ব্যারন মুনশাউজেনের গল্প

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: সোম, ১৫/১১/২০১০ - ১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরোনো দিনের সিনেমা দেখবার ঝক্কি আছে। এটা একবিংশ শতাব্দীর যুগ। সময়টা গতির, যন্ত্রের আর ব্যস্ততার। সিনেমার প্রথম দৃশ্য থেকেই এখন টানটান উত্তেজনা, নায়ক-একবচন বা বহুবচনে- উদ্দাম দৌড়ঝাঁপ, মুহুর্তে মুহুর্তে কাহিনীর মোড় বদল, হাইটেক স্পেশাল ইফেক্ট। কাহিনীর বুনবার সূতোয় যতই ফাঁক থাক, রঙের জৌলুসে চোখ পর্দা থেকে সরে না। দুই ঘন্টায় চোখ-কান-মাথা সমানে খাটিয়ে দিন দুই পর ভেবে পাইনা মনে রাখার মত আসলে কী ছিলো সেই রঙিন পর্দায়। হতাশ হবার ঝুঁকি পুরোমাত্রায় আছে জেনেও, আমার ঝোঁকটা তাই পুরোনো দিনের সিনেমার দিকেই। কাহিনী শ্লথ আর দৈর্ঘ্যে দীর্ঘতর, এ দুই পিছুটানের বদলে থাকে কাহিনীর গভীরতা আর সংলাপের ইন্দ্রজাল দেখার সুযোগ। ওয়ান ফ্লিউ ওভার দা কাক্কুস নেস্ট, ক্র্যামার ভার্সেস ক্র্যামার কিংবা টুয়েলভ এংরি ম্যান- যেমন।

গুলগল্পের রাজা বলতে আমরা ভজহরি টেনিদা আর প্রেমেন মিত্তিরের নমস্য ঘনাদাকে সকলে একডাকে চিনি। মাথায় ছিটওলা সারভান্তেসের ডন কিহোতেও কম যাননি দুনিয়া কাঁপানো অভিযানে। এ লাইনে  আরো একজন আছেন, জানতাম। জেনেছি কখনো অন্য কোন গল্পের চরিত্রের মুখেই, কখনো জেনেছি পত্রিকা কি ম্যাগাজিনের মাঝেই ব্যবহৃত নাম হিসেবেই। ব্যারন মুনশাউজেন।

গুগলের শরণাপন্ন হলে জেনে যাই, কার্ল ফ্রেডেরিক ফন মুনশাউজেন নামে কেউ একজন সত্যি ছিলেন। অষ্টাদশ শতাব্দীর একজন জার্মান ব্যারন- যিনি যোগ দিয়েছিলেন রাশান সেনাবাহিনীতে। অটোমান তুর্কীদের সাথে যুদ্ধ শেষে দেশে ফিরে যিনি ফেঁদেছিলেন বিস্ময়কর সব গল্প। নেহাতই গুল গল্প, মুজতবা আলী হয়তো 'গুলমগীর' টাইটেলটি তার জন্যেই বরাদ্দ করতেন সুযোগ পেলে। সেইসব গল্প আজ প্রায় তিনশো বছর ধরে ঘুরছে ইউরোপের গ্রামে গ্রামে। রাশিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি। 'দ্যা এডভেঞ্চার অফ ব্যারন মুনশাউজেন' - সেই ব্যারনেরই সিনেমা।

রিভিউ লিখতে বসেছি যখন, তখন ভবিষ্যৎ দর্শকের জন্যে নষ্টকথা'র- স্পয়লার এলার্ট আর কি- আশঙ্কা থেকেই যায়। সেই ভাবনা মাথায় নিয়েই অল্প-স্বল্প কাহিনী বলে নেয়া দরকার।

