বিবিসি'র শিউরে উঠা প্রতিবেদন !!

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ২৩/০৩/২০০৮ - ৪:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিবিসি প্রকাশিত ছবিসচলে আমার শেষ লেখায় খুব হতাশা নিয়ে লিখেছিলাম "আমার পৃথিবী ছোট হয়ে আসছে", মির্জা রনি লিখেছেন তিনি "হেরে যাচ্ছেন"। হয়তো অনেকের পৃথীবী ছোট হয়ে আসছে, কেউ কেউ হয়তো হারছেনও বটে। তবে কেউ প্রকাশ করেন, কেউ পারছেননা। বিবিসি এশিয়া'র Mark Dummett প্রদিবেদনটি পড়ে আমিতো রীতিমতো বাকরুদ্ধ !!
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সেক্টর কমান্ডারদের ডাকা জাতীয় কনভেশনের উপর ভিত্তি করে তার প্রতিবেদনটি রচিত। প্রতিবেদনটি পড়ে মনে হয়েছে মার্কের মগজ ভালোভবেই ধোলাই করা হয়েছে। তানা হলে মার্কের মতো একজন সাংবাদিকের কলম থেকে এমন তথ্য বের হবার কথা না !
মার্ক বলেছেন,"যুদ্ধাপরাধের দাবীতে যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে বিচারের দাবী উঠেছে তারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব"!

তবে রিপোর্টে জামায়াত ইসলামীকে বাংলাদেশকে বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসাবে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টতে মার্ক একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন,সেক্টরকমান্ডারদের এই দাবীর মূল কারন হিসাবে তিনি আসছে ডিসেম্বরের নির্বাচনকে অন্যতম কারন বলে চিহ্নত করেছেন!

তথ্য বিকৃতির নমুনাটি আরো পরিস্কার হবে প্রতিবেদনের ফটো ক্যপশন দেখলে ! ফটো ক্যপশনে লেখা হয়েছে, ১৯৭১ সনে বাংলাদেশীরা নাকি একে অপরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলো !

ধূসর গোধূলী আমাকে ঠিকই বলেছেন, গায়ে হলুদ রঙ মেখে লাইনে দ্বাড়াতে...

বিবিসি সাংবাদিক মার্কের মতো প্রতিবেদকের কলমে যদি এহেন রিপোট আসে তাহলে বুঝতেই হবে হলুদ রঙের ব্যবহার খুব জরুরী হয়ে পড়েছে....

তবে এই রিপোর্ট যে মিথ্যা ,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সেটির প্রতিবাদ উঠেছে বিভিন্ন মহল থেকে। আপনার প্রতিক্রিয়া জানাতে অংশ নিন।


মন্তব্য

দিগন্ত এর ছবি

"রিপোর্টে জামায়াত ইসলামীকে বাংলাদেশকে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে উল্লেখ করা হয়েছে।"
- বিবিসিটাও খোরাকে পরিণত হল, তাও স্বেচ্ছায়।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

থার্ড আই এর ছবি

একটা কারেকশন আছে, জামায়তে ইসলামীকে বাংলাদেশের ধর্মভিত্তিক বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বলা হয়েছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মির্জা এর ছবি

BBC'র এই লিঙ্ক-থেকে
(http://news.bbc.co.uk
/newswatch/ukfs/hi/newsid_3950000
/newsid_3955200/3955259.stm)
Mark Dummett এর প্রতিবেদনটির ব্যাপারে প্রতিবাদ জানালে কাজ হবে বলে আমার মনে হয়, প্লিজ সবাই করুন...।।ধন্যবাদ তানভির

থার্ড আই এর ছবি

আপনাকেও ধন্যবাদ লিংকের জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

থার্ড আই এর ছবি

জ্যামিতিক পশুরা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেই ভুত বিবিসির ঘাড়েও চেপেছে শেষ পর্যন্ত।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

বৃহত্তম রাজনৈতিক দল নয়, বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয়েছে।

তবে রিপোর্টের সুরে রাজাকারদের প্রতি তোষণের ছাপটুকু স্পষ্ট। মনে হচ্ছে আংরেজরা তাদের পুরনো বন্ধুদের ভুলে যায়নি।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আপনি ঠিক বলেছেন, বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয়েছে। ঠিক করে দিলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুজন চৌধুরী এর ছবি

