প্রেম আর সংসার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২৭/১১/২০১০ - ১২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই তবে সেই প্রেমের সোপান
এই তবে সেই গোলাপের স্তম্ভ
যেখানে দাঁড়িয়ে তুমি শুনেছিলে কোকিলের শীষ-বার্তা
মানবিক পতাকার ছায়াতলে যেদিন আমরা রচনা করেছিলাম সভ্যতা

এই তবে সেই যুদ্ধের প্রাঙ্গন
এই তবে সেই মৃত্যুফাঁদ
যেখানে বাড়িটা ফাঁকা মাঠ
পুকুরের জল শ্যাওলা-সবুজ
ঢেউয়ের বুক ফুঁড়ে মেছো সাপ তড়িত পালায়
ঘাটে মরা মাছরাঙাটার নীল পাখনায় শেষ সূর্যের আলো

এই তবে সেই গানের অন্তরা
এই তবে সেই ময়ূরের লেজ
যেখানে এখন স্মৃতি সর্বস্ব সাপের ফনা ফোঁসফাঁস করে
মাটির অতলে বিষের কাফন তোমার শরীরে পেচানো

এই তবে মৃত্যুর পেয়ালা হাতে জীবনের অগস্ত যাত্রা?


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

এই তবে মৃত্যুর পেয়ালা হাতে জীবনের অগস্ত যাত্রা?

এটাই বোধহয় শেষ কথা। ভালো লাগলো।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

শব্দ চয়ন আরো ভাল হতে পারত।

সৈয়দ আফসার এর ছবি

পড়লাম।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লেগেছে।আরো সুন্দর লেখার অপেক্ষায়..............আশরাফুল কবীর

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো।

-শাহেদ সেলিম

অনিন্দ্য রহমান এর ছবি

ভালো হইসে। জীবনের গভীরে মৃত্যু।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

কীর্তিনাশা এর ছবি

শেষ লাইনেই আসলে সব বলা হয়ে গেল।

ভালো লাগলো !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রোমেল চৌধুরী এর ছবি

এই তবে মৃত্যুর পেয়ালা হাতে জীবনের অগস্ত যাত্রা?

হ্যাঁ আখতার ভাই, যথার্থ বলেছেন। সত্যের নিষ্ঠুর হাত ছুঁয়ে কবি অনুভব করেন, জীবন অনিত্য এক ক্ষমাহীন বৃত্ত। তাইতো কবি চান তাঁর জীবনের শেষপাত্রে কিছুটা বিষ মিশিয়ে দেয়া হোক, হেমলক কিম্বা হীরক অঙ্গুরীয়!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।