সচলায়তনের জন্মদিনে

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ৯:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের ইতিহাস নিয়ে অরূপের পোস্টের পরে তেমন কিছু আর বলার নেই।পড়তে পড়তে নস্টালজিক হয়ে পড়ছিলাম। দেশ ছাড়ার পর থেকে হাতে গোনা যে কয়জনের সাথে যোগাযোগ তারমধ্যে হিমু একজন। হেন বিষয় নেই যা ওর সাথে আলাপ হয় নাই। ২০০৬ এর জানুয়ারীতে একদিন সামহোয়ারের লিঙ্ক দিয়ে বলে অন্তত কিছু মন্তব্য ঝেড়ে আসতে। তারপর টেঁসে গেলাম ওখানে। খোলাখুলি লেখার সুযোগ পেয়ে মাথায় মাল উঠলো। অনেকটা "নুয়া দেখলে গুয়া কামড়ায় রে....." ফর্মুলায়। তারপর সেখানে নানারকম বিন্যাস-সমাবেশে পরিচয় হলো বেশকিছু প্রতিভাধর মানুষের সাথে।সম্পর্ক গড়ালো ব্লগ ছাড়িয়ে মাইক্রোসফট নেটওয়ার্কে। নানা আলাপ নানা ফ্যান্টাসী। বাংলা সাহিত্যকে গুষ্টি উদ্ধার করে একটা কিছু দিতে হবে। সে বাঁশই হোক আর কঞ্চিই হোক। রাসেল( ........) তখন এমএসএনে খুব নিয়মিত। অরূপ তখন সবেমাত্র মন্ট্রিয়ালে। উৎস অনিয়মিত।পিয়াল ভাই,রাসেল,মাশীদ,ধুসর গোধুলি,হিমু আর আমি তখন মোটামুটি নিয়মিত।এই "কিছু একটা করতে হবে"র কাম সবার মধ্যে তাড়িত করার মৌলিক কৃতিত্ব হিমুর। তাড়িত হবার কৃতিত্ব সবার। সবাই নিশ্চিত করলেন ইন্টারনেটে এইরকম একটি লেখক সমাবেশ স্থাপনে কুড়কুড়ানির কথা। তারপর অ্যাকশন। অরূপ শোনামাত্র জানালো সম্ভাবনার কথা। মুর্শেদও জুটে গেলো সাথে আরো সম্ভাবনার গল্প নিয়ে। তারপর ব্লগারু...আর তারপরের ইতিহাস অরূপের পোস্টে।

গতবছরের শেষে নানা ঝামেলায় গুগলের মেইল নিয়মিত চেক করা হতো না। তারপরেও জানতাম সচলায়তনের কাজ গোলরুটির মতো গড়িয়ে চলছে। এমএসএনে কিছুটা অনিয়মিত হয়ে গেলেও যখনই দেখা হতো সচলায়তন নিয়ে গ্যাজানো হতো। অরূপ আর মুর্শেদের নিরলস শ্রমকে ধন্যবাদ দেই না। দিলে অপমান করা হবে। ভার্চুয়াল পরিচয়ে ওদের সাথে এক ধরনের অবিচ্ছেদ্য আত্মীয়তা অনুভব করি।

শেষ পর্যন্ত উন্মুক্ত হলো সচলায়তন। বেঁচে থাকতেই হবে। আমরা যদি বেঁচে থাকি সচলায়তনও বেঁচে থাকবে। থাকতেই হবে।


মন্তব্য

অমি রহমান পিয়াল এর ছবি

সুপাঠ্য পুনরালাপ

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

সুমন চৌধুরী এর ছবি

ডাঙ্কে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অরূপ এর ছবি

চলুক
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ঝরাপাতা এর ছবি

বেঁচে থাকতেই হবে। শুধু জন্ম হলেই তো হবে না, পরিচর্যাও করতে হবে সবার।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হযবরল এর ছবি

ডাংকে ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সুপাঠ্য। ধন্যবাদ। কিন্তু ডাংকে মানে কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

ডাঙ্কে মানে ধন্যবাদ....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

কসনম সেপান।

এটা মানে থ্যাংকু ভেরিমাচ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দ্রোহী এর ছবি

নুয়া দেখলে গুয়া কামড়ায়? ইন্নালিল্লাহ....পাক/সাফ হওয়া ফরয হয়ে গেছে মনে হয়!
__________
কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা মনে হয় বদ্দার লেখা সরলতম গদ্য। লেখাটা খুব ভালো লাগছে, উৎস ভাইয়ের কাছে 'গোলরুটি' শুনে অনেকদিন ভাবছি, সাইটের নাম গোলরুটি? বদ্দা, মাঝে মৈদ্দে এরম সহজ লেখা দিয়া ডাইল-ভাত খাওয়াইয়েন।

ধুসর গোধূলি এর ছবি

- হ
সেদিন খোমাখাতায় লিখছিলাম, 'আজকে চলুন নষ্টালজিক হই, অল্প একটু'।
আসেন বদ্দা, নষ্টালজিক হই আজকে আবার, পুরোদমে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সিরাত এর ছবি

পড়িলাম!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন!

স্ট্যাটাসায়তনে পোস্ট হচ্ছে না, এখানেই জানিয়ে গেলাম।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।