একজন মুক্তিযোদ্ধার জন্য আমাদের লড়াই: জাতীয় জাদুঘরে সঙ্গীত সন্ধ্যা [আপডেট - ০২]

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ২০/০৬/২০০৯ - ২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


০১

মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদ- এর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ প্রচেষ্টার অংশ হিসেবে এবার আমরা জুলাইয়ের বারো তারিখ ( ১২-০৭-২০০৯) একটি চ্যারিটি সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ অনুষ্ঠানের সম্ভাব্য শিল্পী তালিকায় আছেন সাদি মোহাম্মদ, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী, লিলি ইসলাম সহ আরো অনেকে ( শিল্পীর তালিকা অবশ্যই আরো বড় হবে, এখনো কথা বার্তা চলছে)। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনকে।

এ অনুষ্ঠানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বের অনুষ্ঠানের একটি মৌলিক পার্থক্য রয়েছে। সেই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিলো মানুষকে জানানো, আর এই অনুষ্ঠানে আমরা শুধু জানাতেই চাইছি না, একই সাথে চাইছি কিছুটা অর্থও সংগ্রহ করতে। নানারকম সীমাবদ্ধতার কারণে এ ধরনের অনুষ্ঠান ঘন ঘন আয়োজন করা সম্ভব নয়, ফলশ্রুতিতে সর্বোচ্চ সংখ্যক দর্শক নিশ্চিত করাই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

জাদুঘর সূত্রানুযায়ী, শহীদ জিয়া মিলনায়তনে সিট আছে ৭০০ টি। কাজেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগেই এই সব ক'টি টিকেট বিক্রি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জাদুঘর মিলনায়তনের কোন অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি নিষিদ্ধ, এর ফলে আমরা এই অনুষ্ঠানের জন্য আসলে কোন টিকিট বিক্রি করছি না। তার বদলে আমরা মানুষজনকে একটি আমন্ত্রন পত্র দিচ্ছি, কিছু ডোনেশনের বিনিময়ে। প্রতিটি আমন্ত্রন পত্রের জন্য নূন্যতম ডোনেশন ধার্য করা হয়েছে পাঁচশ টাকা। তবে অবশ্যই যে কেউ চাইলে এর চেয়ে বেশি ডোনেশন দিয়েও টিকিট সংগ্রহ করতে পারেন।

এটা খুব সহজেই অনুমেয় যে প্রকাশ্যে প্রচারবিহীন এমন একটি অনুষ্ঠানের জন্য সাতশ টিকিট বিক্রি নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তবে অসম্ভব অবশ্যই নয়। এর জন্যই আমাদের দরকার আপনাদের সহৃদয় সাহায্য।

এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রন পত্র ছাপানো হয়ে যাবে পঁচিশে জুনের আগেই। আমন্ত্রন পত্র ছাপা হয়ে যাওয়া মাত্র এই পোস্টে সেই আপডেট জানিয়ে দেওয়া হবে। আমন্ত্রন পত্র সংগ্রহের স্থান সংক্রান্ত আপডেটও এই পোস্টেই জানানো হবে।

০২


এই পোস্টের পাঠক, আপনি পূর্ণ সচল কিংবা অতিথি সচল কিংবা শুধুই পাঠক যেই হোন না কেন, আপনি যদি নিজের জন্য কিছু টিকেট কিনেন এবং সেই সাথে আপনার আশে পাশের মানুষদেরও টিকেট কিনতে উদ্বুদ্ধ করেন, তবে এই টিকেট বিক্রি খুব দুরূহ কোন কাজ বলে আমরা কেউই মনে করি না। এ ক্ষেত্রে প্রবাসী সচলদেরও বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমরা মনে করি, কারণ আপনি সহজেই দেশে আপনার পরিবার-বন্ধু সবাইকে দিয়ে টিকেট কেনাতে পারেন। এছাড়া অনেকেরই হয়তো আত্মীয় কিংবা পরিচিতের মধ্যে অনেক বিত্তশালী এবং বিশাল নেটওয়ার্কসম্পন্ন মানুষ আছেন, আপনারা তাঁদের কাছেই প্রচুর টিকেট বিক্রি করতে পারবেন চেষ্টা করলে।
এরই মধ্যে অবশ্য চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, সচল আনিস মাহমুদ, তিনি পঞ্চাশটি টিকেট নিজে বিক্রির দায়িত্ব নিয়েছেন। এরকমভাবেই সবাই এগিয়ে আসলে, আশা রাখি সাতশ টিকেট বিক্রি হওয়া শুধু মাত্র সময়ের ব্যাপার।

