দেখ নার্গিস

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ২৫/০৫/২০০৯ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার থাকা আর না থাকার মধ্যে বিস্তর ব্যবধান।
খালিপিঠে হাত রেখে বোঝা যায়, উষ্ণতা কতটুকু দরকারী ,
নাস্তার টেবিল সেজেগুজে মন্দির, আসবেন প্রেমের পুরোহিত,
ঝলমল জানালা খুলে দেবে দিনের দেবতা, একটা অর্থ দাঁড়াবে জীবনের।
উনুনগুলো জ্বলবে, নৃত্য জুড়েদেবে আধ-ফোটাচাল, মাছের ঝোল উষ্ণঘ্রাণ
ভাপ-উঠাভাত টেবিল থেকে বলবে, তোমার হলো, এতোক্ষণ কী করো!
গোসলখানা থেকে তড়িঘড়ি বেরোবে, ঝাঁকড়া চুল টাওয়েল হাতে মুছতে
মুছতে বলবে, এসে পড়েছি দেখ নার্গিস, তোমার পরমপ্রেমিক নজরুল।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বাহ্! খুব ভালো লাগলো শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্ বাহ্ চমৎকার।

s-s এর ছবি

বাহ্ , চমৎকার কবি! অতি চমৎকার!

তানবীরা এর ছবি

ভাব-উঠাভাত শাহীন ভাই উইথ ডিউ রেসপেক্ট, এটা কি ভাপ উঠাভাত হবে না???

তোমার থাকা আর না থাকার মধ্যে বিস্তর ব্যবধান।
এই লাইনটা মারাত্বক।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহীন হাসান এর ছবি

আপনারটাই সঠিক, ঠিক করে নিলাম, ধন্যবাদ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।