আয়েশার মা

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ৩:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক
কেউ কেউ তাকে আয়েশার মা বলে ডাকে। না, আয়েশার মা শুনে তাকে বয়স্ক, অথবা আয়েশা নামের কারোর মা, এমনটা ভাবার কোন দরকার নেই। আমাদের আয়েশার মা সদ্য ইউনিভার্সিটি পাস করা রূপবতী এক তরুণী। তার বিয়ে ও হয়নি। আয়েশা নামে একটা মেয়ে থাকা তো দূরের কথা। তারপর ও তার নাম আয়েশার মা। এরকম নামকরণ নিয়ে তার বন্ধুমহলে কারো কোন আপত্তির কথা আজ পর্যন্ত জানা যায় নি। বরং আয়েশার মা নামের তলে চাপা পড়ে তার আসল নাম অনেকেই ভুলতে বসেছে।

তার নাম কেন, কিভাবে আয়েশার মা হল, তা একটা চিন্তার বিষয়। তবে বিশ্বস্ত সূত্রে যতদূর জানা গেছে, কোন এক মনোরম বিকেলে, আয়েশার মা তার বান্ধবী টুশির সাথে ফোনে কথা বলছিল। এক পর্যায়ে আয়েশার মা ভুল করে টুশিকে বলে ফেলেছিল যে, আয়েশা নামটা তার ভারী পছন্দের। একদিন যখন তার মেয়ে হবে, তখন তার নাম সে রাখবে আয়েশা।

যেই না একথা বলে শেষ করেছে, অমনি টুশির হোহো হাসি শুরু হয়ে গেল। হাসি আর থামতেই চায় না। ৫ মিনিট একনাগাড়ে হাসার পর অনেক কষ্টে শুধু একবার বলতে পারল, আয়েশা? তারপর আবার দ্বিগুন জোরে হাসি।

আয়েশার মা আরো মিনিট খানেক টুশির হাসি শুনে ফোনটা খট করে রেখে দিল।

তা, এরপর থেকে আয়েশার মা-ই তার আনফিসিয়াল নাম হয়ে গেল।

দুই
আয়েশার মা নামটা এত অল্প সময়ে এভাবে সবার মধ্যে ছড়িয়ে যাবে, এটা আয়েশার মা কখনো কল্পনা ও করতে পারে নি। মানুষের কত সুন্দর সুন্দর নিকনেম হয়। আর তার নাম হয়ে গেল আয়েশার মা। এমনকি, নতুন অনেকে যারা তার সাথে পরিচিত হতে আসে, তাদের কেউ কেউ ও তার আয়েশার মা নামটা জেনে আসে। কোত্থেকে জানে কে জানে!

টুশি মেয়েটা বড় ফাজিল। এমনিতে সামনা সামনি বা ফোনে আয়েশার মাকে আয়েশার মা বলে ডাকলে ও তেমন কিছু মনে করে না। কিন্তু একদিন ওর বাবা টুশির ফোনটা ধরলেন। টুশি বলে, আঙ্কেল, স্লামালিকুম, আয়েশার মা আছে?

তাও ভালো মন্দ মিলিয়ে আয়েশার মার জীবন ভালই চলছিল। কিন্তু মেজাজ সপ্তমে উঠে গেল, যেদিন ওদের বাসায় নতুন কাজের বুয়া এল।

তিন
বাসায় নতুন কাজের বুয়া এসেছে। আয়েশার মা জিজ্ঞেস করল, বুয়া, তোমার নাম কি?
- জ্বে, আফা, আমার নাম হইলো গিয়া আয়েশার মা।
একথা শুনে আমাদের গল্পের আয়েশার মার মেজাজ ভয়াবহ খিচড়ে গেল। সে বলল,
মস্করা কর আমার সাথে? আয়েশার মা কারো নাম হয় নাকি?
- কি যে কন আফা, আপনার সাথে মস্করা করুম ক্যান? আমার মাইয়ার নাম আয়েশা। কেলাস থিরিতে পড়ে। তাই আমারে হগলতে আয়েশার মা কইয়া ডাকে। আমি কি করুম?

