লেটস ডু ইট

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ০৪/০১/২০০৯ - ১২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যুদ্ধাপরাধের বিচারের দাবীতে আমরা আমাদের ঘটি-বাটি যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছি। সেই ধারাবাহিকতাতেই এইবারের আয়োজন, ভিডিও আবেদন।

ঘটনার সূত্রপাত হিমু ভাইয়ের বিলবোর্ডে বিচারের দাবী সংক্রান্ত পোস্টে বদ্দা সুমন চৌধুরীর আইডিয়া থেকেই। চমৎকার এই আইডিয়াকে মনে হয় আমরা ভিডিওতে রূপ দিয়ে ছড়িয়ে দিতে পারি সহজেই।

স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, কতজন মানুষ এভাবে জানতে পারবে, কারণ দেশের কতজন আর ইউটিউব ব্যবহার করেন?

উত্তরেই শুরুতে বলতে হয়, যা হয় তাই বা কম কী ? আর ইউটিউব যে খুব দুষ্প্রাপ্য বস্তু নয়, তা খন্দকার দেলোয়ার হোসেনের সালোয়ার কেলেংকারি থেকেই প্রমাণিত। আর শুধু যে ইউটিউব থেকেই দেখতে হবে এমন নয়, আমরা যারা ছাত্র আছি, তারা হলের ল্যানে শেয়ার করতে পারি কিংবা বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি।

যাই হোক, আপাতত মিশন একটাই। যুদ্ধাপরাধের বিচারের দাবীতে ভিডিও আবেদন। সেই লক্ষ্যে বদ্দার কাহিনীর উপর ভিত্তি করে সংলাপের স্ক্রিপ্ট আহবান করা যাচ্ছে মন্তব্যের ঘরে।

আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। এ ব্যাপারে কেউ সাহায্য করতে চাইলে কিংবা কোন প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস কিংবা ব্যক্তিগত মেসেজে পাঠাতে পারেন।


মন্তব্য

এনকিদু এর ছবি


দারুন প্রস্তাব । এটা cd তে করেও ছড়িয়ে দেয়া যাবে । এক গাদা cd লাগবে না । পরিচিত মহলে সবাই তো কোন না কোন চক্রের সদস্য । কেউ লেখক চক্র, কেউ বিজ্ঞাপণী সংস্থা চক্র, কারো সাংবাদিক চক্র ইত্যাদি ইত্যাদি । চক্র প্রতি দুইটা করে cd ধরলেই মনে হয় যথেষ্ট ।


প্রযুক্তির ক্ষমতাকে কখনো খাটো করে দেখবেন না সবজান্তা । আমরা মাত্র ২৪ ঘন্টার মধ্যে ২০০০ স্টিকার ছাপিয়েছি সেদিন । রানা আপার সাথে আলাপ থেকে শুরু করে আড্ডায় সচলদের হাতে জিনিসগুলো পৌঁছে যেতে ২৪ ঘন্টা মাত্র লেগেছে ।

যোগাযোগ হয়েছে ইমেইলে । ডিজাইন হয়েছে সফটওয়্যারে । প্রিন্ট হয়েছে প্রেসে ।

দেশে কয়জন নেট ব্যবহার করে ? ১৫ কোটি লোকের তুলনায় অল্পই বলা যায় ।
কয়জন এক্সপার্ট লেভেলের সফটওয়্যার ব্যবহার করেন ? আরো অল্প ।
কয়জন cmyk প্রিন্টিং মেশিন চালাতে জানে ? অতি অতি অল্প ।

কিন্তু তাতে কি ? যার যেখানে থাকার কথা সে সেখানে থাকলেই কিন্তু যথেষ্ট ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

প্রযুক্তির ক্ষমতাকে কখনো খাটো করে দেখবেন না সবজান্তা ।

ব্যাটা আবেগের ঠেলায় তো আমারে আপনি কইরা ডাকা শুরু করলি দেঁতো হাসি

আরে ছোট কইরা দেখি নাই, তবে শুরুতেই মাথাতে যে প্রশ্নটা আসা স্বাভাবিক তা হল কয়জন ইউটিউব দেখে ? তাই FAQ স্টাইলে নিজেই প্রশ্ন কইরা উত্তর দিলাম।

তা কদু ভাই, এখন একটু সংলাপের স্ক্রিপ্ট লেখতে হেল্প করেন।


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

-

ব্যাটা আবেগের ঠেলায় তো আমারে আপনি কইরা ডাকা শুরু করলি
গড়াগড়ি দিয়া হাসি
যাই আমিও হিমুরে ইট্টু আপনি কইরা ডাইকা আসি। আবেগ উৎলাইয়া উঠছে কিনা! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

আরে শালা এইটা পোয়েটিক আপনি । আবেগ উৎলাইছে যখন বুঝতেই পারলি আবার জিগাস কেন ?

