তোমাকে আলতো আকড়ে ধরা-এক ঘুম

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২৫/০৪/২০১২ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শরীরের সমস্ত নোঙর একসাথে গেঁথে যায় মাটির ভেতর
আমি চোখ রাখি দিগন্ত-ধূসরে
মহাসাগরের নীল থেকে মহাকাল মুছে যায়
আমি বাতিঘর খুঁজে মরি দিগন্তে, আকাশে, আতুঁড় ঘরের বারান্দায়
যারা আমাকে নাবিক বলে ডাকেন তারা জানেন না
ক্ষুধার্ত গাঙচিলের ডানা যখন হাওয়ায় পালক মেলে
তখন নন্দনতত্ত্ব দেখতে অনেকটা ফ্লাইং ফিশের মতো
পৃথিবীর তলদেশ নিকটবর্তী হয়
শেফালির সন্ধ্যা-স্মৃতি বারবার চোখে ফিরে আসে
পালের পর্দা সরিয়ে জাহাজের কত চরিত্র
আমি অভিনীত হতে দেখি জীবনের জল-মঞ্চে!
খ্যাপাটে নিদের্শকের অঙ্গুলি-দুলনে
কত স্রোত, পোতাশ্রয় আর বন্দর হারিয়ে
খান খান হয়ে ফিরে আসি তীরে
সিংহের কেশর সোনালী করে তবুও সূর্য ওঠে দিগন্ত-ওপারে
আবার চোখে লাগে মাস্তুল-রাঙা সকালের আলো
কারন হাজার নটিক্যাল মাইল দূরে বুকে ধারণ করে রাখি
তোমাকে আলতো আকড়ে ধরা-এক ঘুম!


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

কবিতা ভালো লাগলো। একটা লাইন মাথার ভেতর করে নিলো ঠাঁই,

শেফালির সন্ধ্যা-স্মৃতি বারবার চোখে ফিরে আসে

প্রখর-রোদ্দুর এর ছবি

মচৎকার।
চমৎকার হাসি

হাসান আল জামী এর ছবি

খুব সুন্দর !

ক্ষুধার্ত গাঙচিলের ডানা যখন হাওয়ায় পালক মেলে
তখন নন্দনতত্ব দেখতে অনেকটা ফ্লাইং ফিসের মতো
পৃথিবীর তলদেশ নিকটবর্তী হয়
শেফালির সন্ধ্যা-স্মৃতি বারবার চোখে ফিরে আসে

শুভকামনা কবির জন্যে !!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।