০৩


দৈনন্দিন জীবনে আমাদের সবারই ব্যস্ততা অপরিসীম। হয়তো এই টিকেট বিক্রির জন্য যোগাযোগের সময়টুকু বের করাও হয়তো আমাদের অনেকের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও আশা করি, আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুই ব্যবহার করবো। আমরা শুধু এটুকুই মাথায় রাখতে চাই, ক্যান্সার থেমে নেই - সে তার আপন গতিতে ধ্বংস চালিয়ে যাচ্ছে, তাই আমাদের সবই করতে হবে খুব দ্রুত।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এ অবস্থায়, এই অনুষ্ঠানকে সার্থক করা ছাড়া আর কোন পথ খোলা নেই - আর এই অনুষ্ঠানের সার্থকতা নির্ভর করছে আপনারই উপর, তাই আবেদন রইলো সবার প্রতি , সঙ্গে থাকুন।

আপডেট ০১:

এখন পর্যন্ত টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছেন যারা যারা...

আনিস মাহমুদ - ৫০ টি
মাহবুব লীলেন - ২০ টি
মামুন হক - ১০ টি (কমপক্ষে, প্রথম সারির)
আহমেদুর রশীদ-১০টি
পান্থ রহমান রেজা- ৫টি
সাইফুল আকবার খান - ১০টি

অতএব, এখন পর্যন্ত মোট টিকিট বরাদ্দ হয়েছে ১০৫ টি।

এছাড়া থার্ড আই উদাহরণ প্রসঙ্গে ১০টি টিকিটের কথা বলেছেন, নিশ্চিত না হওয়ার কারণে সেইটাকে লিস্টে ধরলাম না।

মোট টিকিটের সংখ্যা আরো অনেক বেশি, কাজেই সবার সহৃদয় এবং সর্বোচ্চ অংশগ্রহণ আশা করছি।

নিয়মিত এই লিস্ট আপডেট করা হবে।

আপডেট ০২:

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই, রবিবার, জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে যে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য আমন্ত্রন পত্র এবং ডোনেশন সংগ্রহের মানি রিসিপ্ট ছাপানোর কাজ শেষ হয়েছে।

সবাইকে সাধ্যমতো টিকিট বিক্রিতে সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই টিকিট পাওয়া যাবে,

শুদ্ধস্বর
৯১, আজিজ সুপার মার্কেট
শাহবাগ, ঢাকাতে।

এছাড়াও অঞ্চল ভিত্তিক কয়েকজনের কাছে টিকিট পৌছে দেওয়া হবে, সেইসব অঞ্চলের কেউ চাইলে তাদের থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। এই সংক্রান্ত তথ্য পরবর্তীতে পোস্টে আপডেট করা হবে।

টিকিট এবং অনুষ্ঠান সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন নিম্নোক্ত ব্যক্তিদের সাথে:

তারেক - ০১৭১৫৬৩৮৯৬২

আহমেদুর রশীদ - ০১৭১৬৫২৫৯৩৯

জ্যোতির্ময় - ০১৬৭৮১২৮৩৮৪

নজরুল - ০১৭১৩০৪১৭৬৭


মন্তব্য

অনিকেত এর ছবি

সঙ্গে আছি---

রানা মেহের এর ছবি

সফল হোক।
হতেই হবে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঝুম মজুমদার এর ছবি

আমন্ত্রন পত্রের স্ক্যান ভার্সন টা কি প্লিজ একটু আপলোড করা যাবে এখানে ? তাহলে অনেক কেই ব্যাক্তিগত ভাবে মেইল করা যেত এবং বুঝাতে সুবিধা হতো ।

মাহবুব লীলেন এর ছবি

প্রস্তাবটা খুবই ভালো। ডিজাইন হয়ে গেলে এর একটা পিডিএফ ভার্সন আপলোড করা দরকার
দেশের বাইরে যারা আছেন তারাও তাহলে ইমেইলে বিক্রি করতে পারবেন

