মন্তব্য পোস্ট করার পর নিজের মন্তব্যকেই নতুন মন্তব্য হিসেবে দেখানো সমস্যা সমাধাণ প্রসঙ্গে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২০/০১/২০১১ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের নতুন অ্যাজাক্স ভিত্তিক মন্তব্যের সুবিধাটি বার বার অন্য পাতায় গিয়ে মন্তব্য করার কষ্ট বাঁচালেও কিছু অযাচিত সমস্যার সৃষ্টি করেছে। এর একটি হোলো মন্তব্য পোস্ট করার পর নিজের মন্তব্যকেই নতুন মন্তব্য হিসেবে দেখানো। এই সমস্যাটির সমাধাণ করার আগে দুটি পরষ্পরবিরোধী বিষয় লক্ষ্য করা প্রয়োজন:

১। যদি মন্তব্য করার পরপরই সর্বশেষ মন্তব্যের তথ্যাবলী আপডেট করা হয় তাহলে এই মন্তব্য লেখার সময়টিতে অন্য মন্তব্যকারীর করা মন্তব্য গুলোকে আর নতুন মন্তব্য হিসেবে দেখাবে না।

২। আর যদি সেটা না করা হয়, তাহলে মন্তব্য করার সময় অন্য মন্তব্যকারীর মন্তব্য করলেও দুজনের মন্তব্যকেই নতুন হিসেবে দেখাবে। (বর্তমান এটা ঘটে)

দুটো বিষয়ই সমস্যাজনক। তবে সচলায়তনের জন্য দ্বিতীয় ক্ষেত্রে সমস্যাটি প্রথম ক্ষেত্রের সমস্যার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ।

সেকারনে বর্তমানে ১ এ বর্ণিত উপায়ে ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ প্রতিবার মন্তব্য করার পরপরই মন্তব্যের ডাটাবেইজ আপডেট করা হবে। এতে করে একটা পোস্টে মন্তব্য করে ফিরে আসলে সেটাতে নতুন মন্তব্য রয়েছে বলে প্রদর্শিত হবে না। কিন্তু এর ফলে আপনার মন্তব্যের মধ্যবর্তী সময় যদি কেউ মন্তব্য করে বসে সেই আপডেটটিও আলাদা করে চিহ্নিত হবে না। ভবিষ্যতে নোটিফিকেশন সিস্টেম পুনুরুজ্জীবিত করা হলে এই কনফিউশন খানিকটা কমবে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

তাসনীম এর ছবি

টেস্ট নম্বর টু...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মাহবুব লীলেন এর ছবি

১ নম্বরটা পছন্দ

টেস্ট

অনিকেত এর ছবি

চাইর লম্বর টেস----

কৌস্তুভ এর ছবি

অফটপিক - মাঝে কিছুদিন মন্তব্যে লাইক দেওয়ার ব্যাপারটা ছিল, সেটা কী আবার তুলে দেওয়া হল?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।