একটি দেশের সার্বিক জাতীয় পানি নিরাপত্তা সূচক আসলে পাঁচটি আলাদা আলাদা সূচকের সমন্বয়ে নির্ণীত হয়। এই আলাদা আলাদা সূচক গুলির মান ১ থেকে ৫ পর্যন্ত এবং এদের গড়ই আসলে ঐ দেশের জাতীয় পানি নিরাপত্তা সূচক নির্দেশ করবে। এখন দেখা যাক সেই মাপকাঠিগুলো কি কি এবং কিভাবে আলাদা করে এই মাপকাঠিগুলোর মূল্যায়ন করা হয়ে থাকে।
এই নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন সমাজের সকল স্তরের মানুষের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করা হবে। সেই সাথে স্বাস্থসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এই মাপকাঠির একটি গুরুত্বপূর্ণ অংশ।
গৃহস্থালির পানির নিরাপত্তা সূচক নির্ভর করে তিনটি সাব-সূচকের উপর: গৃহে পাইপের মাধ্যমে পানি সরবরাহের সুবিধা, স্বাস্থ্যকর ও উন্নত পয়ঃনিষ্কাশনের সুবিধা, এবং ডিসএবিলিটি এডজাস্টেড লাইফ ইনডেক্স বা DALY এর উপর। যদি একটি দেশে শতকরা ৯০ ভাগ বা ততোর্ধ মানুষের গৃহে পাইপের মাধ্যমে পানির সুবিধা থাকে সেক্ষেত্রে প্রথম সাব-সূচকের মান হবে ৫, অন্যদিকে যদি শতকরা ৬০ ভাগ এর কম মানুষের গৃহে এই সুবিধা না থাকে তবে এই প্রথম সাব-সূচকের মান হবে মাত্র ১। একই ভাবে, যদি একটি দেশে শতকরা ৯০ ভাগ বা ততোর্ধ মানুষের গৃহে স্বাস্থ্যকর ও উন্নত পয়ঃনিষ্কাশনের সুবিধা থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সাব-সূচকের মান হবে ৫, অন্যদিকে যদি শতকরা ৬০ ভাগ এর মানুষের কম গৃহে এই সুবিধা না থাকে তবে এই দ্বিতীয় সাব-সূচকের মান হবে মাত্র ১। তৃতীয় সাব-সূচকটি আসলে পানি বাহিত রোগ যেমন ডায়রিয়ার কারণে মৃত্যু বা অকর্মক্ষমতার কারণে প্রতি ১০০,০০০ মানুষের গড় আয়ু থেকে কত বছর নিঃশেষ হয়ে যাচ্ছে তার একটি হিসেবের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এর মান যত বেশি হবে সাব-সূচকের মান তত কম হবে। পরোক্ষ ভাবে বলা যায় পানি বাহিত রোগের কারণে যত বেশি মানুষ মারা যাবে বা অকর্মক্ষম হবে বাকী জীবন কাটাবে এই সাব-সূচকের মান তত কম হবে।
একটি দেশের অর্থনৈতিক উন্নতির তিনটি স্তম্ভকে হচ্ছে: খাদ্য উৎপাদন, শিল্প পণ্য উৎপাদন, এবং শক্তি উৎপাদন। লক্ষ্য করলে দেখা যাবে এই তিনটির সাথেই ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে পানি। পানি ছাড়া খাদ্য ও শিল্প পণ্য উৎপাদন অসম্ভব। সেই সাথে শক্তি উৎপাদন প্ল্যান্টের শীতলীকরণের জন্য পানি আবশ্যক একটি উপাদান। টেকসই উন্নয়নের জন্য পানির গুরুত্বপূর্ণ এই তিনটি কাজে পানির ব্যবহারের কতটা সমন্বয় ঘটছে সেটি জাতীয় পানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি।
অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক তাই তিনটি সাব-সূচকের উপর নির্ভর করে: খাদ্য উৎপাদনে পানির নিরাপত্তা, শিল্প পণ্য উৎপাদনে পানির নিরাপত্তা এবং শক্তি উৎপাদনে পানির নিরাপত্তা। এই তিনটি আলাদা সাব-সূচকের মান ১ ও ১০ যথাক্রমে স্ব স্ব ক্ষেত্রে পানির অনিশ্চিত ও নিশ্চিত যোগান নির্দেশ করে।