তবে একটা বিষয় মনে রাখা দরকার
যাদুঘরের নিয়মের কারণে আমন্ত্রণপত্রে টাকার বিষয় উল্লেখ করা যাবে না
এক্ষেত্রে আমন্ত্রণপত্রটা হবে নিছক আমন্ত্রণপত্র। তার সাথে একটা আলাদা মানি রিসিট যাবে টাকার জন্য

দেশের বাইরে যারা আছেন তারা কারো কাছে বিক্রি করলে ওই ব্যক্তির নামটা জানিয়ে দিলে হবে

এরকম ক্রেতাদের নামের একটা তালিকা (রেফারেন্সসহ) রাখা হবে আলাদাভাবে
তারা অনুষ্ঠানে এসে নিজেদের নাম বললেই প্রবেশের কার্ড পেয়ে যাবেন

তবে এক্ষেত্রে তিনি কাউন্টারে কোনো টাকা দিতে পারবেন না (সম্ভবত)
যিনি বিক্রি করবেন তিনি আগেই টাকার বিষয়টা নিশ্চিত করে ক্রেতার নামটা পাঠাবেন

তানবীরা এর ছবি

সাথে আছি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

থার্ড আই এর ছবি

ভালো উদ্যোগ, সাথে আছি। টিকেট বিক্রীর একটা সহজ বুদ্ধি মাথায় এসেছে। একটু শেয়ার করি।

টিকেট সংখ্যা ৭০০।
এই টিকেটের সিরিয়াল নম্বর দেয়া হোক।
ধরুন আমি ১০ টা টিকেট কিনতে চাই। আমাকে সেই ১০ টা টিকেটের ক্রমিক নম্বর দেয়া হবে আসন বিন্যাস অনুযায়ী। আমার মনোনীত ব্যক্তির নাম গুলো আমি ইমেইলে অথবা টেলিফোনে দায়িত্বশীল কাউকে জানিয়ে দিবো। যাদুঘরে শহীদ জিয়া মিলনায়তনে অনুষ্ঠানের দিন সেই দর্শকরা তাদের নাম/ ক্রমিক নম্বর দেখে হলে প্রবেশ করবেন, অথবা ক্রমিক নম্বর এবং নাম বলে অনুষ্ঠানের দিন অভ্যর্থনা কেন্দ্র হতে টিকেট সংগ্রহ করে মিলনায়তনে প্রবেশ করবেন।

এই বুদ্ধিতে কি লাভ হবে ?

প্রবাসীরা অনেকেই টিকেট কিনে তার প্রিয় জনকে উপহার দিতে পারবেন।

পোস্টের সর্বশেষ সংবাদ অনুযায়ী টিকেটের পরিমান ৭০০ টি
সচল আনিস মাহমুদ টিকেট বিক্রীর দায়িত্ব নিয়েছেন ৫০ টি
উদাহরণ দিতে গিয়ে আমি টিকেট কিনলাম ১০ টি
টিকেট রইলো বাকী ৬৪০ টি

এখন প্রয়োজন ৬৪ জন দায়িত্বশীল ব্যক্তি যারা ১০ টি করে টিকেট বিক্রীর দায়িত্ব নেবেন। সেই ৬৪ জন প্রবাসী সচলে আছেন বলেই আমার বিশ্বাস।

পোস্টে টিকেট সংগ্রহের বিস্তারিত তথ্য (টেলিফোন নং, ইমেইল) সংযুক্ত করার অনুরোধ থাকলো।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

আপনার প্রস্তাবটা না দেখেই আগের কমেন্টে আমি মন্তব্য করে ফেলেছি
মানে আপনারটারই নকল

তবে স্যার টেকনিক্যাল কারণে যেহেতু আমন্ত্রণপত্রটাকে টিকিট বানানো যাচ্ছে না (মানে টাকার সংখ্যা বসানো যাচ্ছে না) সেহেতু সিরিয়াল নম্বর বসানো বোধহয় একটু ঝামেলা হবে (অবশ্য উল্টোপিঠে বসানো যেতে পারে)

০২

এক্ষেত্রে আমার মনে হয় সিরিয়াল নম্বর না থাকলেও বিষয়টা কঠিন হবে না

ধরেন আপনি যদি বলেন যে আমি ৫০০ টাকার ৫ টা টিকিট বিক্রি করেছি অমুক অমুকের কাছে
আপনি নামগুলো ইমেইল করে দিলেই হয়ে যাবে
তারা এসে তাদের নাম বললেই আমন্ত্রণপত্র পেয়ে যাবেন

