ভিনদেশি পাঁচ ভূতের গল্প

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: মঙ্গল, ১৭/০৩/২০০৯ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
...আমি ভাবলাম গাড়ি খালি। ভিতরে কেউ নেই। কিন্তু গাড়ির ভিতরে তিনজন যাত্রী ছিল। আমাকে দেখে তাদের কেউই একটুও নড়ল না। এমন কি আমার দিকে তাকালও না। মনে হলো তারা সবাই ঘুমাচ্ছে। আমি ভিতরে গিয়ে বসলাম। গাড়ির ভিতরটা মনে হলো খুবই ঠাণ্ডা, এমন কি বাইরের চেয়েও বেশি ঠাণ্ডা। গাড়ির ভিতরের বাতাস বেশ ভারী, স্যাঁতস্যাঁতে। এর মধ্য থেকে মৃতবত্ গন্ধ আসছিল। আমি সকল যাত্রীর দিকে তাকালাম এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম।...ভূতের গাড়ি

...ছবি থেকে জজ সাহেবের ফিগারটা অদৃশ্য হয়ে গেছে। ছবিতে চেয়ার এবং রুমের অন্যান্য দৃশ্যের সব কিছু ঠিক আছে। শুধু মানুষটা নেই। বরফ শীতল ভীতি নিয়ে ম্যুর ধীরে ধীরে চারদিক ঘুরে দেখল। ভয়ে শিউরে উঠল সে! তার সকল শক্তি উবে গেল, সে ঠায় দাঁড়িয়ে রইল। তার পেশী অচল হয়ে পড়ল। ...জজ সাহেবের বাড়ি

...ঘরের মাঝখানে মানুষের মূর্তি দাঁড়িয়ে আছে। তার মাথা কাঁধের উপর নোয়ানো। সে তার দুই হাত দিয়ে মাথা ধীরে ধীরে উপরে তুলল। মৃত চেহারা সকলের দিকে তাকিয়ে আছে। মুখ ছিল খোলা, মৃত চোখ খোলা। গলায় একটা লাল দাগ। ঠিক তখনই কিছু একটা মেঝেতে পড়ার শব্দ হলো। তারপর মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু কার্পেটের উপর একটি দড়ি পড়ে রইল।...অপরাধ স্বীকার

ভয়ে শিহরণ জাগানো এরকম পাঁচটি বিদেশি গল্পের সরস অনুবাদ 'ভিনদেশি ভূতের গল্প'। এবারের একুশে গ্রন্থমেলায় আবু রেজার এই বইটি প্রকাশ করেছে আজিজ সুপার মার্কেটের শুদ্ধস্বর। বেশ ভালো প্রচ্ছদ এঁকেছেন ও অলংকরণ করেছেন জাহিদ হাসান বেনু।

আবু রেজা মূলত শিশু সাহিত্যিক ও ঐতিহ্যের লেখক। প্রিয় বিষয় লোক সাহিত্য ও লোক ঐতিহ্য। তাঁর সাথে পরিচয় প্রায় এক যুগ হয়ে গেলো। মনে পড়ে ২০০০ সালে তাঁর প্রথম বই 'আমার পরিচয় আমার সম্পদ' পড়েছিলাম। তখন থেকেই তাঁকে ঐতিহ্যের লেখক বলে ডাকতাম। তাছাড়া অধুনা লিরিক কবিতা, অণুকাব্য, ছড়ার নামে রাজনৈতিক বিদ্বেষ ও যৌন সুঁড়সুড়িমূলক লেখার ভীড়ে আবু রেজার শিশুতোষ ছড়া ও গল্প আমাকে খুব আকৃষ্ট করতো।

গত বছর জুলাই মাস থেকে আবু রেজা সচলায়তনে অতিথি লেখক(?) হিসেবে লিখছেন। তাঁর প্রথম পোস্ট ঐতিহ্য বিষয়ক লেখা 'বায়স্কোপের নেশা আমার ছাড়ে না..' মুগ্ধ করেছিলো অনেককেই। বইয়ের ফ্ল্যাপ থেকে জানতে পারলাম ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। শিশু-কিশোর মাসিক 'টইটম্বুর' এর সম্পাদকীয় পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন।

