পশ্চিম আফ্রিকার মাংসপোড়া- দেখি, কার জিভে কতো জল!

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: সোম, ১২/০৩/২০১২ - ১১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ করেই দুর্বুদ্ধিটা মাথায় চাপলো- দেখি কার জিভো কতোটা জল আসে! আগে সচলে একটা লেখার মধ্যে অবশ্য এই ছবিটা দিয়েছিলাম। রেসিপি আমার নিজের নয়। প্রক্রিয়াটা জায়গায় বসেই দেখেছি, তাই লিখতে পারছি। তবে সত্যিই জানিনা যে আমার এই দেখার বাইরে ওদের কোনও গোপন রহস্য আছে কি না।

পশ্চিম আফ্রিকার স্ত্রীরাষ্ট্র মালি, এবং তার পুংরাজধানী বামাকো। সেখানেই গিয়েছিলাম ২০০৬ সালে কয়েকটা দিনের কাজে। আপনারা জানেন ফরাসী ভাষা খুবই লিঙ্গনির্দিষ্ট। এখানে সবই হয় স্ত্রী নয়তো পুংলিঙ্গের অধিকারী। ক্লিব বা বায়বীয়- এগুলোরও নির্দিষ্ট লিঙ্গ আছে। সুতরাং, ফরাসীতে খুঁজলেই যে সবকিছুর সাথে দৃশ্যমান একটা করে লিঙ্গ পাবেন, সে আশা বৃথা। মালির নামের আগে ব্যবহৃত ‘দ্যু’ শব্দটি নারীনির্দেশক। দেশটির পুরো নাম ‘রিপাবলিক দ্যু মালি’ যার অর্থ রিপাবলিক অফ মালি। পুরুষের আগে অফ এলে লেখা হয় দ্য আর স্ত্রীর ক্ষেত্রে হয় দ্যু। আর বামাকো শহরকে বলা হয়েছে ‘দ্য বামাকো’, তো বামাকো ব্যকরনানুযায়ী পুরুষ না হয়ে আর যায় কোথায়!

সাধারনত বামাকোতে দুপুরের খাবারটা সারতাম এ্যাভেন্যু শহীদ জিয়াউর রহমানের মোড়সংলগ্ন এক রেস্তোঁরায়। বন্ধু মামাদো কৌলিবালী এক দুপুরে খুবই রহস্যময় স্বরে জানালো যে সে এমন এক রেস্তোরায় আমাদের নিয়ে যাবে যে আমি অভিভূত হয়ে যাবো। এটা পশ্চিম আফিকাবাসীদের ঐতিহ্যগতভাবে পছন্দনীয় একটা খাবার। আমি তেড়ে উঠলাম ওর উপর, ব্যাটা তবে এতোদিনে নিয়ে যাওনি কেনো! কিছু না বলে ইশারা করলো ওর ঢাউস মার্সিডিস বেঞ্জে। সাথে আরও উঠলো বন্ধু বিখায়ী, নাইজার থেকে আসা বন্ধু বাল্লা ইয়াহিয়া, আরও একজন যার নামটা ভুলে গেছি। যেতে যেতে বিখায়ী অবশ্য জানালো জায়গাটা খুবই আফ্রিকান, বেশ অগোছালো এবং তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঠিক একদম ড্রেনের পাশ ঘেষে। যদি অস্বস্তি বোধ করি তবে যেনো লজ্জা না করে ওদের জানাই। ওরা তাহলে অন্যত্র নিয়ে যাবে।

আস্ত আস্ত সব খাশি। খাশি বলেই ধরে নেই কারন ওগুলো দেখে খাশি, পাঠা, নাকি ছাগী, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু দেখতে পেলাম না। বাংলাদেশে যেমন মাংস বিক্রেতারা এক কচি এঁড়ের মাথা আর বিচি ঝুলিয়ে রেখে সারাদিন বুড়ো-দামড়া গরু বা মোষ বিক্রি করে, ওখানে তা দেখলাম না।

