স্বদেশের প্রচ্ছদ

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৬/০৩/২০১৫ - ১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক বছর আগের কথা,
প্রকৃতির পাঠশালার বিশ্ব পাঠাগারে যুক্ত হয়েছিল-
একটি আনকোরা নতুন প্রচ্ছদ।
তিরিশ লক্ষ প্রচ্ছদশিল্পীর,
সুদীর্ঘ নয় মাস পরিশ্রমের ফসল-
সে আমার স্বদেশের প্রচ্ছদ।

রক্তে ভেজা এ প্রচ্ছদের পটভূমিটা-
দিগন্তবিস্তৃত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মতই সবুজ।
যার প্রথম সংস্করণে ছিল-
একটুকরো সোনালী স্বদেশ;
অবশ্য, অচিরেই তা-
প্রচ্ছদশিল্পীদের হৃদয়ের রক্তে ঢেকে গেছে।
নতুবা, রক্তে ভেজা এ মাটির অপমান হত।

প্রকৃতির সবুজ ক্যানভাসে অসাবধানে ছড়িয়ে যাওয়া
বীভৎস কঙ্কালের মতন ছোপ ছোপ সাদা রঙ,
দক্ষ শিল্পীরা ঢেকে দিয়েছেন আপন রক্তের রঙে;
তাই, সবুজের বুকে এক টুকরো লাল-
এ আমার স্বদেশের প্রচ্ছদ।


মন্তব্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুবোধ অবোধ এর ছবি

প্রচ্ছদশিল্পীদের জন্য শ্রদ্ধা

অতিথি লেখক এর ছবি

চলুক

দেবদ্যুতি

সুলতানা সাদিয়া এর ছবি

প্রচ্ছদশিল্পীদের জন্য শ্রদ্ধা।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!

অতিথি লেখক এর ছবি

অম্লান স্মৃতির সুন্দর অঙ্কন।। কবিতায় চিত্রিত প্রিয় বাংলাদেশ।। কবিতায় ভাল লাগা।। কবিকে শুভকামনা।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।