বিনয় মজুমদারের ২০১টি এক পংক্তির কবিতা (পুর্নপাঠ)

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শনি, ০৭/১১/২০০৯ - ৫:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিনয় মজুমদারের ২০১টি এক পংক্তির কবিতা (পুর্নপাঠ)

১.
কবিতা লিখলেই মানুষ, গণিত আবিষ্কার করলেই বিশ্বের মালিক
২.
যা ঘটে তাই স্বাভাবিক
৩.
পাহাড় ও নদীর মালিক সরকার
৪.
বলতো কী নেই অথচ তার মালিক আছে— আকাশ
৫.
ঘি-ও জ্বাল দেবার সময় দুর্গন্ধ
৬.
একটা ধান থেকে মোটামুটি চুরাশিটি ধান হয়
৭.
সবচেয়ে বোকা প্রাণী মাছ
৮.
শরীরের তুলনায় প্রজাপতির পাখনা কত বড়
৯.
খোসায় লাগানো চীনাবাদাম পাকলে খোসা থেকে আলাদা হয়
১০.
তা দিলে তো তবে ডিম থেকে বাচ্চা বেরুবে
১১.
সবচেয়ে সস্তা খাবার শাপলা
১২.
শাপলার চাষ করতে হয় না
১৩.
আমি দেবতা মানে আমি তোমাকে অমুক জিনিষ দেবো
১৪.
চোখে দ্যাখা না গেলেও দশ বারো মাইল দূরে মানুষ আছে
১৫.
গাছ দেখে বোঝা যায় কোন জায়গা ভালো
১৬.
কলাগাছেই সব চেয়ে বড় পাতা
১৭.
পাতার আকারে মানকচু গাছ তৃতীয়
১৮.
পাতার আকারে তালগাছ দ্বিতীয়
১৯.
পেঁপে গাছে তক্তা হয় না
২০.
সব মাছই জলে থাকে।
২১.
সব গরুই ডাঙায় থাকে।
২২.
হাঁস জলে ভাসে
২৩.
মানুষ জলে ডুবে যায় কিন্তু হাত পা নেড়ে ভাসে
২৪.
কলমিলতা জলে ভাসে, ডোবে না।
২৫.
কুমড়ো ফুল ভাজা অতি সুস্বাদু
২৬.
ফল নয় ফলের আঁটি সবচেয়ে পুষ্টিকর
২৭.
শাপলা চাষ এখনো জগতে শুরু হয়নি
২৮.
সবচেয়ে ভালো সুনিদ্রা দেয় পাখি
২৯.
ডিমে তা না-দিলে ডিম ফোটে না
৩০.
কচ্ছপ থাকে জলে ডিম পাড়ে ডাঙায়
৩১.
কচ্ছপ এখন উড়তে শিখলেই কচ্ছপের কাজ হাসিল
৩২.
পশ্চিমবঙ্গে শাপলা ফুলে বিল সাদা হয়ে যায়
৩৩.
দোয়েলের শিস শোনা ভাগ্যের ব্যাপার
৩৪.
সবচেয়ে ভালো জ্যামিতি ময়ূরের পেখমে
৩৫.
পৃথিবীর সম্রাটের ভয় ভিক্ষা করতে যেন না হয়
৩৬.
অম্বল হলে ভাত খাওয়ার পর টক খা
৩৭.
এখনো পোড়া বেগুন, পোড়া মোচা, পোড়া কচু খাই
৩৮.
মাটি থেকে ফল এইটুকু তো দূরত্ব, কিন্তু কত তফাৎ
৩৯.
পা হীন সাপ আকাবাঁকা হলেই সামনে এগোয়
৪০.
চতুষ্পদ সামনের পা যেখান থেকে তোলে ঠিক সেখানেই পিছনের পা ফেলে
৪১.
কচুরি জল থেকে খাবার খায়
৪২.
তুলসী গাছের থেকে গন্ধ বেরোয়