তবে এক্ষেত্রে তাদের টিকিটের টাকার দায়িত্বটা আপনার
(সেই টাকা তারা অনুষ্ঠানের দিনও পে করতে পারেন। কিন্তু যাদুঘরে টাকা লেনদেন করায় কিছু সমস্যা আছে। এরকম পরিস্থিতিতে তারা অন্য জায়গা থেকে টিকিটের হার্ড কপি সংগ্রহ করে মানি রিসিট নিয়ে যেতে পারেন)

০৩

আপনার প্রস্তাবটা খুবই কাজের

মাহবুব লীলেন এর ছবি

আসেন আমরা টিকিট ভাগাভাগি করে নেই
দেশের বাইরে যারার আছেন তারাও টিকিট বিক্রি করতে পারেন থার্ড আইয়ের কমেন্ট ফলো করে

যাদের সুযোগ আছে তারা শুধু ৫০০ কিংবা ১০০০ এর আবদ্ধ না থেকে একটা টিকিট তার বেশিও বিক্রি করতে পারেন (আমার মতে) কারণ আমন্ত্রণপত্রে কোনো টাকার কথা উল্লেখ থাকবে না। এক্টা মানি রিসিট যাবে সাথে। আর এই টাকাটা মূলত টিকিটের টাকা না। এটা অনুদান

০২

৫০০ টাকার ৫০০ টিকিট= ২,৫০,০০০ টাকা
১০০০ টাকার ২০০ টিকিট= ২,০০,০০০ টাকা

মোটা সাড়ে চার লাখ টাকার টিকিট

১. আনিস মাহমুদ ৫০ টার দায়িত্ব নিয়েছেন= ২৫০০০ টাকা
২. লীলেন ২০টা= ১০, ০০০ টাকা

বাকি যারা আছেন তারা যদি টিকিট আর টাকার সংখ্যা উল্লেখ করেন তাহলে এখানেই কাজগুলো ভাগ হয়ে যেতে পারে

মামুন হক এর ছবি

খুবই চমৎকার আইডিয়া। আমি দেশে লোকজনের সাথে কথা বলে দেখি, আর কাউকে পাই বা না পাই, আমার বাবা-মা অবশ্যই যাবেন, তাদের সাথে কথা বলেছি। বাকী ভাই বোনদের সাথেও কথা বলে দেখি। প্রথম সারির অন্তত দশটা টিকিটের দায়িত্ব আমার থাকল। চেষ্টা করব আরো বেশী ম্যানেজ করতে। ভরসা রাখেন, চেষ্টার কমতি থাকবেনা।

আহমেদুর রশীদ এর ছবি

আমিও চেষ্টা করবো ১০টা বিক্রি করতে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পান্থ রহমান রেজা এর ছবি

আমি ৫টা নিলাম।

সাইফুল আকবর খান এর ছবি

আমিও দশটা-
করবো চেষ্টা!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আনিস মাহমুদ এর ছবি

সবজান্তা, আপনি পোস্টের শেষে একটা আপডেট যুক্ত করলে একবারে হিসাবটা পাওয়া যায়। দেখবেন নাকি বিষয়টা?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

আসমানী-মডু এর ছবি

এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আমরা। তথাপি প্রথম পেইজের বৈচিত্র্য রক্ষায় এটাকে বাম প্যানেলে রেখে স্টিকি ছুটানো হল। যদি যথেষ্ট পরিমান দৃষ্টি আকর্ষিত না হয় তাহলে আমাদের যোগাযোগ (contact অ্যাট সচল) করলে আমরা পুনঃরায় স্টিকি করে দিবো।

মুস্তাফিজ এর ছবি

invitation

...........................
Every Picture Tells a Story

থার্ড আই এর ছবি

উদাহরণটি আমি নিশ্চিত হয়েই দিয়েছি।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সাইফুল আকবর খান এর ছবি

ভাই সবজান্তা, 'আকবার' না কিন্তু, 'আকবর'। হাসি
আর, আপনি নিশ্চয়ই এরই মধ্যে থার্ড আইয়ের কনফার্মেশন-টা দেখেছেন, সো ওটা তো আপনি আপডেট ক'রে দেবেনই জানি। থ্যাংকস। হাসি

গ্রেট গোয়িং সো ফার! তবে, বহু বাকি!

আমার মনে হয় আসমানী-মডু'র খোলা-রাখা ব্যাপারটা আমাদের অ্যাভেইল করাই উচিত। তাই না?
প্রথম পৃষ্ঠার বৈচিত্র্যের চেয়ে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ (উইথ ডিউ রেসপেক্ট টু মডু-রেইনবো। হাসি নো অফেন্স প্লিজ! হ্যাঁ আমি জানি এবং মানি যে আপনারাও জানেন এবং মানেন এটা গুরুত্বপূর্ণ), তাই, যথার্থ স্টিকি-ই রাখা হোক এটাকে আরো কিছুদিন। আমার দেখামতে বাম প্যানেলে স্টিকি-সেটের আপডেটিংয়ের গতি কম ব'লে ওইদিকে আমাদের দৃষ্টি অনেক কম আকৃষ্ট হয় বলেই দেখেছি। থাকুক না বৈচিত্র্যহীন কিন্তু কাজের একটা ফার্স্ট স্টিকি আইটেম, অনুষ্ঠানটার জন্য সবার সাড়া আরো পাওয়া যাবে আশা করছি যেহেতু, এটাতে আপডেটিংও তো চলতেই থাকবে।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সবজান্তা এর ছবি

একটা আপডেট আছে।

টিকিটে কোন ভেদাভেদ রাখা হচ্ছে না, অর্থাৎ ১০০০ টাকা দিলেই যে সামনের সীটে তেমন না ব্যাপারটা। ৫০০ টাকা সর্বনিম্ন ডোনেশন ধরা হয়েছে, কিন্তু এর বেশি যে কেউ যতো ইচ্ছা দিতে পারেন।

তবে অবশ্যই, সবাইকে বেশি মূল্যের জন্য যতো বেশি উৎসাহিত করা যায়, ততোই ভালো।


অলমিতি বিস্তারেণ

অমিত আহমেদ এর ছবি

জুলাই এর প্রথম সপ্তাহে দেশে যাবার চেষ্টা করছি। যদি ব্যাটে-বলে হয় তবে ব্যক্তিগত ভাবেই উপস্থিত থাকবো এবং নিদেনপক্ষে পাঁচটা টিকেটের দায়িত্ব নেবো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

বিপ্লব রহমান এর ছবি

সঙ্গে আছি।

সেদিন এসএম খালেদকে নিয়ে নিউ এজ-এ একটি লেখা এসেছে।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

বন্ধু,

অবশ্যই থাকব, সঙ্গে আছ।

হিমু এর ছবি

আচ্ছা, আমাদের অনেকেই তো তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ কিংবা প্রিয় ছাত্রছাত্রী। আমরা কি স্কুল বা কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে একটা ছোট্ট পাঁচ মিনিটের উপস্থাপনা দিয়ে তাদের এগিয়ে আসতে অনুরোধ করতে পারি না? নটরডেম কলেজ বা ভিকারুন্নেসা নুন বা হলিক্রসে লেখাপড়া করেন এমন বিত্তবান পরিবারের ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামে অংশ নেয়ার জন্যে বলে দেখা যেতে পারে কি?

শপথব্যবসা নিয়ে যত হুল্লোড় করেছে কিছু লোক, তার কণামাত্র প্রচার যদি পেতেন খালেদ সাহেব, কোন ভাবনা থাকতো না। শপথ নিতে ইচ্ছা করে, চোর হবো, ডাকাত হবো, পলিটিশিয়ান হবো, মুক্তিযোদ্ধা হবো না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মাহবুব লীলেন এর ছবি

আকতার আহমেদ ১০
অভি ৫ টা টিকিট। আরো নিতে পারেন

আহমেদুর রশীদ এর ছবি

সময় খুব বেশী হাতে নেই।
সচলেরা সবাই যদি ৫টা করেও টিকেটের গতি করেন, প্রোগ্রামটা সফল হবেই।

