চুপে।তিন।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: রবি, ২৮/০৩/২০১০ - ১১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগে নেটফ্লিস্কের কথা জানতাম না। জানলাম আমেরিকায় এসে । এখানে টরেন্ট দিয়ে সিনেমা টিনেমা নামানো অবৈধ। তবে প্রায় দশ ডলারের মত প্রতি মাসে দিয়ে নেটফ্লিস্কের মেম্বার হলে স্ট্রিমিং করে ইচ্ছামতো সিনেমা দেখা যায়। উইকিতে ডিভিডি রেন্টালের এই মেগা কর্পোরেটের মালিকের সুলুকসন্ধান করে জানলাম এই জনাবের পছন্দের সিনেমার নাম হল ‘গ্লুমি সানডে’। ভাবলাম টরেন্ট দিয়া নামানোর বউনি করি উনার পছন্দের সিনেমা দিয়ে। নামানো্র পর দেখা শুরু করতে বুঝলাম এই সিনেমা অনেক আগেই দেখা হয়েছে। তাও আবার দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে করা নরম টোনের সিনেমার মধ্যে ‘লাইফ ইজ বিউটিফুল’-এর পরে এই সিনেমা আমার কাছে ভাল লাগে।

বুদাপেস্টের এক ইহুদী রেস্টুরেন্ট মালিকের প্রেমিকা ইলোনা। তারা একজন পিয়ানোবাদক নিয়োগ দেয়। বাদক মহোদয় সুন্দরী ইলোনার প্রতি আকর্ষণ বোধ করতে থাকে। একসময় ইলোনা আর অগ্রাহ্য করতে পারে না। প্রাথমিকভাবে সমস্যা হলেও পরে তিনজনের মধ্যে এক ধরণের বোঝাপড়া হয়। পিয়ানোবাদক একটা নতুন কম্পোজিশন তৈরি করে। বাজানো শুরুর পরে দেখা গেল রেস্টুরেন্টে কাস্টমার বাড়ছে। সবাই খুব পছন্দ করতে থাকে অসম্ভব ভালো সেই সুর। তবে একটা সমস্যা ও দেখা দেয়। বাজারে একটা কথা চালু হল- এই সুর শোনার পর থেকে নগরে আত্নহত্যার সংখ্যা বেড়ে গেছে। আর ইতিমধ্যে বুদাপেস্টে ইহুদী নিধন করা শুরু করে জার্মান বাহিনী।

Gloomy Sunday

Rezső Seress

It is autumn and the leaves are falling
All love has died on earth
The wind is weeping with sorrowful tears
My heart will never hope for a new spring again
My tears and my sorrows are all in vain
People are heartless, greedy and wicked...

Love has died!

The world has come to its end, hope has ceased to have a meaning
Cities are being wiped out, shrapnel is making music
Meadows are coloured red with human blood
There are dead people on the streets everywhere
I will say another quiet prayer:
People are sinners, Lord, they make mistakes...

The world has ended!


মন্তব্য

মামুন হক এর ছবি

গান/বাজনাটা অসাধারণ!
সিনেমাটা নামাচ্ছি।
আপ্নারে পেন্নাম গুরুমশায়

শুভাশীষ দাশ এর ছবি

আপ্নেরেও পেন্নাম কত্তা।

অনিন্দ্য রহমান এর ছবি

আমার শোপাঁর ফিউনারেল মার্চ শুনলে মরে যেতে ইচ্ছা করে। এইটাও আত্মহত্যায় সহায়ক।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

হ। এডোয়ার্ড সায়ীদের 'মিউজিক্যাল এলাবোরেশনস্‌' পড়ছি। শোঁপা নিয়ে কিছু ব্যাখ্যা আছে।

সাফি এর ছবি

সুরটাতো সেরকম ভাল লাগলো, আর নায়িকাকে যে কেমন ভালু পেলাম আর বল্লুম্না :D।

শুভাশীষ দাশ এর ছবি

আর বলতে।

নাশতারান এর ছবি

গানটা শুনে মনটা একটু একটু করে ডুবে যেতে থাকে।

জান বাঁচাতে আর্মিক শুনলাম। উপযুক্ত সময় আর আবহে এটা শুনলে আমার কান্না পায়।

আচ্ছা, "বনি" বলতে কি উদ্বোধনী বুঝিয়েছেন? আমি জানতাম "বৌনি"। আসলে কোনটা? ইয়ে, মানে...