৪৩.
দারুচিনি আসলে গাছের বাকল।
৪৪.
আম ও আমগাছ— আমাদেরই অংশ।
৪৫.
খেজুরগাছে কাঁটা খেজুরগাছেরই সবচেয়ে বেশি কষ্ট।
৪৬.
শিউলি ফুল গাছে থাকে মোটে একরাত।
৪৭.
নিমগাছ তেতো ব’লে উইতে কাটে না।
৪৮.
সুপুরিগাছ সিধে উপরের দিকে ওঠে।
৪৯.
নারকেলগাছ একটু হেলে উপরের দিকে ওঠে।
৫০.
অধিকাংশ রঙিন ফুলে গন্ধ নেই।
৫১.
অধিকাংশ সাদা ফুলের গন্ধ আছে।
৫২.
কাঁঠাল হয় গাছের পনেরো বছর বয়সে।
৫৩.
নারকেল হয় গাছের কুড়ি বছর বয়সে।
৫৪.
কলমের গাছে ফল হয় তাড়াতাড়ি
৫৫.
কলমের গাছে ফল হওয়া বন্ধ হয় তাড়াতাড়ি
৫৬.
কাঁঠাল গাছে কলমের চারা হয় না
৫৭.
থানকুনি গাছ আমগাছের মতো লম্বা নয়।
৫৮.
আলু বহু প্রকারের— গোলালু, শাকালু, মেটে আলু
৫৯.
কচু বহু প্রকারের— পানি কচু, মুখি কচু, মান কচু, ঘট কচু
৬০.
লেবু বহু প্রকারের— পাতি লেবু, ঘোড়া লেবু, কাগজি লেবু
৬১.
জাল তৈরি করেছিলো কে আগে, মানুষ না মাকড়সা?
৬২.
গাছ রুয়ে সেই গাছে জল দাও— এই পূণ্য ফলেই স্বর্গে যাবে।
৬৩.
পথ দেখলেই চেনা যায় যে সেটা পথ
৬৪.
ধানে শাঁস নেই পুরোটাই আঁটি
৬৫.
কলার আঁটি নেই পুরোটাই শাঁস
৬৬.
মৃত্যুর মুখ থেকে ফিরলে তবে অমর হওয়া যায়— যেমন এভারেস্টে ওঠা
৬৭.
তাতেই জল জমে, টিপিতে জমে না
৬৮.
আমের শাঁস আমের চারার সার
৬৯.
যার যত ওজন তত ওজন সে তুলতে পারে
৭০.
এক আর অনেক— এক এর বেশি কি আমরা গুণতে পারি?
৭১.
গর্ভবতী দেবীকে একজন দেবী বলা যায় না।
৭২.
সর্বোচ্চ ছাড়া কেউ গুণতে পারে না
৭৩.
সৎলোক সর্বোচ্চের সমান শুধু সততায়
৭৪.
চীন দেশে চিনি আবিষ্কার হয়েছিলো
৭৫.
গাছের পাতা সবুজ সাধারণত
৭৬.
রোদ কিছুতে পড়লে দেখা যায়
৭৭.
নারকেল গাছের নিচে পথ থাকে
৭৮.
দুর্বা ঘাসে ফল হয় না
৭৯.
দুর্বা ঘাসে ফুল হয় না
৮০.
বৃষ্টির জল অধিকাংশ মাটির নিচে যায়
৮১.
গাঁদা ফুল নানা রকমের
৮২.
অনেক গোলাপকে গোলাপ বলে চেনা কষ্ট
৮৩.
শিউলি ফুল সব এক রকমের
৮৪.
শিউলি ফুলের বোঁটা থেকে রঙ হয়
৮৫.
কাঁটা বরং খেজুরের চারাতেই থাকা উচিত ছিলো
৮৬.
কোনো গাছের চারাতেই কাঁটা থাকে না
৮৭.
ফল পাকলে কখনোই নীল হয় না
৮৮.
সব ফল পাকলে মাটিতে ঝ’রে পড়ে
৮৯.
খেজুর গাছের ওই চেহারা তবুও সবাই ভালোবাসি
৯০.
ঘাসেরও আত্না আছে, পূণর্জন্ম আছে
