| দুই-মেগাপিক্সেল…| ০১ | জাতির উদ্দেশ্যে সালাম |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ৬:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

| জাতির উদ্দেশ্যে সালাম |


পঙ্গু-জীবনের অনিশ্চিৎ ভার ভিক্ষার উপরই ছেড়ে দিয়েছে সে। দুই-মেগাপিক্সেলটা তাক করে বললাম- তোমার ছবি অনেকেই দেখবে কিন্তু। সাথে সাথে ডান হাতটা কপালে ঠেকিয়ে জাতির উদ্দেশ্যে সালাম ছুঁড়ে দিলো।

জাতি কী দিয়েছে তাকে, এটা কি ভেবেছে সে ? আমরা যাঁরা কয়েক কেলাশ পাশ দিয়ে বেশ তাগড়া হয়ে উঠেছি, তাঁরাই হয়তো এসব হিসাব-নিকাশ করতে করতে মুখে ফেনা তুলে ভাবি- সালাম ? কাকে দেবো ! কেনো দেবো ! অথচ সে হয়তো হিসাবটাই বুঝে না। বুঝবে কী করে ! সেই সুযোগটাও কি জাতি দিয়েছে তাকে ? তাই কিংবা তবু, জাতির উদ্দেশ্যে সালাম দিতে ভুল করেনি সে।

আস-সালামু-আলাইকুম.....ঈদ ও পুজা মুবারক !


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এরকম হাজার অসংগতির দেশ বাংলাদেশ।

একটা সুন্দর বা কষ্টের মুহূর্ত ক্যামারায় তুলে ধরে আমাদের উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

দলছুট।
=============
বন্ধু হব যদি হাত বাড়াও।

সাইফ তাহসিন এর ছবি

আপনাকেও সালাম রণদা, বাস্তব মনে করিয়া দেবার জন্যে। আপনাকেও পূজা ও ঈদ মুবারক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তীরন্দাজ এর ছবি

সত্য, সত্য আর সত্য.... এবং নিদারুন সত্য।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেজওয়ান এর ছবি

তার চেয়েও নিদারুণ সত্য আমাদের দৌড় সালাম গ্রহণ পর্যন্তই। দিন বদলের স্বপ্নও দেখি না। আগ্রহও নেই। প্রচেষ্টাও নেই।

কেউ কাউকে কিছু দেয় না। এ জীবন একটি যুদ্ধ। এতে কেউ লড়ার আগেই হেরে বসে আছে। আর কেউ কেউ পালিয়ে বেড়ায়। লড়ার সাহস নেই।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সুমন সুপান্থ এর ছবি

৮৫ বার পাঠকচরণস্পর্শ পাওয়া এই পোস্টে ৪ টা ``ওয়ালাইকুমাসাল্লাম`` ; তার মাঝে আমিই ঘুরে গেছি হয়তো ডজনবার, রণদা !
কোনও কোনও সালাম এতো ভারবাহী, উত্তর দিতে ৪ দিনও লেগে যায় ।
এই সালামের উত্তর দিতে গিয়ে হাত যেমন উঠছিলো না আর !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।