আজ না হয় কবিতাই হোক।..০১।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ১০:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিরা ঘুমায় না

মানুষ ঘুমিয়ে গেলে জেগে ওঠে পৃথিবী,
কবিরা ঘুমায় না-
যখন নিদ্রিত থাকে,
তখনো সে অধিক সজাগ।

ওই যে কোলাহল, চারদিকে,
ওগুলো মানুষের ; সাথে কিছু যন্ত্রের হুঙ্কার
আর পৃথিবীর পাঁজর-ভাঙা ল্যাপ্টানো আর্তনাদ-

মানুষের সঙ্গ পেলে প্রকৃতিও অস্থির হয় !

ঘুমের অঘোরে ডুবে এতোসব ঘুমহীন কোলাহল নিয়ে
কবিরা ঘুমাতে পারে না-

মানুষের পৃথিবীতে
কবিরা ঘুমায় না কখনো।

[××][০২]


মন্তব্য

সবজান্তা এর ছবি

কবিরা ঘুমায় না

এই কথা সত্যি হলে লীলেন ভাই আগামী চৌদ্দ জন্মেও কবি হইতে পারবেন না...

আর আমার এবং সন্ন্যাসীদার মত বড় কবিও বোধহয় বিরল ... দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

রণদীপম বসু এর ছবি

মহামতি লীলেন কি নিজেকে কবি বলে দাবী করেন !

আর 'সবজান্তা' এবং 'সংসারে এক সন্ন্যাসী' তো প্রকৃত কবি'রই অন্তর্গত নাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা এর ছবি

আরে ! কী কন !

লীলেন ভাইয়ের শৈশবের মানে সচলায়তনে আগমনের অব্যবহিত পরের লেখাগুলি পড়ে দেখুন, সবই কোবতে।

পরবর্তীতে সচল পাঠকের যন্ত্রনাতেই না উনি গল্প লেখা ধরলেন !


অলমিতি বিস্তারেণ

রণদীপম বসু এর ছবি

আচ্ছা ! ওগুলো কোবতে !! হাবিজাবি না তাহলে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রণদীপম বসু এর ছবি

অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জি.এম.তানিম এর ছবি

ইদানিং রাতে ঘুম হইতেসে না ঠিকমত... কবি হয়ে যাইতেসি নাকি? ইয়ে, মানে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রণদীপম বসু এর ছবি

এক্কেবারে কাছাকাছি চইলা আসছেন ! খালি কোবতে বাইর হওনের বাকি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

আহা, জগতে কে যে কবি না, হেইডাই তো বুঝি না !
সবাআআআআআই কবি.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

ঘুমাইবো কেমনে? সব তো ইয়াবাসুন্দর-ইয়াবাসুন্দরী হইয়া আছে! হেহেহে
কোবতে ঝাক্কাস!

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

ওইদিকে নজর দিয়েন না, চোখ বন্ধ কইরা থাকেন ! স..ব ঠিক হইয়া যাইবো ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কবিরা ঘুমায় না, তাই কবিতা কখনোই কাছে আইলোনা মন খারাপ

রণদীপম বসু এর ছবি

দুঃখ কইরেন না ! সবতে কাছে আইলে সামলাইবেন কেমতে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পলাশ দত্ত এর ছবি

ল্যাপ্টানো আর্তনাদ- চলুক
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রণদীপম বসু এর ছবি

এহনো ঘুমান নাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

ভাল্লাগ্লো!

রণদীপম বসু এর ছবি

মাশাল্লা ! কবি হইয়া গেছেন আপনে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উফ... কবিদের জ্বালায় এখন ফেসবুক ছাড়ার উপক্রম হইছে আমার... এখন আপনেও শুরু করলেন? মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

জীবনে বহুৎ ঘুমাইছেন ! এইবার ছাড়ান দেন ! আর কবি দেলগিররে আমগো জিম্মায় ছাইড়া দেন। দেখি হে কবি না হইয়া যায় কই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

হ, এই এক ব্যারাম। অনিদ্রা রোগ হইলেই সব্বাই নিজেরে কবি মনে করে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

