বাংলা হরফে লিখতে হলে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ০৭/০৩/২০০৯ - ৭:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা হরফে লিখতে হলে,

কন্ট্রোল + অল্ট + পি চাপলে ফোনেটিক লেআউট সক্রিয় হবে। এখানে ami লিখলে বাংলায় "আমি" লেখা হবে।

ইউনিজয় লেআউটে অভ্যস্ত কেউ থাকলে কন্ট্রোল + অল্ট + ইউ চাপতে পারেন।

সচলায়তনে সবাই খেটেখুটে বাংলায় লেখেন। তাদের পরিশ্রমটুকুকে অন্তত সম্মান করতে পারি আমরা, রোমান হরফে বাংলা না লিখে, কিংবা ইংরেজিতে না লিখে।

রোমান হরফে লেখা বাংলা মন্তব্য প্রকাশিত না-ও হতে পারে।

আসুন, একটু কষ্ট করে বাংলায় লিখি।

ধন্যবাদ।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

অবশ্যই বাংলাকে আমাদের সম্মান জানানো কেবল উচিৎই নয়, দায়িত্বও।
এ ইচ্ছা ও উদ্যোগে সহমত জানাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জিজ্ঞাসু এর ছবি

যারা বাঙলা টাইপ জানেন না, তাদের না জানার ছুতোয় রোমান বর্ণমালা ব্যবহার করে বিদঘুটে বাঙলা উচ্চারণ লেখার পিছনে কোন যৌক্তিকতা নাই। বাঙলায় লিখতে চাইলে একটু কষ্ট করে বাঙলা টাইপ করা শিখে ফেলা অনেক যৌক্তিক। মনে রাখা দরকার যারা এখন বাঙলা টাইপ করছেন তারা প্রথমে অধ্যবসায় ও ধৈর্য দিয়েই শিখেছেন। সচলায়তনে রোমান বর্ণে বাঙলা লেখা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাছাড়া ইংরেজিতে ব্লগিং এর সুযোগ কিন্তু আরও বেশি বিস্তৃত। সচলায়তনে বাঙলা চর্চা করা উচিত।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

সুমন চৌধুরী এর ছবি

ইউনিকোড বাংলা আর বাংলা ব্লগাবর্তের জন্মই হয়েছে নেট জগত থেকে বাংলিশ জাতীয় কুৎসিৎ জিনিসগুলিকে ঝেঁটিয়ে বিদায় করার উদ্দেশ্যে। আইটি ব্যুমের শুরুতেও অনেকে বলেছিল আমি তো জীবনেও কী-বোর্ডে হাত দেই নাই ইত্যাদি। কয়েক বছরের মধ্যেই তাঁরা বাধ্য হয়েছেন। যারা বাংলা টাইপিং না জানার অজুহাতে বাংলিশ চর্চাকে বিস্তৃত করতে সহায়তা করছেন, তাঁদের প্রতি ১০০% অশ্রদ্ধা সহকারে বলছি, সময় থাকতে বাংলা টাইপ করতে শিখেন, নাইলে পস্তাইতে হবে।

যা বললাম অবশ্যই রূঢ়ভাবে বললাম।



অজ্ঞাতবাস

ভূঁতের বাচ্চা এর ছবি

আমি স্বীকার করছি যে ফনেটিক বাংলা না থাকলে হয়তো আমার বাংলা টাইপিং কোনওদিন শেখাই হতোনা। কিন্তু যখন প্রথমবারের মতন এটা শিখি তখন তেমন বেগ পেতেই হয়নি আমাকে তাই যারা এখনো জানেন না কিভাবে বাংলায় লিখতে হয় তাদের জন্য বলবো - ভাই, এত কষ্টে পাওয়া আমাদের বাংলা ভাষা; এত সাধ-আহ্লাদের ভাষা; মায়ের মুখের ভাষা ... এটা যদি টাইপ করতে না পারেন তাহলে তো কষ্টের কথাই। তাই সামান্য কষ্ট হলেও শিখে নিন। আর নতুন কিছু শিখলে কিন্তু ক্ষতি নাই। আজ না হলে কাল কাজে লাগবেই নিশ্চিতভাবে।
-------------------------------