ওরা প্রথমেই গোটা খাশিটাকে দুই বা চার টুকরো করে একদম ধুয়ে মুছে ঝকঝকে করে ফেলে। এর আগেই অবশ্য ওরা নাড়িভূড়ি, কলিজা, ইত্যাদি আলাদা করে সরিয়ে ফেলে। এরপর একটা লঠি কিভাবে যেনো এফোঁড়-ওফোঁড় গেঁথে ফেলে। আমার মনে হলো ওরা জানে কোথা থেকে ঢুকিয়ে কোথায় বের করে ফেলতে হবে। নয়তো হাড়ে বেঁধে গিয়ে লাঠি ঢুকতে পারবে না।

আগে থেকেই খোলায় আগুন জ্বলছে। ঢিমে কিন্তু অত্যন্ত শক্তিশালী সে আগুনের আঁচ। সেখানেই খোলার দেওয়াল ঘেষে ওরা লাঠি ঢোকানো খাশির টুকরোটাকে রেখে দেয়। এরপর প্রায় ৩০ মিনিট পর ওরা টুকরোটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আবার প্রায় একই সময় পর ওরা টুকরোটাকে খোলার বাইরে তুলে আনে।

এবার ওরা চাপাতি দিয়ে মাংসের ছোট ছোট টুকরো করে ক্রেতার চাহিদামতো দাড়িপাল্লায় মেপে কাগজের ঠোঙ্গায় ভরে কয়েক টুকরো চাক চাক করে কাটা পেঁয়াজ এবং একমুঠো বিট লবন দিয়ে দেয়। যারা সেখানে বসে খেতে চায়, তাদেরকে পরিবেশন করা হয় কাগজ বিছিয়ে। ওরা কোনওরকম মশলা ব্যবহার করেনা। শুধুমাত্র খাওয়ার সময় কয়েকটুকরো পেয়াজ আর একটু বিট লবন। অসাধারন তার স্বাদ, কি যে বলবো, বলে বোঝানোর মতো নয়। বলে রাখি, অনেকে আবার ওয়েল ডান মাংস পছন্দ করে। তাদের খাশিটা একটু বেশি সময় ধরেই খোলায় রাখা হয়। তবে গড়ে ওরা একটা খাশি পোড়াতে ঘন্টাখানেকের মতোই সময় নেয়। খাশির মাংস পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে এমনকি হাড়গুলোও কুড়মুড়ে হয়ে যাচ্ছে। চিবিয়েই হাড়গুলো খেয়ে ফেলা যাচ্ছে।

পরে অবশ্য পাকিস্তানে থাকাকালীন সময় ঠিক এরকমই মাংসপোড়া খেয়েছি বার দুয়েক। পেশওয়ারীরা এটা খুব পছন্দ করে খায়। তবে ওদের প্রণালী একটু আলাদা। ওরা গোটা খাশি খোলায় চড়ায় না। ক্রেতা যে কয় কেজি মাংস কিনতে চায়, ওরা ঠিক সেই পরিমান মাংস কেটে খোলার উপর ঝুলিয়ে দেয়। আর ওদের খোলাটা কিন্তু আফ্রিকার খোলার মতো নয়, সাধারন শিক কাবাব পোড়ানোর খোলাই ওরা এই মাংসপোড়ায় ব্যবহার করে। আর পরিবেশনের আগে ওরা মাংসের উপর গাদাখানের পেঁয়াজ, কাচামরিচের টুকরো, আরো যেনো কি কি মশলার গুড়ো ছড়িয়ে দেয় এবং পিরিচে করে চাটনি দেয়। খেতে খারাপ লাগেনি কিন্তু বামাকোর মাংসপোড়ার তুলনায় এর স্বাদ কিচ্ছুনা।

যদি বাড়িতে চেষ্টা করতে চান, তবে কয়লার আগুন দিয়ে করুন। বামাকোতে ওরা কাঠ দিয়েই করছিলো কারন ওদের খোলা প্রায় ২৪ ঘন্টাই জ্বলে। আর বাসায় গোটা খাসি বা ২-৪ টুকরো না করে খাশিটাকে আরও বেশ কতকগুলো বড়ো বড়ো টুকরো করে নিলে মনে কয় বেশি ভালো হবে। এতে করে তুলনামূলক অল্প আঁচে গোটা খাশিটাই সিদ্ধ হয়ে যাবে।

