প্রজ্ঞা বন্দনা

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ২৩/১১/২০১১ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্মিতহাস্য সক্রেটিস পুত্রবৎ বন্ধুদের কহিলেন -
“ প্রজ্ঞার অন্বেষণে, চষিয়াছি জ্ঞানী জনে;
দেখিলাম কাহারো অজ্ঞেয় কিছু নাই,
যখনই জানিতে চাই
কি আছে অজানা আর কিবা অজ্ঞেয়,
তাহা জানেনা কেহ।”

অতঃপর ক্ষণকাল নির্বাক রহিলেন।

নিষ্পলক চক্ষুদ্বয়, চাহনি সুদূর,
কহিলেন - “কিছুই হইলোনা জানা,
জ্ঞান সসীম নহে অসীম সমুদ্দুর,
আমি তাহাতে মাত্র ক্ষুদ্র বালুকণা”।

হেমলকে মরে নাই প্রজ্ঞা, ঢের বিকশিত
প্রজ্ঞায় প্রণতি জানাই, প্রজ্ঞায় আনত।।

০৩.০২.২০০৩, সৈয়দপুর।


মন্তব্য

মৌনকুহর এর ছবি

জ্ঞান সসীম নহে অসীম সমুদ্দুর,
আমি তাহাতে মাত্র ক্ষুদ্র বালুকণা

হুম্ম...... চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তানিম এহসান এর ছবি

হুম্ম ..

আশালতা এর ছবি

বেশ। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

মেলাদিন হয়ে গেলো আপনার কোন খোঁজখবর নেই, লেখা পাবো কবে? শুভকামনা।

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নীড় সন্ধানী এর ছবি

হেমলকে মরে নাই প্রজ্ঞা, ঢের বিকশিত
প্রজ্ঞায় প্রণতি জানাই, প্রজ্ঞায় আনত।।

অসাধারণ প্রকাশ! চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাপস শর্মা এর ছবি

পরিধির অসীম বিস্তার।

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রৌঢ় ভাবনা এর ছবি

কবিতা ভাল বুঝিনা। তারপরও যেটুকু বুঝেছি, কবিতাটি ভাল লেগেছে। বিশেষ বিশেষ কিছু পঙক্তি মনে দাগ কেটেছে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সুন্দর, কবি। চলুক কেমন আছেন?


_____________________
Give Her Freedom!

সুমাদ্রী এর ছবি

ভাল লেগেছে তানিম ভাই, প্রজ্ঞার লাবণ্যে শুদ্ধ হতে চাই।

সিরাজুল লিটন এর ছবি

বেশ লিখেছেন। চলুক

'সিরাজুল লিটন'

বোধিসত্ত্ব এর ছবি

গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।