▀ ▄

b

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

আর্মিক ভালু পাইলাম। আর বউনি। ঠিক্কর্লাম।

সহজীয়া এর ছবি

'লাইফ ইজ বিউটিফুল' আমার খুবই প্রিয়। যেভাবে লিখেছেন তাতে করে তো ‘গ্লুমি সানডে’ মুভিটা অবশ্যই দেখতে হবে।
______________
বিধিবদ্ধ পংকিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
***************

শুভাশীষ দাশ এর ছবি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শুভাশীষ দাশ এর ছবি

এত কম দেখেন কেনু?

দ্রোহী এর ছবি

১.
গ্লুমি সানডের নামই জানতাম না!!!! লাইফ ইজ বিউটিফুল দেখেছি। ঠিকাছে ... ডাউনলোড করে ফেলবো। দেঁতো হাসি

২.
আম্রিকায় টরেন্ট দিয়া সিনেমা না নামানোই ভালো। "কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন" টরেন্টে ব্যাপক পরিমাণে হোস্ট করার অপরাধে আরেকটু হলে আমার পশ্চাৎদেশের চামড়া তুলে ফেলতো। অনেক কষ্টে মুচলেকা দিয়ে বেঁচেছি। দেঁতো হাসি

তারপর থেকেই ড়্যাপিডশেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। মাসে ৭ ইউরো। বিনিময়ে যা খুশি তাই নামাতে পারি। কোন ঝামেলা নাই।

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আম্রিকায় টরেন্ট দিয়া সিনেমা না নামানোই ভালো।

কেন, কি হয়?

দ্রোহী এর ছবি

আমারে ওয়ার্নার ব্রাদার্স থেকে উকিল নোটিশ পাঠিয়ে ছিলো। দেঁতো হাসি

বন্ডে সই করা লাগছিলো একটা।

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আরে - ওয়ার্নার ব্রাদার্স আপনার অটোগ্রাফ নিয়া গেছে - আপনে তো ব্যাপক বিখ্যাত লোক খাইছে

শুভাশীষ দাশ এর ছবি

১। ঠিকাছে।
২। আমি ও বাটে পড়লে করি। নেটফ্লিস্কের মেম্বর হমু কিনা ভাবতেছি।

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

শুভাশীষ দাশ লিখেছেন:
আগে নেটফ্লিস্কের কথা জানতাম না।

আমিও জানি না - এইটা কি - বুঝাইয়া বলেন - গুগুল করলে রেন্টিং সার্ভিস মনে হচ্ছে, ডিভিডি লইয়া মেইলা-মেইলি আইডিয়া ভুয়া মনে হইছে - স্ট্রিমিং করে দেখা যায়? একেবারে নতুন ছবি?

শুভাশীষ দাশ এর ছবি

ভুয়া মনে হলে কি হবে এটা এখন বিশাল কর্পোরেট। আমার জানা মতে, একেবারে নতুন ছবি স্ট্রিমিং করে দেখা যায় না। ডিভিডিতে বের হলে তারপর স্ট্রিমিং করে দেখা সম্ভব।

দ্রোহী এর ছবি

এখন যে কোন ছবি পৃথিবীর যে কোন দেশে মুক্তি পাওয়ার পরের দিনই স্ট্রিমিং করে দেখা যায়। তবে কোয়ালিটি ভালো হয় না।

মাঝে মাঝে মুক্তি পাওয়ার আগেই ছবি ডাউনলোডের জন্য পাওয়া যায়।

দ্রোহী এর ছবি

ওয়াইল্ড-স্কোপ লিখেছেন:
আমিও জানি না - এইটা কি - বুঝাইয়া বলেন - গুগুল করলে রেন্টিং সার্ভিস মনে হচ্ছে, ডিভিডি লইয়া মেইলা-মেইলি আইডিয়া ভুয়া মনে হইছে - স্ট্রিমিং করে দেখা যায়? একেবারে নতুন ছবি?