৯১.
শাপলার শোলার আত্না আছে…
৯২.
বাঁশঝাড়ে বাঁশ বাঁকা হয়ে বড়ো হয়
৯৩.
কেবল বেলপাতা পাশাপাশি তিনটে হয়
৯৪.
কচুগাছের পাতা বাদে সবই খাওয়া যায়
৯৫.
গাছের ছায়ায় থানকুনি গাছ হয়
৯৬.
নারিকেল গাছের কিছুই ফেলা যায় না, সবই কাজে লাগে
৯৭.
সে-সব গাছের ফল খাই না, সেই সব গাছের ফুল বিখ্যাত
৯৮.
যে-সব গাছের ফল খাই, সেইসব গাছের ফুল অখ্যাত
৯৯.
বাতাবি ফুলের গন্ধ অতি মিষ্ট, কিন্তু তা কেউ বলেও না, বলে বাতাবি লেবুর কথা
১০০.
আমার মনে হয় আমাদের গ্রামে গরুর গাড়ির চাকা আছে
১০১.
সৎ কথাটার মানে যে বেঁচে আছে
১০২.
অসৎ কথার মানে বেঁচে নেই
১০৩.
উত্তর গোলার্ধে যখন আম পাকে দক্ষিণ গোলার্ধে তখন আমগাছে আম থাকে না
১০৪.
উত্তর গোলার্ধে যখন শিউলি ফুল তখন দক্ষিণ গোলার্ধে শিমুল ফুল
১০৫.
দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে অসহ্য গরম
১০৬.
মানুষের পৌষ মাস মাছের সর্বনাস
১০৭.
কাঁঠাল পেকে মাটিতে পড়লে বোঁটা গাছেই থেকে যায়
১০৮.
শাপলার ফুল জলের উপরিভাগে ফোটে(জলের এক বিঘৎ নিচে কিম্বা জলের এক হাত উপরে ফোটে না)
১০৯.
বাঁশ ঝাড় থেকে কেটে এনে মাটিতে পুঁতলে জ্যান্ত থাকে
১১০.
পাখিরা কী ক’রে বোঝে ভোর হয়ে এসেছে এখন
১১১.
ফল পেকে এলে পাখিরা প্রথম বোঝে
১১২.
মৌমাছি জীবনে একবারই হুল ফোটাতে পারে
১১৩.
যেই মৌমাছি নিয়ে কবিতা লিখছি অমনি আমার পায়ে হুল ফোটালো— জীবনে ওই একবারই হুল ফুটিয়েছে আমাকে
১১৪.
যেই বিড়াল দেবতা ব’লে কবিতা লিখছি— অমনি সাত আটটা বনবিড়াল আমার বাড়িতে এলো ভাত খেতে
১১৫.
আমরা যা ভাবি লিখি তা অন্য প্রাণীরা বুঝতে পারে
১১৬.
আমরা ফুলের গন্ধকে বলি মধুর গন্ধ
১১৭.
সাড়ে চারশ কোটি লোকের সাড়ে চারশ কোটি রকমের চেহারা তাজ্জব ব্যাপার
১১৮.
ছিলো ধানের গোলা হলো গোলাপ পরে হলো গো লাফ— একই জায়গায়
১১৯.
আমার এক দালানে লেখা ‘শান্তিনিকেতন’ শান্তিনিকেতনে আছে বিনয় ভবন
১২০.
জাম পাড়া খুবই কঠিন কাজ
১২১.
জবা ফুলের কুঁড়ি বিক্রি হয়— ফোটা ফুল নয়
১২২.
আমি জবা রঙ্গন ও গন্ধরাজ ফুল ভাজা খেয়েছি
১২৩.
হাতিশুঁড় গাছের পাতার রসে চোখ ওঠা সারে
১২৪.
বাজ এবং উলটো জবা— আমার ধারণা বাজ প’ড়ে আহত হলে জবা ফুল খেলে সেরে যায়
১২৫.
