একটা ঘাছ ফড়িঙ্গের চোখটা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ৪:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:
বাসায় কুনো বিড়াল ঢুকলেই মাতা খারাপ হইয়্যা যাইতো। চেষ্টা করতাম কীভাবে ক্ষণিকের ছেলে বিড়াল চুদনার পুকে কত জোরে আঘাত হানা যায়। যেজন্য বিড়াল ঢুকামাত্রই দরোজার পিছন থিক্যা একটা ডাশা বাইর কইরা ক্যাচা একটা শক্তিশালী বাড়ি দেয়ার চিষ্টা নিতাম সব সমুয়। কিন্তু সে চিষ্টা সব সুময় সাফল্যমণ্ডিত হইতো-এই রকম বাহাদুরী না নেউয়াই ভালো। তয় সুময় সুময় যে চিষ্টা সাফল্যের মুখ দেকতো না, সেডা বলাউ মিছা কতা। তবে- কুডা কলেজে এট্টা বিড়াল মারছিলাম মনের মতো। পায়ে আছিল অক্সেফার্ড জুতা। হঁাটতাছি অন্যমনস্ক ভঙ্গিতে। হঠাশ পায়ের এক কদম দূরেই এট্টা বিড়াল বাজল। কতা নাই বার্তা নাই জুতাডা গিয়্যা বিড়ালের বুকের মইেদ্য এট্টা বক্সিন মারলো। কিন্তু বিড়ালডা বক্সিনের আঘাত সহ্য করবার না পাইরা উইড়া গিয়া এক মাডামরে বলাৎকারের মতো কইরা ফালাইলো। ম্যাডাম কতক্ষণ আউ আউ কইরা পরে আমারে খিস্তি খেউড় শুরু করলো। কইলো- তুমি মানুষ? এইভাবে কেউ বিড়াল মারে। আমার পেটের ভিতর তখন সাফল্যের মজা পাক পাইড়া মুখের মইদ্যে সুমানে হাসি পয়দা করতাছে। কিন্তু ম্যাডামের তীর্যক কতাবার্তা এতই শক্তিশালী ছিল যে হাসি ভুইল্যা এক ধরনের মনখারাপ আমাকে বেদম অাক্রমণ করলো। মনে হইল বিড়াল মারা আনন্দদায়ক হইলেউ উহা পাপ।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
এমনি এমনি মারলে এক কথা..তুমি মাদামের বুকে বিড়াল মারলা ক্যা?
সবুজ বাঘ এর ছবি
আমি তো মারি নাই। বিড়ালে মারছে।
সচলায়তন এর ছবি
ওরে!

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সবুজ বাঘ এর ছবি
হ্যারে।
আরিফ জেবতিক এর ছবি
কোন ম্যাডাম?ঘটনাটা কি বাতাস ভবনের নাকি?
সবুজ বাঘ এর ছবি
অহন কি আর সেইসব মুনে আছে। এক যুগেরো আগের কাহিনী। অার কয়দিন পরই তো বাল পাকার তাল করতাছে।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
অ্যাঁ
হাসান মোরশেদ এর ছবি
এটা কি প্রথম বেড়াল মারা ছিলো? বেড়াল মারার পর ম্যাডামেরা তো এরকমই বলে । না বললে বোঝতে হবে,বেড়াল আসলে মরে নাই!

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি
হরে হাসান ভাই। ঠিকই কইছত। কিন্তু লাভ কি? ম্যাডামের বিড়াল ষাঢ়ড়রা যে আগেই মাইরা ফালাইলো।
সুমন চৌধুরী এর ছবি
বেড়াল বলে মাছ খাবো না আঁশ ছোব না কাশি যাবো...
সচলায়তন এর ছবি
মাছ পাইলে তো!

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসান মোরশেদ এর ছবি
মাছ আছে । তবে দাম বেড়ে গেছে ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি
এডমিন কিন্তু এডভাজ বুজে। এইডা ভালো নক্ষণ। বুজদার এবং রছিক এডমিন।
সচলায়তন এর ছবি
অ্যাডমিন ঠেলায় পইড়া বুজা শুরু কর্চে নাইলে যুদি গুয়াতেমালায় ক্লাস্টার বুম মারে পাব্লিকে!

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসান মোরশেদ এর ছবি
সবুজ বাঘটা কিডারে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি
হালুম হালুমে তো মালুম হয়,চিনি উহারে

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
হ সেইটাই সমস্যা..আগে পিস হিসাবে দাম ছিল এখন কেজি হিসাবে...
নজমুল আলবাব এর ছবি
আপনে বিড়াল মারেন। নিষ্ঠুর... ধুরু মিয়া আপনে মানুষ ভালানা।
সবুজ বাঘ এর ছবি
চেহারা আর নাম বদলাইলাউ কোনো ফয়দা পাইতাছি না। মাইষ্যে খালি ধইরা হালায়। আসলে অহন বুজতাছি খাইসলত আর ভাষা না বদলাইলে কাম অবো না। বিদ্র. আমি ক্যাডা? উত্তরে রাজকুমার কইছিল আমিই কি জানি? রাজকুমার তো তাউ কিছু কইছিল, আমার যে কিচ্চু কউয়ার নাই।
সুমন চৌধুরী এর ছবি
রাজকুমার..সেই রাজকুমার...
আরিফ জেবতিক এর ছবি
আমি তো চিনলাম না আপনে কেডা?
সুমন চৌধুরী এর ছবি
আরিফ ভাই এইটা আবু মুস্তাফিজ।
হযবরল এর ছবি
মেয়েবাদী আবু মুস্তাফিজ'কে স্বাগতম।
সবুজ বাঘ এর ছবি
ভালো কইরা খিয়াল কইরা দেহেন, মেয়ে চুদাবাদী নাতো?
সুমন চৌধুরী এর ছবি
দুইটার মধ্যে কি অতি বিরাট পার্থক্য?
সবুজ বাঘ এর ছবি
না থাকা কি খারাপ?
সৌরভ এর ছবি
অ্যঁ.. -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

সচলায়তন এর ছবি
সবুজ বাগডাসার আরো লেখা চাই

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হযবরল এর ছবি
সংকটের কথা। বিড়াল মারিতে উদ্যত হইয়া সাংবিধানিক সংকটের আশংকা ।
সবুজ বাঘ এর ছবি
তাইলে এট্টা বাগডাসার গল্ফই কই।
সচলায়তন এর ছবি
বাঘডাসা আর কাকাতুয়া পিরীত নিয়া গল্ফ নাই? পড়িয়া পাংখা হো গেয়া! কিপিঠাপ! -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সবুজ বাঘ এর ছবি
খউব আছে। বাগডাসা আর কাকাতুয়ার ঠাপে পাকাতুয়া তৈরি হয়। যার চেহারার নগে আফনের মিল আছে।
সুমন চৌধুরী এর ছবি
কয়কন জাতির ইতিহাস কিংবা পাতারপুরীর নিসঙ্গ নাবিকের গল্ফগুলা কও। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অপালা এর ছবি

হমম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।