NetFlix ডিভিডি রেন্টিং সার্ভিস। কোন কোন জায়গায় সদস্যদের চাহিদা মতো ডিভিডি মেইল করে দেবে। একমাস রাখা যাবে একটি ডিভিডি, তারপর ফেরত দিতে হবে। আবার কোথাও কোথাও সুপারমার্কেটে নেটফ্লিক্সের ভেণ্ডিংমেশিন থাকে। আপনি যাবেন। আইডি সোয়াইপ করে ছবি নিয়ে আসবেন কোকের ক্যানের মতো। তারপর মাস শেষে ছবি ফেরত দিয়ে আসবেন।

ইদানিং স্ট্রিমিংয়ের অপশন ও যোগ হয়েছে। এখন আর ডিভিডি নিয়ে যন্ত্রনা করতে হয় না। কম্পিউটারে বা টেলিভিশনে একটা ডিভাইস সংযুক্ত করে সরাসরি ইন্টারনেট থেকেই ছবি স্ট্রিমিং করা যায়।

রাগিব এর ছবি

নেটফ্লিক্সে স্ট্রিমিং করে কেমন দেখা যায়? Veoh এর মতো, নাকি তার চেয়ে ভালো? স্ট্রিমিং করা যায় দেখে আগ্রহ পাচ্ছি ... কারণ লাইব্রেরি/দোকান থেকে খুঁজে খুঁজে ডিভিডি আনা মহা ঝামেলা, তার উপরে আমার ডিভিডি প্লেয়ার পটল তোলার পর্যায়ে গেছে ...

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আচ্ছা আম্রিকায় টরেন্ট ইউজ করা যায় না কেন? আমি বাসায় বসে ডাউনলোড করতে থাকলে কে ধরতে আসবে? ট্র্যাক করে কেমনে?

[কানাডায় তো গত দুই বছরে গ্যালন গ্যালন মুভি আর গান নামাইলাম আর সীড করলাম, কেউ তো ধরতে আসলো না চিন্তিত ]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

রাগিব এর ছবি

ধরতে চাইলেই ধরা যায়। ফেইক সিড বসিয়ে ফাঁদ পেতে ধরার জন্য এমপিএএ বেশ কিছু সংস্থাকে নিয়োগ দিয়েছে। তাছাড়া বিভিন্ন টরেন্টের সিড কারা করছে, তাদের আইপি তো অবশ্যই বের করা যায়।

কানাডাতে যাচ্ছে না হয়তো, কিন্তু আমেরিকাতে অনেক জায়গাতেই এটা ভালো করেই ধরা হয়।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সাফি এর ছবি

আমি যদি সিডিং না করে শুধু লিচিং করি তাহলে কি আমি নিরাপদ?

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আমার এখানে যারা ধরা খাইছে তারা আপলোড করে ধরা খাইছে (ধরা খাওয়া মানে ইউনি থেকে কড়া ওয়ার্নিং পর্যন্তই) - হিট এন্ড রান করলে (ডাউনলোড করে পরে আর আপলোড না করা) কোনো সমস্যা নাই - তাই ডাউনলোড লিমিট আনলিমিটেড সেট করছি - আপলোড রেট মিনিমাম (১ কেবি) চোখ টিপি

শুভাশীষ দাশ এর ছবি

আমি ও কোন কিছু নামানোর দরকার হলে এই সিস্টেমে করি। দেঁতো হাসি

সোয়াদ [অতিথি] এর ছবি

মনে হয় না। আপলোড হবার জন্য ডাউনলোড ১০০% শেষ না হলেও চলে। যদি কেউ ফেক সিড বসায় তবে ধরা পড়বার সম্ভাবনা আছে।

কানাডাতে বড়োজোর সার্ভিস প্রোভাইডার সতর্ক করে দিয়ে একটা ইমেইল পাঠাবে, এর বেশী কিছু কখনও হয়েছে বলে জানি না।

আমার প্রস্তাব হচ্ছে প্রাইভেট ট্র্যাকার ব্যাবহার করা। সর্বসাধারণের জন্য উম্মুক্ত নয় এমন ট্র্যাকার গুলো থেকে ধরা পড়বার সম্ভাবনা নাই।

http://filenetworks.blogspot.com/
http://filesharefreak.com/

এই সাইট দুটা দেখতে পারেন।

রাগিব এর ছবি

আজ থেকে নেটফ্লিক্সের ট্রায়াল নিলাম। সব সিনেমার স্ট্রিমিং নাই, বিশেষ করে উপমহাদেশীয়গুলার মধ্যে একেবারে নতুন বাদে স্ট্রিমিং নাই। তবে হলিউডীগুলোর আছে। চমৎকার মান, দেখা যায় একেবারে ডিভিডিতে দেখার মতো। ১ম মাস ফ্রি। কোনো কন্ট্রাক্ট নাই। মাসে ৯ ডলার। স্ট্রিমিং এ যতো খুশি দেখা যায়, আর ডাকযোগে ১টা করে ডিভিডি।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।