অবরুদ্ধ এক ছোট্ট শহরের চারপাশ থেকে সমানে গোলাবর্ষণ করে চলেছে তুরষ্কের ক্রুদ্ধ সুলতানের সেনাবাহিনী। বিপর্যস্ত শহরের ভেতর শহরের নির্বাচিত জনপ্রতিনিধি হোরেশিও জ্যাকসন চেষ্টা চালাচ্ছেন সুলতানের সাথে সন্ধি করবার। জ্যাকসন ঘোর বাস্তববাদী মানুষ। শহরবাসীর মনোরঞ্জনের জন্যে ভাড়া করে আনা হয়েছে নাটকের দল। নাট্যদলের নাটকটি ব্যারন মুনশাউজেনকে নিয়ে। ব্যারন এবং তার ব্যারনের চার অনুগত শিষ্য - বার্থহোল্ড, এডলোফাস, গুস্তাভাস এবং আলব্রেখট; নাটকের কাহিনী এদের নিয়েই। চার শিষ্যের রয়েছে বিশেষ চারটি গুণ। বার্থহোল্ড হাওয়ার বেগে দৌড়াতে পারে। এডলোফাস তীক্ষ্মদৃষ্টির বন্দুকবাজ- অর্ধেক পৃথিবীর ওপার থেকেও লক্ষ্যভেদে পারঙ্গম। গুস্তাভাসের শ্রবণশক্তি অতিমানবিক। আর আলব্রেখট পৃথিবীর সেরা শক্তিশালী পুরুষ। নাটক চলবার সময়েই হঠাৎ আগমন ঘটে এক পাগলাটে বুড়োর। খাপখোলা তলোয়ার হাতে সে বুড়ো বাঁধিয়ে দেয় বিরাট হল্লা। নিজের পরিচয় দিতে গিয়ে বুড়ো বলে, সে আর কেউ নয়। স্বয়ং ব্যারন মুনশাউজেন। এরপরে ঘটতে থাকে নানা অদ্ভূত ঘটনা।

এই হলো সিনেমা। খাঁটি রুপকথা এবং কমেডি। মন্টি পাইথন এন্ড দা হলি গ্রেইলের মতো প্রথম শ্রেণীর কমেডি নির্মাতা টেরি গিলাম পরিচালনা করেছেন এই সিনেমা। মন্টি পাইথনের মতো কালজয়ী কমেডি হতে পারেনি সিনেমাটি, কাহিনী হয়তো গতি হারিয়েছে জায়গায় জায়গায়। তবুও এই সিনেমা এতোটা ভালো লাগার কারণটা খুঁজে পাইনা প্রথমে। এবং তারপর পাই।

সেটি হলো, ব্যারন মুনশাউজেনের বিলকুল আষাঢ়ে গল্পের রুপকে ঘোরতর বাস্তবের সাথে যুদ্ধঘোষণা।

শতাব্দীর পর শতাব্দী নেহাত গুলগল্প জেনেও মানুষ অজ্ঞাত কোন কারণে আশ্রয় নেয় ব্যারন মুনশাউজেনের কাছেই। কিছুই করতে পারবার ক্ষমতা নেই যে ব্যারনের , ঘুরেফিরে তাকেই পাশে পায় মানুষ। কল্পনা, শহরবাসীকে বাঁচিয়ে রাখে বাস্তবের কুচ্ছিত রুপটি থেকে। কল্পনারও হয়তো ক্লান্তি পায়। ব্যারনের নিজের ভাষায় বলতে গেলে- Because I'm tired of the world.... Because it's all logic and reason now.... Laws of this, that...and the other. No place for three-legged cyclops...in the South Seas. No place...for cucumber trees..and oceans of wine. No place for me.

কাজেই ব্যারনের নিয়তিই হয়তো থাকে শেষটায় বাস্তবের কাছে হেরে যাওয়ার। যুক্তির কাছে ঘাড় নত করার। যেমন সিনেমার শেষের দিকে ঘোর বাস্তববাদী জ্যাকসন বলেছিলেন। বলেছিলেন- There are certain rules to the proper conduct of living. We cannot fly to the moon. We cannot defy death. We must face the facts. Not the folly of fantasists like you who don't live in the real world...

