মেঘ ছোঁয়ার দিন.....

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: রবি, ২২/০৮/২০১০ - ৮:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সব মিলিয়ে কমপক্ষে বিশ বার বান্দরবান গিয়েছি। যদ্দিন দেশে আছি, আবারো যাবো। যাবোই।
বর্ষার বান্দরবানের মত সুন্দর আর কিছু আমি দেখি নি এখনো। আগেও ছবি দিয়েছিলাম বান্দরবানের, বিভিন্ন সময়ের ও ঋতুর। একটি ছবি বাদে আজকের বাকি গুলো শুধুই মেঘে ঢাকা পাহাড়ের। সব এই বর্ষায় তোলা, শেষ ছবিটি জানুয়ারির শেষ দিকে তোলা।

মেঘের স্রোতে ডুবে থেকে বৃষ্টিতে ভেজা, যখন বৃষ্টির ফোঁটা গুলো জমে ওঠে, ঝড়ে পড়ে দূর আকাশ থেকে না...আমার চারপাশে, আমার ছোঁয়ার সীমানায়! বিদ্যুত চমকে ওঠে আমার পায়ের নিচে, চতুর্দিকে! মুহুর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় দৃশ্যপট, আবার মুহুর্তেই জেগে ওঠে মেঘের জালের ফাঁক থেকে......আমার অতিপ্রাকৃতে বিশ্বাসের সীমানার জন্ম ও মৃত্যু এখানেই।

১. Bandarbans August 2010

২. Bandarbans August 2010

৩. Bandarbans August 2010

৪. Bandarbans August 2010

৫.Bandarbans August 2010

৬.Bandarbans January 2010


মন্তব্য

তিথীডোর এর ছবি

'যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া...'
শুধুই মুগ্দ্ধতা!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সোহাগ এর ছবি

ভাই প্রথমটা তো পেইন্টিং মনে হইতাছে! এতো সুন্দর ছবি তোলার পিছনের কথাও একটু লেখেন!

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। পেছনের কথা তেমন কিছু না ভাই....জায়গাটাই এত সুন্দর।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শুভাশীষ দাশ এর ছবি

৫লাম।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ স্যার। দেশে আসেন, নিয়ে যাবো।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শুভাশীষ দাশ এর ছবি

ঠিকাছে।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

কেমন সুর [অতিথি] এর ছবি

... সেরাম হাসি ...

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মানিক চন্দ্র দাস এর ছবি

সেইরম হইছে ভাই।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ ভাই।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লাগলো।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ পিপিদা।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ছবিগুলোর specific location জানান। তাহলে পরবর্তীতে যারা যাবেন তারাও এই স্বর্গীয় দৃশ্য দেখতে পাবেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তাসনীম এর ছবি

সম্ভবত নীলগিরি।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সংসপ্তক এর ছবি

ডুপ্লি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সংসপ্তক এর ছবি

মেঘের ছবি সবগুলো নীলাচল এ। শেষ ছবিটা নীলগিরি থেকে ফেরার পথে। ভর বর্ষা ছাড়া এমনটা পাবেন না।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তাসনীম এর ছবি

বান্দারবানের একবারই গেছি, গত বছর এপ্রিলে। নীলগিরিতে এই মেঘের খেলা দেখে মুগ্ধ হয়েছি, আরো অনেকবার যাওয়ার ইচ্ছে আছে।

শুনেছি পানিশমেন্ট ট্র্যান্সফার হিসাবে বান্দরবান বিখ্যাত, শাস্তি দিতে হলে নাকি বান্দরবানে বদলি করা হয়। আমাকে এই শাস্তি দিলে আমি মহানন্দে মেনে নেব।

পাঁচতারা দাগিয়ে ভালো লাগাটা জানিয়ে দিলাম।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ। সত্যিই, বান্দরবান ট্রান্সফার শাস্তি হতে পারে না।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ভ্রম এর ছবি

খুব খুব সুন্দর!

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তারানা_শব্দ এর ছবি

সবগুলোই সুন্দর, কেবল ৩ নংটা অস্বাভাবিক রকম সুন্দর!!!