দ্রুত ও ক্রমবর্ধমান নগরায়নের ফলে শহরাঞ্চলে মানুষের জীবন ও জীবিকার হার বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। এই বর্ধিত জনসংখ্যার জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা নিশ্চিতকরণ জাতীয় পানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি।
শহরাঞ্চলের জন্য পানির নিরাপত্তা সূচক আসলে তিনটি সাব-সূচক এর উপর ভিত্তি করে হিসেব করা হয়। তিনটি সাব-সূচক হচ্ছে: শহরের শতকরা কত ভাগ মানুষের জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ রয়েছে, শতকরা কত ভাগ মানুষের জন্য বর্জ্য জলের (Waste Water) পরিশোধনের সুব্যবস্থা আছে এবং শহরের অধিবাসীদের মাথাপিছু বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কত। প্রথম দুটির ক্ষেত্রে যদি একটি শহরাঞ্চলের অধিবাসীদের শতকরা ৯০ ভাগ বা ততোর্ধদের কাছে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা থাকে বা বর্জ্য জলের (Waste Water) পরিশোধনের সুব্যবস্থা থাকে তবে ঐ সাব-সূচকের মান হবে ৫, অন্যদিকে যদি শতকরা ৬০ ভাগ এর কম অধিবাসীদের কাছে এই সুবিধা না থাকে তবে তাদের মান হবে মাত্র ১। তৃতীয়টির ক্ষেত্রে বন্যার ফলে সৃষ্ট মাথাপিছু খরচ যত বেশি সূচকের মান তত কম।
অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য কিছুটা বিপরীতে অবস্থান করে। ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন তাই অধিকাংশ ক্ষেত্রেই পরিবেশের, বিশেষত পানিসম্পদের বিপর্যয় ঘটায়। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তা কতটা বাস্ততান্ত্রিক ভারসাম্য বজায় রাখছে বা নদী ও জলাশয়ের পানির গুনগত মান কতটা সংরক্ষিত হচ্ছে তা এই মাপকাঠির মাধ্যমে প্রকাশ করা হয়।
মূলত দুইটি বিষয় দ্বারা এই সূচক নিয়ন্ত্রিত হয়: অববাহিকায় মানুষের কার্যক্রম ও দূষণের ফলে নদী কতটা হুমকির সম্মুখীন, এবং নদী অববাহিকায় মানুষের নির্মিত বিভিন্ন উন্নয়ন অবকাঠামোর ফলে নদীর স্বাভাবিক প্রাকৃতিক প্রবাহ কতটা বিঘ্নিত হচ্ছে। আসলে একটি নদী অববাহিকার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা GIS বিশ্লেষণের মাধ্যমে এই সূচক নির্নয় করা হয়।
শিল্পায়নের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে জলবায়ুর পরিবর্তন সামনের দিনগুলোতে পানি সম্পর্কিত দুর্যোগ যেমন: বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সাইক্লোন ইত্যাদির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই দুর্যোগ মোকাবেলার জন্য পরিবর্তিত জলবায়ুর সাথে মানুষের অভিযোজন ক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে এই ঝুঁকির সাথে খাপ খাইয়ে নেবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। একটি দেশ সেই পথে কতদূর অগ্রসর হল তাই এই মাপকাঠি নিয়ে নির্ণয় করা হয়।