স্ক্রিপ্ট চিন্তা করতেছি, মাথায় আসলে আওয়াজ দিব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

সংলাপের/আলোচনার মধ্যে কবিত্ব কোথায় পেলেন কদু ভাই ?

-------------------------------------------

--------------------------------------------------------

মাহবুব লীলেন এর ছবি

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাধারণ মানুষের মধ্যে প্রচারণার পাশাপাশি সবচে জরুরি বিষয় হচ্ছে সংসদে প্রসঙ্গটা তোলা এবং সিদ্ধান্ত নেয়া
কারণ যেসব যুদ্ধাপরাধী আজকে খোলামেলা ঘুরে বেড়াচ্চে এবং নির্বাচন করছে
মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে

তারা এসব করছে কিছু আইনের ফাঁক গলে
একমাত্র সংসদই পারে সেই ফাঁকগুলোকে বন্ধ করে দিতে

০২

গণপ্রচারের পাশাপাশি এইসব সাংসদরেকেও এইসব বিষয়ে আগ্রহী করে তুলতে হবে

প্রতিটা অধিবেশনে যেন অন্তত একজন সাংসদ প্রস্তাব করেন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

সবজান্তা এর ছবি

কথাগুলা সবই সত্যি। তবু আমরা চাই, সারাক্ষণ মানুষরে মনে করায়া দিতে যে, আমরা বিচার পাই নাই, আমাদের ন্যায় বিচার দরকার।

এইবার ভাই, স্ক্রিপ্ট সাজেস্ট করেন।

আর ভালো কথা, এইটা কিন্তু সিরিজ করার ইচ্ছা আছে। কাজেই নতুন প্লটও লাগবে।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

সব ঠিকাছে
এলা ভিডিও এর লেইগা গল্প দেন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুমন চৌধুরী এর ছবি

এখন ঘটনা হৈল আমিতো ইসকিরিপ্ট লেহা পারিনা.....



অজ্ঞাতবাস

রানা মেহের এর ছবি

সবজান্তা
আপনার আইডিয়াটা বুঝতে পারিনি।
একটু পরিস্কার করবেন?
ঠিক কি ধরনের সংলাপ চাচ্ছেন আপনি?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সবজান্তা এর ছবি

রানা মেহের,

আপনি হয়তো খেয়াল করেছেন বিলবোর্ডের পোস্টে সুমন চৌধুরী একটা ভিডিওর আইডিয়া দিয়েছিলেন। আমরা ও'টাকে এবং আরো কিছু নতুন আইডিয়ার ভিডিও বের করে, যুদ্ধাপরাধের বিচারের দাবীতে সিরিজ ভিডিও বের করবো।

সেই জন্যই আমাদের অনেক স্ক্রিপ্ট দরকার।


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

ভিডিও ১: বেসিক

১৯৭১ এ মৃতদেহের ছবি, ক্লিপ। সংগ্রাম পত্রিকার কাটিং। গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা গঙের নাদুসনুদুস চেহারার ছবি। তারপরই প্রশ্ন, আমরা কি এই যুদ্ধাপরাধীদের বিনা বিচারে পার পেয়ে যেতে দেবো?

উত্তর, না।

এরপর মানুষের মুখে উচ্চারিত দাবিঃ "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চাই!" নারীর মুখে, শিশুর মুখে, বৃদ্ধের মুখে, যুবার মুখে।

সবশেষে আমাদের শ্লোগানঃ তোদের বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা!


হাঁটুপানির জলদস্যু

ভূঁতের বাচ্চা এর ছবি

এই ছবিচিত্রটা খুব ভাল লাগল।

------------------------------------

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

auto

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি

ভিডিও ২:
যুবতী বলছে যুবকের গলা জড়িয়ে ধরে, "আমি যা চাই, এনে দিতে পারবে?"