পরামর্শ দেবো পরিবেশনের সময় আফিকার পদ্ধতি অনুসরণ করুন, শুধু পেঁয়াজ আর বিট লবন। এভাবে খেতে অসুবিধা হলে তখনই একটু কাচামরিচের টুকরো আর তেতুলের আচার বা কেচাপ নিন।

লিখতে লিখতে কিন্তু আমার মুখের দফারফা। লোল ঝরছে সমানে।


মন্তব্য

হিমু এর ছবি

ফরাসিতে দ্যু হচ্ছে দ্য ল্য এর যুক্তরূপ। এটা বসে কেবল পুংলিঙ্গের ক্ষেত্রেই। বামাকোর ক্ষেত্রে দ্য বসছে কারণ বামাকোর জন্যে কোনো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হচ্ছে না। স্ত্রীলিঙ্গের জন্যে হলে হতো দ্য লা, বা দ্য ল' ।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ, ফরাসীতে লিঙ্গবিভ্রাট বেশ কমন এবং আমি সেই কমন ভুলটাই করে বসেছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

হিমু এর ছবি

ব্যাপার্না। খাসির গোস্তোই আসল। ফরাসিরা তো দুইখান লিঙ্গ নিয়েই খুশি, জার্মানে তো তিনখান মন খারাপ

রাতঃস্মরণীয় এর ছবি

সেইটা আবার কোনটা? কমন নাকি নিওটার?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

হিমু এর ছবি

ঐখানেও খাসি।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

উঁহহু! আবার খিদে লাগিয়ে দিলেন তো। চোখ টিপি

অগ্রজ, দারুন লিখেছেন। পোস্টে পাঁচতারা।

রাতঃস্মরণীয় এর ছবি

তাহলে আর দেরী কেনো। প্ল্যান করে নেমে পড়লেই তো হয় একদিন!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রণদীপম বসু এর ছবি

ঢাকায় এমনিতেই পানি কিনে খেতে হয়। তার উপর মুখ থেকে অতিরিক্ত জল ঝরিয়ে দেয়া পোস্টের জন্য মাইনাস এবং খাসী পরিবেশনের বদলে শুধু ছবি দেখিয়ে শান্তি নষ্ট করার জন্য তীব্র দিক্কার !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাতঃস্মরণীয় এর ছবি

দিঁক্কার মাথা পেতে নিলুম রণদা। দেখি খুঁজে বের করি ঢাকায় এমন কোনও পোড়ামাংসের সিস্টেম করা যায় কি না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রান্না করতে তুমি দেখেছো, খেয়েছোও তুমিই। সুতরাং রান্না করার ভার তোমার ওপরেই থাকলো। তোমার রান্না খেতে আমার বা রণদা'র আপত্তি নেই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাতঃস্মরণীয় এর ছবি

যেহেতু এটায় রকমারী মশলার কম্বিনেশনের ব্যাপারটা নেই, তাই মনে হচ্ছে উতরিয়েও যেতে পারি। দাঁড়াও, দেখি একটা জায়গা খুঁজে বের করি আগে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তদানিন্তন পাঁঠা এর ছবি

আমি যে বাসায় ভাড়া থাকি তার ছাদে সম্ভব। কবে করবেন বলেন। কাঠ-কয়লা-পিঁয়াজ-বিট লবন এর ব্যবস্থাও করতে পারব। খালি খাসিটা আনলেই হবে। আর রাঁধুনি তো আপ্নে নিজেই। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ পাঁঠাদা, দেখি দলে আরও লোক জোটানো যায় কিনা! তবে আমাকে দিয়ে রাঁধাতে হলে শর্ত আছে, অগ্রীম ইনডেমনিটি দিতে হবে। খেতে খারাপ হলে গালি দেওয়া যাবেনা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তদানিন্তন পাঁঠা এর ছবি

উক্কে। গালি বনধ। আমি ভদ্দর লুক, ভয় নাই। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আমাকেও নিয়েন কইলাম, যদিও ডাক্তারের বারন। আর একটা কথা, খাসির বদলে পাঁঠা দিয়ে চালানো যায়না, সেটাতো হাতের কাছেই মজুত আছে। (ক্ষমা করবেন, তদানিন্তন পাঁঠা, একটু মজা করলাম আরকি!)