অম্বলি শাক খেলে অম্বল সারে
১২৬.
তুলসী গাছের পাতার রস দাঁতের পোকা মরে এবং দাঁত-ব্যথা সারে
১২৭.
আমার ধারণা সমস্ত গাছের পাতাই রান্না করে খাওয়া যায়
১২৮.
আমার ধারণা সব ফুল খাওয়া যায়
১২৯.
পেঁপের রসে পেটের অসুখ সারে
১৩০.
আমের বোল খেলে আমাশয় সারে
১৩১.
সূর্যমূখী ফুলের পাতার রস খেলে সর্দিগর্মি সারে
১৩২.
সর্ষের তেলে ‘কালোমেঘ’ গাছের রস মিশিয়ে যে কোন ফোঁড়া সারে
১৩৩.
সর্ষের তেলের সঙ্গে প্রচুর নুন গুলে মালিশ করলে মাংসপেশীর ব্যথা সারে
১৩৪.
গলা খুসখুস গলা ব্যথা হলে শুকনো নুন আঙুলে দিয়ে আলজিভে এবং আলজিভের নীচে গলায় লাগালে একেবারেই গলা ব্যথা সারে
১৩৫.
কলেরা হওয়া মাত্র শুকনো নুন অনেকখানি খেলে সেরে যায়
১৩৬.
পেটের অসুখ হলে প্রথম উপবাস ক’রে তার পরে নুন লঙ্কা মাখা শুকনো ভাত খেলে সারে (জল না দিয়ে)
১৩৭.
গায়ের যেখানেই কাটুক ছড়ে যাক ওষুধ না লাগালে ঘা হয় কিন্তু মুখের মধ্যে কাটলে এমনিতেই সারে
১৩৮.
থুথু পেটের অসুখের এবং ঘায়ের ওষুধ
১৩৯.
সামান্য পুড়ে গেলে আতা পাতার রস মাখলে সারে
১৪০.
বাদনগ ঘাসের রস লাগালে কাটা ঘা সারে
১৪১.
কাটলে গাছের পাতার রস লাগালে কাটা ঘা সারে
১৪২.
কাঠঠোকরা পাখি সুপুরিগাছে বেশি বসে
১৪৩.
আমগাছে বাসা বাঁধে শালিকেই বেশি
১৪৪.
পায়রা মানুষের তৈরি টুকরিতে কি কাঠের খোপে কি ঘুলঘুলিতে বাসা বাঁধে
১৪৫.
পায়রারা মানুষের সঙ্গ ছাড়তে চায় না
১৪৬.
আমি অভিজ্ঞতা থেকে দেখেছি কখন দুপুর এগারোটা বাজে বিড়াল বুঝতে পারে কখন রাত সাতটা বাজে বিড়াল বুঝতে পারে
১৪৭.
আকাশ দিয়ে ওড়ার পথ চেনে মৌমাছি, কুমরে পোকা
১৪৮.
আগে এক কেজি চাল দিয়ে কিনতাম দুই টাকা এখন এক কেজি চাল দিয়ে কিনি চার টাকা। টাকা এত সস্তা হয়ে গেছে। টাকার দাম কমেছে।
১৪৯.
যখন মৌচাক বানায় তখনই বেশি ফুল ফোটে
১৫০.
একটি গাছ থেকেই যাতে আরেকটা গাছ জন্মে তার জন্য বহু হাজার ফল হয়
১৫১.
দাঁত দেখেই বোঝা যায় যে জাম খেয়েছে
১৫২.
ঘাসও বিক্রি হয়
১৫৩.
ভেড়ার মতোন আমাদের চুল দাড়ি কেটে নেয় না তো?
১৫৪.
লাউ পাকলে খোসা শক্ত হয়
১৫৫.
খোসাহীন ফল জাম
১৫৬.
এক নামে একাধিক নদী আছে
১৫৭.
বড়ো বড়ো গাছের বাগান বাড়িতে ঝড় বিশেষ লাগে না
১৫৮.
বড় শহরে বেশি শীত পড়ে না