মূলত পানি সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন: বন্যা, ঘূর্নিঝড়, খরা, জলোচ্ছ্বাস, ও উপকূলীয় বন্যা ইত্যাদির সাথে খাপ খাইয়ে নেবার জন্য একটি দেশের অধিবাসীরা কতটা প্রস্তুত তার হিসেব করা হয় বেশ কয়েকটি সাব-সূচকের মাধ্যমে। এই সূচক গুলি হচ্ছে: জনসংখ্যার ঘনত্ব ও বৃদ্ধির হার, দারিদ্রের হার, দেশের মানুষের টেলিযোগাযোগের হার ও শিক্ষিতের হার।
জাতীয় পানি নিরাপত্তা সূচকের সর্বোচ্চ মান হচ্ছে ৫, যা কিনা “মডেল” বা “আদর্শ পানি নিরাপত্তা সূচক” নামে অভিহিত। কোন দেশের পানি নিরাপত্তা সূচক ৫ মানে হচ্ছে সেই দেশে রয়েছে টেকসই স্থানীয় সরকার ব্যবস্থা এবং সেবা; রয়েছে পরিবেশ ও পানিসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত ও টেকসই বিনিয়োগ; রয়েছে জনসাধারণের পানির ব্যবহারের টেকসই মাত্রা; রয়েছে উন্নত কারিগরি ব্যবস্থা, উন্নয়ন ও গবেষণার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পানিসম্পদ পরিচালনার ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত আদর্শ মডেল।
এর বিপরীতে জাতীয় পানি নিরাপত্তা সূচকের সর্বনিম্ন মান হচ্ছে ১, যা কিনা “ঝুঁকিপূর্ণ” বা “অনিশ্চিত পানি নিরাপত্তা সূচক” নামে অভিহিত। একটি দেশের পানি নিরাপত্তা সূচক তখনই অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ যখন সেদেশে পানি ও পরিবেশ নিয়ে নীতি ও আইন থাকলেও তার বাস্তবায়নের অভাব রয়েছে। সেই সাথে এটি পরিবেশ ও পানিসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনার জন্য বিনিয়োগের দীনতাকেও নির্দেশ করে।
জাতীয় পানি নিরাপত্তা সূচকের মান ২ মানে হচ্ছে পানি ও পরিবেশ নিয়ে নীতি ও আইন কিছুটা হলেও সক্ষমতা অর্জন করছে, স্থানীয় সরকার ব্যবস্থা কিছুটা উন্নয়নের পথে, এবং পরিবেশ ও পানিসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনায় বিনিয়োগ কিছুটা হলেও বেড়েছে তবে তা পর্যাপ্ত নয়।
জাতীয় পানি নিরাপত্তা সূচকের মান ৩ নির্দেশ করে দেশে পরিবেশ ও পানিসম্পদ নিয়ে নীতি ও আইনের বাস্তবায়ন বৃদ্ধি পেয়েছে, পানিসম্পদ উন্নয়নের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, পরিবেশ ও পানিসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোপরি স্থানীয় ভাবে কারিগরিগত ও আর্থিক উন্নয়ন ঘটেছে।
জাতীয় পানি নিরাপত্তা সূচকের মান ৪ কে বলা যেতে পারে “কার্যকরী” বা “ফলপ্রসূ পানি নিরাপত্তা সূচক”। একটি দেশের পানি নিরাপত্তা সূচককে কার্যকরী তখনই বলা যাবে যখন জাতীয় ও স্থানীয় উন্নয়ন (নগর ও গ্রামে) পরিকল্পনায় পানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে, জাতীয় পরিকল্পনায় পানিসম্পদ এর প্রতি অধিক গুরুত্ব আরোপিত হয়েছে, পরিবেশ ও পানিসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনার বিনিয়োগ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে এবং সর্বোপরি পরিবেশ ও পানিসম্পদ নিয়ে নীতি ও আইনের উল্লেখযোগ্য প্রয়োগ ঘটেছে।
