কামরাঙা ছড়া - ১৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ১৭/০৪/২০০৮ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন আইডিয়া মাথায় আসছে না ইদানীং। তাই বেশ কিছুদিন ধরে পড়ে থাকা খুব পছন্দের নয় এমন তিনটি ছড়া দিয়ে আরেক পর্ব চালানোর চেষ্টা। সব ক'টি ছড়াই কাম-পিউটার বিষয়ক দেঁতো হাসি

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

_______________

কাম-পিউটারের ছড়া

০১.
যে-কোনও ড্রাইভে নিজের ডিস্কটি
ঢোকানো - জেনো তা ক্ষতিবোধক,
ইনফেক্টেড হবেই যদি না
থাকে ভাইরাস প্রতিরোধক।

০২.
স্বামীটা আমার রাইত-দিনভর কম্পিউটারে মগ্ন
আমার দিকে সে চাইয়াও দ্যাখে না - হৃদয় আমার ভগ্ন।
তারে কই, "প্লীজ, কইয়া দাও মোরে, পটাবো তোমারে কী দিয়া?"
কয় সে, "কাম তো হইবো না কোনও
চাও যদি কই আসল কারণও -
আদিম তোমার মাদারবোর্ড আর পুরানা মাল্টিমিডিয়া।"

০৩.
কম্পিউটারে কতো ফোল্ডার ভরে আছে গেমস ফাইলে
ওসবে তোমার উত্সাহ নেই; তবু একদিন চাইলে
খেলতে একটি গেম। আমি ভাবি,
কবে যে পুরবে পুরনো সে দাবি -
তোমার সঙ্গে চাই যে খেলতে প্লাগ অ্যান্ড প্লে-র স্টাইলে।


মন্তব্য

দ্রোহী এর ছবি

হেঃ হেঃ হেঃ। আপনি অতি দুষ্ট লোক। হেঃ হেঃ হেঃ..................


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নিজেকে কখনও ভালো লোক বলেছি???

আর হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্ট কথায়... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আহা বেশ, বেশ, বেশ ...!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তিনটি ছড়ার জন্য তিনটি বেশ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দ্রোহী: হেঃ হেঃ হেঃ
হিমু: বেশ, বেশ, বেশ
আপনি: হাহাহা

ক্যাম্নেকী? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

বেশ ভাল! রসিক বটে!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লইজ্জা লাগে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এই তো ফর্মে আইসেন!
কদ্দিন পর আপনের লোটার কথা শুনলাম!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

মজা লাগল পড়ে! চোখ টিপি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার মজা লাগায় মজা লাগছে আমারও হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

বুঝলাম না, এটা অপেক্ষাকৃত কম পছন্দের লিস্টে ছিল!!!!?

জম্পেশ হয়েছে । গুরুজী (বিপ্লব)

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এটা অপেক্ষাকৃত কম পছন্দের লিস্টে ছিল!!!!?

বিষয়টা আমার খুবই পছন্দের। তবে অপছন্দ ছিলো (এবং আছে) ছড়ার গঠন।

তার পরেও বিপ্লব পেয়ে পুল্কিত্ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগলো। হে হে হে
বিশেষ করে ১ নাম্বারটা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ। ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

তবে আপনিও যোগ দিলেন দ্রোহী-হিমু-সুজঞ্চৌধুরীর দলে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস এর ছবি

জটিলস!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুনে পুল্কিত্!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

বড়োই শিক্ষামূলক রচনা...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"উপরোক্ত ছড়া তিনটি পড়িয়া কী কী শিক্ষা পাইলে, তাহা বিশদ বর্ণনা করিয়া একটি রচনা লিখো।" হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

এই সব ছড়িতা পড়লে তো রাইতে ঘুম হারাম হয় নানা চিন্তায়। ইয়ে, মানে...

মডারেটর দের প্রতি খোলা চিঠিঃ এই সচল মানুষটার নিক "সংসারে এক সন্ন্যাসী" থেকে অচিরেই "সংসারে এক ঘুমনাশী" করে দেয়া হোক।যাতে নতুন পাঠকগণ ঘুম হারাম করার কথা বুঝে শুনে নিজ দায়িত্বে ব্লগে ঢুকতে পারে।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রাইতে ঘুম হারাম হয় নানা চিন্তায়...