১৫৯.
আমের পাতা বড় হলে আমও বড় হয়
১৬০.
জোনাকি পোকাই প্রকৃত জ্যোতির্ময়
১৬১.
নিজের সামান্য আলোতেই জোনাকিরা গাছের ভিতরে ওড়ে
১৬২.
আমগাছের কিছু ডাল প্রতি বছরেই ম’রে শুকিয়ে যায়
১৬৩.
অনেক সুপুরিগাছ ফেটে যায়
১৬৪.
আমসত্ত্ব আচার, ফলসী ইত্যাদি রোদ্দুরে দিলে পচেও না পোড়েও না
১৬৫.
পুকুরে রুই মাছের বাচ্চা হয় না
১৬৬.
মাটিই ধানগাছ হয় ধান হয় এই ধান শরীরের মাংস হয় মাটিই
১৬৭.
চাল নয় ভাত রাঁধার আসল সমস্যা জ্বালানি
১৬৮.
জল নিষ্কাষণ গ্রামে একটি বড়ো সমস্যা
১৬৯.
মুরগির হাঁসের ভরসা মানুষ জাতি
১৭০.
বাঁশগাছই সবচেয়ে বেশি লম্বা
১৭১.
নারকেল গাছ থেকে পড়লে শব্দ হয়
১৭২.
জাম গাছ থেকে পড়লে শব্দ হয় না
১৭৩.
পেঁপে গাছে ওঠা যায় না
১৭৪.
বৃষ্টি এলে গাছের নিচে দাঁড়ালে শুধু প্রথমেই সুবিধা
১৭৫.
রৌদ্রের সাত ভাগের ছয় ভাগই শুষে নেয় আমগাছ সুতরাং আমের ছায়া এত ঠাণ্ডা
১৭৬.
কালো রঙের গাছতলা ঠাণ্ডাতম
১৭৭.
কালো ছাতার ছায়া ঠাণ্ডাতম
১৭৮.
শিউলি ফুলের জীবন এক রাত মাত্র
১৭৯.
আমগাছ আগে জামগাছ পরে
১৮০.
জাপানে না গিয়ে জাপানে কি ঘটেছে তা জানার বহু উপায় আছে
১৮১.
ঝরা পাতা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়
১৮২.
কলেরা হওয়া মাত্র শুকনো নুন অনেকখানি খেলে সেরে যায়
১৮৩.
লাউ মাচা থেকে লাউ ঝুলে থাকে
১৮৪.
শিকড়ও খাদ্য যেমন আদা হলুদ
১৮৫.
তেজপাতা গাছের কেবল পাতা কাজে লাগে
১৮৬.
গাছের তুলনায় সবচেয়ে বড় ফল আনারস
১৮৭.
ঘাস চাষ করতে হয় না
১৮৮.
ঘাস, আখ, বাঁশ— এগুলি সব ঘাস বংশীয়
১৮৯.
ঘাসও পূজায় লাগে, শ্রাদ্ধে লাগে
১৯০.
জল না দিলে বছরের পর বছর বাঁচে গোলাপ গাছ, লিলি ফুল গাছ
১৯১.
বড়ো পেঁপে গ্রীষ্মে ম’রে যায় অনেক
১৯২.
আমার বাগানে সব গাছই কাজে লাগে কেবল নিমগাছ ছাড়া
১৯৩.
কাঠের রঙ হলদেও হয়
১৯৪.
গাছের ডালওয়ালা অংশে ভালো তক্তা হয় না
১৯৫.
অশত্থ গাছ কোনো কাজে লাগে না
১৯৬.
পাতা ঝ’রে গেলে অশত্থ গাছকে অদ্ভুদ দেখায়
১৯৭.
শিরীষগাছ লাগায় কেবল তক্তার জন্য
১৯৮.
কাঁটাওয়ালা গাছে পাখি বাসা বানায় না
১৯৯.
গাছ জলবায়ুর উপর নির্ভরশীল
২০০.
মাটি থেকে গাছে আসে কত রঙ আর স্বাদ
২০১.
চীনাবাদাম হয় শিকড়ে মাটির নিচে