এবার দেখা যাক উপরের আলোচনার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সূচক কত। প্রথমেই আসা যাক গৃহস্থালির ক্ষেত্রে পানির নিরাপত্তা সূচকের প্রশ্নে। ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে গৃহস্থালির পানির নিরাপত্তা সূচক নির্ভর করে তিনটি সাব-সূচকের উপর: পাইপের মাধ্যমে পানি সরবরাহের সুবিধা, স্বাস্থ্যকর ও উন্নত পয়ঃনিষ্কাশনের সুবিধা, এবং ডিসএবিলিটি এডজাস্টেড লাইফ ইনডেক্স বা DALY এর উপর। বাংলাদেশে মাত্র শতকরা ৬ ভাগ মানুষের পাইপের মাধ্যমে পানি সরবরাহের সুবিধা রয়েছে, ফলে প্রথম সাব-সূচকের মান ১ । যদিও শতকরা ৫৬ ভাগ মানুষের স্বাস্থ্যকর ও উন্নত পয়ঃনিষ্কাশনের সুবিধা রয়েছে কিন্তু তা ৬০ ভাগের নিচে বলে দ্বিতীয় সাব-সূচকের মানও মাত্র ১। বিপরীত ক্রমে বাংলাদেশের ডিসএবিলিটি এডজাস্টেড লাইফ ইনডেক্স বা DALY এর মান ১,২১৭ যা কিনা বেশ উঁচু, ফলে তৃতীয় সাব-সূচকের মানও মাত্র ১। অর্থাৎ বাংলাদেশে গৃহস্থালির ক্ষেত্রে পানির নিরাপত্তা সূচক ১ থেকে ৫ এর স্কেলে আসলে মাত্র ১।
অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক যে তিনটি সাব-সূচকের উপর নির্ভর করে তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে খাদ্য উৎপাদনে পানির নিরাপত্তা সূচকের মান ৪.৮৯ ( ১০ এর মধ্যে), শিল্প পণ্য উৎপাদনে পানির নিরাপত্তা সূচকের মান ৫.৫৬ এবং শক্তি উৎপাদনে পানির নিরাপত্তা সূচকের মান ৩.৭৮। অর্থাৎ মোট ৩০ এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় স্কোর হচ্ছে ১৪.২২। ১ থেকে ৫ এর স্কেলে তাই বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক এর মান ৩।
আসা যাক শহরাঞ্চলের জন্য পানির নিরাপত্তা সূচক নির্ণয়ে। এই সূচক তিনটি সাব-সূচক এর উপর নির্ভরশীল: মানুষের জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ, বর্জ্য জলের পরিশোধনের সুব্যবস্থা এবং মাথাপিছু বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কত। বাংলাদেশের শহরগুলিতে শতকরা মাত্র ২০ ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধাপ্রাপ্ত, ফলে ১ থেকে ৫ এর স্কেলে এই সাব-সূচকের মান মাত্র ১। সেই সাথে শতকরা ১৭ ভাগ মানুষের জন্য বর্জ্য জলের পরিশোধনের সুব্যবস্থা আছে যা কিনা দ্বিতীয় সাব-সূচকের মান নির্নয় করে মাত্র ১। অন্যদিকে বাংলাদেশে শহরের অধিবাসীদের মাথাপিছু বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ মার্কিন ডলার ফলে তৃতীয় সাব-সূচকের মান ৪। এই তিন সাব-সূচকের সমন্বিত মান ৬ যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষেত্রে শহরাঞ্চলের জন্য পানির নিরাপত্তা সূচক দাঁড়ায় মাত্র ১ এ।
বাংলাদেশের ক্ষেত্রে মানুষের কার্যক্রম ও দূষণের ফলে নদী কতটা হুমকির সম্মুখীন এবং নদী অববাহিকায় মানুষের নির্মিত বিভিন্ন উন্নয়ন অবকাঠামোর ফলে নদীর স্বাভাবিক প্রাকৃতিক প্রবাহ কতটা বিঘ্নিত হচ্ছে তার ভিত্তিতে পরিবেশের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক এর মান মাত্র ১। সেই সাথে জনসংখ্যার ঘনত্ব ও বৃদ্ধির হার, দারিদ্রের হার, দেশের মানুষের টেলিযোগাযোগের হার ও শিক্ষিতের হার এর ভিত্তিতে বাংলাদেশের পানি সম্পর্কিত দুর্যোগের সাথে অভিযোজনের ক্ষমতা সূচকও মাত্র ১।
সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা সূচক নির্ণয়ের যে পাঁচটি ভিত্তি রয়েছে তার মধ্যে একমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক ( মান ৩) বাদে বাকী সবগুলোই ১ থেকে ৫ এর স্কেলে ন্যুনতম মান অর্থাৎ ১ নির্দেশ করে। ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সূচকের মান দাঁড়ায়= (১+৩+১+১+১)/৫ =১.৪, বা ১ থেকে ৫ এর স্কেলে এর মান ১ ও ২ এর মধ্যে। অর্থাৎ বাংলাদেশের পানির নিরাপত্তা সূচক ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে কিছুটা উন্নীত হবার চেষ্টা করছে।
পরবর্তী লেখাতে চেষ্টা থাকবে আসলে কি কি পদক্ষেপ নিলে বাংলাদেশ তার জাতীয় পানি নিরাপত্তা সূচকের উন্নয়ন ঘটাতে পারবে তার ব্যবচ্ছেদ করার। এর ফাঁকে পাঠক এই ভিডিও প্রেজেন্টেশনটা দেখে নিতে পারেন।
মন্তব্য
ভারতের অবস্থাটা এ ক্ষেত্রে কি রকম?
আশা করছি আগামী পর্বগুলোতে আরও কয়েকটা দেশের সাথে একটা তুলনামূলক চিত্রও দেখতে পাব।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দিগন্ত অবশ্যই পরবর্তী পর্বে ( বা পর্বগুলিতে) দক্ষিণ এশিয়া বা এশিয়ার দেশগুলোর একটি তুলনামূলক চিত্র থাকবে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভারতের হিসেবঃ
গৃহস্থালির পানির নিরাপত্তা সূচক -১
অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা সূচক -৩
শহরাঞ্চলের জন্য পানির নিরাপত্তা সূচক-১
পরিবেশের জন্য প্রয়োজনীয় পানির নিরাপত্তা-১
পানি সম্পর্কিত দুর্যোগের সাথে অভিযোজনের ক্ষমতা-২
অর্থাৎ ভারতের জাতীয় পানি নিরাপত্তা সূচক =৮/৩=১.৬ যা কিনা বাংলাদেশের খুব কাছাকাছি।
একমাত্র পানি সম্পর্কিত দুর্যোগের সাথে অভিযোজনের ক্ষমতার সূচকে বাংলাদেশের থেকে ভারত এক ধাপ এগিয়ে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এই সূচকে তো বাংলাদেশের মান যথেষ্ট ভাল বলে শুনি, আমাদের নিজেদের অভিজ্ঞতাও তাই বলে। আমেরিকা-ইউরোপ নাকি বাংলাদেশকে এ ক্ষেত্রে মডেল হিসেবে মূল্যায়ন করে, তাহলে সূচকে এই অবস্থা কেন?
আসলে যেসব বিষয় এই সূচককে নির্ধারণ করে সেগুলো হচ্ছে জনসংখ্যার ঘনত্ব ও বৃদ্ধির হার, দারিদ্রের হার, দেশের মানুষের টেলিযোগাযোগের হার ও শিক্ষিতের হার। লক্ষ্য করে দেখুন এই সব কয়টিতেই ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
লে হালুয়া! পানি সম্পর্কিত দুর্যোগের সাথে অভিযোজনের ক্ষমতার সূচক নির্ধারন করা হয় এইচ ডি আই দিয়ে! ইউএনডিপি'র সাইটে ইনডেক্সটা দেখলাম, একটাই সান্তনা- বাংলাদেশ এগুচ্ছে। ইউএনডিপি'র ইনডেক্স অনুযায়ী স্বাস্থ্য সম্পর্কিত ইনডেক্সে ভারতের চেয়ে এগিয়ে আছে, অন্যগুলোতে সামান্য পিছিয়ে আছে। কিন্তু আমার মনে হয় একেবারে সাম্প্রতিক তথ্যে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে আরো ভাল হবে।
গুরু।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ন্যাভিগ্যাবিলিটি বা নাব্যতাকে কি নিরাপত্তা ধারণার সাথে বিবেচনা করা হয় না?
