হৃদয়ের আলো আজ তুফান তুলেছে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ১২/০৬/২০০৮ - ৫:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আকাশ ঝলসাতে চায় হৃদয়ের আলো, জ্বলে অন্তর্লোক
ভুলে যাই হৃদয়ের যতো পুরাতন ব্যথা, আছে যতো শোক
মাকড়সার জালের মতো বুকের অলিন্দগুলোতে
ঢাকা যতো আছে সুখস্মৃতি মলিন ধূলোতে
আজ দু'হাতে তাদের টেনে তুলে আনি বুকে
মেলে ধরি সকালের আলো দৃষ্টির সম্মুখে
ছুটে যাই দিগন্তের দিকে, পায়ে ঝর্ণা জলের গতি
বাহুতে গজিয়েছে ঈগলের ডানা, চোখে হারিয়ে যাওয়ার সম্মতি
আলোময় যতো অবিশ্রান্ত প্রাণ সবাইকে ডেকে আনি
ডাকে সময়ের কন্ঠস্বর, উদভ্রান্ত মেঘের দল দেয় হাতছানি।

হাঁক দেয় মেঘের পারানি - 'তোরা কে কে যাবি আয়'
হৃদয়ের আলো আজ তুফান তুলেছে, আকাশ ঝলসে যায়।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

চমত্কার! খুব ভালো লাগলো। দোস্ত গোলাগুলি করে কেমনে?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

হাক দেয় মেঘের পারানি - 'তোরা কে কে যাবি আয়'
হৃদয়ের আলো আজ তুফান তুলেছে, আকাশ ঝলসে যায়।

সুন্দর লাগলো খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নুশেরা তাজরীন এর ছবি

অসাধারণ, আবারও *****।

পরিবর্তনশীল এর ছবি

আপনার কবিতা চুপচাপ নিয়মিত পড়ে যাচ্ছি। খুব ভালো লাগছে খুব।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি ভাবলাম হৃদয়ের আলো নামে আবার দেশে কোনো পত্রিকা বাইর হইলো কি না? চোখ টিপি
যা হোক... সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

নুশেরা তাজরীন, নজরুল ইসলাম এবং পরিবর্তনশীলকে অনেক ধন্যবাদ। আপনাদের কড়া নজরে (মানে নিয়মিত নজরে) আছি বলেই হয়ত প্রতিদিন কিছু না কিছু লিখতে ইচ্ছে করে। নইলে কবে যে লেখা-টেখা ছেড়ে মুদির দোকানে অংক কষতে বসে যেতাম!

অতন্দ্র প্রহরী এর ছবি

হাঁক দেয় মেঘের পারানি - 'তোরা কে কে যাবি আয়'
হৃদয়ের আলো আজ তুফান তুলেছে, আকাশ ঝলসে যায়।

অসাধারণ আরেকটি কবিতা। ভাল লাগল খুব। আর ভুলেও ভাই মুদির দোকানে অংক কষতে বসবেন না যেন। জানেন তো সব কিছু সবার জন্য নয়। আপনার স্থান এখানে, আমাদের মাঝে। পরে দেখা যাবে মুদি দোকানে বসেই "যে অংক মেলেনি" নামে কবিতা লেখা শুরু করবেন! দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।