এর আগে যারা নজরুল-মৃদুল-দৃশার ডাকে সাড়া দিয়েছিলেন,এবারো তাদেরকেই এগিয়ে আসতে হবে। কারণ খালেদ আংকেলের চিকিৎসা এখনো শুরু করা যায় নাই। আর আমরা সবাই স্বপ্ন দেখি, একজন সুস্থ খালেদ আংকেল।
যতদিন না চিকিৎসা শুরু করা গেছে- ততদিন আমাদেরকে বারবার যাবতীয় হতাশা-অসহযোগিতার ভেতরেও জেগে থাকতে হবে,কোনো না কোনো প্রোগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কেননা আমাদের হাতে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই।
আমাদের ইচ্ছের শক্তি জ্বালিয়ে রাখা এবং আমাদের অপরিসীম ব্যস্ততার মধ্যেও একজন মুক্তিযোদ্ধাকে সুস্থ করে তোলার ব্যাপারে কিছুটা সময় ব্যায় করাই আমাদের চেরাগ।

যারা চুপ করে আছেন তারা একটু নড়ে-চড়ে উঠুন প্লিজ।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

ফোনে যোগাযোগের পরে কিছু আপডেট আছে

বিপ্লব রহমান ১০ টি
আরিফ জেবতিক ২০ টি
ফারুক ওয়াসিফ ২০ টি
লীনা ফেরদৌস ৩০ টি
নজরুল ২০ টি
গৌতম ১০ টি

কীর্তিনাশা+ নুরুজ্জামান মানিক জানাবেন কতটা নিচ্ছেন। ষষ্ঠ পাণ্ডব এসে নিয়ে যাবেন

গৌতম এর ছবি

লীলেন ভাই, আমারটা এখনও পুরোপুরি কনফার্ম না। আমি ঢাকায় এসে ঠিক করবো কতোটি টিকিট/আমন্ত্রণপত্র নিতে পারবো। তবে আমি ফোনে কয়েকজনকে বলে দিচ্ছি যারা অনুষ্ঠানের দিন উপস্থিত হয়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

ফোনের জন্য কৃতজ্ঞ। আমি আগামীকাল নাগাদ নিশ্চিত করে জানাতে পারবো .... অন্তত পাঁচজনকে আনতে পারবো বলে বিশ্বাস করি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মাহবুব লীলেন এর ছবি

ফোন যোগাযোগ:

কীর্তিনাশা ১০ টা
নুরুজ্জামান মানিক ২০ টা

রণদা জানাচ্ছেন

রণদীপম বসু এর ছবি

আমি ২০ টা নিয়েছি, ১৫ টা ইতোমধ্যে বিলি হয়ে গেছে।

আর এখানে দেখুন

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

আমার ব্লগ পোস্ট দেখুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মামুন হক এর ছবি

আমি কিছু টিকেটের টাকা সরাসরি এখান থেকে পাঠাতে চাই, জিফরানকে পাচ্ছিনা, দয়া করে সবজান্তা বা অন্য কেউ আমাকে পে পাল অ্যাকাউন্ট টা একটু কষ্ট করে জানাবেন কি। এছাড়াও দেশে আমার পরিচিত অনেকের সাথে কথা বলছি তারা খুব তাড়াতাড়ি জানাবেন।
আমরা যারা দেশে বা বিদেশে আছি প্লীজ , প্লীজ একটু চেষ্টা করে দেখি আর কতটা আগানো যায়।

সবজান্তা এর ছবি

মামুন ভাই, পে-প্যাল কিংবা অনলাইন পেমেন্ট সংক্রান্ত যে কোন তথ্যের জন্য এই সাইটটাতে যান

http://www.saveafreedomfighter.org

আমি খুবই দুঃখিত, ব্যক্তিগত একটা ঝামেলায় একটু দৌড়ের উপর ছিলাম, তাই খেয়াল করি নি প্রশ্নটা।


অলমিতি বিস্তারেণ

দৃশা এর ছবি

আশ-পাশে যদি থাকি দলবল নিয়া থাকব, যদি নাও থাকি দলবল পাঠাবার ব্যবস্থা করব।
জায়গায় খাড়াইয়া টিকেট কিনা যাইবো?

দৃশা

সবজান্তা এর ছবি

০১

নাহ, জায়গায় খাড়ায়া টিকিট কেনা যাইবো না, কারণ টিকিট বেচা জাদুঘরের নিষেধ আছে। তয় কেউ চাইলে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেও জাদুঘরের বাইরে আমাদের থেকে ব্ল্যাকে টিকিট কিনতে পারে, শুধু একটা "ফুন" দিলেই হবে চোখ টিপি

০২

হুর মিয়া ! আপনি কই থাকেন ! অনুষ্ঠানে আইতেছেন না ?


