চলে যাচ্ছি কাহিনীর মতো

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৭:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমস্ত আন্তরিক মুখ আলোঝলমল এস্টেশনগুলো
এক উন্নাসিক নাকে ঘষে উঠিয়ে ফেলে
আমরা দাঁড়ালাম যে এস্টেশনে;
বাতি জ্বলে নিভে গেছে অনেক আগেই,
লোকহীন-এলাকা বিদ্রুপবহ্নি জ্বেলে
সাদা হাড়ের মত তাকিয়ে আছে আর
আমরা দাঁড়িয়ে আছি বিশ্বাসে অনড় :
যেন কোনো সৌভাগ্যের ট্রেন আসবে, বহুদূর থেকে
আমাদের নিতে।

কুয়াশায় ঢাকা পড়েছে পথ। জীবনগত অভাব আর
আমাদের পায়ের তলায় সভ্যতার ক্ষয় ছিঁটিয়ে রেখেছে
তুষার ; রেলের পাটিগুলো লিক্‌লিকে সাপ,- পা বেয়ে
পথের ক্লান্তি নিয়ে যেন জানালো :
অনেক আগের কথা, এখানে একদা ট্রেন থামতো
চলমান চাকার ঘর্ষণে আগুন জ্বলতো!
লোকালয় ছিল, কেউ কারও জন্য অপেক্ষা করতো
দাঁড়িয়ে থাকতো ; অনেক দেখেছি-
জীবনকে জড়িয়ে ধরে চুম্বন করতো জীবন ;
এখন দেখিনা এসব।

এখন এটা জঙ্গল, দখলে নিয়েছে নির্জনতা।
এখানে আর কোনদিনও ট্রেন থামবে না।
এটা পরিত্যাক্ত এস্টেশন-
এটা ভুল এস্টেশন :
ভুলমানুষ নির্বাচন করে যেমন দাঁড়িয়ে থাকে আজীবন,
প্রেমিক-প্রিয়তমা। - ভুলজীবন নির্বাচন করে
যেমন দাঁড়িয়ে থাকে চিরকাল প্রবাসী মানুষ?
আপনারাও ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছেন,
বুঝলেন মশাই!

মনেহয় এরকমই কাহিনীর মতো
কোথাও দাঁড়িয়ে আছি। বেঁচে আছি কোথাও!
চলে যাচ্ছি, কোথাও কাহিনীর মতো ...


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আচ্ছা, কাহিনীরা কোথায় যায়?

(অঞ্জনের 'যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে এত সব যাচ্ছে কোথায়' থেকে ধার করে...)

শাহীন হাসান এর ছবি

জীবনের সাথে হাটে, সমাপ্তিতে মেশে কাহিনী ... তারপর ..

অঞ্জনের 'যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে এত সব যাচ্ছে কোথায়' থেকে ধার করে...)
অঞ্জনের লেখাটি আমার পড়া নেই, থাকলে ভাল হতো...?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আচ্ছা হাসি

অঞ্জনের লেখা নয়। গান -

Get this widget | Track details | eSnips Social DNA

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ... গানটি শুনলাম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।