বান্দরবন যেতে ইচ্ছে করতেসে। মন খারাপ

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সংসপ্তক এর ছবি

চলে যান! আজ কালকের ভেতর গেলে এইরকম মেঘ পেতেও পারেন।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুরঞ্জনা এর ছবি

খুব সুন্দর।
প্রথম ছবিটা খুব ভাল। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

উজানগাঁ এর ছবি

সুন্দর ছবি। গত ২ মাস ধরে প্ল্যান করেও যাওয়া হচ্ছে না। ঈদের পরে যামুই যামু।

ছবিগুলো সুন্দর।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। ঈদ শেষ হতে হতে মেঘ না থাকার সম্ভাবনা প্রবল। মানে দূরে দেখতে পাবেন, কিন্তু মেঘের ভেতর দাঁড়িয়ে থাকার সুযোগ কমে যাবে। এই শুক্রবারেই আমি আবার যাব ভাবছি....দেশে আমার শেষ বর্ষা, না গেলে আফসোস থেকে যাবে।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

দ্রোহী এর ছবি

বাহ! চমৎকার সব ছবি! লাগে পাঁচ, দিমু দশ।

বর্ডারের সাইজ অসমান কেন? আবার কয়েকটা ছবিতে নিচের দিকের বর্ডার ঈষদচ্ছ রেখেছেন কোন নির্দিষ্ট উদ্দেশ্যে? নাকি bevel ইফেক্টের কারণে এটা হয়েছে?


কি মাঝি, ডরাইলা?

সংসপ্তক এর ছবি

উদ্দেশ্য তেমন কিছু নয় দ্রোহী ভাই......ফটোশপ নিয়ে একটু গুতোগুতির খায়েশ। ছবিতে একটা ভিন্ন রকম বর্ডার দেয়া এই আরকি।
অনেক ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

বইখাতা এর ছবি

ছবিগুলোর সাথে সাথে আপনার লেখাটুকুও খুব ভাল লাগলো।

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সংসপ্তক এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ...প্রচুর বানান ভূল থাকতে পারে জবাবগুলোয়...বাম হাতে লিখেছি তো তাই। (ডান হাতে মায়ের রান্না বাসমতী চাল আর সোনামূগের খিচুড়ি নিয়ে ব্যস্ত।) বানান ভূলের জন্য ক্ষমা চাই। চোখ টিপি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

ঘোর বর্ষায় বান্দরবান যাওয়া হয়েছিলো ২ বার, সেই অভিজ্ঞতা চরম ... আমিও সবাইকে এই বলে বেড়াই যে বান্দরবানের আসল সৌন্দর্য হলো বর্ষায়।

ছবিগুলো সুন্দর, খুবই সুন্দর। মনটা ভরে গেলো। ৬ নাম্বার ছবিটা আমার একটা স্বপ্নের কম্পোজিশন। ৪ নাম্বার ছবিটাতে বারান্দার মাথায় একটা টুল বা ঐ জাতিয় কিছুতে কাউকে বসিয়ে রেখে যদি একটা লং এক্সপোজার নেয়া যেতো ... একবার ভাবুন তো ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ! আপনার সাজেস্ট করা কম্পোজিশন এর কাছাকাছি কয়েকটা ছবি আছে....ছাতা মাথায় তরুণ একটাতে, অন্যটায় তরুণী। কিন্তু একই বারান্দার ছবি বেশি হয়ে যাবে দেখে আর দেইনি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ওডিন এর ছবি

কি সুন্দর সব মেঘ!

বর্ষায় বান্দরবানে একবার যেতেই হবে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সংসপ্তক এর ছবি

আসেন টিপস পাল্টাপাল্টি করি। আপাতত আমাকে খানিক উপদেশ দেন, অক্টোবরের দিকে কুলু-মানালী-লাদাখ-কাশ্মীর যেতে চাই। সময় খরচাপাতি, সময়, কি ক্রুম, কি ক্রুম না ইত্যাদি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ওডিন এর ছবি

লাদাখ কাশ্মির যাই নাই, তবে কুলু মানালির ব্যপারে উপদেশ দিতে পারি। আর পয়লা উপদেশ হইলো অক্টোবরে যায়েন না- ওইসময় টুরিস্টরা গিজগিজ করবে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরে প্ল্যান করেন- আরামে বেড়াতে পারবেন। আর বাকিটুকু আপনাকে পরে মেসেজে জানাচ্ছি। হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অতিথি লেখক এর ছবি

বুঝিনা!! মানুষজন এত্তো সুন্দর-সুন্দর ছবি তোলে কিভাবে... অ্যাঁ

"চৈত্রী"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।