অলমিতি বিস্তারেণ

সাইফুল আকবর খান এর ছবি

চলছে, চলবে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

একটা নিতান্ত ব্যাক্তিগত ব্যাপারে উৎকন্ঠিত আছি, দৌড়ের উপরেও আছি কিছুটা - তারপরও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। মোদ্দা কথা - সঙ্গে আছি !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবজান্তা এর ছবি

প্রবাসীদের থেকে এখনো নিশ্চিত কোন সাড়া পাই নি আমরা। আপনাদের পরিচিতজনেরা ক'টা টিকিট কিবেন, কবে নিবেন এ ব্যাপারে এখন পর্যন্ত কোন আপডেট নেই। আশা করবো, অনুষ্ঠানের তারিখের কথা মাথায় রেখে আপনারা এ ব্যাপারে দ্রুত সহযোগিতা করবেন।

এ ব্যাপারে যে কোন প্রশ্ন থাকলে এই পোস্টে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা কেউ না কেউ।


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

আমার ভাষার দুর্বলতাই হয়তো, আমি এই লেখায় "ডেসপারেশন"টা ঠিক ফুটিয়ে তুলতে পারি নাই। আমি হয়তো বুঝাতে অক্ষম যে এ অনুষ্ঠানটাকে সফল করা কতোটা দরকার।

জাদুঘরে সিটের সংখ্যা ৭০০। আমরা এখনো তো টিকিট বিক্রি ক'টা হয়েছে নিশ্চিতভাবে তাও জানি না। যদি বেস্ট সিচুয়েশন হিসেবে ধরে নেই যে, যাদের যতোগুলি করে বিক্রির জন্য দিয়েছিলাম, সবাই সব ক'টিই বিক্রি করেছেন, তবুও অর্ধেকের বেশি টিকিট এখনো বাকি। হাতে সময় মাত্র সপ্তাহ খানেক।

সবার পেশাগত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা ইত্যাদি দৈনন্দিন হাজারো সমস্যা আছে এটা আমি খুব স্পষ্টভাবেই অনুভব করি। তবু একবার ভেবে দেখার অনুরোধ রইলো। এ ধরনের একটা প্রোগ্রাম মুখ থুবড়ে পড়লে সম্পূর্ণ ক্যাম্পেইনটাই হুমকির মুখে পড়বে।

এছাড়া অত্যন্ত নির্মম বাস্তব এটাই যে, এখন পর্যন্ত সংগৃহীত টাকার অংক খুবই সামান্য। সময় যেভাবে চলে যাচ্ছে, তাতে পরিস্থিত সামনে আরো কঠিনই হবে, এতে সন্দেহ নেই।

সবার প্রতিই অনুরোধ রইলো যার যার সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা যেন অনুষ্ঠানটাকে সফল করি- আমাদের এতো প্রতিজ্ঞা, এতো সংকল্প, সবার এতো পরিশ্রম যেনো শেষকালে নিছকই বাগাড়ম্বরে পরিণত না হয়। সবার প্রতিই অনুরোধ, সঙ্গে থাকুন, টিকিট বিক্রিতে সহায়তা করুন।


অলমিতি বিস্তারেণ

জিফরান খালেদ এর ছবি

ইংল্যান্ড হতে আমাদের থার্ড আই ভাই দশটা টিকিটের মূল্য আমার কাছে দিচ্ছেন। এছাড়াও গৌরীশ রায় কিনেছেন আরো দশটি।

আরো তিনজন বন্ধু কিনেছেন দু'টো করে ছয়টি।

এখনো পর্যন্ত এখান থেকে টিকিটের সংখ্যা হলো ২৬টি।

রণদীপম বসু এর ছবি

সর্বশেষ আপ-ডেট'টা দিলে মনে হয় ভালো হতো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

Jaami Abdullah এর ছবি

amar bangla te ektu shomosha hoche browser er karon e মন খারাপ
but cant we all jus buy 1 ticket each members? i think it will solve the unsold ticket issue.....ill buy 1 from aziz today, along wid my 2 friends....Abdullah

সবজান্তা এর ছবি

মাত্র ঘন্টা খানেক আগেই আমাদের অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছে।

যারা উপস্থিত ছিলেন, যার ছিলেন না - যাদের সহায়তা পেয়েছি, যাদের সহায়তা পাই নি, তাদের সবাইকেই ধন্যবাদ।