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব [অতিথি] এর ছবি

আমাকে কি কেউ বোঝাতে পারবেন এই বাক্যগুলিকে কেন কবিতা বলা হবে?

আলমগীর এর ছবি

কবি (যা-)তা লিখবেন তাই কবিতা দেঁতো হাসি
আমার কথা: পুর্নপাঠ না পুনর্পাঠ? (কপিরাইটের ব্যাপার তো আছেই)

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য সাধুবাদ।
আমি আসলে অতিসাধারণ একজন পাঠক।
আমার ভাল লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করা মাত্র।
পুনর্পাঠ হবে।

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য আপনাকে ধন্যবাদ।

বেয়াদবি নেবেন না-
সে আশা রেখেই জীবনানন্দের মতো বলবো, কবিতা কী এ জিজ্ঞাসার কোন আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেকরকম।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

অনেক কিছু জানিলাম! তবে বুঝিলাম কম!

---------------
**না !

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য কৃতার্থ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

বিনয়কে পুনর্পাঠ ঠিকাছে, কিন্তু এই কবিতাগুলোই কেনো? এর পক্ষে তোর বক্তব্য আশা করছি।

বিনয় ঠিক অইভাবে অতোটা পরিচিত নাম না সবার কাছে যেভাবে সুনীল কিংবা শক্তি। যিনি আজকে প্রথম এই কবিতাগুলো (এগুলো যে কবিতা সেটা নিয়ে বিনয় নিজেও কিছু বলেননি পরিষ্কার করে।) দিয়ে বিনয়পাঠ শুরু করলেন, বিনয় সম্পর্কে তার ধারণা ঠিক কোন পর্যায়ে দাঁড়াবে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না।

বরঞ্চ তুই "ফিরে এসো, চাকা" কিংবা "আঘ্রানের অনুভূতিমালা" থেকে কিছু পঙক্তি তুলে দিলে বিনয়পাঠটা অন্যরকম হতো।

সবজান্তা এর ছবি

সহমত। আমার বিনয় পাঠের বয়স সামান্যই। ফিরে এসো চাকার মতো অসামান্য কবিতার কারণে তিনি মাথায় গেঁথে গিয়েছেন। আমারও মনে হয় বিনয়ের সাথে কারো পরিচয় যদি এই কবিতাগুলির মধ্য দিয়ে হয়, তবে ঠিক মেসেজটা তাঁর কাছে পৌছাবে না।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সৈয়দ আফসার এর ছবি

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সৈয়দ আফসার এর ছবি

মানসিক অসুস্থতার কারণে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিনয় মজুমদার ‘এক পঙ্ক্তির কবিতা’ শিরোনামে ২০১ পঙ্ক্তির কবিতা রচনা করেন। বিনয়ের এ কবিতাগুলো এক ভিন্নতর দর্শনের দর্পণ। কল্পনার কোনো স্থান দেননি তিনি এ পঙ্ক্তিগুলোতে। কবিতার পঙ্ক্তি জুড়েই রয়েছে নিখুঁত বৈজ্ঞানিক ইতিকথা। শুধু কবিতা নয়, তিনি তার গদ্যসাহিত্যেও ধারণ করেছেন গণিত-প্রভাবিত দার্শনিকতা। তার মনোজগতে কবিতা ও বিশুদ্ধ গণিত একই ধারায় বহমান থেকেছে। ‘সাহিত্যের গতি গণিতে-বিজ্ঞানকে বাদ দিয়ে সাহিত্য নয়, গণিতকে বাদ দিয়েও সাহিত্য নয়’- বিনয় মজুমদারের এ প্রমিতির ভাস্বর রূপ তার সাহিত্যের ক্যানভাস আচ্ছন্ন করে রেখেছে।