যুবক চোখ বন্ধ করে বলছে, "পারবো।"

যুবতী বলছে, "যদি অনেক কঠিন হয় এনে দেয়া, তবুও?"

যুবক চোখ খুলে তাকিয়ে থাকবে কিছুক্ষণ। তারপর বলবে, "হ্যাঁ, তবুও!"

যুবতী বলছে ফিসফিস করে, "যদি অনেক বাধা থাকে পথে, তবুও?"

যুবক চোয়াল শক্ত করে বলবে, "তবুও!"

যুবতী যুবকের কন্ঠ ছেড়ে দিয়ে বলবে, "দাও তাহলে।"

যুবক ঘাড় ফিরিয়ে বলবে, "কী চাও তুমি?"

যুবতী স্পষ্ট কণ্ঠে বলবে, "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চাই।"

এরপর অন্ধকার। পরবর্তী দৃশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য যুগল। বাতাসে ভাসছে বিউগলের সুর।


হাঁটুপানির জলদস্যু

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার মাথায় বুদ্ধি কম তাই এইটা বুঝিনাই তেমন !

-------------------------------------------

--------------------------------------------------------

হিমু এর ছবি

এই দুইটা মনোনীত যদি হয়, তাহলে বানানোর পর আরো দশটা লিখে দেবো। তারপর যদি লাগে, আরো একশোটা দেবো।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি

তবে ব্যক্তিগতভাবে আমি, বদ্দা যেই কাহিনীটা 'কৈছিলেন', সেইটা দিয়াই শুরু করতে চাই।

হিমু ভাইয়ের আইডিয়া দুইটা ভালো, তয় শেষেরটা করা সম্ভব কিনা ভাবতেছি, আর যাই হোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তো আমাগো আর দাঁড়াইতে দিবো না...


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- শেষের আইডিয়াটার সিম্বলিক শট করতে পারেন। একটা ক্লীপে "প্রধানমন্ত্রীর কার্যালয়" নিবেন ঠিক তার পরের শটেই দেখাবেন কোটি কোটি যুগল। দুইটা একফ্রেমে আনার দরকার কী?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুমন চৌধুরী এর ছবি
রায়হান আবীর এর ছবি

জান্তা ভাই, বানানোর সময় আমারে ডাইকেন। অথবা দুই নম্বরটার দায়িত্ব আমাকে ছেড়ে দিতে পারেন। দেঁতো হাসি

=============================

কীর্তিনাশা এর ছবি

চলুক

সাথে আছি।

আমার ফাঁকা মাথায় কোন আইডিয়া আসতাছে না। বাই এনি চান্স আইসা গেলে জানামুনে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৌরভ এর ছবি

গত পরশু সচলাড্ডা থাইকা ফিইরা আজিমপুরে রিকশা থাইকা যখন নামলাম, তখন রিকশাঅলা আমার হাতে যুদ্ধাপরাধীদের বিচার চাই স্টীকার দেইখা কয়, ভাইজান কয়টা স্টিকার আমারে দেন। সে আরো কয়, এই সরকারের কাছে আমগোর দাবি, জিনিষপত্রের দাম কমান আর এই রাজাকারদের বিচার করেন।

আমি আর কী কই?


আবার লিখবো হয়তো কোন দিন

বাবুবাংলা এর ছবি

এই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিবে তা খুবই আনন্দের কথা।
তবে আমি শুধু ভাবি, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মানুষ মারা এবং ট্রাক দিয়ে পিষে মানুষ মারা- দুটোই যদি মানবতার বিরুদ্ধে অপরাধ হয়ে থাকে, তবে ট্রাকে পিষে মানুষ-মারা ঘাতককে পাশে বসিয়ে বেয়োনেট খুচিয়ে মানুষ-মারা ঘাতকের বিচার আয়োজন করার নৈতিক সাহস সরকার আমদানী করবে কোত্থেকে? জাফর-জয়নাল-আইয়ূব-কাঞ্চন-দীপালী সাহার মুখ মলিন রেখে মুনির চৌধুরী-জিসি দেব-আনোয়ার পাশা-জ্যোতির্ময় গুহের মুখে হাসি ফোটানো এক দুঃসাধ্য কাজ।

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

লাল মিয়া এর ছবি

আইডিয়া ০০১

জীবনসঙ্গী বেছে নেবার আগে কেপিটেস্ট করে নিন !

