| দুই মেগা-পিক্সেল…|ব্যানার|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ০৩/১০/২০১০ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:



মেয়ে হয়ে জন্মালে সম্ভবত সৌন্দর্য্যবোধ একটু তীব্র হয়। হতে পারে তা এই সামাজিক ব্যবস্থারই প্রভাব। এবং তা হয়তো বোধের গভীরে থেকেই যায়। তাই মানসিক ভারসাম্যহারা যাকে আমরা মুখের উপর পাগলি বলে ভর্ৎসনা করতে দ্বিধাবোধ করি না, তাঁর অবচেতন বোধের গহিনেও যে এই সৌন্দর্য-সচেতনতা থেকে যায় তার প্রমাণ উপরের ছবিটা। পরিত্যক্ত প্রসাধন জাতীয় সামগ্রী ক্রীম বা স্নো-এর কৌটোটা কোত্থেকে পেয়েছে কে জানে, মুখমণ্ডলে তা-ই লেপে-পুছে মেখে নিচ্ছে !


তবে ছবির বিষয় কিন্তু সৌন্দর্যবোধ নয়। তাঁর পরিধানের ব্যানারটা। একান্ত লজ্জা নিবারণের অনিবার্য মাধ্যম হয়ে হয়তো আমাদেরই লজ্জার ব্যানার হয়ে আছে ! তাতেও কি লজ্জা নিবারণ হচ্ছে ? নিচের ছবি আমাদেরকে কোন্ কথা বলছে !

পাগল হলেও লজ্জাবোধ উবে যায় না অনেকেরই। আর সে যদি নারী হয় ? ছবিতে খেয়াল করুন, মাথাটি কিন্তু ঠিকই ঢেকে রেখেছে। আর করুণালব্ধ রুটির টুকরো দিয়ে ক্ষুধা নিবারণকালে দেয়ালের আড়াল দিয়ে উন্মুক্ত লজ্জাকে ঢাকতে সমর্থ হলেও যখন স্বল্প সময়ের ব্যবধানে হাঁটা ধরলো, তখনো বাঁ হাতে ব্যানারের হা হয়ে থাকা দুপ্রান্ত খাবলে ধরেই চোখের আড়ালে চলে গেলো।

এ ব্যানার আমাদের লজ্জারই প্রতিকৃতি হয়তো !
(০৩-১০-২০১০)


মন্তব্য

রেজওয়ান এর ছবি

পড়ে খুব মন খারাপ হল। আমরা খুবই নির্লজ্জ- এইসব দেখে হু-হা করব আর তারপরে যাপন করতে থাকব নিজের গৎবাঁধা জীবন - যেন আমাদের কিছুই করার নেই।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রণদীপম বসু এর ছবি

আসলে তাৎক্ষণিকভাবে আমাদের তেমন কিছুই করার নেই রেজওয়ান ভাই। তবু এগুলো দেখলে কখনো কখনো নিজের ভেতরে কী যেনো একটা কিছু গুমড়ে ওঠে ! ওগুলোই শেয়ার করি সবার সাথে। তার কারণ হতে পারে দুটো। ওই গুমড়ানোর অনুভূতিটা যদি মানবিক কিছু হয়ে থাকে, তাহলে তা যেন চিরকাল এভাবে গুমড়ে ওঠে। অন্যদিকে এই অনুভূতিটা যদি সবার মধ্যেই একটু একটু করে বাজতে থাকে তবে আজ না হোক কাল হয়তো কোন না কোনভাবে ইতিবাচক কিছু হয়েও যেতে পারে !

আজ আমি কিছু করতে পারছি না বলে কাল অন্য কেউ যে কিছু করতে পারবে না তাই বা বলি কী করে ! অন্তত এই আশাটা জেগে থাকুক।

মন্তব্যের জন্য ধন্যবাদ রেজওয়ান ভাই। ভালো থাকবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

নিখুঁত পর্যবেক্ষন আর খাপখোলা পরিবেশনার গুণে বিষয়টি স্বল্পপরিসরেই উচ্চকিত হয়েছে, ছবি ও লেখা দুটোই জবাব ছাড়া!
রোমেল চৌধুরী

রণদীপম বসু এর ছবি

মূলত নিজের অনুভবটাকে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র।
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীলকান্ত এর ছবি

দাদা, মনে আঁচড় কাঁটে এরকম অনেক ঘটনা। করবার কিছুই থাকে না চেয়ে দেখা ছাড়া।
জানি না আদৌ কোনদিন এসব বদলাবে কিনা।


অলস সময়

রণদীপম বসু এর ছবি

আশা করতে দোষ কী ভাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুর্দান্ত এর ছবি

এই ভদ্রমহিলার জন্য আমরা কী করতে পারি?

রণদীপম বসু এর ছবি

আসলে এই ভদ্রমহিলার মতো অবস্থায় যাতে কেউ পতিত না হয় সেই সিস্টেমের ব্যাপারে কে কী করতে পারে সেটাই মনে হয় ভাববার বিষয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীড় সন্ধানী এর ছবি

‍‌এটি একটি লাইভ ব্লগিং হলো। অনেকদিন নিজের চোখে দেখা দৃশ্য নিয়ে ব্লগ দেখিনা। রণদা এই কাজটা ভালো পারেন এবং করেন হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রণদীপম বসু এর ছবি

রণদা মনে হয় কাজটা ঠিকভাবে পারেন না। তবে বুকের মধ্যে কোনকিছু দাগ কেটে গেলে তা সবার সাথে শেয়ার করার চেষ্টা করেন।

তবে মোটকথা হচ্ছে, এটা হলো এক ধরনের না-পারার কষ্ট !

আমি কি ভাই বুঝাতে পারলাম ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফ তাহসিন এর ছবি

রাজশাহী থাকতে এক পাগলীর কথা মনে পড়ে গেল আপনার লেখা পড়ে। পাগলীর নাম ছিল মুন্নী, যাক তাকে নিয়ে লেখা যাবে পরে একদিন।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ। অবশ্যই লিখবেন। ভুলে যাবেন না যেনো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনুপম ত্রিবেদি এর ছবি

রণদা, জটিল একটা 'ফটো ডকুমেন্টারি'। আপনাকে স্যালুট। একটা কথা আমি বিশ্বাস করি - সবার সব কিছু করতে হয়না, কেউ রাস্তা দেখিয়ে দেয় আর অন্যকেউ ওতে হেঁটে চলে। আপনি আমাদের দেখিয়ে দিলেন। এরকম অনেক ছবির পর, অনেক লেখার পর হয়তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে - এমন আশাটা জেগে থাকুক।

আমার সর্বশেষ পোষ্টে গৌতমদা কিছু প্রশ্ন করেছেন। আমি ঐ পোষ্টে উত্তর না দিয়ে আলাদা একটা পোষ্ট দেব ভাবছি, তখন আপনার এই ব্লগটা উদাহরণ হিসেবে দিতে চাই - আগেই অনুমতি নিয়ে রাখলাম।

============
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রণদীপম বসু এর ছবি

তাড়াতাড়ি পোস্ট দেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অর্বাচীন [অতিথি] এর ছবি

মানবীয় অমানবিকতা....................বাসের জানালা থেকে নিত্য দেখা.....দীর্ঘশ্বাস ছাড়া আর কোন অনুভূতি দেখাতে পারবো-নিজের ওপর থেকে সে বিশ্বাসও বিলীন হচ্ছে ক্রমাগত । নিজের অক্ষমতায় পুনর্বার শিউরে উঠছি.....................

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।