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

জ্বিনের বাদশা এর ছবি

হুমমমম ..... ইসলামী ব্যাংকের আয়রোজগার যে অনেক বেড়েছে , তার ফলাফল আমরা পেতে শুরু করছি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

থার্ড আই এর ছবি

একটু ঝাইড়া কাশেন। ইসলামী ব্যংকের সাথে বিবিস'র রিপোর্ট কিংবা রিপোর্টারের কুনু রিলেশন....??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুহম্মদ জুবায়ের এর ছবি

অসহ্য। জামাতীদের হাত আরো কতোদূর যাবে?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মাহবুব লীলেন এর ছবি

ইউরোপ এবং আমেরিকা কিন্তু এখন জামাতকে নিজেদের লোক হিসেবে জানে এবং তাদের পিঠ হাতাচ্ছে
কিছুদিন আগে আমেরিকার কোনো এক মন্ত্রী বলেছিলেন জামাত একটি মডারেট দক্ষিণপন্থী দল

বাংলাদেশে ইউরোপ এবং আমেরিকান দূতাবাস সংশ্লিষ্ট সকল কার্যক্রমে জামাত অতি আদরেই স্বাগত হচ্ছে

বিষয়টা একেবারে নতুন না
মনে রাখতে হবে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা চায়নি ৭১ এ
আর বৃটিশরা তাদের আন্তর্জাতিক সবগুলো পলিসিই এখন আমেরিকানদের কাছ থেকে এপ্রুভাল নিয়ে তারপর বাজারে ছাড়ে

বিপ্লব রহমান এর ছবি

.

বিবিসির এই ন্যাক্যারজনক ভূমিকাকে তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছি। তবে এ বিষয়ে অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয়।

বিবিসি অনলাইনে বাংলা বিভাগের বানানভূল, বাক্যভূল, যান্ত্রিক অনুবাদসহ নানা বেহাল অবস্থা সম্পর্কে একাধিকবার লিখেও কোনো ফল হয়নি। তবে প্রতিবারই একটি স্বয়ংক্রিয় ইমেইল পেয়েছি। তার ভাষা অনেকটা এ রকম: প্রিয় বিপ্লব রহমান, তোমার মন্তব্য পেয়ে আমরা খুব খুশী। তুমি আমাদের অভিনন্দন গ্রহণ করো-- ইত্যাদি।

---

ভাবতেই অবাক লাগে, এই বিবিসি'রই চ্যানেল-ফোর বছর ছয়েক আগে প্রবাসে পলাতক ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের ওপর 'ওয়ার ক্রাইম ফাইলস' নামে একটি অসামান্য প্রামান্যচিত্র তৈরি করেছিলো! তাহলে এদেশের যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিবিসির এই দ্বৈত নীতি কেনো?


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

বিবিসি'র চেয়ে আমি বেশী দূষবো , প্রতিবেদক মার্ককে। সে জেনে শুনে খুব কৌশলে এই কাজটা করেছে বলে আমার মনে হয়ে। অনেক সময় কর্পোরেট অফিস থেকে সব বিষয় পরিস্কার করে বুঝা যায়না। তাই অতীত অভিজ্ঞতা সুখকর না হলেও প্রতিবাদ অব্যাহত রাখতে হবে , তাহলে ভবিষ্যতে যত্নবান হবে।

আর বিবিসি বাংলা বিভাগের কথা বলছেন ? বানান ভুলের ব্যখ্যাটা সহকর্মী বন্ধুদের কাছে এর আগে জানতে চেয়েছিলাম, দুঃখ করে বলেছিলো.. ভাইরে বিবিসির মতো অফিসে আমাদের প্রুফ রিডার ছাড়াই কাজ করতে হয়। এছাড়াও তাদের লোক বল কম বলেই জানি, বিশেষ করে বাংলা বিভাগের। বাকী খবর তারাই বলতে পারবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দুর্দান্ত এর ছবি

লিঙ্কের রিপোর্টটা পড়ে কিন্তু আমি পার্শিয়াল্টির কোন গন্ধ পেলাম না। মানলাম রিপোর্টার সরাসরি জামাতের বিপক্ষ নেয়নি।
==
আগেও বলেছি, ৭১ এর কুলাঙ্গারদেরল মুন্ডচ্ছেদের দায়িত্ব বিবিসি, সি এন এন এর না। যাদের বিশ্বাস করে ক্ষমতায় রেখেছি, তাঁরাই যখন এই দায়িত্ব থেকে চোখ উল্টায়, বাইরের লোকের আর কি মুরদ?

