এখনো ঘুম নয়, আরো কিছু রাত যাবে হেঁটে

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ১৪/১০/২০১২ - ১২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক পুরাতন ঘুমের জাদু, মঞ্চ জুড়ে তুমুল কলরব,
প্রেক্ষাপটে রঙগুলো সব চর্চিত সরব
আর জাদুকরের ইন্দ্রজালে ফাঁকি...
আমার ক্ষেত্রফলের সরাইখানায় বাকি,
তালপুকুরের আয়না গেছে চুরি;
সনাতন শারদা-সুন্দরী
হারিয়ে ফেলেছে প্রবারণা পূর্ণিমা যতো...
তুমি, আমি, আমাদের চেতনায় আহুত
বাতাসের চাইতেও ছুঁয়ে যাওয়া আরও কোন বোধেরাও লুপ্তপ্রায় --
ক্ষয়ে গেছে তাম্রলিপি, সমপ্রাণ বোধ, বিলুপ্ত বিহার...

তমসা বর্ণনা শেষে, তবু নিরাকার
হয়ে যায় আরো সব শ্রুতলিপি, আমাদের শিয়রে দাঁড়ায়...

তারপর কেটে যাবে আরো কিছু গ্রন্থিত অপলাপ, সময় --
এখনো বুঝিবা মৃত্যু নয়
প্রতিবার জন্ম নেয় আরো সব আতর-চন্দন গাছ- পূজনীয় কূল-উপকূল...
ধর্মের রাঙতা মোড়ানো মানুষ, ততোধিক ভুল...

নত হয় সব পিঠ, রহস্য দখলে নেয় মঞ্চ,
জপমালা শুষে নেয় রক্ত সব, মানুষের হাত!

ওহে প্রপিতামহ, যদিও প্রপঞ্চ
সব তেল-জলে মিলে মিশে একাকার, এখন যদিবা রাত
তবু কাল ঘুম ভেঙে গেলে
মঞ্চের কৌলীন্য আর প্রথাগত তাৎপর্য ভুলে
চৌকাঠ পেরিয়ে যাই, দেখি --
আরও সব ক্রমাগত চৌকাঠ সরে যায় দূরে, মানুষেরা কাছাকাছি আসেনি কি!

পৃথিবী ভাঙছে আড়মোড়া কি সুনিশ্চিত আর সুস্থির তার লয়!
এখন মঞ্চে নয়
সব পথ হেঁটে যায় মুক্তির মিছিলে সমবেত...
কালের মহিমা গড়ে ভাঙনেরা- প্রতিটি ভাস্কর্য স্বয়ম্ভু, শাণিত!


মন্তব্য

তারেক অণু এর ছবি

এখনো বুঝিবা মৃত্যু নয় চলুক

তানিম এহসান এর ছবি

মৃত্যু ঘটে গেছে বহুদূর!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

দারুন লাগল।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ রাজাসাহেব, তবে এখন পড়তে যেয়ে নিজের কাছে কয়েকটা জায়গায় আটকে গেলাম মনে হচ্ছে।

সাফিনাজ আরজু  এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ সাফিনাজ আরজু। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ব্যাঙের ছাতা এর ছবি

দারুন কথা- "তালপুকুরের আয়না গেছে চুরি"
ভাল লেগেছে তবে কোথায় যেন একটু অপূর্ণতা অনুভূত হচ্ছে। হয়ত নিজেকে নিয়ে যেতে পারছি গভীরে।

ব্যাঙের ছাতা এর ছবি

" পারছি না" হবে। না বাদ পড়ে গেছে অসাবধানে।
"নিজেকে নিয়ে যেতে পারছিনা" মন খারাপ

তানিম এহসান এর ছবি

আমি সাধারণত একটানা লিখে শেষ করি, মাথায় যা আসে তাই। এই লেখাটা এক বসায় শেষ করা হয়নি, সচলে দেবার আগেও একবার ঘষামাজা করেছি, কাজটা মনে হয় ঠিক হয়নি। ভেঙে ভেঙে পড়ে দেখুনতো, ছন্দ মেলানোর চেষ্টা না করে। পাঠকের সমস্যা হলে কিছুটা দায়ভার বর্তায় বৈকি! পরবর্তী ফিডব্যাক দিয়েন কিন্তু হাসি

ব্যাঙের ছাতা এর ছবি

ইচ্ছে করেই একটু বিরতি নিলাম, প্রথম পাঠের প্রভাব বলয় থেকে মুক্ত থাকবার জন্য।
কোথায় যেন আমি ফিরে ফিরে আসছি কবিতার ভেতর-বাহিরে,

