এ জন্মের নিকুচি করি / উৎসর্গ: সুমন চৌধুরী

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ০৩/০৯/২০০৯ - ১০:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশের দৈনিক আছে যত কেন হয়না সব বন্ধ
সারাপৃষ্ঠা জুড়ে ব্যথা কান্না ময়লা আর দুর্গন্ধ

পড়তে পড়তে বেদনায় ভারাক্রান্ত হই
এ শরীর পঙ্গু হয়ে যাক আমি অন্ধ কেন নই

সব কিছু দেখে যাই সব কিছু শোনে এই কান
হাত পা নিশপিশ করে মুখে ওঠে খিস্তির তুফান

আমি কেন দেখতে পাই সবকিছু কেন শুনি
গুনীজন মার খান রাস্তায় ললিপপ চুষে খান উনি

ক্যামেরা ধরলেই কথার তুবড়ি ছোটে জনতার সম্মুখে
সকলে দখেতে পাই - মাছি ভন ভন করে সারা মুখে

চার কোটি ভুখা পেট দেশে, দিন কাটে ভাত মাছ ছাড়া
মজায় খাচ্ছে লুটে দেশ কুকুর আর শুয়োরের বাচ্চারা

কারা করে চুক্তি সই কারা বেচে তেলগ্যাস দেশে
পাছার কাপড় তুলে দেয় কারা নৈশভোজ শেষে

লুঙ্গি উঁচু করে সংসদে গেল কারা মেঘে ঢাকা রাতে
আজন্ম ধর্ষিত হলো কারা ভোট গেলা রাক্ষসের হাতে

বলার সাহস নাই তাই এ জন্মের নিকুচি আমি করি
কে আছিস দড়ি দে - তিরিশ লক্ষ ফাঁস এক সাথে পড়ি।

(সুমন চৌধুরীর টুকরো টুকরো লেখা ১৪ আর মন্তব্য পড়তে পড়তে আর সহ্য করা গেলো না। লিখে ফেললাম। তাই উৎসর্গ তাকেই।)


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

তিরিশ লক্ষ ফাঁস এক সাথে পড়ি

চলুক



অজ্ঞাতবাস

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার ঐ লেখাটার জন্য আবারো ধন্যবাদ। আপনেই প্রথম পড়লেন। বেশ ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল অনেক।
ভাল থাকুন।

সৈয়দ আফসার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পড়ার জন্য অনকে ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

বলার সাহস নাই তাই এ জন্মের নিকুচি আমি করি
কে আছিস দড়ি দে - তিরিশ লক্ষ ফাঁস এক সাথে পড়ি।
চলুক

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য কবিতাটা দেরিতে পড়লাম বলে দুঃখিত। দারুণ।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আরে ইশতিয়াক রউফযে! কতদিন পর সাাত। তরপর খবর কি?
আরে দেড়ি আর তাড়াতাড়ি কি, পড়েছেন তাতেই অনেক। অনেক ধন্যবাদ।

আশরাফ মাহমুদ এর ছবি

বারবার শুনতে ইচ্ছে করে।
----------------------------------------
শুধু শরীরে জেগে থাকে শরীরঘর
মধ্যবর্তী চরকায় খেয়ালী রোদের হাড়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কোন মানা নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

চমৎকার!

নৈশী।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।