আমাদের আসল আয়েশার মার চোখ সরু হয়ে গেল। বুয়াটা ফাজলেমো করছে নাতো? টুশির সাথে বুয়ার দেখা বা কথা হয়নি তো? বা টুশিদের বাসায় এই বুয়া কাজ করে না তো?

যাহোক, আর কথা না বলে আয়েশার মা (গল্পের নায়িকা) অন্য ঘরে চলে গেল।

ঘটনা এই পর্যন্ত থাকলে ও কথা ছিল। একদিন বুয়া আয়েশার মা কে ডাকছেন বাবা। আমাদের নায়িকা আয়েশার মার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল, কি বাবা?

সারাদিন বন্ধুরা যে হারে আয়েশার মা, আয়েশার মা বলে ডাকে, তাতে ও যে কবে এ নামে সাড়া দিতে অভ্যস্ত হয়ে গেছে, তা বুঝতেও পারেনি।

ছিঃ ছিঃ লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা।

এই ঘটনার পর থেকেই আয়েশা নামটা আয়েশার মার আর ভালো লাগে না।

চার
এই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আয়েশার মার সত্যি সত্যি বিয়ে হল, বাচ্চা ও হল দুইটা, কিন্তু দুইটাই ছেলে। কিন্তু তারপর ও তার আয়েশার মা নামটা মুছল না। তার ছেলে দুটোর নাম কি সুন্দর। নির্ঝর, আর আকাশ। তারপর ও তাকে এখন ও সবাই আয়েশার মা বলেই ডেকে চলেছে।

নির্ঝরের বয়স ছয়। একদিন সে মাকে জিজ্ঞেস করে বসল, মা, আয়েশা কে?

আয়েশার মা বললেন, কেউ না, বাবা। যাও আকাশের সাথে খেলা কর গে।

উফফ...আর কত? কাগজে কলমে আয়েশার মা নামের অস্তিত্ব থাকলে তাও এফিডেফিট করে পালটানো যেত। এখন তো সে উপায় ও নেই। এখন তাহলে উপায়?

নাহ, তৃতীয় একটা সন্তান নিতেই হবে।


মন্তব্য

গৌতম এর ছবি

হা হা হা...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রেনেট এর ছবি

হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

অনেক মেয়েই দেখি বিয়ের আগেই ছেলেমেয়ের নাম ঠিক করে রাখে। বিস্ময় বিস্ময়!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রেনেট এর ছবি

আমার বৌ কে হবে, এটা আমি এখন ও জানি না, কিন্তু এটা জানি, আমার ছেলে মেয়ের নাম ধাম সব রেডী আছে হো হো হো
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছেলেমেয়ের নাম বলে ফেলেন ঝটপট।
আমরা বুঝে নিই আপনি কার বাবা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রেনেট এর ছবি

আমি বলতে চেয়েছিলাম, আমার হবু বৌ নিশ্চয়ই বাচ্চা কাচ্চার নাম ঠিক করে বসে আছে।
আমি বাচ্চা কাচ্চার নাম ঠিক করতে যাব কোন দুঃখে?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। খুবই মজা পেলাম :-‌D

রেনেট এর ছবি

ধন্যবাদ বি ডি আর ভাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আর কিছু বলার নাই ......
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

হাসি
আমার ও কিছু বলার নাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

হাহাহাহা জোস হইসে বেশি জোস !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রেনেট এর ছবি

ধন্যবাদ খেকশিয়াল ভাই হাসি
আপনার ভূতের গল্প কই?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

গাঞ্জামে আসি, হেভী গ্যাঞ্জাম । দেখি এই শুক্রবারে একটা লিখা ফালামু

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রেনেট এর ছবি

গ্যাঞ্জাম-গাঞ্জা এগুলা বুঝি না। ভূতের গল্প না দিলে আপনার মুরগী বন্ধ।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

সেইরকম হইসে.....

