কাকে বলে সম্পর্ক. ২

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ১৫/০৫/২০০৮ - ১১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাকে বলে সম্পর্ক

কত ভুলই না ঘটে যাচ্ছে নিভৃতে
এই যে বৃষ্টি
মাঝে মধ্যে ডুবায় ফসলের ক্ষেত
প্রিয়স্বপ্ন কৃষকের
ভাসায় মানুষের বসতি
প্রিয় স্বদেশ।

এই যে রোদ
কখনো পোড়ায় মানুষের প্রিয়পেট
ফসলের সবুজে তখন আগুন জ্বলে।
এই যে চন্দ্রস্নাত-শিশির
তোমার কালো চুলের জন্য
হৈমন্তিক সন্ধ্যায় মানাবে বেশ
কখনো তা অর্থহীন বিলাপ।

এই যে আকাশ
মাঝে মধ্যে নীল
আবার দেখ কী ভয়ঙ্কর কালো!
নীল-ফেটে হঠাত্ নামে তুষার
আসে নির্জনতা।

তোমার আমার সম্পর্ক
নিয়ত নিরিখে নিসর্গ নিয়মে-
এটাও একটা ভুল।

কাকে বলে সম্পর্ক?

২৯.১০.২০০৭


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

অনবদ্য আর অসম্ভব সুন্দর কবিতা!

কত ভুলই না ঘটে যাচ্ছে নিভৃতে
এই যে বৃষ্টি
মাঝে মধ্যে ডুবায় ফসলের ক্ষেত
প্রিয়স্বপ্ন কৃষকের
ভাসায় মানুষের বসতি
প্রিয় স্বদেশ।

কাকে বলে সম্পর্ক? জানিনা....! কাফকা তাঁর Verwandlung এ জানাতে চেষ্টা করেছেন।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

পড়ে দেখবো কাফকা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পরিবর্তনশীল এর ছবি

''জননীর কবর'' পড়ে সিদ্ধান্ত নিয়েছি আপনার কোন কবিতাই মিস করা যাবে না। এবং সিদ্ধান্তটা না নিলে যে কী ভুল করতাম এখন বুঝে গেলাম।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শাহীন হাসান এর ছবি

খুব ভালো-লাগলো।
অনেক অনেক ধন্যবাদ..শুভেচ্ছা..।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... কঠিন প্রশ্ন... তবে এখন বাংলাদেশে রিলেশনরে প্রেম বলে... প্রেম ছাড়া আর কোনও রিলেশন নাই...
আসলেই... সম্পর্ক কোথা পাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা, ধন্যবাদ ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নিঝুম এর ছবি

বিষন্ন কবি শাহীন হাসান,
তোমার আমার সম্পর্ক
নিয়ত নিরিখে নিসর্গ নিয়মে-
এটাও একটা ভুল।

কাকে বলে সম্পর্ক?

আবারো জটিল লিখলেন...যথারীতি...আপনার কবিতা পড়ে বিষন্ন হইনি, এরকম কম কবিতাই আছে। কোত্থেকে যে এত বিষন্নতা আপনার মধ্যে ভর করে!!!

কি জানি!!! ভালো থাকবেন।

---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

শাহীন হাসান এর ছবি

বিষন্নতা কোথা থেকে আসে, না হয় আর একদিন বলব, নিঝুম।
আপনার লেখার অপেক্ষায় রইলাম ... কিন্তু?
শুভেচ্ছা, ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

কাকে বলে সম্পর্ক?

ভাল লেগেছে।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

কবিতা বুঝিনা। তবে মনে হয় এইটা বুঝছি!!

নজরুল ভাই ঠিকই কইছে। সম্পর্ক হইতেছে -- রিলেশন। তবে সব রিলেশন প্রেম না! এই বিষয়ে নজরুল ভাই ভুল বলেছেন। আজকাল প্রেম ছাড়াও রিলেশন হয়।


কি মাঝি? ডরাইলা?

শাহীন হাসান এর ছবি

ভাই দ্রোহী, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।