ফিরে আসে স্বপ্ন, ফেরে না সে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৬/০১/২০১১ - ১০:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আদিগন্ত বিস্তৃত স্বপ্নীল মাঠের ওপারে
স্বপ্নঘুড়ি গোত্তা খেয়ে আছে পড়ে
অসহায় বালক শুধু দাঁড়িয়ে থাকে এপারে
দৃপ্ত হাতে টানে তার ঘর্মাক্ত লাটাই
পড়ন্ত বিকেলে কোনো এক ভিন্ন পরিবেশে।

স্কুল শেষে আজও সে ফিরবে বাড়ি
দিনান্তের সমস্ত চাওয়া জ্বালাবে রাতের তারায়
মায়াবী চাঁদ উঠে ছড়াবে চোখে জোস্নার নীল
চন্দ্রতাড়িত হয়ে আবারও সে দুলবে অভিসারে
একা একা বলবে কথা বাতাসের কানে।

রাত্রির নীরবতা ভেঙে সড়ক চলে যায় দূরে
হৃদয়ের বাতায়নে হাঁটে এক ফেরারী পথিক
ভ্রান্ত আশারা খোঁজে রাতজাগা পাখির ডানা
আসে না ঘুম তবু দুই চোখে ঘুমের পাহাড়
ফিরে আসে এভাবেই নতুন সকাল, নতুন প্রত্যাশায়
স্বপ্নেরা ফেরে বাড়ি, শুধু সে ফেরে না আর!

২৫.০১.২০১১


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অনেক দিন পর একটা অসাধারণ কবিতা পড়লাম। ধন্যবাদ বস্‌।

ফিরে আসে এভাবেই নতুন সকাল, নতুন প্রত্যাশায়
কবিও ফেরে বাড়ি, ফিরে আসে ঝুড়িভরা কাব্যকথা নিয়ে!

অটঃ রোজ সকালে ধানমন্ডি লেকের পাশ দিয়ে যাবার সময় আমাদের চা-বিড়ি খাবার কথা মনে পড়ে। আপনি এখানে নেই তাই "লোক" ভাইও আর এই স্টেশনে থামেন না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

ভালো লেগেছে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

স্বপ্নেরা ফেরে বাড়ি, শুধু সে ফেরে না আর!

দুর্দান্ত চলুক চলুক চলুক

-অতীত

অছ্যুৎ বলাই এর ছবি

কবিতার প্রতিটা ছত্রে কষ্ট!

কেমন আছেন? অনেকদিন পরে অন্তত আপনি তো ফিরলেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনার্য সঙ্গীত এর ছবি

কিছু বলার নেই!

কেমন আছেন জলিল ভাই?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সচল জাহিদ এর ছবি

সকালে মনটা খারাপ করে দিলেন জলিল ভাই।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

পান্থ রহমান রেজা এর ছবি

অনেক অনেক ভালো লাগলো!

অতিথি লেখক এর ছবি

অসাধারণ। মনের কথা গুলো যেন বলে দিলেন।

অনন্ত

আশরাফ মাহমুদ এর ছবি

অনেকদিন পর! ভালো লাগলো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেকদিন পর আপনার কবিতা...
ভালো লাগলো

আপনার সঙ্গে দেখা হয় না অনেকদিন... এবার বইমেলায় আপনাকে খুব মিস করবো মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অনেক দিন পর একটা অসাধারণ কবিতা পড়লাম।অসাধারণ।
-------------------------------------------
[url=http://www.loverofsadness.net ]Lover of Sadness[/url]|[url=http://www.loverofsadness.net/show_song.php ] Sad Songs[/url]

শেখ জলিল এর ছবি

সবার অসাধারণ মন্তব্যগুলো দেখে খুব সাহস জাগে মনে...লিখে যাই প্রতিদিন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।