'ভিনদেশি ভূতের গল্প' বইয়ের প্রথম গল্প ভূতের বাড়ির অনুবাদ সবচেয়ে ভালো লেগেছে। গ্রন্থে এ গল্প নির্বাচনের জন্য তাঁকে ধন্যবাদ দিতেই হয়। পরবর্তী দুটি গল্প 'জজ সাহেবের বাড়ি' ও 'অপরাধ স্বীকার'-ও বেশ ভালো। চতুর্থ গল্প 'দি স্ট্রেঞ্জার ইন দি মিস্ট' -কে 'কুয়াশাচ্ছন্ন আগন্তুক' নামকরণে আমার কুয়াশা কাটেনি। শেষ গল্প 'স্মী' এর ঘটনাপ্রবাহ আমার কাছে উল্টা-পাল্টা লেগেছে(এটা মূল গল্পের স্টাইলও হতে পারে!)

সবগুলো গল্প পড়ে মনে হয়েছে বইটি মূলত কিশোরদের উপযোগী। তবে আবু রেজাকে ধন্যবাদ দিতে হয় এজন্য যে তিনি মেলায় বই প্রকাশের আগে শিশু-কিশোরদের কথা চিন্তা করেছেন। আর বেছে নিয়েছেন তাদের প্রিয় বিষয় ভূতের গল্প। আবু রেজার বই পড়ে শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও প্রকৃত ভৌতিক গল্পের আবহে ডুবে যাবেন আশা রাখছি।

অনুবাদের ক্ষেত্রে আবু রেজাকে দু'একটি কথা না বললেই নয়, যেটা অবশ্য অনেক বড় বড় অনুবাদকের ক্ষেত্রেও হয়- একজন লেখকের মৌলিক লেখার স্টাইল যদি অনুবাদেও ছুঁয়ে যায় এবং খুব ছোট বাক্যে সরল ভাষায় হয় তবে তা পড়তে আরাম লাগে। সেদিক থেকে আলোচ্য বইটিতে কিছুটা ঘাটতি পেয়েছি। ভবিষ্যতে অনুবাদের ক্ষেত্রে এ বিষয়টা লেখক অবশ্যই খেয়াল করবেন বলে আশা রাখছি।

আগামীতে আবু রেজার কাছ থেকে একটি ঐতিহ্য বিষয়ক বই আশা করছি।

।।ভিনদেশি ভূতের গল্প।।আবু রেজা।। প্রকাশন- শুদ্ধস্বর, আজিজ সুপার মার্কেট।। প্রচ্ছদ ও অলংকরণ- জাহিদ হাসান বেনু।। পৃষ্ঠা- ৬৪।। মূল্য- ৮০ টাকা।।

১৩.০৩.২০০৯


মন্তব্য

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

জলিলকে ধন্যবাদ,
আবু রেজার লেখার সাথে পরিচিত করে দেবার জন্য।

নুরুজ্জামান মানিক এর ছবি

রিভিউয়ে চলুক

অনুবাদের ক্ষেত্রে আবু রেজাকে দু'একটি কথা না বললেই নয়, যেটা অবশ্য অনেক বড় বড় অনুবাদকের ক্ষেত্রেও হয়- একজন লেখকের মৌলিক লেখার স্টাইল যদি অনুবাদেও ছুঁয়ে যায় এবং খুব ছোট বাক্যে সরল ভাষায় হয় তবে তা পড়তে আরাম লাগে। সেদিক থেকে আলোচ্য বইটিতে কিছুটা ঘাটতি পেয়েছি। ভবিষ্যতে অনুবাদের ক্ষেত্রে এ বিষয়টা লেখক অবশ্যই খেয়াল করবেন বলে আশা রাখছি।

আগামীতে আবু রেজার কাছ থেকে একটি ঐতিহ্য বিষয়ক বই আশা করছি।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভুতের গল্প মানেই হলো ছোটবেলায় ঘুমুবার আগে, মায়ের বুকের মধ্যে শুয়ে, আতংকিত চোখে শোনা গল্পের স্মৃতি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

