রুশদের ভোদকা পান: কাছাকাছি থেকে দেখা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ১২/১১/২০০৭ - ১০:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দু'শো মিলিমিটারের গ্লাসভর্তি নিরেট ভোদকা পানি খাবার মতো অবলীলায় এক চুমুকে গলাধঃকরণের দৃশ্যটি কল্পনা করতে পারেন? কিংবা বোতলে মুখ লাগিয়ে কোকের মতো করে ঢকঢক করে ভোদকা গেলার দৃশ্য? জীবনে প্রথমবার দেখে আমার গা শিরশির করে উঠেছিল। পরে চোখ অভ্যস্ত হয়ে উঠেছে। নিজেও বারদুয়েক আধাগ্লাস ট্রাই করে দেখেছি দেঁতো হাসি পারি।

মদ খাওয়ায় রুশরা (ইউক্রেন আর বেলারুশের বাসিন্দারাও একই কাতারে) অপ্রতিদ্বন্দ্বী - এমন কথা শোনা যায়। কথাটি কতোটা নির্ভুল, বলা কঠিন। শুনেছি, আইসল্যান্ডের লোকজনের অ্যালকোহল-আসক্তি নাকি রুশদের চাইতেও বেশি। তা যা-ই হোক, রুশদের ভোদকাপ্রীতি কিংবদন্তিতূল্য।

ক'দিন আগে এক রুশ সাইটে কৌতূহলোদ্দীপক একটা লেখা চোখে পড়লো - "রুশদের সঙ্গে মদ খাবার সময় করণীয়: বিদেশীদের জন্য নির্দেশিকা"। যথেষ্ট পরিমাণে ভোদকা গিলেও ভুম-মাতাল না হবার পদ্ধতি বাতলানো হয়েছে তাতে।

আমার মনে হলো, লেখাটা সচলায়তনের পানরসিক লেখক-পাঠকদের কাজে লাগতে পারে। আমার ধারণা কি সত্যি? পাবলিক চাইলে অনুবাদকর্মে লেগে পড়তে পারি।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মিয়া পুলাপাইনগুলিরে শেষ পর্যন্ত মাতাল করনের প্ল্যান! হাসি দিতে পারেন। রুশদের সাথে না হোক - মদ খেয়ে মাতাল না হয়ে থাকার কায়দাটা জানা এমনিতেই দরকার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুলাপাইনগুলিরে শেষ পর্যন্ত মাতাল করনের প্ল্যান!

মাতাল করনের প্ল্যান না, ভাই, যাতে মাতলামি কম করে, সেই প্ল্যান হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

হুজুররা যেমন না-খাওয়া মানুষদের সামনে গেলে খালি বেহেস্তের খানা-খাদ্যের কেচ্ছা বলে
ব্যাপারটা সেরকম হয়ে গেলো
পারলে দুচারটা ঠিকানা দেন
আর বলেন কোথায় পাওয়া যায়
(সরকার আর পুলিশের সম্ভবত বর্তমান সব চেয়ে বড়ো শত্রু মদ। তাই পাওয়া গেলেও কিনে যে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবেন তার নিশ্চয়তা নেই। পারলে কোনো হোম সার্ভিসের ঠিকানও দেন। মাতাল হতে পারলে আপনার প্রসংশা করব। ১০০% নিশ্চয়তা)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পরবাসী আমি কীভাবে আপনাকে এই সব তথ্য দেবো? মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

অ্যাঁ! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

আরে জলদি!