আরেকবার দেখলাম সূচকগুলো। যে পাঁচটি সাব-সূচকের সমন্বয়ে এই জাতীয় নিরাপত্তা সূচক নির্নীত হয় সেখানে নাব্যতাকে রাখা হয়নি।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
জাহিদ, আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
অনেক ধন্যবাদ আপনাকে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
যথারীতি পরিশ্রমী লেখা, ধন্যবাদ।
সামনের লেখায় আসবে হয়তো, তবুও কিছু প্রশ্ন মনে এলো, লিখে যাই।
১) আন্তর্জাতিক পর্যায়ে পানি ব্যবস্থাপনায় এক দেশের সাথে আরেক দেশের তুলনামূলক আলোচনায় সূচকের ব্যবহার সুবিধাজনক হবে হয়তো, কিন্তু জাতীয় পর্যায়ে এই সূচকের প্রয়োজনীয়তা আসলে কতটুকু?
২) ইনডিকেটর তখনই দরকার হয় যখন কোনো বিষয়ে সরাসরি পরিমাপসুচক ধারণা পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইনডিকেটরের আদৌ দরকার আছে? সমস্যার জায়গাগুলোতো ইনডিকেটর ছাড়া খালি চোখেই দেখা যায়। সুচকের ব্যবহার দেশের পানি ব্যাবস্থাপনায় কোনো ভুমিকা রাখতে পারবে কি?
৩) আমাদের আর্থসামাজিক/ভৌগলিক অসমতা (হেটেরোজেনিটি) বিবেচনায় নিয়ে ধারণা করি একটি জাতীয় সূচক উন্নয়নের জন্য প্রচুর ইনডিকেটর লাগবে। তার মানে হচ্ছে তথ্য-উপাত্ত লাগবে প্রচুর এবং তার জন্য টাকাও লাগবে প্রচুর। মনিটরিংয়ের কাজে ব্যবহার করা হলে এটা নিয়মিতই হয়তো করতে হবে। সূচকের উপযোগীতার তুলনায় খরচের ব্যাপারটাকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ মাহবুব রানা। গুরুত্বপূর্ন প্রশ্ন করেছেন। কিছুটা উত্তর পরের পর্বে হয়ত আসবে। তবে এমনিতে সংক্ষেপে কিছু উত্তর দেবার চেষ্টা করছি।
১) উত্তর দিতে যেতে প্রতি প্রশ্ন করি। যদি জিজ্ঞাসা করি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জিডিপি সূচকের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? কিংবা দেশের শিক্ষার উন্নয়নে শিক্ষার হার জানাটা কতটুকু দরকার?
আসলে আমরা জানি পানিসম্পদ নিয়ে আমাদের অবস্থা নাজুক। আমাদের নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে, স্বাস্থকর পয়নিষ্কাশন ব্যবস্থা নাজুক, নেই বিশুদ্ধ পানির সরবরাহ। আমাদের নদীগুলো দখল হয়ে যাচ্ছে, দিনে দিনে বন্যা, ঘুর্নিঝড়ের মত প্রাকৃতিক দূর্যোগের হার বাড়ছে, আমাদের সমুদ্র তলের উচ্চতা বাড়ছে। কিন্তু আমরা কি জানি আসলে জাতীয় জীবনে এই সব অব্যবস্থাপনার গুরুত্ত্ব কতটুকু? আমরা কথায় কথায় উন্নয়নশীল দেশের দলে নিজেদের নাম ভিড়াই কিন্তু আমরা কি জানি আসলে সেই দৌড়ে আমার অবস্থান কতটুকু?
