প্রিয়ার কাছে চিঠি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২১/১২/২০০৮ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আর কতো অপেক্ষার কষাঘাত, বলো -
দশদিগন্ত কাঁপিয়ে নামে অন্ধকার
মৌনতার দীপ জ্বেলে বসে থাকি ঠায়
আর কতদিন, বলো!

বারান্দায় সকালের আলো পড়ে
চড়ুই পাখিরা ওড়ে জানালার নকশায়, গ্রীলে
তোমার হাতের স্পর্শ পাবো বলে জেগে ওঠা হয়না আমার
কালনিদ্রায় আচ্ছন্ন রই হাজার প্রহর
কিন্তু আর কতো!

ভরা জোয়ারের তোড়ে ভেসে যায় দেহের তরনী
লাভা জলে টগবগ করে মন-প্রাণ
মধ্যগগনে মাথা তোলে পরাক্রম পাল
তোমার মেঘ-বৃষ্টির অপেক্ষায় চমকায় স্নায়ুর বিদ্যুত
বলো, আর কতো!

অপেক্ষায় থাকি, কবে
ঠোঁটে ঠোঁট রেখে শোনাবো তোমাকে নক্ষত্রের প্রিয় সুর
চুমোর সাগরে ভাসাবো তোমার অধর সাম্পান
পথ চেয়ে থাকি, আর
তুমিহীন ভাঙা ঘরে ওড়ে অপেক্ষার মৌমাছি
তোমার বুকের গন্ধ নেবো বলে
পৃথিবীর সব ফুল প্রত্যাখ্যান করে আছি।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

চিঠি কী তীব্রভাবেই আবেগ ধারণ করে, না! মাঝে মাঝে খুব দুঃখ হয়, কী যান্ত্রিক যুগেই না বাস করি আমরা, একদল অনুভূতিহীন রোবটের সাথে!

সৈয়দ আখতারুজ্জামান লিখেছেন:
পথ চেয়ে থাকি, আর
তুমিহীন ভাঙা ঘরে ওড়ে অপেক্ষার মৌমাছি
তোমার বুকের গন্ধ নেবো বলে
পৃথিবীর সব ফুল প্রত্যাখ্যান করে আছি।
অদ্ভুত সুন্দর লাগল কবিতাটা। ছুঁয়ে গেল ভীষণ...

আপনি লিখুন। আরো লিখুন। থামবেন না প্লিজ...


যুদ্ধাপরাধীদের বিচার চাই

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আচ্ছা থামবো না, যতদিন অন্তত আপনি এই পদ্য-প্রচেষ্টা তৃপ্তি নিয়ে পড়তে থাকবেন।
(আর তারা দিতে থাকবেন!)

উপল মাহবুব এর ছবি

অসাধারণ!!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি

- বস, শেষের প্যারাটা মারাত্মক। আমার লাজ শরম একটু বেশি তো তাই কোট করলাম না। চোখ টিপি

কিন্তু এতো দারুণ একটা কোবতে থেকে কিছু কোট করবো না তাতো আর হয় না, তাই

তোমার হাতের স্পর্শ পাবো বলে জেগে ওঠা হয়না আমার
কালনিদ্রায় আচ্ছন্ন রই হাজার প্রহর

ইদানিং জাঝা মাঝাও দিতারি না, আপনারে যে কী দিমু! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পড়ে ভাল্লাগছে, এইটাই ব্যাপার, জাঝা মাঝার দরকার নাই! কী কন?

কীর্তিনাশা এর ছবি

তাব্দা খাওয়া কারে কয় বুঝলাম এই কবিতাটা পড়ার পর।

কবি on fire!! চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমি আসলেই on fire!!
তাই পদ্য রপ্ত করিতে করিতে আমার পশ্চাতদেশ তপ্ত হইয়া উঠিতেছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কর্পোরেট-কবি, দেখছি, সহজ-সরল কবিতা লিখছেন! আমার মতো কাব্য-নাদানও বুঝতে পারছে! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কী যে বলেন গুরু! আপনারা হচ্ছেন আমাদের বাতিঘর। আমরা দিকভ্রান্ত নাবিক মাত্র।

পান্থ রহমান রেজা এর ছবি

আর কতো আখতার ভাই! হাসি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

যতো ততো! পড়তে বেশি শরম লাগলে পাশের কাউরে কও, যাতে পড়ে তোমাকে শুনিয়ে দেয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আখতারুজ্জামান... ফাটায়া লেখছেন...
আপনার কাজটা করতে পারি নাই... আসলে ভীষণ ব্যস্ততায় ভুলে গেছিলাম... আজ এই কবিতা পড়ে মনে হলো...
কালকে ফোন পাবেন... স্যরি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ব্যাপার না!

লাল কমল [অতিথি] এর ছবি

বুকের ভিতর হু হু করছে!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।