শুভ বিজয়া

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০০৯ - ১২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ (সেপ্টেম্বর ২৮) ছিল বিজয়া দশমী। বেলা বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শারদীয় দুর্গা পুজা মন্ডপে গিয়ে দেখি বাইরে ট্রাক দাঁড়ানো - বিসর্জনের প্রস্তুতি চলছে। প্রবেশ পথটি মরিচা বাতি দিয়ে ছাওয়া। রাতে নিশ্চয়ই বেশ লাগে।

জগন্নাথ হলে পুজা মন্ডপ

প্রতিমার সামনে তেমন ভীড় দেখলাম না। ঢাক বেজে চলেছে এবং কিছু বাচ্চা নাচছে। অনেককেই দেখলাম প্রতিমাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিজেদের ছবি তোলায় ব্যস্ত, ডিজিটাল ক্যামেরা, সাধারণ ফিল্ম ক্যামেরা ও মোবাইল ফোনের ক্যামেরার ছড়াছড়ি।

মা দুর্গা

মা দুর্গা দাঁড়িয়ে সব দেখছেন। আর দেখছেন চেয়ারে বসে অনেকে।

প্রতিমা

বিকেলে বিসর্জনের সময় ঢাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হল। মা দুর্গা পতি শিবের কাছে ফিরে যাবার সময় সমস্ত ঢাকাই কাঁদল।

সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

সুন্দর প্রতিমা।

সিংহের গায়ের শেডিং কিন্তু খুব মজার। হাসি

রাগিব এর ছবি

সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।

এই ছবি গুলো উইকিতে দিলে জগন্নাথ হলের ভুক্তিতে যোগ করে দেয়া যায়। পদ্ধতি আমার "ছবি চাই ছবি" পোস্টে বর্ণনা করা আছে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

গৌতম এর ছবি

আমি মাঝেমাঝে মোবাইলের দুই-মেগাপিক্সেল ক্যামেরায় ছবি তুলি। খুব একটা ভালো আসে না আর আমি ছবি ভালো এডিটও করতে পারি না। আমার সাম্প্রতিক পোস্টে তেমন কিছু উদাহরণ পাবেন। এই ধরনের ছবি কি উইকিতে দেয়া যাবে? নাকি ছবির ব্যাপারে কোনো মান বজায় রাখা হয়? জানাবেন প্লিজ।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাগিব এর ছবি

ছবি স্পষ্ট হতে হবে। একেবারে DSLR মানের হতে হবে তা বলছিনা মোটেও, কিন্তু ঝাপসা হলে চলবে না। আপাতত এটাই একমাত্র চাহিদা।

ঢাকেশ্বরী মন্দিরের ছবি আমি তুলেছিলাম ২০০৬ এর ডিসেম্বরে। মন্দিরের পূজার ছবি পেলে ভালো হতো। উইকিতে একটা ছবি আছে, সেটা মন্দিরের বাইরের স্থায়ী পূজা মণ্ডপের ছবি -- ওখানেই কি দুর্গা পূজার সময়ে মূল মণ্ডপ হয়? নাকি ভিতরেও হয়?

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রেজওয়ান এর ছবি

ধন্যবাদ। আমি এবারে তোলা ঢাকার ছবিসব উইকিতে দিয়ে দেব।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর!
ক'বছর যাওয়া হয়নি জগন্নাথ হলের পূজা দেখতে। শোক উথলে উঠলো। আর, আপনার দেখানোতে দেখে উপকৃতও হলাম। ভালো লাগলো রেজওয়ান ভাই। ধন্যবাদ।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্নিগ্ধা এর ছবি

সবাইকে বিজয়ার শুভেচ্ছা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।