দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৮/০৫/২০০৮ - ৩:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক মারমারকাটকাট হলো। আঁচড়েকামড়েদুমড়েমুচড়ে শেষতক তাঁকে আর ভাসানো যায় না, ফিরতি স্রোতে চলে আসেন সোজা অন্দরমহলে। অনেক অনেক কাল আগে, সেই একশ সাতচল্লিশ বছর আগে বৈশাখের ২৫, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মেছিলেন তিনি। আজ পৌনে দেড়শ বছর গড়িয়ে আবারো ২৫ বৈশাখ।

গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি।

হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।
তোমার প্রকাশ হোক কূহেলিকা করি উদ্ঘ াটন
সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিষ্ময়।
উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে
চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ।
জোড়াসাঁকো, ২৩ বৈশাখ ১৩৪৮।

সত্যজিত রায়ের করা ডকুমেন্টারির লিঙ্ক দেওয়া হলো.......


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍গুরু" ডাকের জন্য ইনিই যোগ্যতম ব্যক্তি।
বিস্ময়-মুগ্ধতা-মাখা শ্রদ্ধার্পণ করছি।

পুনশ্চ. The Poet and The Mahatma নামের এক ঘণ্টা দু'মিনিটের একটি ডকুমেন্টারি ছবি (৩৬১ মেগাবাইট) আছে আমার কাছে। উত্সাহী কেউ থাকলে কোথাও আপলোড করে দিতে পারি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত এর ছবি

এসব আবার জিগাইতে হয় নাকি !!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রথম অংশ
দ্বিতীয় অংশ
তৃতীয় অংশ
চতুর্থ অংশ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

সন্ন্যাসীদা আপনারে অনেক ধন্যবাদ এই ডকুর জন্য

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুমন চৌধুরী এর ছবি

ব্যপক ধন্যবাদ.....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দ্রোহী এর ছবি

গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলী।


কি মাঝি? ডরাইলা?

শাহীন হাসান এর ছবি

বেশ লাগলো বরেষু, আপনার পরিবেশনা ...।
আনন্দ! আনন্দ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রেনেট এর ছবি

কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। আজো অবাক হয়ে ভাবি, ১০০ বছরের ও আগে এত আধুনিক লেখা তিনি কিভাবে লিখতেন। নিজেকে আমার ছুটি গল্পের ফটিক মনে হয় প্রতিনিয়ত।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নিঘাত তিথি এর ছবি

আঁচড়েকামড়েদুমড়েমুচড়ে শেষতক তাঁকে আর ভাসানো যায় না, ফিরতি স্রোতে চলে আসেন সোজা অন্দরমহলে। অতি খাঁটি কথা।
ধন্যবাদ বদ্দা লিংকগুলোর জন্যে। এবং সন্ন্যাসী ভাইকেও।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

শেখ জলিল এর ছবি

গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ তো অবশ্যই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক এর ছবি

ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিষ্ময়।

শুভ জন্মদিন গুরুদেব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শ্রদ্ধা...

খেকশিয়াল এর ছবি

গুরুদেবের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি, শতকোটি প্রণাম ।
সুমন চৌধুরীকে ধন্যবাদ লিঙ্কগুলির জন্য ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

এই গানটা অনেকবার গেয়েছি! আপনার লেখাটি দেখে আবার গাইতে ইচ্ছে করছে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি

গাইয়া ফালান। আরপর আপলোড দ্যান......



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অনিন্দিতা এর ছবি

লেখার সাথে সাথে সচল কেউ এখানে আমাদের জন্য গান গেয়ে তো লিঙ্ক দিতে পারেন।
শ্রদ্ধাঞ্জলি আর আমাদের গান শোনানো দুটোই হয়।
অনেক ধন্যবাদ সুমন চৌধুরীকে।

তীরন্দাজ এর ছবি

অফিসে বইসা গাইলে পাগল কইয়া বাইর কইরা দিব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি

বাড়িজ্জাইয়া দিয়েন



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কোন বাঙালী যদি বুড়াকে নাকচ করতে চান তো করুন। কিন্তু তার আগে ভেবে দেখুন নিজের অবস্থানের পক্ষে কোন শক্তপোক্ত যুক্তি দেখাতে পারবেন তো? অমন যুক্তি যদি পেয়েই যান তাহলে এখানে এসে বলে যাবেন, আমরা জ্ঞানলাভ করবো।

******************

"কানা পালোয়ান সনে শিখেছিলে কুস্তির প্যাঁচ
সেই প্যাঁচে পরে দেখি অন্য যতেক কবি ঘ্যাঁচ্
জাহাজ-ক্যাপ্টেন তুমি, বাকি সব মাঝি আর মাল্লা
সকলে জাঙ্গিয়া পরা, তুমি শুধু পরে আলখাল্লা।
সকলে কুড়োয় বেল, তুমি একা বাগাও নোবেল
ইস্কুলে না পরিয়া ফার্স্ট তুমি, বাকি সব ডাহা ফেল
তোমার ওজনে ভারি একদিকে হেলে দাঁড়ি-পাল্লা
সকলে জাঙ্গিয়া পরা, একা তুমি পরে আলখাল্লা।"


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।