প্রসঙ্গত মনে পড়লো, জার্মানীতে অ্যালকোহলের বিরুদ্ধে একটা স্লোগান চালু ছিলো, "আলকোহল ইস্ট কাইনে লোয়জুং!" মানে অ্যালকোহল কোন সমাধান না। এক বারে পাল্টা স্লোগান দেখা যায়, "কাইন আলকোহল ইস্ট আউখ কাইনে লোয়জুং!" মানে অ্যালকোহলহীনতাও কোন সমাধান না।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দিতাছি আইজকালের মধ্যেই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

আমার পদ্ধতি হচ্ছে মাতালদের ওয়াচ করে মজা পাওয়া। এতে টাল হবার সম্ভাবনা কমে আসে। আমি টাল হওয়া বলতে অবশ্য অপ্রকৃতস্থ হওয়াকে বুঝি। সেটা জীবনে সবমিলিয়ে মনে হয় দুবারের বেশী হইনি।
তখন জার্মানীতে আমার সবে দেড় মাস। বিদেশী ছাত্রদের একটা ছোটখাটো সমাবেশ হলো পার্শ্ববর্তী পাবে। তরুনীদের একজন রুশ আনাস্তাশিয়া আর ইউক্রেনের লিলিয়ান। ছোকরাদের দুজন পোলিশ লুকাস আর কনস্টানটিন এবং একজন ডাচ রেনে। ভদকা পানে তাবৎ স্লাভজাতিই দেখা গেল ব্যুৎপত্তি অর্জন কর‌েছে। গালগপ্পো শুরু হয়েছিল বীয়ার হাতে। তারপর লুকাস ৬ পেগ ভদকার অর্ডার দিলো। তারপর শুরু হলো ভদকার গল্প। কে কত খানি খেতে পারে, কে কখনো টাল হয় না ইত্যাদি। রেনে প্রথম পেগ মেরেই ভাগলো, মানে কায়দা করে অন্য সার্কেলে চেপে গেল। আমরা বসেছিলাম এক কোনায় গোল হয়ে মুখোমুখি সোফায়। হঠাৎ লুকাস পকেট থেকে ছোট একা বোতল বের করে গ্লাসে ঢেলে দিলো। বাইর থেকে বোতল আনা নিশেধ তাই এই লুকোছাপা। তারপর চলতেই থাকলো বোতল না ফুরানো পর্যন্ত। সবার আগে টাল হলো লিলি। বলে, এখনকার পোলাপান নষ্ট হয়ে গেছে। একটু ভদকা খেলেই কোপোন্মত্ত হয়ে ওঠে। কিয়েভে তার বয়ফ্রেন্ড নাকি পেটে একটু ভালো মন্দ পড়লেই আর তেষ্টা ধরে রাখতে পারতো না। প্রথম সামনে পাওয়া মোড় ধরে হাটা দিয়ে নিকটবর্তী ঘাট থেকে আজলা ভরে জল খেত। এরকম নানান ঘাটের জল খেতে খেতে শেষ পর্যন্ত কোথায় যেন পিছলে পড়লো তার আর হদিশ পাওয়া গেল না। আনা বললো, সাবধান লিলি! ওরা তিনজন আমরা মোটে দুজন! কথাবার্তা সাবধানে। লিলি খেপে গেল। শুরু হলো রুশাশ্রিত জার্মানে ঝাড়ি। তুমি ভাবছো আমি টাল! আমি অত সহজে টলি না। তারপর রুশ ভাষায় দুলাইনের ঝাড়ি। আমি অবজকেশন দেওয়াতে আবার জার্মান শুরু হলো। লিলি আমার দিকে ঝুঁকে বললো, জানো আমরা এইসব ভদকা/টদকা খাইতাম না। রুশদের পাল্লায় পড়ে এসব শিখেছি। আনা বললো, ভদকা ভালো জিনিস বলেই সবাই গ্রহণ করেছে। এর মধ্যে লুকাস চেচিয়ে বললো পোলিশ ভদকা সর্বশ্রেষ্ঠ! আনা বললো, খাইলে মাথা ধরে। আমাকে সালিস মানা হলে বললাম, পোলিশ ভদকা তো খাই নাই। লুকাস বললো, এখন কি খাও। এইটা পোলিশ? ভালোই তো! তব রুশ ভদকাও ভালো। আমি আসলে বিষয়টা জানি না। আপাতত নিস্কৃতি পাইলাম। মিউনিখে এর কয়েকমাস আগে প্রথমবার জার্মানীতে এসে জনৈক আরচিওমের কাছে ভদকা তত্ত্বে দীক্ষা পেয়েছিলাম সেটা চেপে গেলাম। আনা বললো সাইবেরিয়াতে নাকি বাড়িতে একরকম ভদকা বানানো হয়, নাম ব্রাস্কা। খাইলে -৩০ এও খালি গায়ে হাটা যায়। লিলি খিলখিল কইরা হাসে। বলে খালি চাপা মারে। রুশরা ভদকা খাইয়া টাল হয় না, খালি চাপা মারে। হেসে কুটি কুটি একবার একে খোচা দেয় ওকে ভালোবাসে পরিস্থিতি। লুকাস বললো, পোলিশ ভদকা খাইয়া জামা খুলতেই হবে। কন্সটানটিন মন্দ্রস্বরে বলে, একটা খাইলেই হইলো। ঘড়িতে বাজে ২৩:৫০। আমি প্রমাদ গুনলাম। শেষ ট্রাম ২৩:৫৫তে। তখন থাকি ক্যাম্পাস থেকে বেশ দূরে। আমারেও একটু একটু ধরছে হয়তো। উইঠা দাড়াইলে টের পাবো। বললাম আমি যাইগা এরপর আর ট্রাম পামুনা। লুকাস কয় কই থাকো। কইলাম, কখস্ট্রাসে। কয় আমরাও যামু ওদিক পরে একলগে যামুনে। লিলি হাতটেনে বলল, বসো। এরম আহ্বানে স্বয়ং হরিই টেঁসে যাবেন..আর আমি তো কালা। লুকাসের বোতল শেষ হয়েছে বেশ আগেই। আমার আরো টানতে ইচ্ছে করছে। অত টাল হইনি যে পকেটের হাল ভুল যাবো। কায়দা করে বললাম, পোলিশ ভদকার সাথে রুশ মিললে কোন কেলেংকারির সম্ভাবনা আছে কি?সবাই একবাক্যে বললো, নাই। আমি বললাম তাহলে সবাই নিজ পকেট থেকে একটা করে সমাপনী পেগ খেয়ে ভাগি। আনা নাকে গুতা দিয়ে বললো, এতা নাশামু (আমাদের কালো ছেলে)। এবার টের পেলাম মালে মজে গেছি । মেজাজ টেজাজ রীতিমতো ভালো লাগছিল। ভাবছিলাম শেষ পেগ টানার পরে বালিকাদের বাড়ি পৌছে দেবার ফিকিরে কোন্ জিকির শুরু করা যায় ইত্যাদি। কনস্টানটিন পাথরের মতো বসে আছে। সুতরাং ও বাদ। উপপাদ্য মিলে যাচ্ছে। ধুরো উপপাদ্য না একস্ট্রা। বিশেষ নির্বচন পেরিয়ে অংকনের দিকে এগোচ্ছি এমন সময় আমাদের গ্রুপের টিউটর এরনা এসে বললেন, আমরা এখন যাবো। তোমরা মাল শেষ করে ডাইনে বায়ে চাপো। পাব একটু পরেই বন্ধ হবে। এদিকে লিলি পুরা টুপ ভুজঙ্গ। লিলি যেতে চাইছে না। এরনা বলে, নিজে নিজে এসে যা খুশী করো। আমার সাথে আসলে আমার সাথেই যেতে হবে ইত্যাদি। আনা আর লিলি মুখ ডেকচি করে উঠে গেল। আমি কোৎ করে বাকিটা গিলে শ্বাস ফেললাম। এইভাবেই ফস্কে যায় প্রকৃত রাসলীলার সুলুক।

