কান্নার মুহূর্ত এলে

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কান্নার মুহূর্ত এলে

কান্নার মুহূর্ত এলে
কেউ কেউ এতো বেশি হেসে ওঠে যে,
কান্নার বিভ্রান্তি নিয়েই অবশেষে
ঘুমোতে যায়।
অথচ স্বপ্নে কান্নার কোন অপশন নেই !
ওখান হাসি আছে, আনন্দ আছে, দুঃখ আছে,
আছে আশঙ্কা, ভয়,
দৌঁড়তে না পারার দৌঁড়বাজ ইচ্ছা
আরো কতো শতো পিনফুটা বিষন্নতা আর
স্মৃতির বিভ্রম ;
শুধু হৃদয়ধোয়া কান্না নেই !

হাসির প্রস্তুতি নিয়েও
প্রস্তুতিহীন কান্নার খোঁজে কেউ কেউ হাসতেই থাকে ;
হেসে যায়, নাকি কাঁদে ?

একেকটা বিচ্ছিন্ন দ্বীপের চরায় হাঁটছে সবাই
নিঃসঙ্গ, একা...
পেছনে জলের বন্ধন শুধু...!
(২৩/০৫/২০০৮)


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

হ্যা, সপ্ন একেকটি বিচ্ছিন্ন দ্বীপই বটে! খুব ভাল লাগলো আপনার কবিতাটি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

একেকটা বিচ্ছিন্ন দ্বীপের চরায় হাঁটছে সবাই
নিঃসঙ্গ, একা...

বাহ!
এই 'সবাই'য়ের মধ্যে আমিও আছি তো!

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

আমরা সবাই-ই তো আছি, মুজিব ভাই ! ভাসছি জলের সম্পর্কের উপর।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহীন হাসান এর ছবি

একেকটা বিচ্ছিন্ন দ্বীপের চরায় হাঁটছে সবাই
নিঃসঙ্গ, একা...
খুব ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আকতার আহমেদ এর ছবি

একেকটা বিচ্ছিন্ন দ্বীপের চরায় হাঁটছে সবাই
নিঃসঙ্গ, একা...

চমত্কার !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দৌঁড়তে না পারার দৌঁড়বাজ ইচ্ছা
আরো কতো শতো পিনফুটা বিষন্নতা আর
স্মৃতির বিভ্রম ;

খুব ভালো লাগলো রণদীপম ভাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বপ্নে কান্নার অপশন নেই কেন?
মানুষ কী দু"স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠে না?

রণদীপম বসু এর ছবি

উঁহু, স্বপ্নে কেউ কাঁদতে পারে না। দুঃস্বপ্ন দেখে আতঙ্কে জেগে উঠে। তারপরে কাঁদে।
শিমুল, চেষ্টা করে দেখুন, স্বপ্নে কাঁদতে পারবেন না। যেভাবে দৌঁড়ানো যায় না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।