অয়ন এর ছবি

One of the reasons why the veterans have launched their campaign now is that elections are being organised for December.

They want Jamaat-e-Islami, which did well in the last elections, to be banned from taking part.


উপরের বক্তব্যটাকে কি আপনার ইমপার্শিয়াল বলে মনে হচ্ছে?

আর ৭১ এর কুলাঙ্গারদের মুন্ডচ্ছেদের দায়িত্ব বিবিসি সিএনএনের কখনোই না, কিন্তু বিবিসি সিএনএনের একটা রিপোর্ট পরবর্তী ৫০ বছর রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। শর্মিলা বোসের গবেষণালব্ধ(?) একটা হাস্যকর রিপোর্ট এখন জামাতী ব্লগাররা বিভিন্ন জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এই প্রতিবেদনটাও কিছুদিন পর একটা উন্নত রেফারেন্স হিসেবে ব্যবহার হবে না তা কে বলতে পারে? এ কারণেই এসব প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদটা জরুরী।

বিপ্লব রহমান এর ছবি

একমত @ অয়ন ।।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দুর্দান্ত এর ছবি

আমি আসলে কোন পার্শিয়াল্টি দেখছি না।

- সেক্টর কমান্ডারেরা আগামি নির্বাচন কে সামনে রেখেই তাদের কেম্পেইন পরিকল্পনা করছেন। দেশের মংগলের পথে বিচক্ষনতার পরিচয় দিয়ে তাঁরা ঠিক কাজটিই করছেন।
- গত কয়েক নির্বাচনে আগের ক্ষমতাশীল দলের লোকেদের মদদ নিয়ে হলেও, স্বাধীন বাংলাদেশের কিছু ভোটার জামাতীদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এই হিসাবে বাংলাদেশে জনপ্রীয় পার্টি হিসাবে তিন/চার নম্বর স্থানে জামাত গত কয়েক নির্বাচনে ছিল। এটা হওয়া উচিত হয়নি। আমার মুক্তইযোদ্ধা বাবার জন্য এটি অনেক বড় অপমানের। কিন্তু বেদনাদায়ক হলেও সত্যি হল - জামাত বাংলাদেশের কিছু মানুষের কাছে প্রিয়।
- সেক্টর কমান্ডারদের এই কেম্পেইনের উদ্দেশ্য জামাতেকে নির্বাচনে যেতে না দেয়া।

থার্ড আই এর ছবি

একটা বিষয় পরিস্কার হওয়া দরকার, আপনারা কেন জামাতের নির্বাচন করা না করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন?? জামাত নির্বাচন করুক নির্বাচন জিতুক সংসদ ভবন দখল করে ফেলুক , এই সব বিষয় নিয়ে আলোচনা না। আলোচনার বিষয় : যুদ্ধ অপরাধীদের বিচার। এতে যদি জামাতিরা অভিযুক্ত হয় তাহলে হবে । কান টানলে মাথা আসবেই, আগে মাথা ধরে টানেন কেন ?? অনেক জামাতের সমর্থক আছে তারা যুদ্ধাপরাধে অভিযুক্ত না। জামাতের ভেতরে যে সকল যুদ্ধাপরাধী আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন, সেই সব অপরাধী যদি আওয়ামীলীগ ,বিএনপিতে কিংবা অন্যকোন রাজনৈতিক দলে থেকে থাকে তাদের বিরুদ্ধে তথ্য প্রমান হাজির করুন। সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতিহারে স্পষ্ট করে যুদ্ধাপরাধে অভিযুক্তদের সমর্থন না দেবার বিষয়টি উল্লেখ করার দাবি সচল রাখুন।

আর মার্কের রিপোর্টতে এমন ভাব ফুটে উঠেছে যে , সেক্টর কমান্ডারদের আন্দোলনটি জামাতকে নির্বাচনে অংশ নিতে না দেয়ার আন্দোলন। কিন্তু আপনাকে এবং মার্ককে বুঝতে হবে, আন্দোলনটি প্রথমত যুদ্ধাপরাধীদের বিচার,
দ্বিতীয়ত যুদ্ধাপরাধীরা যাতে স্বাধীন দেশে নির্বাচন প্রকিয়ায় অংশ নিয়ে ক্ষমতায় এসে ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসার ফাঁদ পেতে বসতে না পারে সেটি প্রতিহত করার।

