত। প্যারিস নিয়ে এর শেষ পর্ব আর প্যারিসের ক্যাবিদের দিয়ে শেষ ছত্র। দারুণ মজার। স্ট্রেঞ্জার-টাও চমৎকার।

নারে ভাই, নিউ ইংল্যান্ডে অটামে যাই নাই, ঘোর শীতে গেছিলাম টাক ইস্কুলে একবার, ঠান্ডায় পাগল পাগল লাগে, মাইনাস পনেরো ডিগ্রি! তারউপর হালায় ফুলবাবু সাইজ্যা হেগোরে মীট করতে হইবো, বেশ কইরা যে চাদরচুদর দিয়া পেচাইয়া লমু হেও সম্ভব না!

আপনে দিয়া দেন ভূটানের ছবি, দেখতে প্রাঞ্চায়। কেউ আমারেও হিংসা করে দেখলে ভাল্লাগে, দেশ আমি ততো কিছু দেখি নাই নাম্বার গুনলে। তবে জায়গা ধরলে সেইটা মোটামুটি ভালো সংখ্যক হবে। আইলসামি আমারও জোরদার, ভাবছি সামনে ছুটিতে কয়েকটা ন্যাশনাল পার্ক ঘুরবো কিন্তু দলবল ছাড়া ঘোরার কথা ভাবলে সেই আইলসামিতে ধরে। দেখি। এদ্দিন থাকলাম, পশ্চিম উপকূলে এখনো যাই নাই, বন্ধুরা ডেকেডেকে বিরক্ত হয়ে গেলো। ইয়েলোস্টোন ইয়েসোমিটি গ্লেসিয়ার পার্ক, জীবনে কত কী বাকি আছে দেখা!

লুৎফুল আরেফীন এর ছবি

ভাইরে আপনার ২য় ছবিটা কি ডাউনলোড করতে পারি?
জার্মানীতে একটা সময় এমন বাসন্তি রঙে সব ঢেকে যায়, দেখলে ভীড়মি খাওয়া লাগে!!

অসাধারণ!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

মূলত পাঠক এর ছবি

নিশ্চয়ই, ডাউনলোড করতে পারেন। থাংকু। হাসি

জার্মানীর ফল-কালার দেখা হয় নাই। এই জায়গাটা কিন্তু আমেরিকায়, ঐ 'বার্গ' দেখে ধোঁকা খাবেন না! টেনেসি প্রদেশে।

কীর্তিনাশা এর ছবি

অসাধারণ ছবি !

আরো কিছু দেন না, পাঠক ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, কীর্তিনাশা ভাই।

নিশ্চয়, দিমু আরো। হাসি

স্নিগ্ধা এর ছবি

প্রথম, ছবিটা দেখে ভালো লেগেছিলো, তারপর Autunno a Roca di Papa শুনে দুটো মিলিয়ে একদম মুগ্ধ হয়ে গেলাম হাসি

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ খুশি হলুম শুনে। শুনতে থাকুন আর শেয়ারও করুন ভালো যা কিছু পান। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।