 

খুব বেশি প্রত্যাশা নিয়ে সিনেমা দেখতে বসিনি। জ্বালাপোড়ার হরতালে ফাঁকতালে দেখে ফেলা সিনেমা। অভিনয় টানেনি খুব বেশি। শিশুতোষ রুপকথা দেখে ভালো লেগেছে, ভালো লেগেছে সংলাপ আর সংলাপের উইট। কিন্তু সময়টা খারাপ। সময়টা স্পাই কিডস, ডার্ক নাইট আর সিক্রেট এজেন্টদের। সময়টা কল্পনার টুঁটি চেপে ধরা যুক্তিনির্ভর ট্যাকটিশিয়ান হোসে মরিনহোদের জয়জয়কারের।

'সেরা' সিনেমা না হয়েও তাই 'ভালো লেগে যাওয়া' সিনেমা হয়ে যায় ব্যারন মুনশাউজেনের কাহিনী। ভালো লেগে যায়, ব্যারন মুনশাউজেনকে।


মন্তব্য

সংসপ্তক এর ছবি

ছোট বেলায় একটা সোভিয়েত ম্যাগাজিন রাখতাম, 'মিশা'। ঐখানে সিরিয়ালি ব্যারনের কমিক পাব্লিশড হত। বড় হয়ে আর পড়া হয় নাই মন খারাপ
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুহান রিজওয়ান এর ছবি

হ, এই কমিকসের দুয়েক্টা পর্ব মনে হয় আমিও পড়সিলাম।

_________________________________________

সেরিওজা

ওসিরিস এর ছবি

বেড়ে লিখেছিস। মন্টি পাইথন এন্ড দা হলি গ্রেইলের পরিচালকের ছবি এটা জানতাম না, দেখা লাগবো এই আষাঢ়ে সিনেমা। কিন্তু আগামী আষাঢ়ের আগে দেখা হইবো বলে তো মনে হয় না।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

সুহান রিজওয়ান এর ছবি

দেখে নিস। মন্টি পাইথনের মত না, তবে ভাল্লাগে।

_________________________________________

সেরিওজা

এনকিদু এর ছবি

তুর্কী সুলতানের হেরেমটা জঘন্য


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুহান রিজওয়ান এর ছবি

দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

মনমাঝি [অতিথি] এর ছবি

এই ছবির দুটি সংস্করন দেখেছি আমি। একটা বহু আগে ধানমন্ডির গ্যেটে ইন্সটিটিউটে দেখা জার্মান নির্মিত ও ইংরেজীতে ডাব করা সংস্করন আর অন্যটি বোধহয় হলিউডি। আমার কাছে কিন্তু জার্মান সংস্করনটা অনেক বেশি ভাল লেগেছিল। মূল ইংরেজীতে নির্মিত সংস্করনটা অত ভাল লাগেনি পরে।

জমজমাট রূপকথা বা আষাঢ়ে টাইপের এ্যাডভেঞ্চার গল্প যদি ভাল লাগে, তবে লুসিয়াস এ্যাপুলেইয়াসের "দ্য গোল্ডেন এ্যাস" পড়ে দেখতে পারেন। এই ধরনের মধ্যে এটাই আমার সবচেয়ে প্রিয়। একবার হাতে নিলে শেষ করার আগ পর্যন্ত নামাতে ইচ্ছা করবে না। তবে কোনভাবেই এর বাংলা অনুবাদটা পড়া উচিত হবে না।

সুহান রিজওয়ান এর ছবি

আপনার কথা শুনে তো মনে হচ্ছে জার্মান সংস্করণটায় হাতাতে হবে।...

"দ্য গোল্ডেন এ্যাস" কোথায় পাওয়া যাবে বলতে পারেন নাকি ??
_________________________________________

সেরিওজা

টিউলিপ এর ছবি

এখানে দেখুন।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সুহান রিজওয়ান এর ছবি