কবি হওন এক্কেরে সোজা ! না হওয়াটাই ব্যাপক কঠিন !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

রনদা ট্যাগিংটা কিলিয়ার না। কিলিয়ার করেনতো আমারে। এরশাদ দাদু বা ততো উর্ধ্ব মানে কি? ঐ বয়সে ইনসমনিয়া হয় আর তা থাইকা মানুষ কবিতা লিখে সেইটা নাকি আল্লাহকো পেয়ারি হ যায়েগী সেইজন্য আর ঘুমের দরকার নাই, ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

কবিদের কোন বয়স নাই।বারো বা বাহাত্তর যাই হোক, এরশাদ দাদুর তাবৎ গুণাগুণ প্রাপ্ত হইলেই মাশাল্লা কবি হওয়া ঠেকাইয়া রাখতে পারবো না কেউ ! পুরাদমে কবিত্ব প্রাপ্তি ঘটিবে !
আর কিছু কওন লাগবো ? তাইলে রেফারড টু গুরুকূলশিরোমণি 'মা.লী'।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নুরুজ্জামান মানিক এর ছবি

মন্তব্যে উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তাহসিন আহমেদ গালিব এর ছবি

কবিরা ঘুমায় না-
যখন নিদ্রিত থাকে,
তখনো সে অধিক সজাগ।

মাঝে মাঝে পৃথিবীতে সবকিছু অস্থির লাগে...মনে হয় যেন কেউ কিছু একটা করুক, সাহস দিক-
তখন আধজাগা মানুষগুলো আমাকে কেবল হতাশাই শেখায়। কিন্তু একজন কবি তো আধজাগা না; আপনি এখানে তা আবারও প্রমান করলেন। কবিরা ঘুম জাগে... মানুষকে উপলব্ধি করতে পারে, মানুষের মাঝেই বেঁচে থাকে ঘোর কুয়াশায়।

রণদীপম বসু এর ছবি

ভাই গালিব, প্রতিটা মানুষের মধ্যেই একজন কবি বাস করেন। কেউ উপলব্ধি করি, কেউ হয়তো তা করি না। এই যা তফাৎ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নুরুজ্জামান মানিক এর ছবি

"কবিরা ঘুমায় না"
ভরসা পেলাম ।

উৎসবে, ক্লান্তিতে, ভীতিতে, কৌতুহলে, অসুখে , তৃষ্ণাতে, কষ্টে আমার অনেক ঘুম জমা হয়ে আছে আর এই সব ঘুমের বিনিময়ে আমি বানাব কবিতা ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

মানিক ভাই, আপনি তো নিজেই একটা কবিতা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃদুল আহমেদ এর ছবি

কবিরা ঘুমায় না?
তাইলে তো আমগো অতন্ত্র প্রহরী সবচেয়ে বড় কবি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রণদীপম বসু এর ছবি

সেইটা কি প্রহরী জানে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

জানতাম না, এখন জানলাম খাইছে

রণদীপম বসু এর ছবি

জাইন্যা ফালাইছেন ? শেষ ! একটুর লাইগা কবি হওয়া মিস্ হইয়া গেলো...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

হায় হায়, কন কী মন খারাপ

আমি মাত্র একটা কবিতা লেখার প্রস্তুতি নিচ্ছিলাম, আপনি তো সে আশা অঙ্কুরেই বিনষ্ট করে দিলেন...

কীর্তিনাশা এর ছবি

কোবতে খানা বড়ই সরস হইয়াছে।

তাহার সহিত মন্তব্যগুলি হইতেও প্রভুত আনন্দ লভিয়াছি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

কবিতার বুক যে অন্তর্গত কষ্টগুলো ধরে রাখে, তাই তো আমাদের মধ্যে নির্মল এক আনন্দের অনুভূতি ছড়িয়ে যায়। যা আমাদের নিজস্ব অনুভবে জারিত হয়ে উপলব্ধির চৌকাঠে স্নিগ্ধতা ছড়াতে থাকে ! এই উপলব্ধি যিনি ধারণ করেন, তিনিই কবি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।