২) সমস্যা হচ্ছে এই খালি চোখের দেখাটা আপেক্ষিক। আমি আপনি প্রতিদিন সকালে উঠে ট্যাপ ছেড়ে পানি পাচ্ছি, ফলে আমার আপনার কাছে প্রথম সাব-সূচকের মান হয়ত ৫। গ্রামের যে মেয়েটি দুই মাইল হেঁটে গিয়ে আর্সেনিক মূক্ত পানি নিয়ে আসছে অথবা পুকুরের পানি সিদ্ধ করে এক গ্লাস পানি খাচ্ছে তার কাছে এই সূচকের মান হয়ত ১। সরকার যখন পানি ব্যবস্থাপনা করবে তখন তার পক্ষে খোলা চোখে পুরো দেশের অবস্থা বোঝা অসম্ভব। এই জন্যই সব কিছুতেই আমাদের সূচক লাগে। কিছুটা স্কুলে রিপোর্ট কার্ডের মত। আমিত জানিই আমার ছেলেটা ভাল করছে কিন্তু কতটুকু ভাল করছে?
৩) আপনার সাথে পুরোপরি একমত। নিজেও কর্মজীবনে দেখেছি পানিসম্পদ নিয়ে হাজারে হাজারে স্টাডি হয়েছে কিন্তু তার প্রয়োগ সেই মাত্রায় হলে হয়ত দেশের চেহারা বদলে যেত। কিন্তু আদতে তা হয়নি, কারন অধিকাংশ গবেষণা হয়েছে অন্যের অর্থায়নে, অন্যের নির্ধারণ করে দেয়া অবজেকটিভকে সামনে রেখে। সেগুলো দিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পত্র হয়ত হয়েছে কিন্তু খুব বেশি উন্নয়ন হয়নি। আসলে গুরুত্ত্ব সবকিছুরই। উন্নয়নের জন্য দরকার গবেষণা, গবেষণার জন্য প্রয়োজন উপাত্ত, তথ্য- এই হচ্ছে চরম সত্য, তবে সেই গবেষণা হবে আমাদের সমস্যাকে কেন্দ্র করে।
আশা করি কিছুটা হলেও আলোকপাত করতে পেরেছি।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আপনার লেখাতেই মনে হয় পড়েছিলাম পানি নিয়েই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ?!! কম বুঝি, কিন্তু পানির মত সহজ করে এ লেখায় পানির মত কঠিন বিষয় এই আমিও অনেক কিছু বুঝে ফেললাম। ধন্যবাদ জাহিদ ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
খুবই দামী লেখা। আশা করি যারা এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন এমন লোকেদের চোখে পড়বে!
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
লিখতে দেখে ভালো লাগল জাহিদ ভাই, পরের পর্বের অপেক্ষায় আছি।
facebook
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সচলের কিছু বিশেষত্ব আছে। এইসব লেখা সেই বিশেষত্বের বড় অংশটা দিয়েছে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অর্থনৈতিক উন্নয়নের জন্যে বাংলাদেশের পানির নিরাপত্তা সূচক নিয়ে আরেকটু বিস্তারিত বলেন জাহিদ ভাই, এইটাতে আগ্রহ ছিলো - যেমন, শিল্পখাতে ব্যবহৃত পানির পরিশোধনের অভাব, শিল্পোন্নয়নের জন্য যে পানি প্রয়োজন তার কতটুকু বর্তমানে এভেইলেবল, ইত্যাদি।
ফারুক এই সূচকে যা যা হিসেবে আনা হয়েছে তা হলোঃ
খাদ্য উৎপাদনে পানির নিরাপত্তাঃ
শিল্প পণ্য উৎপাদনে পানির নিরাপত্তা
শক্তি উৎপাদনে পানির নিরাপত্তা
কিন্তু এই চলকগুলোর মান ঠিক কত তা আসলে মূল রিপোর্টে নেই। অন্য কোন তথ্যসুত্র জানিনা।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
তার মানে, একই পরিমাণ পানি ব্যবহার করে বেশি মূল্যের পণ্য উৎপাদনে সূচক বাড়বে, তাইতো?
হ্যা সেটাই।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নতুন মন্তব্য করুন