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

এহেম! তারিখটা জানায়েন কিন্তু, আমি চট্টগ্রাম থেকে চলে আসব। চোখ টিপি

রাতঃস্মরণীয় এর ছবি

এ্যাঁ, পথখরচা কে দেবে শুনি?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আপনি তো অগ্রজ, অনুজের উপর এই দয়াটুকু করবেন আর-কি। চোখ টিপি দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিকাচে, তা নাহয় কর্লুম। তাই বলে যেনো প্লেনের ভাড়া চেয়ে না বসা হয় বলে দিচ্চি!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

উক্কে উক্কে! কোই বাত নেহি! দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকে আমোদের সাথে নিতে চাইবো। মাঝে মাঝে একটু অনিয়ম না করলে কি আর জীবনের মজা পাওয়া যায়! তসলিমা নাসরিনের একটা লেখায় পড়েছিলাম- তসলিমা কোরবানী ঈদের ঠিক পরপর কোলকাতায় গিয়েছিলো বেশ কিছু গরুর গোস্তো সাথে নিয়ে। তো, কোলকাতার এক প্রবীন এবং অসুস্থ কবি তার অভিভাবক মেয়েটিকে বলেছিলো, “তসলিমা বাংলাদেশে থেকে এতো কষ্ট করে মাংসগুলো আনলো, আমি কিন্তু আজ এই মাংসের সাথে দু‘ঢোক রাম গিলবো মা, বারন করিসনে যেনো।“

পাঁঠাদা তো আর পাঁঠা নেই। উনি তো তদানিন্তন পাঁঠা। মানে এখন আর পাঁঠা নেই। জানিনা তিনি এখন কিসে রূপান্তরিত হয়েছেন! (পাঁঠাদা, আমিও একটু প্রৗঢ়দার সাথে যোগ করলাম। ক্ষমা করবেন কিন্তু!)

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তদানিন্তন পাঁঠা এর ছবি

যদি উপযুক্ত মূল্য পরিশোধিত হয় তবে না হয় আবার পূরবের পাঁঠাই হয়ে গেলুম। এই ফায়ারফক্সে লিখ্তে পারচিনা ঠিকমতো। কেন যেন সব উল্টে পাল্টে যাচ্চে। বাই দ্য ওয়ে, বরতওমান বাজারে ১১০ কেজি ওজনের পাঁঠার দাম কতো গো ভাইডি?

রাতঃস্মরণীয় এর ছবি

ভাই, ঘাট হয়েচে, ক্ষমা করে দিন। বর্তমানে পাঁঠর গোস্তের কেজি নাকি শুনেছি ৪০০-৫০০ টাকা। ১১০ কেজি হলে তবে কত হয়! অ্যাঁ

তারচে বরং ছোটখাট দেখে একটা বর্তমান পাঁঠা খুজি, চলুন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তদানিন্তন পাঁঠা এর ছবি

ভাই, আর কত অপেক্ষা করব খাওয়ার জন্য? যে গরম পড়ছে। শান্তিমতো তো আর খেতেও পারবনা মন খারাপ ও রাতঃস্মরণীয়দা।।। কথা কন।

চরম উদাস এর ছবি

রাতঃস্মরণীয় এর ছবি

আজ্ঞে না, ওইসব সাহেবী কেতায় হবেনা। লুঙ্গি পরে আসন দিয়ে বসে তারপর একহাতে গোস্তো নিয়ে আর অন্য হাতে পেঁয়াজ নিয়ে খেতে হবে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অজেয় এর ছবি

তবে যে যাই বলুন ভাই, চট্টগ্রামের মেজবানের গরুর মাংস'র স্বাদ অতুলনীয়!

