গতবছর এইসময়

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ২১/১২/২০০৭ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুরবানি-২০০৬

ঈদ মুবারাক ।
দেখতে দেখতে ২০০৭ ও চলে যাচ্ছে। কী নিদারুন অবস্থা দেশের,
অথচ গতবছরও এই সময় তারা অবলা প্রাণীদের (পাবলিক) নিয়ে যথারীতি টানা হ্যাচড়া করতেন। আহ্-হারে ।


মন্তব্য

হিমু এর ছবি
লুৎফুল আরেফীন এর ছবি

জটিল হইছে!

তানভীর এর ছবি

জব্বর...তয় লেজ ধরে টানার সময় উষ্টা দিচ্ছে...এইরকম থাকলে আরো ভালো লাগত। হাছিনা কি গতবছর কুরবানী দেয় নাই?

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সুজন চৌধুরী এর ছবি

না দিয়া যাইবো কই ? খাইবো কী ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

তানভীর এর ছবি

হাছিনা বেগমের খোমা নাই, তাই কইলাম আর কি। ২০০৭-এর কার্টুন-টা কেমন হবে? গরু গরাদের বাইরে দেঁতো হাসি নিয়ে দাঁড়িয়ে, আর গরাদের পিছে ক্রোধোন্মত্ত দুই মহিলা "দেখে নেব তোকে সামনের বছর..."

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সুজন চৌধুরী এর ছবি

আসলে পুরানো কাজ আম্লীগ আমলের , ফরমাইস যেমন ছিল তাই করছিলাম, নাইলে তো বুঝেনই।
২০০৭- নিয়া আপনার আইডিয়া মাথায় থাকবে - দেখা যাক পানি কই
গড়ায়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জব্বর জট্টিল!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

জব্বর কার্টুন
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।