জল শুধু মিনতি শিখেছে

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ০৪/০১/২০১২ - ১১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

একদিন দাড়াতে হয় যতিচিহ্নের মুখোমুখি, একদিন জানা যায় আর কোন খোলা নেই অবারিত পথ, আপাতত এই। একদিন জেনে নেয়ার চাইতেও নিতে হয় মেনে - সব পথ শেষ হয় কোন এক গহ্বরে!

অতলান্ত গিরিখাতে একদিন তাকিয়ে দেখি অপরিসীম শূন্যতা স্থির হয়ে আছে, স্থির হয়ে জমে থাকে আবদ্ধ বাতাস। মানুষের তলানিতে তবুওতো বিষ, নির্বিষ ছাই থাকে দাবানলে;

প্রবল অনলে পোড়ে আসক্ত লোহা, হাপরের বাড়ীতে পোড়ে ক্ষয়কাশি। বিস্তর ধুলাবালি জমে জমে কড়া নাড়ে নিরবধি জলে, নদীর এপিটাফ লিখে তবুও নদী। শুধু ক্ষয়িষ্ণু ঝিনুকের খোলে একটি মুক্তোদানা অপার্থিব আবেগে আবেশে বাড়ে - মানুষের পার্থিব চোখ মুক্তোর চাইতেও নেড়েচেড়ে দেখে মুক্তোঙ্গিনী!

মানুষের চোখ তবুও দেখেছি করেনা প্রতারণা, প্রতারণা করেছে হাসি। পাথর পাহাড় ছেড়ে সবিশেষ জলে নেমে দেখি - একটি নুড়ি তবু বহুদূর ছুড়ে ফেলা যায়, জল শুধু মিনতি শিখেছে!


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

একটা অব্যক্ত সরল সোপান এবং কিছু অলিখিত লিপির প্রত্যয় নিয়ে জেগে থাকে

মানুষের পার্থিব চোখ

আর

মুক্তোর চাইতেও নেড়েচেড়ে দেখে মুক্তোঙ্গিনী!


তানিম ভাই চমৎকার...

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ তাপস ভাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মাসুম এর ছবি

কবিতা পড়ে ভাল লাগলো

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

স্যাম এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অনার্য সঙ্গীত এর ছবি

ভালো লাগলো।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ

আশালতা এর ছবি

চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।