চিন্তাগুলো কী, একটু খুলেই বলুন না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাগ্যিস বলেননি, "যা! দুষ্টু!" হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শেখ জলিল এর ছবি

বেশ রসালো! ২ নম্বরটা বেশি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধন্যবাদ।

আমি কিন্তু দুই নম্বরটি প্রকাশে ইতস্তত করছিলাম। সংশয় ছিলো - পাছে কেউ অপমানজনক ভেবে বসে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মৃদুল আহমেদ এর ছবি

"আদিম তোমার মাদারবোর্ড আর পুরানা মাল্টিমিডিয়া।"

হা হা হা হা হা! ফাটাফাটি! আপনে মিয়া জিনিস! আপনার মতো আরো কয়টা সন্ন্যাসী বাইরাইলে কেউ তো আর সংসারী হইতে চাইব না, সবাই চাইব খালি সন্ন্যাসী হইতে!

ৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍না রে, ভাই, কোনও উদাহরণ হতে চাই না। এক ইংরেজি বাক্যের একটি শব্দ পাল্টে দিয়ে বলি: My sole purpose in life is simply to serve as a warning to others হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

দরকারি সাহিত্যিক

আপনার লেখা পড়লে আমার কামানন্দ লাভ হয়
কাজেই আপনি দরকারি সাহিত্যিক

শনৈ শনৈ উন্নতি দেখছি আপনার
এই লেখনজগতে

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাঁধিয়ে রাখবো এই মন্তব্য।
আর কোনও কথা ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খুঁজে পাচ্ছি না। একবারে "নির্বাকহারা" হো হো হো

পুনশ্চ: শনৈ শনৈ অর্থ দ্রুত বলেই সবাই জানি। তবে অনেক আগে অভিধানে শব্দটির অর্থ "ধীরে ধীরে, আস্তে আস্তে; অল্পে অল্পে" দেখে ভারি বিস্মিত হয়েছিলাম। আজ ইলেক্ট্রনিক সংসদ বাংলা অভিধানে দেখে নিশ্চিত হলাম আবার। জানতে ইচ্ছে করছে, আপনি কোন অর্থে লিখেছিলেন হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

আমি বলেছি 'ক্রমে ক্রমে', 'ক্রমান্বয়ে' এরকম অর্থে।

'নির্বাকহারা' যদি তাহলে তো আরো কথা বলতে হতো।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍'নির্বাকহারা'-র কপিরাইট আমার বোনের। বিস্মিত হবার প্রাবল্য বোঝাতে আমরা ব্যবহার করে থাকি এই শব্দ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

জানা থাকল।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অমিত আহমেদ এর ছবি

সিরাম (সিরার সাথে রাম) আমোদ (আমের সাথে মদ) হইলো।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার অমিতব্যয়ী প্রশংসার প্রশংসা করি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জাহিদ হোসেন এর ছবি

এই জিনিসগুলোকে কোন কমপিউটর কোর্সের সিলেবাসে ঢোকানো যায়না? তাহলে শিক্ষাদানের ব্যাপারটি আরো মজাদার হোত।
দুর্দান্ত হয়েছে। সিডি রাম এর নেশায় ডুবে গেলাম।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বৃঝলাম না, আপনি পোলাপানকে কী শেখাতে বলেন? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টেকি লোক না হইলে বুঝা প্রব্লেম।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তাই কি?
আমি তো নিজেই টেকি লোক না! আমি তো ভেবেছিলাম, অ্যাভারেজ ইউজার বুঝতে পারবে ছড়াগুলো মন খারাপ
ক্যাম্নেকী!!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এখনো চলে।
তবে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ডাকাডাকি করা লাগলে তো সমস্যা।
খালি অ্যাভারেজ ইউজার না, তত্বীয় নবীশদের কথা মাথায় রেখেও যদি দু'চারটা ছাড়তেন। মানে, ইয়ে -

অতিথি লেখক এর ছবি

একদা আমাকে জিজ্ঞাস করা হয়েছিল-

পেন-ড্রাইভ+সি.পি.ইউ.=?
আমি পারি নাই-----

/ছোট মানুষ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।