"মঞ্চের কৌলিন্য আর প্রথাগত তাৎপর্য ভুলে চৌকাঠ পেরিয়ে যাই, দেখি-- আরও সব ক্রমাগত চৌকাঠ সরে যায় দূরে, মানুষেরা কাছাকাছি আসেনি কি! "

মনের ভেতর কথাগুলো উড়ে উড়ে বলে, আসেনি কি, আসেনি কি? হাহাকার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আবার, যেখানে ছিলাম দাড়িঁয়ে, অচল।

তানিম এহসান এর ছবি

হ্যাঁ, নিজের কাছেও কয়েকটা জায়গায় খটকা লাগছে এখন। লিখা শেষ হওয়ার পর আসলে সব লিখাই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে প্রিয় পাঠক হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

খুব ভাল্লাগলো তানিম ভাই। আপনি সচলে আমার প্রিয় কবিদের মধ্যে একজন। লিখতে থাকুন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

হু, লিখতেই চাই, না লিখলে পারলে হালকা হইনা, দম বন্ধ হয়ে যায় হাসি

পুতুল এর ছবি

তমসা বর্ণনা শেষে, তবু নিরাকার
হয়ে যায় আরো সব শ্রুতলিপি, আমাদের শিয়রে দাঁড়ায়...

এই শ্রুতলিপিই কী আমাদের (মানুষের) শেষ পর্যন্ত সঙ্গী ?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানিম এহসান এর ছবি

মনে হয়। তবে সেসব ভেঙে গড়ে মানবিক করে তোলার উপরেই মানবজীবনের সার্থকতা। ধন্যবাদ আপনাকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

লেখা চলুক। আমরা পড়ি। চলুক

তানিম এহসান এর ছবি

কেমন আছেন ভাইয়া? আগামী শুক্রবার বেলস পার্কের ফটোসেশন,রাতের বেলস পার্ক হাসি বরিশালের মানুষ কিন্তু বেলস পার্ক বলেনা, বলে বেলেস পার্ক, সেটাই চলবে।

শুভকামনা হাসি

অনিকেত এর ছবি

কুর্ণিশ ঠুকে গেলাম--- গুরু গুরু

শুভেচ্ছা নিরন্তর

তানিম এহসান এর ছবি

প্রিয় ব্লগার, গায়ক, মিউজিক কম্পোজার, আপনাকেও কুর্ণিশ! হাসি

কড়িকাঠুরে এর ছবি

চলুক

হুম- জেগে থাকো পথিকেরা...

তানিম এহসান এর ছবি

হুম- জেগে থাকো পথিকেরা। জেগে আছি হাসি

তাপস শর্মা এর ছবি

অতল......

আর মুক্তি

তানিম এহসান এর ছবি

মুক্তি আসবেই।

অরফিয়াস এর ছবি

তানিম ভাই, কবিতা নিয়ে কিছু বলার নেই!! আপনার লেখা সবসময়ই অসাধারণ লাগে। এটাও ভালো লাগলো।

প্রতিবার জন্ম নেয় আরো সব আতর-চন্দন গাছ- পূজনীয় কূল-উপকূল...
ধর্মের রাঙতা মোড়ানো মানুষ, ততোধিক ভুল...

এই জায়গাটায় এসে ভাবনাটা এক হয়ে গেল।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

একদিন ভোর হবেই হাসি

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমার একটু কঠিন কঠিন লাগলো। খাইছে
তবে "বাতাসের চাইতেও ছুঁয়ে যাওয়া আরও কোন বোধেরাও লুপ্তপ্রায় --" - এই লাইনটা গেঁথে গেলো ভেতরে কোথাও।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানিম এহসান এর ছবি

মাস্টারমশাই এর কঠিন লাগলে বাকিদের না জানি কি দূর্দশা শয়তানী হাসি

ইয়ে, মানে, কঠিন, তারপর আরো কঠিন লাগার পরেও যারা ভেংচায় তাদের জন্য গর্জন গাছের উপর থেকে শান্তি বর্ষিত হোক! রেগে টং

স্যাম এর ছবি

এখনো ঘুম নয়, আরো কিছু রাত যাবে হেঁটে - ব্যানার করার মত একটা লাইন চলুক

তানিম এহসান এর ছবি

হাঁটতে হাঁটতেতো ঘুমিয়েই যাচ্ছি ভাইজান, ঘুম তাড়ানোর বাদ্য কি বাজবেনা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।