রাফি

রেনেট এর ছবি

কোন রকম? চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

আশরাফুল- মাশরাফি রকম।

রাফি

রেনেট এর ছবি

হেঃ হেঃ তাই নাকি?
শুনে ভালো লাগলো। আশরাফুলের গল্প খুঁজে বের করে পড়ার জন্য ধন্যবাদ হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

লেখাডা না পইড়াই হাসি দিলাম একটা। কাইল পইড়া হাসুমনে।

[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

ইমো-মাস্তানী হচ্ছে?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

মাস্তানী করলাম কই? হাসলাম। মাস্তানী করলে তো এইরম গুলি করতাম।
[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

মজাক পাইলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রেনেট এর ছবি

তা আপনার জিভ বের করা ফটুক দেইখাই বুঝতে পারছি দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মজার গল্প।

আয়েশার মা তৃতীয় সন্তান নিতে চায়! আপনি তো পরিবার পরিকল্পনা নীতির ("ছেলে হোক মেয়ে হোক - দু'টি শয়তানই থুক্কু সন্তানই যথেষ্ট") বিরোধী গল্প লিখে ফেললেন! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

অন্য কোন দম্পতি এক বাচ্চা নিলেই শোধ-বোধ হয়ে যাবে হো হো হো
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

হাহাহাহা...।হাসি থামতে চায় না। অনেক মজা পাইলাম।
-নিরিবিলি

রেনেট এর ছবি

জুলিয়ান ভাই বলতেসে হাসতে পারল না, আপনি বলতেসেন হাসি থামে না...কাকে বিশ্বাস করি? ইয়ে, মানে...
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি হাসতে পার্লাম না। আয়েশা পয়দা হইলেই একবারে তার সঙ্গে হাসমু।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রেনেট এর ছবি

আমি একটা মন খারাপের গল্প লিখলাম, না হাসাই তো স্বাভাবিক। আপনাকে কেউ আয়েশার মা বলে ডাকলে বুঝবেন, এটা কত কষ্টের মন খারাপ
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধ্রুব হাসান এর ছবি

হাততালি চলুক

রেনেট এর ছবি

ধন্যবাদ হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দ্রোহী এর ছবি

শ্বশুর আব্বা: নিজের বউ নিয়া এইরকম ফাইজলামী করে কেউ? চোখ টিপি


কি মাঝি? ডরাইলা?

রেনেট এর ছবি

হুসসস...আস্তে বলেন জামাই বাবা...আপনার শাশুড়ী শুনলে খবর আছে!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রেনেট এর ছবি

আফনে গল্প মনযোগ দিয়া পড়েন নাই। আয়েশা নামে কেউ নাই। আয়েশার মা আছে চোখ টিপি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- গল্ফ তো মনোযোগ দিয়াই পড়ছিলাম, মাগার উফরের দুইখান মন্তব্য দেইখাই তো মাথা আউলাইয়া গেলোগা! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেনেট এর ছবি

হুমমম...বুঝছি...বাংলায় কইলে বুঝবেন না, জার্মান ভাষায় কইতে হইব। দাঁড়ান, আমার পাশের এপার্টমেন্টে এক জর্মন তরুণী থাকে, তার কাছ থেকে জর্মন ভাষাটা আগে শিইখা লই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দ্রোহী এর ছবি

আব্বা শ্বশুর:

ধূসর গোধূলি গল্প মন দিয়াই পড়ছে। নিজের সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে আয়েশার কথা জিজ্ঞেস করতেছে। চোখ টিপি


কি মাঝি? ডরাইলা?

রেনেট এর ছবি

যদি তাহাই সত্য হয়, তাহলে ধুগো ভাই কোন টেনশন নিয়েন না। আপনার জন্য আয়েশার ব্যবস্থা করার দায়িত্ব আমার প্রাণপ্রিয় জামাই বাবা কে দেয়া হইল। আপনে নাকে তৈল দিয়া ঘুমান।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- পাশের বাসার জর্মন তরুনীর কাছ থাইকা ভাষা শিইখ্যা আমারে কইবেন এইটা তো বহুত সময়ের ব্যাপার। তার চাইতে তার ফুন নম্বরটা আমারে দিয়া দেন। আমিই জাইনা নিমুনে কষ্ট কইরা।

আয়েশার মায়ের তাইলে চাইর সন্তান? পরিবার পরিকল্পনা গেছে! তাইতো কই, দেশে এত্তো মানুষ ক্যা! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেনেট এর ছবি