এই থিম নিয়া দুই রকম সিকোয়েন্স হইতে পারে। একটা বিয়ার সম্বন্ধ নিয়া আরেকটা ক্যাম্পাসে পূর্বরাগ পর্ব নিয়া।



লাইন ছাড়া চলেনা রেলগাড়ি


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

সুস্মিতা রায় এর ছবি

এটা খুব মজার হয়েছে।

খেকশিয়াল এর ছবি

মধ্যবয়স্ক একজন গাড়ির সামনের সীটে বসে থাকবেন । ট্রাফিক সিগন্যালে আসলে তার চোখ পড়বে সামনের গাড়ির পিছনের 'যুদ্ধাপরাধীর বিচার চাই' স্টিকারের দিকে। তার চোখেমুখে আস্তে আস্তে চিন্তা দানা বাধতে থাকবে। বামে তাকাবেন। একটি মাইক্রো এসে থামবে সিগ্ন্যালের কারনেই, সেখানেও একই স্টিকার। তারপর শুধু দেখতেই থাকবেন, রিকশা, ভ্যান সবকিছুতেই। ভয়ে শিটিয়ে যাবেন তিনি। এরপর গাড়ি থামবে কোন গ্যাস স্টেশনে। যেদিকে তাকাবেন সেদিকেই স্টিকার, পোস্টার। কিছু ছেলে মেয়েকে দেখবেন মুক্তিযোদ্ধা যাদুঘরের সেই যুদ্ধাপরাধীর লিস্টের টি শার্ট পড়ে যেতে। ড্রাইভার গ্যাস নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলবে, 'দেখছেন নি সাব কারবারটা, সবাই কেম্নে উইঠা পইড়া লাগসে, এইবার আর রাজাকারগো রেহাই নাই!' খেকিয়ে উঠবেন তিনি, 'থামো! তাড়াতাড়ি স্টার্ট নাও, বাসায় যাবো!' নিজের এলাকাতেও দেখবেন সবখানে স্টিকার, পোস্টার। এলাকার কিছু কিছু লোক তার দিকে শীতল দৃষ্টিতে তাকাবে। প্যারানয়েড হয়ে নিজের বাড়িতে ঢুকে ঘর আটকে বসে পড়বেন তিনি। উপর থেকে ক্যামেরা শট ব্লার হয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কথা আসবে (আরো ভাল কথা আসতে পারে, আমি একটা ডেমো দিচ্ছি মাত্র), 'সময় হয়েছে এইসব রাজাকারদের চিহ্নিত করার, সময় হয়েছে এদের অপরাধের বিচারের, জাগো বাংলাদেশ!'

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি

শুরু করা যাক এভাবে ...

তাগড়া জোয়ান রাজাকার এইমাত্র বেয়োনেট দিয়ে খুঁচিয়ে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করল অথবা ঘরের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে বেরিয়ে এসে এলোমেলো চুল হাত দিয়ে ঠিকঠাক করে মাথায় একটা টুপি পড়ল । হত্যা বা ধর্ষন দৃশ্য দেখানর দরকার নেই । তারপর ক্যামেরা ক্লোজ আপ এ যাবে তার চেহারার উপর । ডিজিটাল কারসাজি করে পরের মূহুর্তে দেখা যাবে সেই চেহেরায় হঠাৎ করে বয়সের ছাপ পড়েছে, চুল পেকেছে, দাড়ি পেকেছে ইত্যাদি । এখন সে বসে আছে গাড়ির ভেতর । তারপর ক্যামেরা আবার ক্লোজ আপ থেকে সরে যাবে, দেখা যাবে চারপাশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে প্রচারণা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এইটা অসাধারণ হয়েছে, পন্ডিতজী।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

শুরু করে দেন ভাই। ভাবেসাবে মনে হচ্ছে অন্যকিছুর আকাল দেখা দিলেও দিতে পারে কিন্তু আইডিয়ার আকাল, কাভি নেহি!
(মহসীন রেজা)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুমম... আইচ্ছা... আগে বিলবোর্ড পোস্ট পইড়া আসি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

করা হোক।
লীলেন ভাইয়ের সাথেও সহমত।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নিরিবিলি এর ছবি

সব গুলো আইডিয়া অনেক ভাল।

লেটস ডু ইট হাসি

রানা মেহের এর ছবি

আমি এতো গরু কেন?
কোন আইডিয়াই আসেনা মন খারাপ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।