পাব থেকে বের হয়ে কনস্টানটিন বসে পড়লো ফুটপাথে। বলে আমি কোথাও যাবো না। লুকাস চোখ টিপে ইশারায় বললো ভদ্রলোক বিকাল থেকেই টেনে চলেছেন। তারপর তাকে দুজনে মিলে খাড়া করো হলো। বাকিটা পথ গান গাইতে গাইতে আধাঘন্টার পথ প্রায় সোয়া ঘন্টায় পেরিয়ে বাড়ি ফিরলাম। জার্মান মাতালদের জাতীয় সঙ্গীত, ইয়া ভোল! ইয়া ভোল! ঈষ লীবে আলকোহল!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

২-৩র ইকুয়েশন শেষ পর্যন্ত কিভাবে সমাধান হলো?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

সমাধান তো হইলো না। টিউটরিন বাগড়া দিলো।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

টিউটরিন আসায় তো সমাধান ১ টু ১ হয়ে গেলো। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জব্বর!

মন্তব্যের বদলে আলাদা পোস্ট দিতে পারতেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

জনস্বার্থে পোস্টান!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অপেক্ষা করুন। অচিরেই শুভমুক্তি হাসি

আরেকখান কথা। পরবাসে আসার আগে সবার মতো আমিও বলতাম/লিখতাম "ভদকা", আর এখন লিখি মূল রুশ উচ্চারণে "ভোদকা"।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমি টাল হওয়া বলতে অবশ্য অপ্রকৃতস্থ হওয়াকে বুঝি। সেটা জীবনে সবমিলিয়ে মনে হয় দুবারের বেশী হইনি।
- সুমন চৌধুরী

টাল হলে তো মজাই শেষ। পানের আসল মজা পাওয়ার জন্যে জানা দরকার কখন থামতে হবে। হাসি

ভদকার সমতুল্য কোনো পানীয় নেই - এই তত্ত্বে ও প্রেমে স্থির হয়ে আছি বহুকাল।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসান মোরশেদ এর ছবি

কে বলেছে হবে না? হবে-ভোদকাতেই সব হবে
দ্রুত নামান দেখি
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

??? এর ছবি

ছোটোবেলায় মদ খাওয়া নিয়া বড়ই বিপদে ছিলাম। পাবলিক প্লেসে (যথা, লেকচার থিয়েটার, সিলভানা রেস্তোরা, চিপাগলি, রিকশা, পাবলিক লাইব্রেরির সামনের চত্বর, মামুর দোকান) মদ খাইতে হইসে নানান কারণে। ফলে বরফ, সোডা, পানি, চানাচুর, সফট ড্রিংকস কোনোটাই জোগাড় করা সম্ভব হয় নাই। আর যে ব্রান্ড ইস্তেমাল করতাম (লোকাল) উনি ভদকার চেয়ে কম চোখরাঙানিয়া ছিলেন না। ফলে টাল হই কি না হই বোতল থিকাই বহুদিন নীরবে গিলতে হয়েছে!
আজ সেই বোতলও নাই, গেলাও নাই, বন্ধুরা কত্তরকম দামি দামি মদের দাওয়াত দেয়... কিন্তু মিনারেল ওয়াটারই খাই! মন খারাপ
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

সুমন চৌধুরী এর ছবি

আজকে বাইরে সেরকম ঠান্ডা। যাকে বলে ভদকাপ্রবণ তাপমাত্রা। কিন্তু উপায় নাই। পরীক্ষা,রিপোর্ট মিলিয়ে বহুৎ ঝালেমা মন খারাপ....নাইলে এতক্ষণে হিটার বন্ধ কইরা জানালা খুইলা দিতাম হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এতো পুরনো এক পোস্টে আপনার আকস্মিক পুনরাগমনে আমি বিস্মিত বৈকি! তবে আপনাকে বুঝতে পারি - ভোদকার জন্য প্রাণটা আকুল হয়ে উঠেছে চোখ টিপি

তবে মনের হিটার, জানালা কিছুই বন্ধ কইরেন না। তাইলেই সব ঠিক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

ভূমিকাটুকু পড়ে নিলাম, মূল পোস্টে যাচ্ছি এখন। যদিও এই বিদ্যা আমার আদৌ জীবনে কাজে লাগবে না জানি, তবুও পড়ে রাখা ভাল। কোন বিদ্যা কখন কাজে লেগে যায়, তা তো আর আগে থেকে বলা যায় না! চোখ টিপি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।