।। অজেয় ।।

রাতঃস্মরণীয় এর ছবি

চট্টগ্রামের মেজবান সম্পর্কে অনেক শুনেছি কিন্তু কখোনোই যাওয়া হয়নি। জানা থাকলে রেসিপিটা সম্পর্কে একটু লিখুন না!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মুস্তাফিজ এর ছবি

আবার ক্ষিধা

...........................
Every Picture Tells a Story

রাতঃস্মরণীয় এর ছবি

চলেন, খুঁজতে নেমে পড়ি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুমাদ্রী এর ছবি

মালির দক্ষিণের দেশ আইভরি কোস্টেও এই একই খাবার দেখেছি ঢের। এই না ছাগল, না ভেড়া প্রাণীটিকে আইভরিয়ানরা ডাকে কাবরি। আইভরি কোস্টের উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ মূলতঃ মালির, তাই দু'দেশের খাদ্যাভ্যাসে দারুণ মিল। আমি যে শহরে থাকি তার স্থানীয় বাজারেও এই মাংস ভাজতে দেখেছি, তবে সাহস করে খেতে পারিনি। আপনার সব লেখার মতও এটাও দারুণ আগ্রহ নিয়ে পড়লাম।

ফরাসীতে দেশগুলো লিঙ্গভিত্তিক, মালি পুংলিঙ্গ। সেজন্যই ডেফিনিট আর্টিকেল ল্য( le ) মানে the বসে মালির আগে, আর দ্য( de ) মানে প্রিপোজিশন of। এই de আর le পাশাপাশি থাকলে এক হয়ে du হয়ে যায়। দেশ যদি স্ত্রীবাচক হয় যেমন ফ্রান্স ( la France ), সেক্ষেত্রে of France বোঝাতে de la France লেখা হয়। তাই পুরুষবাচক দেশ মালি-এর বোঝাতে du Mali ব্যবহৃত হয়েছে, স্ত্রীবাচক দেশ ফ্রান্স-এর বোঝাতে de la France লিখতে হত। আর বামাকো একটা শহর, শহরের নামের আগে কোন আর্টিকেল বসেনা ফরাসীতে, তাই বামাকোর পুংবাচক শব্দ হওয়ার কোন সুযোগ নেই। মালির ফরাসী নাম ( République du Mali ), ইংরেজিতে ( Republic of Mali).
জ্ঞান দিচ্ছি ভাবলে দুঃখ পাব, ফরাসীতে আমার দৌঁড় মসজিদ পর্যন্তও না।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

রাতঃস্মরণীয় এর ছবি

আপনি ঠিকই বলেছেন। আমি তো শুনেছি গোটা পশ্চিম আফ্রিকাতেই খাদ্যাভ্যাসের দারুন মিল। আর শুধু পশ্চিম আফ্রিকা বলি কেনো, মালাউই আর কেনিয়াতেও মাংসপোড়া দেখেছি। কিন্তু সত্যি বলতে কি, স্বাদে মালিরটাই এখনও পর্যন্ত সেরা।

জ্ঞ্যানদানে দু:খ পাওয়ার কিছু নেই। যদি আপনার দুটো কথা কারো উপকারে লাগে, তবে তাতে যে যাই ভাবুক, আপনি কেনো দু:খ পেতে যাবেন! এজগতে কিছু পোঁদপাকা আছে, যারা আপনার কথা শুনবে, শিখবে এবং সবশেষে জ্ঞ্যানদানের জন্যে আপনাকে টিজ করবে। এরা সর্বত্র সর্বকালে থাকবেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুলতান এর ছবি

তাজ ভাই,
কবে ফ্রি আছেন বলেন তো? ঢাকাতে এইসব আয়োজন করা কঠিন, খুলনা হলে অনেক সহজেই করা যেত। যাইহোক, আপনি থাকলে সমস্যা নাই। সময় কবে দিবেন সেটা বলেন।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ মানিক, তোমাকে জানাবো। বেশ ভালোই একটা পার্টি করা যাবে মনে হচ্ছে। তুমি প্লান করতে থাকো, চিন্তা নাই। লাগে টাকা দেবে মালেক হাজী।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুলতান এর ছবি

