অতিথি লেখকের প্রোফাইল পরিবর্তন এবং ব্লগ মুছে ফেলার অধিকার সরিয়ে দেয়া হল

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ৮:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতিথি লেখকের প্রোফাইল পরিবর্তন এবং ব্লগ মুছে ফেলার অধিকার সরিয়ে দেয়া হল। মূল কোডে পরিবর্তন করায় ছোট খাট কোন বাগ থাকতে পারে। কোন সচল কোন রকম সমস্যার সম্মুখীন হলে জানাতে ভুলবেন না। সচলায়তনের বাগ-ভাল্লুক মারতে আপনাদের ইনপুটের জন্য ধন্যবাদ।


মন্তব্য

স্পর্শ এর ছবি

ইয়ে! এই অ্যাকসেসে ছিল নাকি? !! ইয়ে, মানে...

বাঘ ভাল্লুক সম্পর্কিত বিভিন্ন ইনপুট দেই মাঝে মাঝেই। হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

আচ্ছা একটা কথা বলব বলব করে বলা হচ্ছে না। অতিথি লেখক হিসেবে লেখার পরে সেটা আপ হতে টাইম লাগে। মডারেশন কিউ হয়ে আসে সেজন্যই। কিন্তু যখন সেটা প্রথম পাতায় আসে তখন তার পজিশন থাকে মুল পোস্ট করার টাইম অনুযায়ী। দেখা যায় বাংলাদেশ টাইম সকালে যদি কোন অতিথি কিছু পোস্ট করে তার লেখা আসতে আসতে প্রথম পাতার তলানি তে চলে যায়। কখনো দ্বিতীয় পাতায়!! এই অভিজ্ঞতা আমার হয়েছে কয়েকবার।

এখানে কি মডারেশন পার হবার টাইম টাকে দেওয়া যায়? অবশ্য সে ক্ষেত্রে এক ঝাক অতিথি লেখা হুট করে প্রথম পাতা ভরে ফেলার রিস্ক থাকে। তারপরও ব্যপার টা ভেবে দেখতে পারেন।
শুভেচ্ছা।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইশতিয়াক রউফ এর ছবি

প্রথম পাতায় "অতিথি লেখকের ব্লগ" নামে একটা লিংক সংযোজন করা যায় কোথাও। সেক্ষেত্রে নিজ ব্লগে প্রকাশিত লেখাগুলোও পাঠক পাবে। এক কাতারে গণ্ডা খানেক লেখা প্রকাশ পেলে দেখতে কেমন হবে, সেটা আমারো চিন্তা। মূল সময়টার ক্রম অনুযায়ী প্রকাশ করলে আরো অনেক তথ্য ঠিকমত পাওয়া যায়। উদাহরণ, কোন বিশেষ উপলক্ষে লেখা কিংবা প্রতি-পোস্ট।

স্পর্শ এর ছবি

আপনার কথায় যুক্তি আছে। এবং আমিও এই কথাটা বলেছি আমার কমেন্টে।

তবে লেখা পোস্ট করার পর ১২ ঘন্টা পরেও যদি পাবলিশ না হয় তখন যেই আনন্দ টা হয় সেটা কাওকে বলে বোঝানো যাবে না। সেই আনন্দ আরো ঘনিভুত হয় যদি লেখা পাবলিশ হতে হতে চলে যায় দ্বিতীয় পাতায়!! এই আনন্দটা আমি জানি। দেঁতো হাসি

জানি মডারেটর রাও মানুষ। অবশ্যই এটা অন্যায় চিন্তা যে কোন এক অতিথি কখন পোস্ট করবে তার জন্য স্টান্ড বাই একজন মডারেটর থাকবে!

তবে যে লেখা টা প্রকাশ হবার জন্য সিলেক্ট হল। সে লেখাটা কোন 'অতিথি' নাকি 'সচল' লিখেছে সেইটা আর ডিস্টিঙ্গুইশ করা উচিৎ না(করা হয়ও না জানি)। কারন তখন লেখাটা একটা পরীক্ষা পাশ করেছে। এখন সে নিজগুনেই নিজের প্রতিনিধি। সো এরকম কিছু লেখা যদি পর পর চলে আসে। অসুবিধা কি??

তবে বিশেষ উপলক্ষের ব্যপার টা ঠিক আছে। হাসি
শুভেচ্ছা!