--------------------------------------------------------

মাল্যবান এর ছবি


রোমান হরফে লেখা বাংলা মন্তব্য প্রকাশিত না-ও হতে পারে।

না-ও হতে পারে কি , হবে না ঘোষনা করুন ।

ধুসর গোধূলি এর ছবি

- হয় বাংলায় লেখেন নাইলে ফোনেটিক হিব্রুতে লেখেন। হায়ারোগ্লিফিক্সও চলবো। মাগার বাংলা পারিনা কইয়া "ব্যাংলিশ" মাইরেন না ভাইসাবেরা। দাঁতদুঁত ভাইঙা ফানা ফানা হৈয়া যায় কেবল উচ্চারণের সূত্র বাইর করতেই। কী লেখছেন সেইটা বুঝতে হইলে ভাঙোনের লাইগা কয়েক পাটি দাঁত হাওলাত করতে হইবো পাশের বাড়ির ভাবীর থাইকা!

এই দুর্দিনে কে, কারে দাঁত হাওলাত দিবো ভাই? মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

أنت الصحيحة

你是正確的

あなたが正しいことを

당신이 올바른지

коју су тони

คุณถูกต้อง



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রণদীপম বসু এর ছবি

এইটা কী জিনিস ছাড়লেন জনাব ? মাথাটা আউলা হইয়া গেলো যে...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভূঁতের বাচ্চা এর ছবি

সবগুলো ভাষাতেই হিমুদা বলছেন- " আপনি ঠিক বলেছেন।"
---------------------------

--------------------------------------------------------

ফারুক হাসান এর ছবি

ধুগো শালি ছাইড়া ইদানিং ভাবিদের পিছনে লাগছে। কিন্তু ভাবিরা যদি উল্টো দাঁত ভেঙ্গে দেয়!?
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ধুসর গোধূলি এর ছবি

- পাগোল নাকি? ভাবীদের কাছেই তো যাবো ব্যাংলিশ পড়ে নিজের দাঁত ভাঙার পর। আগে গিয়া বাঘের মুখে পড়ুম নাকি মিয়া?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বিপ্লব রহমান এর ছবি

হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রাগিব এর ছবি

বাংলিশ নিপাত যাক।
বাংলা ভাষায় কমেন্ট হোক।

এই সুযোগে একটা সমস্যা বলি, ড় এর পরে আ-কার, ই-কার ইত্যাদি দেয়া যায় না কেনো সচল-অভ্রতে? (সচল ফোনেটিক ঠিক আছে)

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ইশতিয়াক রউফ এর ছবি

সন্দেশের পোস্টেই লিখে যাই...

আজকের ব্যানারটা সচলায়তনে আমার দেখা শ্রেষ্ঠ ব্যানারগুলোর একটি।

s-s এর ছবি

একমত, তবে -- --- ---- -----
যতটুকু মনে আছে এটা কি দ্বার বন্ধ? আমার তো মনে পড়ে দ্বার রুদ্ধ করে দিয়ে--- ---- তাই কি? একটু দেখুন। এই মুহুর্তে আমার কাছে ক্ষণিকা বা পূর্ণাঙ্গ রচনাবলী নেই।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

তানবীরা এর ছবি

আমার পিসি ঠিক হইছে বাংলার জনগন।
ইশতি ভাই বল্লেন বলে চোখে পড়ল ব্যানারটা। সাথে হীরক রাজার দেশের উত্তরটাও চোখে পড়ল।
জানার কোন শ্যাষ নাই
জানার চেষ্টা বৃথা তাই।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যারা বাংলা টাইপিং না জানার অজুহাতে বাংলিশ চর্চাকে বিস্তৃত করতে সহায়তা করছেন, তাঁদের প্রতি ১০০% অশ্রদ্ধা সহকারে বলছি, সময় থাকতে বাংলা টাইপ করতে শিখেন, নাইলে পস্তাইতে হবে।

যা বললাম অবশ্যই রূঢ়ভাবে বললাম।

আর ব্যাণার নিয়া একটা কথা কই... সম্ভবত বাক্যটা হবে
দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

s-s এর ছবি

নজু ভাই, আমার তো মনে ছিল দ্বার রুদ্ধ -- তাই কি? আমার কাছএ মুহুর্তে নেই ক্ষণিকা , বা অন্য কিছু --- প্লিজ, দেখবেন একটু?

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

s-s এর ছবি

"দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি,
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?"

রবীন্দ্র রচনাবলী, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ২৪ ( বিশ্বভারতী সংস্করণ)

একটা "দিয়ে" বাদ গ্যাছে, ঠিক করে নিন।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

বর্ণচোর এর ছবি

সাধুবাদ এই উদ্দোগ!