আবুর মায়ের চার ছেলে। এক ছেলের নাম দশ মণ, দ্বিতীয় ছেলের নাম বিশ মণ, তৃতীয় ছেলের নাম ত্রিশ মণ। তাইলে বলেন তো, চতুর্থ ছেলের নাম কি?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি
রেনেট এর ছবি

আমি কিতা করতাম, আবুর বাপ মায় এইরকম নাম রাখলে!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- থাক গোপন ব্যাপারে কিছু না করোনই ভালো।
আপনে আপাততঃ মেম্বর সাবের হাত থাইকা মূলাটা নিজের হাতে নেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

আবুর বাপ হালায় একটা ভুদাই !!!!


কি মাঝি? ডরাইলা?

রেনেট এর ছবি

আবুর বাপ ও তাই কয়! স্মার্ট হওয়ার চেষ্টায় আছে। আগামী ৪ সন্তানের নাম ইতিমধ্যে নীলু, বিলু, তিলু ও মিলু রাখার সিদ্ধান্ত নিছে। নামগুলা স্মার্ট হইছে না?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দ্রোহী এর ছবি

নিজের কথা জানবো না? এইটা কেমন কথা?


কি মাঝি? ডরাইলা?

রেনেট এর ছবি

শ্বশুরের মান রাইখা কথা বইলো জামাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রেনেট এর ছবি

আমার কাছে আইছিল মেয়েদের ৪ টা স্মার্ট নামের জন্য। আমি ছন্দে ছন্দে নাম দিয়া দিলাম দেঁতো হাসি
আপনাগো কারো নামের দরকার হইলে বইলেন চোখ টিপি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

আমি তো ভাবছিলাম সিরিয়াস টাইপের মাল ছাড়ছেন। পুরাটা পড়ে তো হাসতে হাসতে শেষ।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রেনেট এর ছবি

সিরিয়াস 'মাল' আমি লিখতে পারি না রায়হান ভাই মন খারাপ
আপাতত এগুলাই পড়েন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অচেনা কেউ এর ছবি

তিন নম্বর বাচ্চা হলে যদি আয়েশার মা মিষ্টি না খাওয়ায় তাহলে কিন্তু খবর আছে।ভাইয়া ঘটনার মধ্যে সত্যতা কতটুকু জানতে ইচ্ছে করছে।

রেনেট এর ছবি

আফনে ক্যাটাগরী দেখেন নাই?
ইহা একটি গল্প
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মাহবুব লীলেন এর ছবি

সচলায়তনে ইসকুল ড্রেস পরা ছবি দেবার পর থেকে রেনেটের লেখা এবং মন্তব্য
দুটোরই ধার কমে যাচ্ছে

অথবা লেখাগুলো কেমন যেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপের হয়ে যাচ্ছে

ঘটনা কী?

রেনেট এর ছবি

ঘটনা কি, আমি নিজে ও জানি না।
স্কুল ড্রেস পরা ছবি এখানে কেম্নে আসলো তাও জানি না। কারণ আমার ল্যাপটপে এখনো পুরানো ছবিই (হাত ওয়ালা) দেখায়। গত সপ্তাহে অন্য কম্পিঊটার থেকে লগইন করে দেখি স্কুল ড্রেস পড়া ছবি ঝুলে!!!
ওইটা ডিলিট করার চেষ্টা করলাম, ডিলিট হয়, কিন্তু অন্য ছবি আপলোড হয় না। আবার অন্য ছবি আপলোড করলে ও আগের ছবিই দেখায় (হাত ওয়ালা)
আপাতত তাহলে ডিলিটই করে দিই, কি বলেন?
ছবিহীন থাক...
দেখি ধার বাড়ে কিনা তাতে।

-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

হুমম... ভাবনার বিষয়! আয়েশার বাপ টা কি রেনেট ভাই? সন্দেহ হইতেছে।

গল্প বেশ ভাল হইছে হাসি

~ ফেরারী ফেরদৌস

রেনেট এর ছবি

I wish চোখ টিপি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সাইফ তাহসিন এর ছবি

খেকজ, আয়েশার বাপে ভালু নেহা দিসে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।