দিন শেষ মতি ভাই

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: বুধ, ০৮/০১/২০১৪ - ৮:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেইসব শুয়োরেরা মানবতা মানবতা চিল্লায়,
জন কেরি! না কী জানি শুনেছি যে নাভি নাকি পিল্লায়!
যেইসব পণ্ডিতে টকশোতে মারে নানা তন্ত্র,
নজরুলে কইছে কী? মতি ভাই কী দিয়াছে মন্ত্র!

ধরা খেয়ে কথা নাই তারা আজ চুপচাপ চোষে কী?
বহু পরিকল্পনা, ভেঙ্গে গেল, ঠিক সেই রোষে কি?
জামাতের টেকাটুকা খায় নাকি পাকি তেল মালিশে?
কথা শুধু বলে তারা বাংপাকি মিটমাটে শালিশে।

ভোট নিয়া মতি মিয়া দেখ দেখি করল কী কিচ্ছা!
ফটোশপ ছবি মেরে বুঝাইলো তাগোর কী ইচ্ছা,
রোজ রোজ কলামেতে জামাতের ফরে কেস ফান্দে,
তারপরে কাগজেতে ঢং করে, কুমিরের কান্দন কান্দে।

কাদেরার ফাঁসি হলে ফোন দাও, দাও নানা তত্ত্ব,
মানবতা কাঁদে বলে ভাসাও এ স্বর্গ ও মর্ত্য!
আজ কেন সব ফোন থেমে থাকে বল ওরে পিল্লাই?
সবটিরে গালি দেই, গালি দিয়ে জোড়ে জোড়ে চিল্লাই।

এইসব শুয়োরেরা সেজে ছিল জগতের নীতিবাজ!
দিন শেষ মতি ভাই! জনগণ চিনে গেছে এদের আজ।
শুনে রাখ, জন কেরি, পিল্লাই, আর সব বেশ্যার দালালে,
বাংগালি ভরে দেবে, বেঁচে যাবি লেজ তুলে পালালে।


মন্তব্য

আনু-আল হক এর ছবি

এইসব শুয়োরেরা সেজে ছিল জগতের নীতিবাজ!
দিন শেষ মতি ভাই! জনগণ চিনে গেছে এদের আজ।

মিজান, পিষে ফ্যালো

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ছি ছি, কি বলেন এই সব, ভেতরের পাতার চিপায় হলেও "প্রথম আলো" আজ নিজের নীতি ও আদর্শের বিরুদ্ধে গিয়ে "হিঁদু পুড়ানোর" বিপক্ষে গনতন্ত্রবিরোধী যেসব অল্পসংখ্যক ব্যাক্কল মানববন্ধন করেছেন তাদের ফটু ছাপিয়েছে... তবে তাতেও ফটুশপের কোমল ছোঁয়া আছে কিনা জানা যায় নাই ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

কত রঙ দেখতেছি প্রথমালোর সংবাদিকদের

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রোজ রোজ কলামেতে জামাতের ফরে কেস ফান্দে

- বাংলা, ইংরেজির মেশামেশিতে এই লাইনটা দুর্বল হয়ে গেছে।

বাংগালি ভরে দেবে, বেঁচে যাবি লেজ তুলে পালালে

- মাত্রা মেলানোর জন্য 'বাংগালি' বানানোটা ঠিক লাগলো না।
পিল্লাইকে এক দফা আনলেই ঠিক ছিল। দ্বিতীয় দফাতে বান কি মুন, সাঈদা ওয়ার্সী জাতীয় কাউকে আনতে পারলে ভালো লাগতো।
কবিতাটা শব্দ করে আবৃত্তি করার চেষ্টা করলাম। প্রথম স্তবক আর শেষ স্তবকে ঠেকে যাচ্ছি। এই দুই জায়গায় বোধকরি মাত্রা ঠিক করতে হবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

"ফরে" বদলে "তরে" করে দিলেও হয় থ্রিডি ভাই, তাল-অর্থ-ভাষা তিনটাই ঠিক থাকে দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ্যাঁ তরে দিতে চেয়েছিলাম, পরে কেন যেন ফরেকে বেশি যুতসই মনে হল। আড় পাণ্ডবদা যা বলেছেন, মাত্রার গোলমাল, ওটা হয়ত সময় পেলে কখনও হাত দেব আবার। আপনার লেখা পড়ছি সবই, মন্তব্য হয় না অনেক সময়েই আলসেমিতে। অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

মাথায় আসল হুট করে, নামিয়েও ফেললাম হুট করে। আপনার সমালোচনা সঠিক, মাত্রার গড়মিল আছে কিছু। সময় করে একসময় ঠিক করে নেব হয় পাণ্ডবদা। আপনার মন্তব্যে ঋদ্ধ হই সবসময়েই। ভাল থাকবেন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

ভোট নিয়া মতি মিয়া দেখ দেখি করল কী কিচ্ছা!
ফটোশপ ছবি মেরে বুঝাইলো তাগোর কী ইচ্ছা,

-এই মতি মিয়ারে নিয়া বাজারে অনেক গুজব। কেউ বলে কাদিয়ানীদের পয়সা খায়। কেউ বলে উলফা নেতা অনুপ চেটিয়ার পয়সায় আলুর জগৎ তৈরী। প্রমাণ হলো এনার পেয়ার পাকিস্তানের সাথে! এখন দেখছি জামাতীদেরও জাবড়াইয়া ধরছে এই হার্মাদ। মোদ্দাকথা, এই ব্যাটা আপাদমস্তক একটা খবিস।
-জটিল লেখা হয়েছে ত্রিমাত্রিক।

শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন কবি।
---------------------------
কামরুজ্জামান পলাশ

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ সবাই লাইনে আছে টেকাটুকার, আমরা খালি ভোদাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফিনাজ আরজু এর ছবি

এইসব শুয়োরেরা সেজে ছিল জগতের নীতিবাজ!
দিন শেষ মতি ভাই! জনগণ চিনে গেছে এদের আজ।

মিজান, পিষে ফ্যালো

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

এক লহমা এর ছবি

বক্তব্যে চলুক । ছন্দে, যেমন আপনি বলেছেন "মাত্রার গড়মিল আছে কিছু" চোখ টিপি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

উচিতকাব্য।

ইউক্লিড

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।