অনেক ধন্যবাদ টিউলিপ, নামিয়ে নিলাম।

_________________________________________

সেরিওজা

মনমাঝি [অতিথি] এর ছবি

আপনি যদি ঢাকায় থাকেন তাহলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিশ্চয়ই পাবেন। তাছাড়া বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরীতেও পেতে পারেন। আমি ওখান থেকেই বিনামূল্যে নিয়ে পড়েছিলাম। আমি অবশ্য এমনিতেও ই-বুক থেকে পেপারব্যাকেই স্বচ্ছন্দ বোধ করি। আরেকটা ব্যাপার পারলে রবার্ট গ্রেভসের অনুবাদটা পড়েন - ওটাই বোধহয় সেরা এবং একদম ঝরঝরে ও সরস (যদিও অভিযোগ আছে এমনকি গ্রেভসের অনুবাদটাও অনেক টোন্‌ড-ডাউন)। আর হ্যাঁ, পড়ে ভালো লাগলে একটা রিভিউ দিয়েন প্লিজ।

সুহান রিজওয়ান এর ছবি

টিউলিপের দেয়া লিঙ্ক থেকেই নামিয়ে নিয়েছি ভাইটি। তবুও আপনাকে ধন্যবাদ। প্রথম অধ্যায়ে চোখ বুলিয়ে যা দেখলাম- রিভিউ করবার জনয়ে খুব আশাপ্রদ মনে হলো না সেটা।

_________________________________________

সেরিওজা

টিউলিপ এর ছবি

সুহান, আমি কালকে এমনিই চোখে প্রথম যে লিংক চোখে পড়েছে, সেটা দিয়েছি, এখন পড়তে গিয়ে দেখি নিজেরি দাঁত ভাঙার দশা। পুরানো দিনের ইংরেজি। কিন্তু বিশ্বাস করেন, আসলে বইটা অনেক ভালো, আমি প্রথমে বাংলা অনুবাদ পড়েছিলাম, এইরকম ইংরেজির আক্ষরিক অনুবাদ হলেও টানা পড়তে বাধ্য হয়েছি। সুতরাং এটা ভালো না লাগলে বরং ভালো কোনো অনুবাদ খুঁজে দেখেন, আমি নিজেও খোঁজে থাকবো, যদিও সত্যি বলতে এইরকম ইংরেজিতে একটা বই পড়ার লোভও হচ্ছে।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতিথি লেখক এর ছবি

বেড়ে লিখেছিস হে। মুভিটা দেখার আগ্রহ জাগলো

---আশফাক আহমেদ

সুহান রিজওয়ান এর ছবি

হুম, দেখে নিস। খারাপ লাগার নয়।

_________________________________________

সেরিওজা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বছর বিশেক আগে এই মুভির কোন একটা ভার্সান দেখতে আমি আর ধর্ম্মপুত্র ব্রিটিশ কাউন্সিলে ঢুকেছিলাম। প্রথম মিনিট ত্রিশেক দেখার পরে দুজনেই হল থেকে বের হয়ে এসেছিলাম। তাই ঠিক ভরসা করতে পারছিনা আবার দেখার সাহস হবে কিনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুহান রিজওয়ান এর ছবি

পাণ্ডবেরা নিজেরা দেখছি ঘোর বাস্তববাদী সব...

_________________________________________

সেরিওজা

ওডিন এর ছবি

রিভিউ ভাল্লাগলো। দেখতে হবে তাহলে। ঈদের ডিউটি শেষ হবার পরে ঝাপায়া পড়ুম ঠিক করছি। হাসি

অটঃ আচ্ছা তুমি 'রাশমোর' দেখছো? গত পরশুদিন সিনেমা দেখার প্ল্যান ছিলো, কিন্তু নতুন কিছু দেখার বদলে ' দ্য দার্জিলিং লিমিটেড' আবার দেখলাম। আর দেখতে দেখতে ওয়েস এন্ডারসনের সবগুলা ছবি আবার দেখার মহাপরিকল্পনা হাতে নিলাম। হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুহান রিজওয়ান এর ছবি

ঈদের ডিউটির পরে গোল খাবার মহোৎসব আছে না একজায়গায় ?? দেঁতো হাসি

... আমি কেবল বিদেশি ছবি দেক্তেসি আজকাল। বেশ কিছু ভালো পাইসি। বিস্তারিত আলাপ পরে চালাবো খন।

_________________________________________

সেরিওজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।