পড়তে হবে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সববয়সী শিশু আছে, সববয়সী কিশোর আছে। এই শিশু-কিশোরদের জন্য বই-পত্র-পত্রিকার আকাল আছে। এ'নিয়ে কয়েক বার সচলে লিখেছিলামও পোস্ট আর মন্তব্য আকারে। কেউ কেউ এদের জন্য লেখার চেষ্টা করেন বটে কিন্তু তখন অনেকেরই লেখার ফর্ম আর কনটেন্টে দরকারী ব্যাপারগুলো চোখ এড়িয়ে যায়। তাতে লেখা শিশুদের জন্য কঠিন আর কিশোরদের জন্য পানসে হয়ে যায়। কারো কারো লেখা কনসিকুয়েন্স চিন্তা না করে লেখা হয় বলে তা সববয়সের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। শিশু-কিশোরদের বইয়ের ব্যাপারে প্রকাশক এবং পাঠক-ক্রেতা দুই শ্রেণীরই ভিন্ন ভিন্ন ধারণা আছে। বেশির ভাগ প্রকাশক শিশু-কিশোরদের বই প্রকাশে অনাগ্রহী। অনেক বড় বড় প্রকাশক আছেন যারা সযতনে এই পথ এড়িয়ে যান ব্যবসা হারাবার ভয়ে। বইয়ের পাঠক-ক্রেতাদের বড় অংশের ধারণা শিশু-কিশোরদের বই পড়বে শিশু-কিশোররা। এতে যে সাহিত্যের একটা বড় ধারা থেকে নিজেকে বঞ্চিত রাখা হয়, অনেক দরকারী জিনিষ জানা হয় না, শিশু-কিশোরদের বাবা-মা হয়েও তাদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সম্পর্কে অন্ধকারে থাকা হয় এই বোধ তাদের হয় না। আর তথাকথিত বড় বড় লেখকদের অনেকেতো শিশু-কিশোরদের জন্য বই লেখাকে নিজের সম্মান নষ্ট করা মনে করেন। তাই ভাল, মজার, দরকারী শিশু-কিশোরদের বই এখনো বিরল।

উপরের মন্তব্যটি এই পোস্টের সাথে সরাসরি সম্পর্কিত নয়, প্রাসঙ্গিক বিবেচনায় করা। "ভিনদেশী ভূতের গল্প" নামের চমৎকার গল্প সংকলনটি পড়ে আমার নির্বোধ প্রতিক্রিয়া, অযাচিত উপদেশ আর নাছোড় অনুরোধ ফোনের মাধ্যমে আধ ঘন্টা ধরে লেখক আবু রেজার কানে ঢেলেছি। জলিল ভাইয়ের এই পোস্টে সেসবের উল্লেখ করা ধৃষ্টতা হয়ে যায়। তাই পুনরাবৃত্তি করলাম না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বইটা পড়ি নাই এখনো। ভূতের ব্যাপারে আমার আগ্রহ কম। তবু রেজা ভাইকে ধন্যবাদ... আসলেই কিশোরদের বইয়ের অভাব খুব দেশে...
কিশোরদের জন্য লেখা একটা দারুণ কাজ... অভিনন্দন অনুবাদককে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আবু রেজা এর ছবি

আলোচক, পাঠক, মন্তব্যকর্তা - সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
সকলের আলোচনা, সমালোচনা, মন্তব্য ও পরামর্শ সবসময়ই সাদরে গৃহীত হবে।
***********************************************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

শেখ জলিল এর ছবি

আমার পক্ষ থেকেও বইয়ের লেখক ও মন্তব্যকারীদের জন্য রইলো হাজার শুভেচ্ছা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নিলয় নন্দী এর ছবি

ছোটদের জন্য যা্রা লিখছেন তাদের ব্যাপারে আমি সব সময়ই আগ্রহী । বইটা পড়া হয়নি, পড়ে ফেলব। তবে আমি এব্যাপারেও হতাশ যে বাংলাদেশে ছোটদের জন্য মনোযোগী লেখকের অভাব রয়ে গেছে। আবু সাইদ জুবেরী, আবদুল হাই মিনার এরকম হাতে গোনা দু-একজন কে দেখছি সিরিয়াস ভাবে লিখতে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।