অপেক্ষায় থাকলাম।

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিকাছে। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

বন্দনা এর ছবি

হুম খাইতে মন চায় রাতঃদা, কিসব খাই খাই পোষ্ট দেন ।

রাতঃস্মরণীয় এর ছবি

বাসার ছাদে একটা আয়োজন করে ফেলুন না, জোস হবে!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দুর্দান্ত এর ছবি

করিয়াছি, গত বছর ঢাকাতেই করিয়াছি। ছাদের আধকাটা তেলের ড্রাম ছিল। সেটাতে দুই ইন্চি মত মাটি-কাদার একটা লেয়ার দিয়ে সারাদিন রোদের শুকানো হয়েছিল। সেই সাথে রোদে শুকানো হয়েছিল ১০-১৫ কেজি সুন্দরি কাঠের লাকরি। দুপুরে টাইনহল বাজার থেকে ৯ কেজির একটা ছাগলকে সর-সে-গাঁড় তক অরধেক করে দিতে বললাম। সাথে নিলাম বাচ্চাগরুর পাঁজড় আর ‌কয়েকটা কোয়েল। সেই সাঠে বাসায় এনে দুই প্রকার মাংসে লেবুর রস, টক দই, জাফরান, রসুনবাটা, কাঁচামরিচ বাটা আর লবল মাখানো হল। বাজারের কাছের গ্রিলের দোকান থেকে দেড় মিটার লম্বা কয়েকটা লোহার শিক কিনেছিলাম। বিকালে এই শিকগুলোতে মাংস চড়আনো হল।

এবার ছাদে গিয়ে নিরাপদ জায়গায় সেই ড্রামটা রেখে সেখানে লাকড়ি জালালাম। মোটামুটি ৪০ মিনিট জলে যখন লাকড়ির বদলে গোলাপি আভাযুক্ত সাদা কয়লা অবশিষ্ট, তখন সেখানে শিকের মাংসগুলও দেয়া হল। বিষয়টা দাড়িয়েছিল অনেকটাই আপনার ছবির মতই।

মোটামুটি ১৫ মিনিটের মধ্য়েই কোয়েল রেডি, আর ৪০ মিনিটের মাথায় ছাগল গরুও জাস্ট রাইট। তবে যাই বলেন, কাবাবের সাথে আমার দরকার হয় দেশী চালের পোলাউ আর ঝাল আমের আচার। রুটিফুটি বা সালাদে আমার পোষায় না।

রাতঃস্মরণীয় এর ছবি

আপনি তো রীতিমত আমাদের প্রথানুযায়ী করে ফেলেছেন। মালীতে কিন্তু ছিলো কেবলই গোস্তো, আর পাকিস্তানে সাথে ছিলো রুটি।

আচ্ছা, ওই গরু আর খাশীর মাংস সাইজ করেছিলেন কিভাবে? গাছ-চাপাতি দিয়ে নাকি হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

হাতের কাছে রুমাল পাচ্ছি আপনার লুল মুছিয়ে দিতে মাঝিদা। তবে ইজিপসিয়ান কাবাবের কথা জানি, ইউরোপে বসে খেয়েছি। সে বড়োই সুস্বাদু মাল। আপনি সময় করে ইজিপশিয়ান কাবাবের একটা রেসিপি ঝেড়ে দিন না!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

Shabbir এর ছবি

আমি এটা খেয়েছিলাম মক্কা আল মোকারামার বার্মিজ পাড়াতে। এত মজার খাবার বলার অপেক্ষা রাখে না। জানতাম না এর উৎস কোথায়। ধন্যবাদ ভাই, আপনার লেখা পড়ে জানলাম।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে।

উতস হৌক যত্রতত্র
স্বাদ হৌক খাসা।

সংগ্রহে থাকলে দু‘একটা রেসিপি ঝেড়ে দিন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।