যা কিছু আগে সেটি আগে ভাবুন , যা কিছু পরে সেই সময়ের জন্য অপেক্ষা করুন।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দুর্দান্ত এর ছবি

ভাই রে, ভুল বুইঝেন না। আমি শুধু বলেছি বিবিসি খবরে আমি কোন পার্শিয়াল্টি দেখি না। যুদ্ধোপরাধিদের বিচার হতেই হবে।
তবে অনির্বাচিত সরকারে, বিশেষ করে যে সরকার ভাত খাওয়াতেই টালমাটাল, তার কাছে যুদ্ধপরাধের বিচার দাবী করে আদায় করে ফেলতে পাড়াটা বোধকরি উচ্চাশাই।

বিচারের জন্য ভাল সময় নির্বাচনের পর, নির্বাচিত সরকারের দ্বারা।

ভুলে যাবেন না, সেক্টর কমান্ডারেরাও জল্পাই। কাক যেমন কাকের মাংস খায় না, আর সব রসুনের কোয়ার পাছা যেমন একসাথেই থাকে, তেমনি ভাষন মিছিল শেষে কুর্মিটোলা ক্লাবএ মইন আর খন্দকার এক টেবিলে বসেই বিয়ার টানেন।

তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আর দেশের মানুষের দৈনিক নুন-ভাতে পেট চালানোর বন্দোবস্ত বাদ দিয়ে যুদ্ধোপরাধিদের বিচার নিয়ে এই মুহুর্তে মাতামাতি করাটা পাছা উদোম করে মাথা ঢাকার মত হবে।

দেশটা দিন দিন আকালের দিকে হেটে যাচ্ছে, আর আজকের সরকারের সাফাইয়ের ফর্দ যাচ্ছে লম্বা হয়ে। ভয়ে আছি, সেক্টর কমান্ডারেরা না আবার আগ বাড়িয়ে তাদেরকে আরেকটা বড় সাফাই যোগাড় করে দিচ্ছেন।

অপ বাক এর ছবি

গাছে না উঠেই এক কাঁদি ধাঁচের রিপোর্টে এর চেয়ে বেশী কিছু আশা করা উচিত না- আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি- কিংবা আমার অনুমাণ এসব উহ্য রেখে একটা স্মার্ট রিপোর্টে এসব বক্তব্যই উঠে আসবে- প্রতিবাদ করলে হয়তো এটা আমাদের প্রতিবেদকের দৃষ্টিভঙ্গি এবং তার বিশ্লেষণ- এটা আমাদের সংবাদ প্রকাশনা নীতির বহিপ্রকাশ নয় এই লেখাটাই শোভন ভাবে ফেরত পাবেন।

জামাত নির্বাচনে অংশ নিলে কিংবা নির্বাচিত হয়ে সংসদে আসলে সেটা বাধা দেওয়ার উপায় নেই কোনো। তবে নির্বাচন কমিশনের বিধি মেনে ধর্মনিরপেক্ষ একটা দল হয়ে এবং অবশ্যই যুদ্ধাপরাধী মুক্ত একটা রাজনৈতিক দল হয়ে নির্বাচন করতে হবে-

এবং আশা করছি গোপাল হালদার নামের কেউ অবশ্যই জামাতের রোকন পদে থাকবে- কারণ সকল ধর্মের মানুষের সদস্য ও নেতৃত্ব দেওয়ার মৃদু নির্দেশনা আছে নির্বাচন কমিশনের-
সেক্টর কমান্ডারদের সম্মেলনের বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধের বিচার এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশ গ্রহন না করতে দেওয়ার দাবি সম্বলিত-
যদি বিবিসি এ বক্তব্যই প্রকাশ করে তবে পক্ষান্তরে জামায়াত যে যুদ্ধাপরাধীর দল এটা ঘোষিত হয়েই গেলো-
শাপে বর বলা যায় এটাকেই।

থার্ড আই এর ছবি

আশা করছি গোপাল হালদার নামের কেউ অবশ্যই জামাতের রোকন পদে থাকবে- কারণ সকল ধর্মের মানুষের সদস্য ও নেতৃত্ব দেওয়ার মৃদু নির্দেশনা আছে নির্বাচন কমিশনের-

আপনার বক্তব্যের এই অংশটুকু আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মারহাবা !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।