ফারুক হাসান এর ছবি

আচ্ছা, এমএস ওয়ার্ডে ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখে কীভাবে? আমি যা লিখি কেবল সচলের পাতায় এসেই ফোনেটিক দিয়, ওয়ার্ডে কখনো লিখে তা পেষ্ট করা হয় না কেবল ফোনেটিক ব্যবহার করি বলে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অভ্র ফোনেটিক ইউজ করেন ... ইউনিকোড সাপোর্ট করে এমন যে কোন সফটওয়ার, ফেসবুক, ফোরাম সবখানে বাংলা লিখতে পারবেন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ফারুক হাসান এর ছবি

থ্যাংকু কিংকং! আমি ট্রাই করলাম, কিন্তু অভ্রের কীবোর্ড ফোনেটিকের চেয়ে মনে হয় একটু আলাদা। সচলায়তনের ফোনেটিক কীবোর্ডের যমজ ভাই জাতীয় কিছু নাই?
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হুঁ এইটা একটা সমস্যা, দুইটার মাঝে বেশ পার্থক্য আছে, তাই মাইগ্রেট করতে সময় লাগে ... আমার প্রায় এক সপ্তা লাগছিল পুরাপুরি ফ্লুয়েন্ট হইতে ...

কিন্তু আপাতত এছাড়া মনে হয় কোন উপায় নাই ... অভ্র অনেক বেশি ভার্সেটাইল, সবখানে ব্যবহার করা যায় তাই একটু কষ্ট করে শিখে নেয়াটা খারাপ না ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ফারুক হাসান এর ছবি

মাইগ্রেট করাই আখেরে ঠিক হবে মনে হয় ।
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌরীশ রায় এর ছবি

আমি বাংলায় লিখি।
কেমন প্রচ্ছন্ন গর্ববোধ হচ্ছে!

ও হ্যা,
প্রচ্ছদ শিল্পীর নাম জানা যায়নি। যিনিই করেছেন অসাধারন হয়েছে।

স্বপ্নাহত এর ছবি

চলুক

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মাল্যবান এর ছবি

দারুণ ব্যানার !!
রবীন্দ্রনাথের লেখা দিয়ে আর একটি ব্যানারের প্রস্তাব দিচ্ছি।

" অন্ধকার ভেদ করি আসুক আলোক
অন্ধতার মোহ হতে আঁখি মুক্ত হোক"

সুদীপ্ত [অতিথি] এর ছবি

বাংলায় লেখা শুরুতে সবার কাছেই একটু কঠিন মনে হবার কথা। আমার কাছেও তাই মনে হয়েছিল। কিন্তু ফোনেটিকে বাংলা লেখা একেবারেই সহজ। আমার মনে হয় যে কেউ একদিন প্র্যাকটিস করলেই পারবে। ফেসবুক কিংবা অন্যান্য সাইটে বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করা যেতে পারে।

অতিথি লেখক এর ছবি

অভ্র দিয়েই লিখলাম
কোনদিন হয়তো আবার ফোনেটিকে লেখা হবে!

রুশাফি [অতিথি] এর ছবি

হোয়াট অ্যাবাউট রাইটিং ইংলিশ উইথ বাংলা বর্ণমালা? দ্যাট উড বি আ গ্রেট রিভেঞ্জ খাইছে

ইউনিকোড ভিত্তিক বাংলা লেখালেখিকে যারা আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে একে আরও এগিয়ে নিয়ে যাবেন তাঁদের সবার জন্য শুভেচ্ছা রইলো।

দেবোত্তম দাশ এর ছবি

আমি বাংলায় খাই বাংলায় ঘুমাই, আমি বাংলায় স্বপ্নও দেখি।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মহী  এর ছবি

আমার কথা কিন্তু তাই, যদি অন্য ভাষায় লেখার আগ্রহ তবে বাংলা ব্লগে এসে টাসকি খাইচেন কেন?? যান চলে অন্য কোথাও এই বাংলা ছেড়ে। দরকার নেই ওমন বাংলিসদের।

বিপ্লব রহমান এর ছবি

মোবাইল থেকে বাংলায় মন্তব্য করা যায় না। আর ইংরেজীতে মন্তব্য করতে গেলে কেনো যেনো 'প্রস্থান' হয়ে যায়! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।