আজি এ প্রভাতে রোবুর কর

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ০৯/০৫/২০১১ - ১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন একটা কমিক লাইনে হাত দিলো কালাইডোস্কোপ। শুধু গোয়েন্দাগিরি করলেই কি চলবে, একটু বিজ্ঞানের সাথে টিজ্ঞান লাগবে না?

অতএব এক ক্ষ্যাপাটে বিজ্ঞানীকে নিয়ে কিছু খসড়া আঁকিবুকি চলছে। বিজ্ঞানী প্রোফেসর দাদু, তার পড়শী দুই বিচ্ছু আর বিজ্ঞানীর পোষা রোবট রোবু ঠাকুরকে নিয়ে এগোচ্ছে গল্প।

আজ ২৫শে বৈশাখ রোবু ঠাকুরেরও জন্মদিন। এই দিনে প্রোফেসর দাদু তাঁর ল্যাবে বসে এটার সাথে সেটা জোড়া দিয়ে তৈরি করেছেন সব কাজের কাজী রোবু ঠাকুরকে।

শেষমেশ রোবুর চেহারাটা দেখতে কেমন হলো? দেখুন এখানে


মন্তব্য

হিমু এর ছবি

কাজী রোবু ঠাকুর!

ধুসর গোধূলি এর ছবি

পুরো নাম কাজী রোবুস্লাম ঠাকুর হলে আরও বেশি জমে! সংক্ষেপে কাজী ঠাকুর। হে হে হে

শুভাশীষ দাশ এর ছবি

হ্যাফি বাড্ডে, রোবু ঠাকুর।

ওডিন এর ছবি

শুভ আবির্ভাব দিবস হে ধাতব কবি! হাসি

যাযাবর ব্যাকপ্যাকার (ঘুমাই) এর ছবি

পাত্থর!! দেঁতো হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

একেবারে জলের মধ্যে ধাতব সোডিয়াম দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুর্দান্ত এর ছবি

সুন্দর। রবুকে ভাল লেগেছে। তবে স্ট্রিপের পাতায় ডিজনির পিনোকিওর ছায়া বেশ প্রকট মনে হয়েছে, যেমন দাদু=জেপেটো, বয়ামের মাছ=লুপে, টেবিলের যন্ত্রপাতি=জেপেটোর তুলি, ডানোর ডিবে=কাঠের কুঁদো ইত্যাদি। মিলগুলো যদি বেশী কাছাকাছি হয়েই যায়, তাহলে ডিজনির 'অনুপ্রেরণা' স্বীকার করে নিলে লাভ বই ক্ষতি নেই।

সুজন চৌধুরী এর ছবি

দুর্দান্ত!!!
মিল দেখলাম বেশ আছে ! তবে এটা করার সময় পিনোকিও মাথায় ছিল না একেবারেই!!
দাদুটা আমার স্কুল টিচারের ছায়া ! ডানোর টিনটাও আসছে ছোটবেলার স্মৃতি থেকে ! মাছটাও তাই !
তবে আমি খুবি ডিজনী প্রভাবিত, এটা ঠিক।

রু (অতিথি) এর ছবি

পছন্দ হয়েছে। কমিক রাজ্য আরো নিত্যনতুন চরিত্র দিয়ে ভরে উঠুক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্বাগতম

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

ছবি নিয়ে কিছু বলার আগেই তো পানের চোটে আমি মুগ্ধ!

প্রথম ফ্রেমটায় খানিকটা মু.জা.ই.র আদল পেলাম।

আচ্ছা, ডানো কি জিনিস?

অপছন্দনীয় এর ছবি

ডানো এক ধরনের গুঁড়োদুগ্ধ বিশেষ...লাল রঙের টিনে পাওয়া যেতো।

জনৈক পাঠক এর ছবি

অপছন্দনীয় এর ছবি

দেঁতো হাসি

সুরঞ্জনা এর ছবি

বাহ! দাদা এই বারের ছবি আঁকার ধরণ খুব ভালো লেগেছে, কেমন একটা তেল্ররঙ তেলরং ভাব হাসি
অপেক্ষায় আছি দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দ্রোহী এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ভেবেছিলাম বড় হয়ে সুজন্দা হব। দেখতে দেখতে বড় হয়ে গেলাম কিন্তু সুজন্দা হওয়া হল না আমার। মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি

আপনার যে বয়স, কোমড়ের আধেক তো কবরে ঢুকে বসে আছে। এই বয়সে সুজন্দা হওয়ার টার্গেট করে আর লাভ নাই। আপনে বরং মহান আঁকিয়ে খাজাবাবা ধুগো হওয়ার টার্গেট করেন। অন্তত ময়না'র মতো সজনে ডাঁটা, ঝিঙার ফুল, করলা'র মূল ইত্যাদি আঁকাআঁকি করতে পারবেন।

চিত্রবীর খাজাবাবা ধুগো'র আর্কাইভ থেকে একটা নজরানা থাকলো আপনার জন্য। চাইলে আপনার খোমাও খাজাবাবা অত্যন্ত যত্ন সহকারে এঁকে দিবেন [কন্ডিশন্স এ্যাপ্লাই]। ইয়া হাবিবি।

রু (অতিথি) এর ছবি

কী ভয়ঙ্কর! খুব সুন্দর তো!

সাইফ007 এর ছবি

কমিকস রাজ্য গড়ে তুলেছি , দেখবেন না?
এই প্রথম বাংলা কমিকস নিয়ে পরিপূর্ণ সাইট www.comicz.co.cc
নন্টে ফন্টে, বেসিক আলি, উন্মাদ, বাটুল দি গ্রেট,হাঁদা ভোঁদা,চাচা চৌধুরী সহ হাজারো কমিকস। আমন্ত্রণ রইল!

shabdik এর ছবি

দারুন তো!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।