কালো মেঘে নক্ষত্রের আলো

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ০১/০৫/২০০৮ - ৬:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কালো মেঘে নক্ষত্রের আলো
পলকে পলকে ঝলকায়
কালো মেঘে নক্ষত্রের আলো
মগজের শিরা ছুঁয়ে যায়।

পদ্মার জলে দেখেছে কৃষক বিম্বিত মুখ
শ্রমিকের ঘামে শুষে নেয় মাটি সাহসী পুলক
নুলো ভিখিরির চোখের তারায় দ্রোহ চমকায়
ক্লান্ত কিশোর ক্লান্ত হাতেই শাবল চালায়।

কালো মেঘে নক্ষত্রের আলো
রন্ধ্রে রন্ধ্রে ঢেউ খায়
কালো মেঘে নক্ষত্রের আলো
শোণিতের বরাভয়!

১৬.১২.১৯৮৬


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অপূর্ব, আরো লেখা চাই।

সৈয়দ আখতারুজ্জামান

অতন্দ্র প্রহরী এর ছবি

২২ বছর আগে লেখা কবিতা! হাসি ভালো লেগেছে।

ফকির ইলিয়াস এর ছবি

শুদ্ধ মননের প্রতিধ্বনি ।

পরিবর্তনশীল এর ছবি

এমন কবিতা পড়লে মন নামের কুয়োটা জলে ভরে যায়। আনন্দের জল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আকতার আহমেদ এর ছবি

নুলো ভিখিরির চোখের তারায় দ্রোহ চমকায়
ক্লান্ত কিশোর ক্লান্ত হাতেই শাবল চালায়।

এতো বছর পরেও এ'চিত্র পাল্টায়নি একটুও..
হায় নিয়তি !
ধন্যবাদ জলিল ভাই,চমত্কার কবিতার জন্য

শেখ জলিল এর ছবি

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।