---স্পর্শ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন এর ছবি

স্পর্শের বক্তব্যকে আমিও সমর্থন করি
মডারেশন টাইম অনুযায়ী অতিথি লেখকদের লেখাগুলোকে ছাড়লে পোস্টের গুরুত্বটা বেশি থাকে
না হলে অনেক লেখাই প্রথম পাতার একেবারে শেষ দিক থেকেই শুরু হয়

মাহবুব লীলেন এর ছবি

চমৎকার

সঙ্গে একটা অনুরোধ
নাম/নিক/ইমেইল ছাড়া কোনো অতিথির কমেন্ট/পোস্ট মডারেশন থেকে না ছাড়াই বোধহয় ভালো

কারণ একেবারে নামহীন কিছু কিছু অতিথি কমেন্ট মাঝে মাঝে বেশ আপত্তিকর কিংবা বিব্রতকর হয়ে উঠে
কিন্তু অনুমান করা যায় না এটা কার

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মাহবুব লীলেন-এর সঙ্গে একমত। গত বেশ কিছুদিন কয়েকজন অতিথি লেখকের বেশ কয়েকটি মন্তব্য ছিলো সচলায়তনের পরিবেশের পরিপন্থী। সচলের পরিবেশ কলুষিত যাতে না হয়, সেটা হতে হবে প্রধানতম লক্ষ্য।

কেউ যেন ভেবে না বসেন, আমি (বা মাহবুব লীলেনও) অতিথি লেখকদের বিপক্ষে। অতিথি লেখক আকতার আহমেদকে সচল করতে আমাদের দুজনের কণ্ঠই ছিলো সবচেয়ে উচ্চকিত। পরবর্তীতে এবং বর্তমানেও কোনও কোনও অতিথি লেখককে সচল করতে মৃদু "আন্দোলন" হয়েছে এবং হচ্ছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

হা হা হা !
গুরুজি, জগতটা বিচিত্র ! অভিজ্ঞতা মানেই জ্ঞান।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দিগন্ত এর ছবি

সম্পূর্ণ একমত ... অতিথি লেখকদের কিছু মন্তব্য মুছে ফেলার মতই। নাম দিয়ে অতিথি লেখক হিসাবে রেজিস্টার করার সুবিধা থাকা দরকার।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

নুশেরা তাজরীন এর ছবি

নাম/নিক/ইমেইল ছাড়া কোনো অতিথির কমেন্ট/পোস্ট মডারেশন থেকে না ছাড়াই বোধহয় ভালো
একমত। এমনকি রেজিস্ট্রেশন করা হয়নি সেরকম কোনো নাম থেকে আসা মন্তব্য আমলে নেয়ার ক্ষেত্রে সতর্কতার বিষয়টিও ভেবে দেখতে অনুরোধ করি। কদিন আগে এরকম একটি আপত্তিকর মন্তব্য আমার একটা পোস্টে চোখে পড়ায় তাৎক্ষণিকভাবে মুছে দিই (আপত্তি জানানোর চিন্তাটা আসার আগেই ); কিন্তু "ঘ্যাচাঙ" বোধহয় সবসময়ের সমাধান নয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অতিথি লেখকদের একাধিক লেখা একবারে অনুমোদন করলে সচলায়তন বা সন্দেশ নিজেই একটা পোস্ট দিতে পারে... যেখানে অতিথি লেখকদের পোস্টগুলোর শিরোনাম লিঙ্কসহ সাজানো থাকবে। তাতে প্রথম পাতায় একবারে অনেকটা জায়গাও খাবে না... আবার অতিথিদের লেখা নিচের সারিতেও চলে যাবে না...

আর দেখা যাচ্ছে আপত্তিকর এবং সচলায়তনের পরিবেশ বিরোধী কিছু মন্তব্য ইদানিং আসছে। কোনও নিক বা নাম ছাড়া। সেগুলো কি মডারেটররা তবে খেয়াল করছেন না? নাকি সেগুলো আপত্তিকর নয় বিধায়ই ছাড়া হয়েছে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আরেকটি প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে কিছু হাবিজাবি লেখা। যেমন আমার দু'টি পোস্টে কোনো মন্তব্য হয়নি। তার মানে ওই পোস্টগুলো ভূষিমাল ছাড়া কিছু নয়। (একটি বিড়াল শিশুর কান্না এবং কারো কিছু যায় আসে না।) কাজেই ও দুটো নির্দ্বিধায় মডারেটররা মুছে দিতে পারেন। একে তো দেখতে খারাপ লাগে অন্যদিকে জায়গার অপচয় বলে মনে করি। (নিজে মুছতে কষ্ট পেতে পারি।)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।