_____________________________________বীরেন মুখার্জী
উপরিউল্লিখিত কথাগুলোর ভেতর হয়ত তোর অনেক কথার মর্মকথা মিলে যাবে।

"ফিরে এসো, চাকা" কিংবা "আঘ্রানের অনুভূতিমালা" পাঠ অনুভব তো তুই জানিস বন্ধু, সালটা হবে ২০০২ এর মধ্যবর্তি সময় আমার দোকানে আমি,তুই,জাহেদ ভাই বিনয় ওই দুই গ্রন্থের পাঠঅভিজ্ঞতা নিয়ে কিনা বিস্তর আলোচনা হয়েছে আমাদের মাঝে, আজ আবার সে বিষয় নিয়ে কথা!!! ভালো লাগছে আমার। আমি তোর সাথে একমত ''সুনীল কিংবা শক্তি।'' মত তিনি এত পরিচিত নয়; কিন্তু বিনয় যে আস্তে আস্তে পাঠককে তাঁর কবিতা টানছে সন্দেহ নেই।

ভালো থাক।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নজমুল আলবাব এর ছবি

এইটা পড়লে বিনয় এর প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে মনে হয় না। বরঙ পাব্লিক ভাগবে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অনীক আন্দালিব [অতিথি] এর ছবি

একই পোস্ট এখানেও দেখা যাচ্ছে। ডুয়াল পোস্টিং ঘটে গেছে মনে হয়।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অনিকেত এর ছবি

এইটা পড়লে বিনয় এর প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে মনে হয় না। বরঙ পাব্লিক ভাগবে।

শতভাগ সহমত।
আমরা যারা এই কবি কে চিনিনা, অজ্ঞানতার জন্যে মার্জনা চেয়ে নিচ্ছি আগেই, তাদের এই 'একপংক্তিকা' গুলো পড়ে মুগ্ধ বা আকৃষ্ট হবার সম্ভাবনা খুবই কম।
আমার এই 'একপংক্তিকা' গুলো পড়ে প্রথমে মনে হয়েছিল(কবি'র প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি) ক্লাস সেভেন-এইটের কোন ইঁচড়ে পাকা ছেলের জ্ঞানের অগ্নিমান্দ্যের বহিঃপ্রকাশ।

অনুরোধ করব, কবি'র আরো প্রথাগত কবিতাগুলো দিয়ে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেবার জন্য।

আবারো রূঢ় ভাষনের জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

যারা বিনয় কে কিছুটা জানেন তাদের অনেকেরই এগুলো পড়া হয়নি........
বরঙ পাব্লিক ভাগবে। এটা মানতে পারছিনা ................

আফসার ভাই শুভেচ্ছা রইল

_____রুবেল

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ রুবেল।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

হিমু এর ছবি

বিনয় মজুমদারের কবিতা নিয়ে আলোচনা করতে পারতেন। পরীক্ষার সিজনে হলের দেয়াল আর বেঞ্চ খুদি খুদি ওয়ানলাইনারে ভরে যায়, পোস্টটাকেও সেরকম মনে হলো। আর অপরের লেখা এমন দায়সারাভাবে তুলে দিয়ে ব্লগিং মনে হয় সচলায়তনে নিরুৎসাহিত করা হয়, মডুদের আগে হাউকাউ করতে দেখেছি এ নিয়ে।

এই পোস্টে ১ রেইট করলাম, কারণ এখানে লেখকের নিজের বলতে কিছু নেই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবির নাম জেনে কবিতা পড়ব নাকি কবিতা দিয়ে কবিকে চিনব?

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

kazal  rashid এর ছবি

পুনর্পাঠ হলো.

সৈয়দ আফসার এর ছবি

কাজল ভাই।
ধন্যবাদ।

ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।