সেই সাথে বিশেষ ধন্যবাদ জানাতে চাই সচলায়তন কতৃপক্ষকে, যারা দীর্ঘদিন সচলায়তনের হোম পেজের স্টিকি পজিশনটি আমাদের ছেড়ে দিয়েছেন।

এতো চমৎকার একটি গানের অনুষ্ঠান সফল ভাবে শেষ করার জন্য সবাইকেই ধন্যবাদ।


অলমিতি বিস্তারেণ

সাইফুল আকবর খান এর ছবি

গুড। প্রিটি গুড! হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অম্লান অভি এর ছবি

ভাগ্য আর কর্মফল আমাকে শাহবাগ থেকে দূরে রাখল সন্ধ্যা বেলা। সবজান্তা আপনার ছোট্ট কমেন্টটি আমার না জানা তথ্য জানাল। ধন্যবাদ। ধন্যবাদ লীলেন ভাই সাহায্যের সহযোগিতায় আমাকে সাহায্য করায়। শেষবেলা তারেক আপনাকে ব্যস্ত সময়ে ফোন দিয়েছিলাম। তারপর নজরুল ভাই এবং টুটুল ভাইকে।
সচলায়তনের এই ষ্টিকি লেখাটি ছিল আমার কম আসা সময়ের বেশী দেখা পোষ্ট। কারণ আপডেট জানতে চাওয়া। সর্বশেষ কেমন আছেন আমাদের সেই মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় এজেএসএম খালেদ। আপডেট জানতে চাই। (ওভার দ্যা ফোনেও থেকে যায় বাকী...তাই)

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

খেকশিয়াল এর ছবি

যাইতে পারলাম না

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি

কতগুলো কার্ড বিলি করা হয়েছিল আমরা কি জানতে পারি ?

আজকে খুব বেশি অতিথি দেখেছি বলে মনে হল না । আমার ধারনা অনুষ্ঠানে অতিথির সংখ্যা, যত গুলো কার্ড বিলি করা হয়েছে তার ভগ্নাংশমাত্র ছিল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

আজকের প্রথম আলোতে বেশ বড় আকৃতিতে খবরটা এসেছে, শেষের আগের পাতায়, সারা দেশ বিভাগের মধ্যে, বক্স নিউজ হিসেবে।

Save a Freedom Fighter - Prothom Alo


অলমিতি বিস্তারেণ

বিপ্লব রহমান এর ছবি

খুব ভালো। কাল রেডিও এবিসিতে'ও নিউজ হয়েছে। আগামীকাল দি নিউ এজ-এ আরেকটি সচিত্র সংবাদ হওয়ার কথা।
---

এসএম খালেদ কল্যাণ তহবিল গঠনে এ পর্যায়ে যে সব বিষয় আমাকে ভাবাচ্ছে, তা হচ্ছে:

১. গত তিন মাস ধরে উদ্যোগটি ঢাকার ৮-১০জন সচলের মধ্যেই এখনো সীমাবদ্ধ। অথচ ঢাকায় অন্তত ২০০ সচল ও অতিথি-সচল থাকার কথা। তারা কেনো এতে সামীল হচ্ছেন না? সমস্যাটা কোথায়??
২. ইন-পুট বোধহয় খুব বেশী হয়ে যাচ্ছে; বিশেষ করে তারেক ও জ্যোতির কথা বলছি।

৩. আমাদের পরবর্তী উদ্যোগ কী হবে? এ প্রসঙ্গে লীলেন ভাইয়ের প্রস্তাবে আমার দৃঢ় সমর্থন; এখনই আরো কোনো বড় আয়োজন নয়+ব্যক্তি উদ্যোগে বড় অংকের অনুদান সংগ্রহের পাশাপাশি ৫০/১০০ টাকার কুপন করে ছাত্রদের মধ্য থেকে অনুদান সংগ্রহ করা।

৪. আমাদের থামলে চলবে না; ক্লান্ত হলেও চলবে না।...

জয় হোক!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুস্তাফিজ এর ছবি

20090712_4462

...........................
Every Picture Tells a Story

বিপ্লব রহমান এর ছবি

অসাধারণ! চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অম্লান অভি এর ছবি

ক্যামেরাকে কীভাবে এত প্রাণবন্ত করলেন সত্যি সুন্দর কম্পজিশন ভুল বললাম কি?

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।